ICICI Bank Personal Loan 2023 (আই সি আই সি আই ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023): How to Apply for ICICI Bank Personal Loan? | ICICI Personal Loan Interest Rates List in Bengali
কোন কাজ অথবা স্বপ্ন পূরণ করতে গেলে প্রথমেই মাথায় আসে টাকার কথা, কেননা পর্যাপ্ত পরিমান টাকা না থাকলে যে সেই কাজ অথবা স্বপ্ন কখনোই পূরণ হবে না। এর জন্য কোথাও থেকে ধার চাওয়া যেতেই পারে।
তবে অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে এই সমস্ত কাজ সম্পন্ন করে থাকেন। কেননা ব্যাংক খুবই সরল সুদের হারে পার্সোনাল লোন দিয়ে থাকে। বিভিন্ন রকমের কাজ এর জন্য। আর লোন পরিশোধের সময়সীমা বেশ অনেকটাই পাওয়া যায়।
Bank Name | ICICI Bank |
Bank Type | Private Bank |
Type of Loan | Personal Loan |
Loan Application Process | Online / Offline |
Official Website | https://www.icicibank.com/ |
লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত নিজের কর্ম জীবনের উপর নির্ভর করে প্রতিমাসে খুবই কম ইএমআই এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করা যায়। আর সেই কারণেই অনেকেই ব্যাংক থেকে লোন নেওয়ার অপশন বেছে নিয়েছেন।
তো এক্ষেত্রে আই সি আই সি আই ব্যাঙ্ক পার্সোনাল লোন (ICICI Bank Personal Loan) আপনি নিতে পারেন আকর্ষণীয় সুদের হারে, লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত এই লোন প্রতিমাসে খুবই কম ই এম আই এর মধ্যে দিয়ে পরিশোধ করতে পারেন।
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি আই সি আই সি আই ব্যাংক পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:
সুচিপত্র
- আই সি আই সি আই ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023 (ICICI Bank Personal Loan 2023):
- আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ফি এবং অন্যান্য চার্জ:
- আইসিআইসিআই ব্যাংক পার্সোনাল লোন এর ধরন:
- আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য আবেদনকারীর যোগ্যতা:
- আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য ডকুমেন্টস:
- ICICI Bank Personal Loan অনলাইন আবেদন:
- ICICI Bank Personal Loan অফলাইন আবেদন:
- আই সি আই সি আই ব্যাঙ্ক কাস্টমার কেয়ার:
আই সি আই সি আই ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023 (ICICI Bank Personal Loan 2023):
১) সুদের হার: ১০.৫০% থেকে ১৯.০০% পর্যন্ত প্রতিবছরে।
২) লোন এমাউন্ট: ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা।
৩) প্রসেসিং ফি: সর্বোচ্চ ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।
৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত।
৫) আবেদনকারীর মাসিক বেতন: সর্বোচ্চ ৩০ হাজার টাকা।
আই সি আই সি আই ব্যাংক পার্সোনাল লোন সুদের হার:
১) সুদের হার: ১০.৫০% থেকে ১৯.০০% পর্যন্ত।
২) Flexicash (overdraft facility to salary account holders): ১২% থেকে ১৪% পর্যন্ত প্রতি বছরে।
৩) এন আর আই (NRI) দের জন্য: ১৫.৪৯%।
আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ফি এবং অন্যান্য চার্জ:
১) প্রসেসিং ফি: সর্বোচ্চ ২.৫০% লোন এমাউন্ট এর উপরে তার সাথে জিএসটি।
২) প্রি পেমেন্ট চার্জ: ৫% তার সাথে জিএসটি।
৩) লোন ক্যান্সলেশন চার্জ: ৩ হাজার টাকা তার সাথে জিএসটি।
৪) Penal interest: ২৪%
৫) ইএমআই বাউন্স: প্রতি বাউন্স অনুযায়ী ৪০০ টাকা তার সাথে জিএসটি।
৬) Repayment mode swap charges: ৫০০ টাকা তার সাথে জিএসটি।
আইসিআইসিআই ব্যাংক পার্সোনাল লোন এর ধরন:
১) টপ-আপ পার্সোনাল লোন:
ব্যক্তিগত যেকোনো কাজের জন্য অর্থাৎ যেকোন প্রয়োজনে আপনি এই লোন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত।
২) পার্সোনাল লোন ব্যালেন্স ট্রান্সফার:
অন্যান্য যে কোন ব্যাংক/ NBFCs থেকে আইসিআইসিআই ব্যাংকের ব্যালেন্স ট্রান্সফার আপনি করতে পারবেন খুবই কম সুদের হারে।
৩) ফ্রেশার ফান্ডিং:
একেবারে নতুন ব্যক্তি এই লোনের জন্য আবেদন করতে পারেন, লোন এমাউন্ট সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা।
৪) ফ্লেক্সি ক্যাশ:
আইসিআইসিআই ব্যাঙ্ক এ যে সমস্ত ব্যক্তিদের সেলারি একাউন্ট রয়েছে অথবা একাউন্ট হোল্ডার যিনি তিনি এই লোন এর জন্য আবেদন করতে পারবেন ব্যক্তিগত যেকোনো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে।
প্রসেসিং ফি: ১,৯৯৯ টাকা থেকে শুরু, তার সাথে ট্যাক্স।
৫) NRI পার্সোনাল লোন:
যারা ভারতীয় নাগরিক নন তারা এই লোনের জন্য আবেদন করতে পারেন লোন এমাউন্ট সর্বোচ্চ 10 লাখ টাকা।
৬) প্রি এপ্রুভড পার্সোনাল লোন:
যদি আপনি আইসিআইসিআই ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার অ্যাকাউন্ট যদি এই ব্যাংকে থেকে থাকে তাহলে খুবই কম সময়ের মধ্যে পার্সোনাল লোন পেতে পারেন অর্থাৎ এই লোন পেতে পারেন।
সর্বোচ্চ লোন এমাউন্ট: ৫০ লাখ টাকা পর্যন্ত।
লোন পরিশোধের সময়সীমা: এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।
৭) প্রি কোয়ালিফাইড লোন:
অনলাইন পার্সোনাল লোন, তার সাথে খুবই সামান্য অ্যাপ্লিকেশন প্রসেস এবং খুব তাড়াতাড়ি এই লোন টি প্রসেস হয়ে যায়, অর্থাৎ আপনি খুব তাড়াতাড়ি লোন পেতে পারেন।
আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য আবেদনকারীর যোগ্যতা:
বেতনভুক্ত কর্মচারীদের জন্য:
১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৫৮ বছর বয়সের মধ্যে হতে হবে,
২) আবেদনকারীর মাসিক বেতন সর্বনিম্ন ৩০,০০০ হতে হবে, আবেদনকারীর কাজের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) যারা ভারতীয় নাগরিক নন, তাদেরকে অবশ্যই এই ভারতে কমপক্ষে এক বছর স্থায়ী বাসিন্দা হতে হবে।
Self-employed দের জন্য:
১) Self-employed এর জন্য বয়স সর্বনিম্ন ২৩ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
২) ডাক্তারদের জন্য সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
সর্বনিম্ন টার্ন ওভার:
প্রফেশনালদের জন্য ১৫ লাখ টাকা, যারা প্রফেশনাল নন, তাদের জন্য ৪০ লাখ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্ক পার্সোনাল লোন এর জন্য ডকুমেন্টস:
বেতনভুক্ত কর্মচারীদের জন্য:
১) পরিচয় পত্র হিসেবে- পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড।
২) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- ইউটিলিটি বিল, লিভ এন্ড লাইসেন্স এগ্রিমেন্ট, পাসপোর্ট ইত্যাদি।
৩) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
৪) ব্যাংক একউন্ট স্টেটমেন্ট।
৫) সেলারি এবং ইনকাম ক্রেডিট।
৬) তিন মাসের স্যালারি স্লিপ।
Self-employed দেয়ার জন্য:
১) কে ওয়াই সি ডকুমেন্ট হিসাবে- পরিচয় পত্র, ঠিকানার প্রমাণপত্র, আর জন্মতারিখ।
২) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- ড্রাইভিং লাইসেন্স, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, ইউটিলিটি বিল।
৩) ইনকাম প্রুফ, ব্যাংক একউন্ট স্টেটমেন্ট।
৪) ব্যবসার প্রমাণপত্র।
এবার জানা যাক, আপনি আই সি আই সি আই ব্যাঙ্ক পার্সোনাল লোন আবেদন করবেন কিভাবে?
ICICI Bank Personal Loan অনলাইন আবেদন:
Step 1. প্রথমত আপনাকে আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.icicibank.com/
Step 2. তারপরেই ব্যাংকের হোমপেজে লোন (Loan) অপশনে গিয়ে পার্সোনাল লোন (Personal Loan) অপশনে এর উপরে ক্লিক করুন, তারপর এ্যাপলাই নাও (Apply Now) বাটনটিতে ক্লিক করুন।
Step 3. একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, সেখানে লোন অ্যাপ্লিকেশন ফর্ম (ICICI Bank Personal Loan Application Form) দেখতে পাবেন। সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি এবং আরো অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি চাইবে সে গুলি দিয়ে ভালোভাবে ফিলাপ করতে হবে।
Step 4. তারপর সেন্ড ওটিপি (Send OTP) অপশন এ ক্লিক করুন, আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে সেটি এন্টার করুন।
Step 5. এবারে ভালোভাবে চেক করে নিন, কোন ভুল ত্রুটি আছে কিনা। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
Step 6. এরপর আপনার লোন অ্যাপ্লিকেশন টি আইসিআইসিআই ব্যাঙ্ক ভেরিফাই করবে আর খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।
ICICI Bank Personal Loan অফলাইন আবেদন:
এক্ষেত্রে কিন্তু আপনার কাছাকাছি আই সি আই সি আই ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে, অনলাইনের মাধ্যমেও, সামান্য পরিমাণ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, আকর্ষণীয় সুদের হারে, পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, আর ম্যানেজারের সাথে এই লোনের বিষয়ে কথা বলতে হবে।
আই সি আই সি আই ব্যাঙ্ক কাস্টমার কেয়ার:
আরো অন্যান্য বিষয়ে বিস্তারিত জানার জন্য আই সি আই সি আই ব্যাংকের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন:-
টোল ফ্রি নাম্বার: 1860-120-7777
অফিশিয়াল ওয়েবসাইট: www.icicibank.com
তাহলে এইভাবে কয়েকটি সহজ পদক্ষেপ অবলম্বন করে, আকর্ষণীয় সুদের হারে, সামান্য পরিমাণ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে আই সি আই সি আই ব্যাংক পার্সোনাল লোন এর জন্য আপনি আবেদন করতে পারবেন।
লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত প্রতি মাসে খুবই কম ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে লোন আপনি পরিশোধ করতে পারবেন। আর তার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্ম অনায়াসেই সেরে ফেলতে পারবেন।
Home | Click here |
Official Website | Click here |