বাড়িতে বসে যুবশ্রী Annexure-III ফর্মটি অনলাইন জমা করুন জেনে নিন কিভাবে

যে সকল কর্মপ্রার্থী “যুবশ্রী” প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের আগামী ০১-০৭-২০১৯ থেকে ১৫-০৭-২০১৯ তারিখের মধ্যে অবশ্যই Annexure-III ফর্মটি Online এর মাধ্যমে জমা দেবার কথা বলা হয়েছে। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে বাড়িতে বসে নিজেই এই Annexure-III ফর্মটি জমা দিতে পারবেন। আসুন দেখে নিন কিভাবে এই কাজ করবেন।
Employment Bank West Bengal, How to Update Annexure-III
১. প্রথম স্টেপ : Annexure-III ফর্মটি Online এর মাধ্যমে জমা দেবার জন্য পশ্চিমবঙ্গের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট : https://employmentbankwb.gov.in/ খুলে নিতে হবে। যেখানে “SUBMIT ANNEXURE-III” এর লিংক দেখতে পাবেন (নিচে ছবিতে দেখানো হয়েছে), এই লিংকে ক্লিক করে পরবর্তী পেজে পৌঁছে যাবেন।
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 1

২. দ্বিতীয় স্টেপ : “SUBMIT ANNEXURE-III” লিংকে ক্লিক করার পর “Jobseeker Login” পেজে পৌঁছে যাবেন। এখানে প্রথম বক্সে আপনার Enrolment Number টি লিখবেন, দ্বিতীয় বক্সে Enrolment Password টি লিখবেন। তার পর নিচে বক্সে লেখা কোডটি লিখে “SUBMIT” করবেন। (নিচে ছবিতে দেখানো হয়েছে)
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 2


৩. তৃতীয় স্টেপ : এখানে আপনার ব্যাঙ্ক একাউন্ট নাম্বার বক্সে ভরতে হবে। এর পর নিচে লেখা “Security Code” টি নিচের বক্সে লিখে “SUBMIT” বটনে ক্লিক করতে হবে। (নিচে ছবিতে দেখানো হয়েছে)
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 3

৪. চতুর্থ স্টেপ : এর পর Update Annexure-III পেজে SKILL DEVELOPMENT/TRAINING অথবা SELF EMPLOYMENT দুটির মধ্যে কোনো একটি যেটা আপনার হবে সেটি সিলেক্ট করুন এবং “Submit Choice” বটনে ক্লিক করুন। (নিচে ছবিতে দেখানো হয়েছে)
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 4

৫. পঞ্চম স্টেপ : এই ফর্মটি একটু ভালো করে ভরতে হবে। এখানে শিক্ষাগত প্রতিঠানের নাম, কবে থেকে আর কত সময় পর্যন্ত ট্রেনিং চলছে সব কিছু ভরতে হবে। এবং বাঁদিকে যেই তিনটি বাক্স দেখতে পাচ্ছেন এই তিনটি বক্সে সিলেক্ট করে দিতে হবে। (নিচে ছবিতে দেখানো হয়েছে ) সব কিছু ভোরের পর ভালো করে দেখে নেবেন, সব ঠিক থাকলে “SUBMIT ANNEXURE-III” বটনে ক্লিক করবেন।
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 5

৬. ষষ্ঠম ও শেষ স্টেপ : “SUBMIT ANNEXURE-III” বটনে ক্লিক করার পর সামনে একটি মেসেজ আসবে যেখানে লেখা থাকবে “আপনার Annexure-III ফর্মটি জমা হয়ে গেছে” এবং তার সাথে তারিখ ও সময় দেওয়া থাকবে। Annexure-III ফর্মটি  প্রিন্ট করার জন্য নিচে দেওয়া “Print Acknowledgement” বটনে ক্লিক করে প্রিন্ট করতে পারেন।
How to Update Annexure-III Employment Bank West Bengal - Step 6
মাত্র ৬টি ষ্টেপের মাধ্যমে সরল ভাবে বাড়িতে বসে Annexure-III ফর্মটি অনলাইন আপডেট করে নিতে পারবেন।

♦ মোদী সরকার এই সময় নতুন কি কি যোজনা ও ঘোষণা করেছে সব কিছু এখানে পাবেন →
মোদী সরকারের নতুন যোজনা, রাজ্য সরকারের নতুন যোজনা আবেদন, নতুন ব্যবসা ও কাজের তথ্য এবং এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।

Leave a Comment