2023 আই সি আই সি আই ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

ICICI Bank Home Loan 2023 (আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোন 2023): How to Apply for ICICI Bank Home Loan? | Documents for ICICI Home Loan in Bengali| ICICI Home Loan Interest Rates List in Bengali.

সবচেয়ে বেশি স্বস্তির নিশ্বাস ফেলা যায় নিজের ঘরে। রেন্ট এগ্রিমেন্ট এর ঘরে তো ভয়ে ভয়ে থাকতে হয়, তাই না! আর তাই তো বর্তমানে সকলেই চান নিজের একটি স্থায়ী বাসস্থান, একটি সুন্দর বাড়ি, একটি সুন্দর ঠিকানা তৈরী হোক। যেখানে দিনের শেষে সবকিছু ক্লান্তি মিটিয়ে ফেলা যায়।

একটু একটু করে সঞ্চয় করে তা দিয়ে মনের মত স্বপ্নের বাড়ি তৈরি অনেক ক্ষেত্রে হয় না বললেই চলে। পর্যাপ্ত পরিমাণ টাকা যদি না থাকে, তাহলে মনের মতো কোন কিছুই সম্ভব নয়। তার উপরে যদি স্বপ্ন থাকে সুন্দর বাড়ি, তাহলে তো আর কথাই নেই।

Bank Name ICICI Bank
Bank Type Private Bank
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.icicibank.com/

তাহলে কিভাবে জোগাড় করবেন, আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করার অথবা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা? আপনি নিশ্চয়ই বর্তমানে কোন না কোন কাজে যুক্ত রয়েছেন, তাহলে সেই কাজের উপর ভিত্তি করে ব্যাংক থেকে লোন নিতেই পারেন, অর্থাৎ হোম লোনের কথা বলছি।

আই সি আই সি আই ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি | ICICI Bank Home Loan in Bengali
আই সি আই সি আই ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি 2023 | ICICI Bank Home Loan in Bengali

এক্ষেত্রে আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোনের (ICICI Bank Home Loan) জন্য আবেদন করতে পারেন। কেননা খুব কম, বলতে গেলে খুবই সামান্য আর আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত পাবেন।

তো চলুন তাহলে জানা যাক, আই সি আই সি আই ব্যাংক হোম লোনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোন 2023 (ICICI Bank Home Loan 2023):

১) সুদের হার: ৬.৭০% থেকে শুরু করে ৭.৫৫% পর্যন্ত প্রতিবছর।

২) লোন এমাউন্ট: ৭৫ লাখ টাকার বেশি আপনি হোম লোন পেতে পারেন, তাছাড়া আপনি যে বাড়িটি কিনবেন অথবা তৈরি করবেন অথবা বলতে গেলে যদি ফ্ল্যাট কেনেন তার প্রাইস হিসাবে ৯০% পর্যন্ত হোম লোন পেতে পারেন।

৩) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

৪) প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে।

আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোন সুদের হার:

১) সর্বোচ্চ ৩৫ লাখ টাকা:

বেতনভুক্ত কর্মচারীদের জন্য ৬.৭০% থেকে ৭.১৫% পর্যন্ত।

Self-employed দের জন্য ৬.৮০% থেকে ৭.৩০% পর্যন্ত।

২) ৩৫ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকা:

বেতনভুক্ত কর্মচারীদের জন্য ৬.৭০% থেকে ৭.৩০% পর্যন্ত।

Self-employed এর জন্য ৬.৮০% থেকে ৭.৪৫% পর্যন্ত।

৭৫ লাখ টাকার বেশি লোনের জন্য:

বেতনভুক্ত কর্মচারীদের জন্য ৬.৭০% থেকে ৭.৪০% শতাংশ পর্যন্ত।

Self-employed দের জন্য ৬.৮০% থেকে ৭.৫৫% শতাংশ পর্যন্ত।

আই সি আই সি আই ব্যাংক হোম লোন ফি এবং অন্যান্য চার্জ:

১) প্রসেসিং ফি: ০.৫০% লোন এমাউন্ট এর উপরে। যেটা সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত। তবে ২,০০০ টাকা প্রসেসিং ফি মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এর ক্ষেত্রে প্রযোজ্য।

২) প্রি পেমেন্ট চার্জ: NIL থেকে ২%

৩) লেট পেমেন্ট চার্জ: ১.৫% থেকে ২% পর্যন্ত, যা কিনা সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।

৪) Conversion Charges: ০.৫% থেকে ১.৭৫% পর্যন্ত।

৫) রি পেমেন্ট চার্জ: ৫০০ টাকা,

৬) ডকুমেন্টেশন চার্জ: ৫০০ টাকা

৭) চেক বাউন্স চার্জ: ৫০০ টাকা

৮) ডুপ্লিকেট সার্টিফিকেট চার্জ: ১০০ টাকা

৯) সিভিল (CIBIL) রিপোর্ট চার্জ: ৫০ টাকা।

১০) Administrative চার্জ : ৫,০০০ টাকা।

আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোন এর ধরন:

১) হাউসিং লোন (ICICI Housing Loan):

নতুন বাড়ি কেনার ক্ষেত্রে অথবা নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনি এই লোন নিতে পারেন।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর পর্যন্ত।

২) ইনস্ট্যান্ট হোম লোন (pre-approved) [ICICI Instant Home Loan]:

এই লোন খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়, আর যদি আবেদনকারীর সেলারি একাউন্ট আই সি আই সি আই ব্যাংকের থেকে থাকে, তাহলে খুবই ভালো এই লোনের ক্ষেত্রে।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

৩) এক্সপ্রেস হোম লোন (ICICI Express home loan):

এই লোনও খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যায়। ফাস্ট ট্রাক হিসেবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৫ কোটি টাকা

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর।

৪) এক্সট্রা হোম লোন (ICICI Extra Home Loan):

এই লোনের রি পেমেন্ট এর সময়সীমা আবেদনকারীর ৬৭ বছর বয়স পর্যন্ত থাকে, আর এই হোম লোন ২০% সুদের হারে দেওয়া হয়ে থাকে, সম্পত্তির গ্যারান্টি হিসেবে।

লোন এমাউন্ট: সর্বোচ্চ দু’কোটি টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: আবেদনকারীর ৬৭ বছর বয়স হওয়ার আগে পরিশোধ করতে হবে।

৫) প্রি- এপ্রুভড (ইনস্ট্যান্ট) ব্যালেন্স ট্রান্সফার [ICICI Pre-approved (Instant) balance transfer]:

এই লোন এর ক্ষেত্রে ব্যালেন্স ট্রান্সফার ফেসিলিটি পাবেন, অন্যান্য যেকোনো ব্যাঙ্ক থেকে অথবা HFCs থেকে আইসিআইসিআই ব্যাংকে খুবই কম সুদের হারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

সর্বোচ্চ লোন এমাউন্ট: এক কোটি টাকা।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর।

৬) ব্যালেন্স ট্রান্সফার এবং টপ-আপ (ICICI Balance transfer and top up):

যেকোনো ব্যাঙ্ক থেকে অথবা NBFCs থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক এ খুবই কম সুদের হারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর।

৭) প্রথম হোম লোন (ICICI Pratham Home Loan):

বেতনভুক্ত কর্মচারী, যার সর্বনিম্ন মাসিক বেতন ১০ হাজার টাকা হয়ে থাকে এবং self-employed যে কোনো রকমের ব্যবসায়ী, ব্যবসার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে, এই লোনের জন্য আবেদন করতে পারেন।

লোন এমাউন্ট: সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর।

৮) ল্যান্ড লোন (ICICI Land Loan):

কোনরকম জমি জায়গা অথবা প্লট কেনার ক্ষেত্রে এই লোন অনায়াসেই নিতে পারেন আই সি আই সি আই ব্যাংক থেকে।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর।

৯) এন আর আই হোম লোন (ICICI NRI Home Loan):

ভারতীয় নাগরিক নন অথবা এন আর আই আবেদনকারী কোন বাড়ির কনস্ট্রাকশন নিতে পারেন, ভারতের মধ্যে বসবাসের ক্ষেত্রে, সেই জন্য এই লোন তারা নিতে পারবেন অনায়াসেই।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর।

১০) ইনস্টা হোম লোন ওভারড্রাফট [ICICI Insta Home Loan Overdraft (pre-approved)]:

এই লোন আপনি আপনার ব্যক্তিগত যেকোন প্রয়োজনের ক্ষেত্রে নিতে পারবেন, যেমন ধরুন পড়াশোনার খরচ, হোম রেনোভেশন এবং অন্যান্য ইমারজেন্সি যেকোনো কাজে এই লোন নিতে পারবেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ২৫ লাখ টাকা।

১১) ইনস্টা টপ আপ লোন (প্রি-অ্যাপ্রুভড) [ICICI Insta Top Up Loan (Pre approved)]:

অনলাইন আবেদনের মধ্যে নিয়ে এই লোন নিতে পারবেন, বলতে গেলে খুবই সামান্য কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে, জাস্ট তিনটি ক্লিক এর মধ্যে নিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারবেন। সেটা আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে হোক অথবা ব্যবসার ক্ষেত্রে।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ১ কোটি টাকা।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।

১২) প্রধান মন্ত্রী আবাস যোজনা [ICICI Pradhan Mantri Aawas Yojana (PMAY)]:

এক্ষেত্রে কিন্তু হোম লোনের জন্য আপনি অনেকটাই ছাড় পেতে পারেন, বলতে গেলে ২.৬৭ লাখ টাকা ছাড় পেতে পারেন। নিজস্ব বাড়ি কেনার ক্ষেত্রে অথবা বাড়ির কনস্ট্রাকশন এর জন্য জমি কেনার ক্ষেত্রে এই লোন নিতে পারেন (EWS, LIG, MIG Groups)।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ কুড়ি বছর।

আই সি আই সি আই ব্যাঙ্ক থেকে হোম লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫-৭০ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) বেতনভুক্ত কর্মচারী এবং self-employed এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

৩) ভারতীয় নাগরিক অথবা যারা ভারতীয় নাগরিক নন, তারাও এই লোন এর জন্য আবেদন করতে পারবেন।

আই সি আই সি আই ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) পরিচয় পত্র,

৩) ঠিকানার প্রমাণপত্র,

৪) বয়সের প্রমাণপত্র

৫) প্রসেসিং ফি চেক

৬) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট

৭) লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ,

৮) ফরম ১৬,

৯) ইনকাম ট্যাক্স রিটার্ন,

১০) এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং

১১) তার সাথে ব্যবসার প্রমাণপত্র,

১২) প্রফিট অ্যান্ড লস একাউন্ট,

১৩) ব্যালেন্স শীট।

আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোন আবেদন পদ্ধতি:

ICICI Bank Home Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে আই সি আই সি আই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.icicibank.com/

Step 2. এরপর লোন (Loan) অপশনে গিয়ে হোম লোন (Home Loan) অপশনটিতে ক্লিক করুন, আর আপনি যে ধরনের লোনের জন্য আবেদন করতে চাইছেন সেটি সিলেক্ট করতে পারেন। এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন।

Step 3. একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, সেখানে লোন এপ্লিকেশন ফর্ম (ICICI Bank Home Loan Application Form) পাবেন, সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, প্রয়োজনীয় ডকুমেন্টস, গুলি দিয়ে ফর্ম টি ফিলাপ করুন। আর যে ধরনের হোম লোন স্কিম আপনি নিতে চাইছেন সেটি উল্লেখ করতে হবে।

Step 4. ফরম ফিলাপ করার পর ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 5. এরপর আপনার লোনটি ভেরিফাই করবে আই সি আই সি আই ব্যাংক, তারপর খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে, যদি কোন অসুবিধা না থেকে থাকে তো।

ICICI Bank Home Loan অফলাইন আবেদন:

এছাড়া আপনার কাছাকাছি আই সি আই সি আই ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে অনলাইনের মাধ্যমেও, সামান্য কিছু ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, অল্প কিছু পদক্ষেপ অবলম্বন করে, হোম লোনের জন্য আবেদন করতেই পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে এবং ম্যানেজারের সাথে কথা বলতে হবে।

তো জানা হয়ে গেল, কিভাবে আপনি আই সি আই সি আই ব্যাঙ্ক হোম লোনের জন্য আবেদন করবেন, তাহলে আর দেরি কেন! নিজের স্বপ্নের বাস ভবন গড়ে তুলতে আই সি আই সি আই ব্যাংক থেকে সামান্য পরিমাণ ডকুমেন্টেশন এর মধ্যে দিয়ে, আকর্ষণীয় সুদের হারে, হোম লোন এর জন্য আবেদন করে ফেলুন।

আর লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩০ বছর যেহেতু, সে ক্ষেত্রে বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে প্রতিমাসে খুবই কম ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করতে পারবেন একেবারে খুবই সহজে।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top