Indian Bank Loan Against Securities 2023 (ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন 2023): How to Apply for Indian Bank Loan Against Securities? | Indian Bank Loan Against Securities Apply in Bengali.
যাদের সম্পত্তি রয়েছে তারা সেগুলি নিয়ে বিভিন্ন কাজে লাগিয়ে থাকেন। তবে যেসব ব্যক্তি দের কোন রকম পৈত্রিক সম্পত্তি নেই, অথচ ছোট থেকে কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে আজকের বর্তমানে কর্মজীবনে অনেকটাই সফল। সে ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্স, শেয়ার, ফিক্সট ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, লাইফ ইন্সুওরেন্স পলিসি, এই সমস্ত জায়গাতে টাকা ইনভেস্ট করেছেন।
কেননা ভবিষ্যত জীবনযাপনের চিন্তা করে এগুলি অনেকেই করে থাকেন। যেটা কোনরকম বড় প্রয়োজনে, পড়াশোনার ক্ষেত্রে, অথবা বিয়ে বা কোন কিছু বড় স্বপ্ন পূরণ করার জন্য এটা কাজে আসে।
Bank Name | Indian Bank |
Type of Loan | Loan Against Securities |
Loan Application Process | Online / Offline |
Official Website | indianbank.net.in |
যদি আপনার হঠাৎ করে কোনো কাজের ক্ষেত্রে যেমন ধরুন- আপনার আত্মীয়-স্বজন কেউ হাসপাতালে ভর্তি আছেন, হাসপাতালের বিল মেটানোর জন্য হোক অথবা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হোক আপনি লোন নিতে চান, তাহলে কি করবেন!
সে ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলি ব্যাংকে সকিউরিটি হিসেবে রেখে দিয়ে এর বিনিময়ে লোন নিতে পারবেন। অর্থাৎ ব্যাংক ব্যালেন্স, শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইত্যাদির বিনিময় এ আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আর তাই ইন্ডিয়ান ব্যাংক থেকে এগুলির বিনিময় এ আপনি লোন পাবেন খুবই সহজে।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময় এ লোনের জন্য আবেদন করবেন এবং এ লোন সম্পর্কিত অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:
সুচিপত্র
- ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন 2023 (Indian Bank Loan Against Securities 2023):
- ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটি হিসেবে যেগুলি নেবে:
- Indian Bank Loan Against Securities Apply Documents:
- Indian Bank Loan Against Securities অনলাইন আবেদন:
- Indian Bank Loan Against Securities অফলাইন আবেদন:
- FAQ for Indian Bank Loan Against Securities
ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন 2023 (Indian Bank Loan Against Securities 2023):
ইন্ডিয়ান ব্যাংক কিসের বিনিময় এই লোন দিয়ে থাকে:
যে সমস্ত সিকিউরিটিজের বিনিময়ে আপনি এই লোনের জন্য আবেদন করবেন সেগুলি হল:
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষান বিকাশ পত্র, আর বি আই এর রিলিফ ব্ন্ডস, লাইফ ইন্সুরেন্স পলিসি, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি।
সর্বোচ্চ লোন এমাউন্ট: যেটা কিনা আপনার সিকিউরিটিজের উপর নির্ভর করে ব্যাংক নির্ধারণ করে থাকে।
সুদের হার: ১০.৮০%
লোন পরিশোধের সময়সীমা: এলআইসি পলিসির বিনিময় এ যদি আপনি লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে লোন পরিশোধের সময়সীমা ৬ বছর পর্যন্ত। আবার যদি অন্যান্য সিকিউরিটিজের বিনিময় এ লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন লোন পরিশোধ করার।
তাছাড়া সর্বনিম্ন ১২ মাস অর্থাৎ এক বছরের মধ্যেও আপনি এ লোন পরিশোধ করতে পারেন।
ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটি হিসেবে যেগুলি নেবে:
১) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)
২) কিষান বিকাশ পত্র (KVP)
৩) Relief Bonds of RBI
৪) লাইফ ইনসিওরেন্স পলিসি (Life Insurance Policies) ইত্যাদি।
মার্জিন: লোন এমাউন্ট এর সুদের উপরে ২৫% মার্জিন নিয়ে থাকে NSC/ KVP/ Relief Bonds এবং লাইফ ইন্সুরেন্স পলিসি এর উপরে।
যেমন ধরুন- আপনি যদি টোটাল লোন এমাউন্ট ২০ লাখ টাকার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে মার্জিন হিসেবে কুড়ি পার্সেন্ট (২০%) নেবে ইন্ডিয়ান ব্যাংক। সে ক্ষেত্রে ৪ লাখ টাকা অর্থাৎ আপনি হাতে পাবেন লোন এমাউন্ট ১৬ লাখ টাকা।
প্রসেসিং চার্জ: ইন্ডিয়ান ব্যাংক প্রসেসিং চার্জ হিসাবে লোন এমাউন্ট এর উপরে ০.৩০৮% নিয়ে থাকে অর্থাৎ সর্বনিম্ন ৩০৮ টাকা।
Indian Bank Loan Against Securities Apply Documents:
ইন্ডিয়ান ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত কাগজপত্র এর প্রয়োজন পড়বে সেগুলি হল:
১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কো – এপ্লিকেন্ট হিসেবেও আবেদন করতে পারেন।
২) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
৩) পরিচয় পত্র হিসেবে- পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, আর যদি প্যান কার্ড না থাকে, তাহলে প্যান কার্ডের জন্য আবেদন করেছেন তার যে লেটার অর্থাৎ রিসিপ্ট আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে।
৪) সিগনেচার প্রুফ হিসাবে- প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, ব্যাংকার্স ভেরিফিকেশন।
৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- পোষ্ট পেইড ফোন বিল, রেন্ট এগ্রিমেন্ট, আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল, (যেকোনো একটা হলেই হবে)
৬) ইনকাম প্রুফ হিসেবে: লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ, ইনকাম ট্যাক্স রিটার্ন
৭) Original NSC, KVP, RBI, Relief Bonds, Life insurance Policies ইত্যাদি।
তো এবারে জানা যাক, কিভাবে আপনি ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময় লোনের জন্য আবেদন করতে পারবেন (Indian Bank Loan Against Securities Apply):
এক্ষেত্রে আপনি অনলাইন অথবা অফলাইন দু রকম ভাবেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
Indian Bank Loan Against Securities অনলাইন আবেদন:
Step 1. প্রথমে আপনাকে ইন্ডিয়ান ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.indianbank.net.in/ অথবা https://www.indianbank.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়েও আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে লোন এগেনেস্ট সিকিউরিটিজ (Loan Against Securities) এই অপশনের উপরে ক্লিক করুন।
Step 3. তার পর যে পেজটি ওপেন হবে সেখানে এ্যাপলাই নাও (Apply Now) বাটনে ক্লিক করুন।
Step 4. দেখুন আপনার সামনে একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম (Indian Bank Loan Against Securities Loan Apply Form) ওপেন হবে, এই ফর্ম টি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।
Step 5. ভালোভাবে ফিলাপ করে নিয়ে সবকিছু আবার সঠিক ভাবে চেক করে নেওয়ার পর সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
Step 6. তবে সাবমিট করার আগে অবশ্যই প্রসেসিং চার্জ যেগুলি চেয়ে থাকবে সেগুলি আপনাকে দিতে হবে।
Step 7. Submit করে দেওয়ার পর ইন্ডিয়ান ব্যাংক আপনার অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে, আর কোনো রকম অসুবিধা না থাকলে আপনার এই লোনটি এপ্রুভ হয়ে যাবে।
Indian Bank Loan Against Securities অফলাইন আবেদন:
এছাড়াও আপনি এই লোনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আপনার কাছাকাছি ইন্ডিয়ান ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারবেন, কিছু পদক্ষেপ অবলম্বন করে প্রসেসিং ফি এবং সামান্য কিছু ডকুমেন্টস সাবমিট করার মধ্যে দিয়ে আপনি এই লোন পেতে পারেন।
তাছাড়া 1800 425 00 000 এই টোল ফ্রি নাম্বার এ ফোন করেও আপনি এই লোনের বিষয়ে জানতে পারবেন, যেটা আপনার জন্য অনেকটাই সুবিধাজনক হতে পারে।
তো এভাবেই আপনি আপনার ব্যাংক ব্যালেন্স, এল আই সি ইন্সুরেন্স পলিসি (LIC Insurance Policies), শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইত্যাদির বিনিময় এ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার, তার সাথে ঝঞ্ঝাটমুক্ত ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এই লোন আপনি পেতে পারেন।
আর আপনার প্রয়োজনীয়তা অনুসারে এই সিকিউরিটিজ গুলি ব্যাংকের কাছে জমা রেখে তার বিনিময় প্রয়োজন অনুসারে লোন নিতে পারেন। আই লোন পরিশোধের পর এই আপনি এগুলি আবার আগের মতো ফেরত পাবেন।
Home | Click here |
Official Website | Click here |
FAQ for Indian Bank Loan Against Securities
[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ইন্ডিয়ান ব্যাংক কিসের বিনিময় এই লোন দিয়ে থাকে?” answer-0=”ইন্ডিয়ান ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষান বিকাশ পত্র, আর বি আই এর রিলিফ ব্ন্ডস, লাইফ ইন্সুরেন্স পলিসি, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি এর বিনিময় এই লোন দিয়ে থাকে।” image-0=”” headline-1=”h3″ question-1=”ইন্ডিয়ান ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন সর্বোচ্চ লোন কত?” answer-1=”সর্বোচ্চ লোন এমাউন্ট, এটা আপনার সিকিউরিটিজের উপর নির্ভর করে ব্যাংক নির্ধারণ করে থাকে।” image-1=”” headline-2=”h3″ question-2=”ইন্ডিয়ান ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোনের প্রসেসিং চার্জ কত?” answer-2=”ইন্ডিয়ান ব্যাংক প্রসেসিং চার্জ হিসাবে সিকিউরিটিজের বিনিময়ে লোন এমাউন্ট এর উপরে ০.৩০৮% নিয়ে থাকে অর্থাৎ সর্বনিম্ন ৩০৮ টাকা।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]