2023 ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Indian Overseas Bank Mortgage Loan 2023 (ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন 2023): How to Apply for Indian Overseas Bank Loan Against Property? |Indian Overseas Bank Mortgage Loan Apply in Bengali.

জীবিকা নির্বাহের জন্য প্রত্যেক মানুষকে কিছু না কিছু কাজ করতেই হয়, আর যদি সেই ব্যক্তির কোন সম্পত্তি, যেমন ধরুন- বাড়ি, জমি, জায়গা ইত্যাদি থেকে থাকে তাহলে অনেকটা ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকা যায়।

হঠাৎ করে কোন প্রয়োজনে দেখা যাচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই কারো কাছ থেকে ধার চাইবেন! হয়তো বা সম্পত্তি বিক্রি করে তার থেকে প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন।

Bank Name Indian Overseas Bank
Type of Loan Loan Against Property / Mortgage Loan
Loan Application Process Online / Offline
Official Website iob.in

কিন্তু সম্পত্তি যদি একবার বিক্রি করে দেন, তাহলে সেটা একেবারেই আপনি হারিয়ে ফেললেন। তার চেয়ে যেটা ভালো সেটা হলো আপনি যদি ব্যাংকে এই সম্পত্তি সিকিউরিটি হিসেবে রেখে তার বিনিময় লোন নিতে পারেন এবং প্রয়োজনে কাজে লাগাতে পারেন তাহলে পরবর্তীতে লোন পরিশোধের পরে পরেই আপনি এই সম্পত্তি আবার ফিরে পেতে পারেন, আপনার সম্পত্তি আপনার রইল, আর প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলতে পারবেন অনায়াসেই এই লোনের মধ্যে দিয়ে, তাইনা!

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন | Indian Overseas Bank Mortgage Loan in Bengali
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন | Indian Overseas Bank Mortgage Loan in Bengali

আর সেই কারণেই কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন (Indian Overseas Bank Mortgage Loan) অর্থাৎ সম্পত্তির বিনিময়ে লোন দিয়ে থাকে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে। আর লোন পরিশোধের সময়সীমা অনেকটাই পাবেন যা কিনা আপনার জন্য বিশেষভাবে সহযোগিতাপূর্ণ হতে পারে।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন (Mortgage Loan) অর্থাৎ সম্পদের বিনিময়ে লোন নিতে পারবেন, এছাড়াও এই লোন সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Indian Overseas Bank Mortgage Loan (ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোন)

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সম্পত্তির বিনিময়ে লোনের সুদের হার: ৯.৭৫% থেকে শুরু হয়।

প্রসেসিং ফি: সর্বোচ্চ ০.৬২%।

লোন পরিশোধের সময়সীমা: ৭ বছর পর্যন্ত।

সবচেয়ে কম ই এম আই (EMI): প্রতি ১ লাখ টাকার উপরে ১,৬৪৭ টাকা।

আবেদনকারীর বয়স: এক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত, বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে। আর সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত Self-employed দের ক্ষেত্রে।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মর্টগেজ লোনের সুদের হার:

বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে:

আবাসিক সম্পত্তির ক্ষেত্রে সুদের হার:

সর্বোচ্চ ২০ লাখ টাকা:   ৯.৭৫%

২০ লাখ থেকে ৫০ লাখ টাকা: ৯.৭৫%

৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা: ৯.৭৫%

৭৫ লাখ টাকার বেশি লোনের জন্য: ১০.২৫%

ব্যবসায়িক সম্পত্তির ক্ষেত্রে সুদের হার:

সর্বোচ্চ ২০ লাখ টাকা: ৯.৭৫%

২০ লাখ থেকে ৫০ লাখ টাকা: ৯.৭৫%

৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা: ৯.৭৫%

৭৫ লাখ টাকার বেশি লোনের জন্য: ১০.২৫%

Self-employed দের ক্ষেত্রে:

আবাসিক সম্পত্তির ক্ষেত্রে সুদের হার:

সর্বোচ্চ ২০ লাখ টাকা: ৯.৭৫%

২০ লাখ থেকে ৫০ লাখ টাকা: ৯.৭৫%

৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা: ৯.৭৫%

৭৫ লাখ টাকার বেশি লোনের জন্য: ১০.২৫%

ব্যবসায়িক সম্পত্তির ক্ষেত্রে সুদের হার:

সর্বোচ্চ ২০ লাখ টাকা: ৯.৭৫%

২০ লাখ থেকে ৫০ লাখ টাকা: ৯.৭৫%

৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা: ৯.৭৫%

৭৫ লাখ টাকার বেশি লোনের জন্য: ১০.২৫%

Indian Overseas Bank Mortgage Loan Apply Documents:

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সম্পদের বিনিময়ে লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস অথবা কাগজ পত্রের প্রয়োজন পড়বে:

Self-employed দের জন্য কাগজপত্র:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আই টি আর (ITR)  যেটা লাস্ট দু বছরের হতে হবে।

৩) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,

৪) পরিচয় পত্র হিসেবে- ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট।

৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- ইউটিলিটি বিল, পাসপোর্ট, রেজিস্টার্ড এগ্রিমেন্ট, লিভ এন্ড লাইসেন্স, রেজিস্ট্রেশন, ব্যবসার ঠিকানা প্রমাণপত্র, পার্টনারশিপ ডিড কপি, বিজনেস প্রোফাইল ইত্যাদি।

বেতনভুক্ত কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১) সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ,

৩) আই টি আর (ITR)

৪) পরিচয় পত্র হিসেবে- ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, লিভ এন্ড লাইসেন্স, এগ্রিমেন্ট, ইউটিলিটি বিল, পাসপোর্ট, ফরম 16, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং যেকোন ই এম আই ডেবিট (EMI Debit)।

সম্পত্তির কাগজপত্র হিসেবে:

১) রেজিস্টার্ড সেল ডিড

২) লেটেস্ট হাউস টেক্স রিটার্নস অথবা রিসিপ্ট।

৩) মিউনিসিপাল কর্পোরেশন থেকে এপ্রুভড হওয়া বিল্ডিং প্ল্যান।

এবার তাহলে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সম্পদের বিনিময়ে লোন নেওয়ার জন্য আবেদন করবেন:

Indian Overseas Bank Mortgage Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.iob.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. এরপর লোন এগেনস্ট প্রপার্টি অপশন টি তে ক্লিক করুন। তবে অবশ্যই এপ্লাই করার আগে যে সমস্ত ডকুমেন্টস এবং যোগ্যতা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক চেয়ে থাকবে এই লোনের জন্য, সেটা আপনার আছে কিনা যাচাই করে নেবেন।

Step 3. এরপর আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Indian Overseas Bank Mortgage Loan Apply Form) আসবে। সেখানে চার্জ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 4. এরপর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস ফুল হয়ে যাবে, আর আপনার এই লোনের অ্যামাউন্ট ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আপনার ব্যাংক একাউন্টে জমা করে দেবে।

তাছাড়া আপনি চাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনার কাছাকাছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এর যে কোন ব্রাঞ্চে গিয়ে সম্পদের বিনিময়ে লোনের জন্য আবেদন করতে পারেন।

এছাড়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক লোনের বিষয়ে জানার জন্য আপনি যোগাযোগ করবেন যেভাবে:

মিস কল নাম্বার: ৪৪৪২২২০০০৪

কাস্টমার কেয়ার নাম্বার: ১৮০০ ৪২৫৭৭৪৪/০৪৪-২৮৫১৯৫৭৩

কন্টাক্ট নাম্বার: ১৮০০৪২৫৪৪৪৫,০৪৪-২৮৫১৯৪৯০,০৪৪-২৮৫১৯৬৩৯

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যোগাযোগ:

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইট: www.iob.in

ইমেইল এড্রেস: mdd@iobnet.co.in, rtgscell@iobnet.co.in, eseeadmin@iobnet.co.in, creditcard@iobnet.co.in

মোট ব্রাঞ্চ (Total Branches): ৩৩৮১

মোট এটিএম (Total ATMS): ৩৫৭১

হেডকোয়ার্টার্স: চেন্নাই (Chennai)

ব্যাংকের ঠিকানা: হেড অফিস, হর্স ভবন (Harsha Bhavan), E-Block, Connaught Place, New Delhi- 110 001

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সম্পত্তির বিনিময়ে লোন দেওয়ার জন্য কত পরিমান সুদ নিয়ে থাকে এবং কিভাবে আপনি অনলাইন প্রসেসে এই লোনের জন্য আবেদন করতে পারবেন, তা তো জানা হয়ে গেল।

তাহলে আর কোন রকম চিন্তা ছাড়াই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে আপনার যে সম্পত্তি রয়েছে তার বিনিময়ে লোন নিতে পারবেন অনায়াসেই, এবং প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে ফেলতে পারবেন নিঃসন্দেহে।

খুবই কম সুদের হার, তার সাথে সামান্য পরিমাণ ডকুমেন্টেশন এর মধ্যে দিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং অনেকটা সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top