2023 ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Indian Bank Personal Loan 2023 (ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন 2023): How to Apply for Indian Bank Personal Loan? | Indian Bank Personal Loan Apply Process in Bengali.

যতই আপনি বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে জীবন যাপন করে থাকেন না কেন, এমন এমন সময় কিছু টাকার প্রয়োজন বলতে গেলে প্রায় প্রত্যেক মানুষেরই পড়ে। তখন আর সেই কাজের উপর থেকে টাকাটা জোগাড় হয়ে ওঠে না। তার জন্য প্রয়োজন পড়ে অনেকটা টাকা একসাথে হাতে পাওয়ার। আর এর জন্য চিন্তিত থাকেন অনেকেই।

পার্সোনাল লোন অর্থাৎ ব্যক্তিগত ঋণ, যেটা আপনি আপনার নিজস্ব কোন কাজে প্রয়োজন অনুসারে নিতে পারেন। অনেক সময় এমন কাজ পড়ে যায় যার জন্য কারো কাছে হাত পেতেও টাকা পাওয়া যায় না।

সেই টাকার জন্য ঘুরতে হয় এখান থেকে ওখানে। অনেক সময় দেখা যায় অন্য কোথাও থেকে ধার পাওয়া গেলেও অনেকটা পরিমাণ সুদ দিতে গিয়ে বছরের শেষে দেখা যাচ্ছে যে টাকাটা আপনি ধার হিসেবে নিয়েছেন তার দ্বিগুণ টাকা সুদ হিসাবে দিতে হচ্ছে।

Bank Name Indian Bank
Type of Loan Personal Loan
Loan Application Process Online / Offline
Official Website indianbank.net.in

পড়াশোনা, বিয়ে অথবা ছোটখাটো কোনো প্রয়োজনে আপনি পার্সোনাল লোন (Personal Loan) হিসাবে ইন্ডিয়ান ব্যাংক থেকে লোন নিতে পারেন। কেননা এখানে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার, যা কিনা আপনার পছন্দ হবে এবং আপনার প্রয়োজন অনুসারে এই লোন আপনি নিতে পারবেন।

ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | Indian Bank Personal Loan in Bengali
ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি 2023 | Indian Bank Personal Loan in Bengali

তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেটা আপনি পাবেন সেটা হল অনেকটাই সময় লোন পরিশোধের জন্য। আর তাই কোন রকম চিন্তা ছাড়াই এই লোন আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে নিতে পারবেন।

Indian Bank Personal Loan 2023 – ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন নেবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সুদের হার: ৯.১৯% p.a. onwards

লোন এমাউন্ট: সর্বোচ্চ আপনার মোট মাসিক বেতনের 20 গুণ

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।

ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোনের সুদের হার:

IB Clean Loan (To Salaried Class): ৯.২০% p.a. থেকে ১৩.৬৫% p.a.

IB Pension Loan: ১০.৭৫% p.a. থেকে ১১.৭৫% p.a.

Loan/ OD Against Deposits: ১০.৩০% p.a. থেকে ১০.৮০% p.a.

Loan/ OD Against NSC/ KVP/ Relief Bonds of RBI/ LIC Policies: ১০.৯৫%

Indian Bank Personal LoanLoan Type:

A) IB Clean Loan: 

১) সর্বোচ্চ লোন এমাউন্ট ২০ times gross monthly salary

২) প্রসেসিং ফি: ব্যাংক নির্ধারণ করে থাকে আবেদন করার উপর নির্ভর করে।

৩) সবথেকে কম সুদ হল ৯.২০% p.a.

B) IB Pension Loan:

১) এই লোন এর ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংক গ্রাহকদের জন্য সুদ অফার করে থাকে ১১.৭৫% p.a.

২) সর্বোচ্চ লোন এমাউন্ট: 15 Months pension

C) Loan / OD Against Deposits:

১) সর্বোচ্চ লোন এমাউন্ট: 90% of the accrued

২) গ্রাহকদের সুবিধামতো লোন পরিশোধের সময়সীমা

৪) Loan/ OD Against NSC/ KVP/ Relief Bonds of RBI/ LIC Policies:

১) সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা ৬ বছর পর্যন্ত।

২) প্রসেসিং ফি এক পারসেন্ট (১%) লোন এমাউন্ট এর উপর। সর্বনিম্ন প্রসেসিং ফি ১০০ টাকা।

৩) সর্বনিম্ন লোন ১০,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়।

ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ফি এবং চার্জ (Fee & Charge):

IB Clean Loan (To Salaried Class): ব্যাংকের উপর নির্ভর করে।

IB Pension Loan: ব্যাংকের উপর নির্ভর করে।

Loan OD Against Deposits: ব্যাংকের উপর নির্ভর করে।

Loan OD Against NSC / KVP/ Relief Bonds of RBI/ LIC Policies: ১% চার্জ নিয়ে থাকে লোন এমাউন্ট এর উপর যে তার সর্বনিম্ন ১০০ টাকা।

Indian Bank Personal Loan আবেদনকারীর যোগ্যতা:

ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা গুলি সম্পর্কে জানা যাক:

A) IB Clean Loan:

১) অবশ্যই পার্মানেন্ট সরকারি কর্মচারী হতে হবে। (যেমন ধরুন- Quasi-Government Institutions, Endowments, Corporate industrial establishment, reputed companies or boards ইত্যাদি।)

২) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ৩ বছরের কর্মচারী কম করে হতে হবে।

৩) সর্বনিম্ন হোম স্যালারি হিসেবে ৪০% ইনকাম করতে হবে আবেদনকারীকে।

B) IB Pension Loan:

১) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এর কর্মচারী হতে হবে। ফ্যামিলি পেনশন পেতে হবে। তাছাড়া EPF pensioner এবং CRS retirees এই লোনের জন্য আবেদন করতে পারবেন না।

২) এন্ট্রি লেভেল হিসাবে এই লোনের জন্য আবেদন করার বয়স ৭৫ বছর হতে হবে এবং সর্বোচ্চ এক্সিট লেভেল বয়স হিসেবে ৭৮ বছর হতে হবে।

C) Loan / OD Against Deposits:

১) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই ইন্ডিয়ান ব্যাংকে টার্ম ডিপোজিট থাকতে হবে।

D) IND Loan/ OD Against NSC/ KVP / Relief Bonds of RBI/ LIC Policies:

১) আবেদনকারীকে সম্পূর্ণরূপে এই লোনের জন্য তৈরি থাকতে হবে এবং এই লোনের সম্পূর্ণ তথ্য জানার পরে আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Indian Bank Personal Loan Apply Documents:

ইন্ডিয়ান ব্যাঙ্কপার্সোনাল লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস গুলির প্রয়োজন পড়বে:

১) পরিচয় পত্র হিসেবে: ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড।

২) ঠিকানার প্রমাণপত্র হিসেবে: ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ইলেকট্রিসিটি বিল, রেশন কার্ড, ল্যান্ড লাইন বিল।

৩) দু কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ

৪) ইনকাম প্রুফ হিসাবে: ফর্ম 16, লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অডিটড আইটি আর রিটার্নস (ITR Return), সেটা অবশ্যই লাস্ট তিন বছর হতে হবে। লেটেস্ট স্যালারি স্লিপ।

৫) এম্প্লয়মেন্ট প্রুফ হিসাবে: ফটো আইডেন্টিটি কার্ড, এমপ্লয়ী অর্ডার, এম্প্লয়ি নাম্বার।

৬) অন্যান্য ডকুমেন্ট হিসেবে:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করার লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Indian Bank Personal Loan Apply Form)।

২) Post-dated Cheques

৩) Third-party guarantee

৪) Pensioner portion of PPO (for IB pension loan).

৫) Original NSC, KVP, RBI, Relief Bonds, অথবা LIC Policies (for Loan / OD Against NSC/ KVP Relief Bonds of RBI/ LIC Policies)

Indian Bank Personal Loan EMI Calculator:

ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ই এম আই ক্যালকুলেশন (EMI Calculator/ Calculation) করবেন কিভাবে:

আপনি ইন্ডিয়ান ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ই এম আই (EMI) ক্যালকুলেশন করতে পারবেন। তাছাড়া ১ লাখ টাকার উপরে লোন এর ক্ষেত্রে এক বছরের লোন পরিশোধের সময় সীমার মধ্যে ৯.২০% সুদ এবং প্রসেসিং ফি ০.৫১% লোন এমাউন্ট এর উপরে নিয়ে থাকে। সে ক্ষেত্রে প্রতিমাসে ই এম আই (EMI) আপনাকে দিতে হবে ৮,৭৫৪ টাকা।

এক বছরের জন্য: 

মেয়েদের ক্ষেত্রে: ১০.৬০%

অন্যান্যদের ক্ষেত্রে: ১০.৭৫%

১ বছরের উপর থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত:

মেয়েদের ক্ষেত্রে: ১১.৩৫%

অন্যান্যদের জন্য: ১১.৫০%

৩ বছরের বেশি থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত:

মেয়েদের ক্ষেত্রে: ১১.৬০%

অন্যান্যদের ক্ষেত্রে: ১১.৭৫%

ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল লোন প্রসেসিং চার্জ:

IB Pension Loan: সর্বোচ্চ ২৫ হাজার টাকা- NIL

IB Clean Loan To Salaried: ১.০০% লোন এমাউন্ট এর উপরে।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন:

এই লোনের জন্য আপনি দুই রকম ভাবে আবেদন করতে পারেন, অনলাইন অথবা অফ লাইন।

Indian Bank Personal Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.indianbank.net.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে পার্সোনাল লোন (Personal Loan) আপনাকে সিলেক্ট করতে হবে।

Step 3. এবার এ্যাপলাই নাও (Apply Now) বাটনটি ক্লিক করুন। তবে অবশ্যই যাচাই করে নেবেন যে এখানে যে সমস্ত যোগ্যতার চেয়ে থাকে আবেদনকারীর, সে সমস্ত যোগ্যতা গুলি আপনার আছে কিনা, তারপরেই  কিন্তু এপ্লাই করবেন।

Step 4. এরপর আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Indian Bank Personal Loan Apply Form) আসবে। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে, ছবি, সই এবং তার সাথে প্রসেসিং ফি দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে।

Step 5. তারপর ভালো করে চেক করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ্লিকেশন টি ইন্ডিয়ান ব্যাংক  ভেরিফাই করবে এবং খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে এই লোনের বিষয়ে।

Indian Bank Personal Loan অফলাইন আবেদন:

এছাড়াও আপনি অফলাইনেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আপনার কাছাকাছি ইন্ডিয়ান ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে হবে আপনাকে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক কাস্টমার কেয়ার (Indian Bank Customer Care):

এছাড়াও আরো কিছু তথ্য জানার জন্য এবং এই লোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি যদি ইন্ডিয়ান ব্যাংকের এই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করেন সেটা একেবারেই বিনামূল্যে, তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধাজনক হবে আশা করা যায়।

Toll free number: 1800-425-00-000 or 1800-425-4422

তো এইভাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনে যে টাকার প্রয়োজন সেটা খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার দিয়ে আপনি এই লোনের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন।

বলতে গেলে খুবই সামান্য ডকুমেন্টেশন এবং মেয়েদের জন্য বিশেষ সুবিধা রয়েছে সুদের ক্ষেত্রে। তাহলে আর দেরি কেন! ব্যক্তিগত প্রয়োজনে আপনার টাকার প্রয়োজন হলে সেটা ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন নেওয়ার মধ্যে দিয়ে সেই প্রয়োজনীয়তা মেটাতে পারবেন অনায়াসেই।

এই লোনের জন্য আপনি অনলাইন অথবা অফলাইন দু রকম ভাবেই আবেদন করতে পারবেন এবং টোল ফ্রি নাম্বার এ ফোন করেও লোন সম্পর্কে আপনি জানতে পারবেন।

তাছাড়া ইন্ডিয়ান ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার মধ্যে দিয়েও আপনি এই লোন সম্পর্কে বিশেষ তথ্য জানতে পারবেন। এছাড়া আমাদের বাংলা ভূমি ওয়েবসাইটের মধ্যে দিয়েও ইন্ডিয়ান ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে আপনি জানতে পারবেন।

Home Click here
Official Website Click here

FAQ for Indian Bank Personal Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যালান্স ইনকোয়ারি নাম্বার কি?” answer-0=”ইন্ডিয়ান ব্যাঙ্ক ব্যালান্স ইনকোয়ারি নাম্বার Toll free number: 1800-425-00-000 or 1800-425-4422″ image-0=”” headline-1=”h3″ question-1=”ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন পরিশোধের সময়সীমা কত?” answer-1=”ইন্ডিয়ান ব্যাঙ্ক পার্সোনাল লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।” image-1=”” headline-2=”h3″ question-2=”ইন্ডিয়ান ব্যাঙ্ক সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন দেয়?” answer-2=”ইন্ডিয়ান ব্যাঙ্ক সর্বোচ্চ আপনার মোট মাসিক বেতনের 20 গুণ পার্সোনাল লোন দিয়ে থাকে।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top