Paytm থেকে টাকা উপার্জন করবেন কীভাবে? জানুন কিছু সহজ পদ্ধতি

Paytmথেকে টাকা উপার্জন করার সহজ পদ্ধতিঃ আমরা সবাই জানি যে, উপার্জন মানুষের বেঁচে থাকার জন্য কতখানি জরুরি। আর তাইতো দিনবদলের সাথে সাথে অনেকেই কর্মজীবনের পাশাপাশি অবসর সময়ে অতিরিক্ত কিছু উপার্জন করার চেষ্টা করে থাকেন। তাই অনলাইনে উপার্জন করা বর্তমান সময়ে একটি খুবই জনপ্রিয় বিষয়, যার উপরে অনেকেই উপার্জন করছেন।

এক্ষেত্রে পেটিএম ব্যবহার করে আপনি উপার্জন করতে পারবেন অনলাইনে। আপনি নিশ্চয়ই এমন কোনো বিজ্ঞাপন দেখেছেন যে, সেখানে পেটিএম এর প্রচার হচ্ছে আর সেখানে একটি কমন ডায়ালগ হলোপেটিএম করো“, কে এমনটা শুনেছেন তো ! কেননা এই পেটিএম থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, তার সাথে সাথে উপার্জন তো রয়েছেই।

Paytm থেকে টাকা উপার্জন করবেন কীভাবে?
Paytm থেকে টাকা উপার্জন করবেন কীভাবে?

এমন অনেক অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে যে গুলি ব্যবহার করে অনেকেই উপার্জন করতে পারছেন। তো চলুন তাহলে জানা যাক আজকের এই পেটিএম অ্যাপ সম্পর্কে, যার ব্যবহার করে কিভাবে আপনি উপার্জন করতে পারেন।

Paytm আসলে কি?

পেটিএম আসলে একটি টাকা আদান প্রদান করার জন্য খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। এটি মুখ্য রূপে পেমেন্ট ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় আর সেখানে পেটিএম থেকে আপনি ব্যাংকিং এর কাজও করতে পারবেন।

যদি আপনি পেটিএম থেকে অনলাইন উপার্জন করতে চান তাহলে পেটিএম এর উপর বিভিন্ন মাধ্যম উপলব্ধ রয়েছে। যার সাহায্যে আপনি পেটিএম থেকে ভালোমতোই টাকা উপার্জন করতে পারেন।

পেটিএম থেকে টাকা উপার্জন করার জন্য সাধারণত ক্যাশব্যাক নিজস্ব কোন উৎপাদিত প্রোডাক্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, পেটিএম এর উৎপাদিত প্রোডাক্ট বিক্রি করা আর প্রোমো কোড এর ব্যবহার করা ইত্যাদি।

এই সমস্ত মাধ্যম এর আধারের উপরে পেটিএম থেকে টাকা উপার্জন করা যেতে পারে। পেটিএম একটি বিশ্বাস জনক কোম্পানি। এই জন্য আপনি এখানে নিঃসন্দেহে কাজ করতে পারেন। শুধু তাই নয়, পেটিএম এ উপার্জন করা সমস্ত টাকা আপনি খুবই সহজে ব্যাংক একাউন্ট অথবা পেটিএম ওয়ালেট এ যুক্ত করতে পারেন।

Paytm এর বিশেষত্ব: 

যেমন ধরুন প্রথমেই বলা হয়েছে যে, পেটিএম একটি খুবই বিশ্বস্ত অ্যাপ, এইজন্য পেটিএম এ কিছু বিশেষত্ব রয়েছে। যা কিনা ইউজারকে অনেক বেশি আগ্রহী করে তোলে আর ইউজারদের খুবই পছন্দেরও।

Paytm এর বিশেষত্ব ও ব্যাবহার
Paytm এর বিশেষত্ব ও ব্যাবহার

১) পেটিএম থেকে আপনি কোনরকম রিস্ক ছাড়া টাকা আদান প্রদান করতে পারেন।

২) পেটিএম থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কে লিঙ্ক করতে পারেন, যার ফলে যদি আপনি কোন ব্যক্তির থেকে পেটিএম এর মাধ্যমে টাকা নিয়ে থাকেন, তাহলে আপনি তাকে সরাসরি ব্যাংক একাউন্ট এ ও টাকা ট্রান্সফার করতে পারেন।

৩) পেটিএম দ্বারা আপনার ইউজার এর জন্য পেটিএম মল (Paytm Mall) নামো প্লাটফর্ম লঞ্চ করা হয়েছে। এর সাহায্যে প্রতিটি পেটিএম ইউজার পেটিএম মল থেকে তাদের নিজের পছন্দমতো শপিং করতে পারবেন।

৪) পেটিএম এর মাধ্যমে ঘরে বসে খুব সহজে ক্যাশব্যাক আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করা যেতে পারে।

৫) পেটিএম এ গেম খেলে টাকা উপার্জন করা যেতে পারে, তার সাথে সাথে গেম খেলে নিজের মনোরঞ্জন ও করা যায়।

পেটিএম (Paytm) থেকে টাকা উপার্জন করা যায় কিভাবে?

পেটিএম থেকে টাকা উপার্জন করতে হলে আগে আপনাকে পেটিএম অ্যাপটি ডাউনলোড করতে হবে। Google PlayStore থেকে সহজেই পেটিএম ডাউনলোড ও ইন্সটল করে নিতে পারেন।

১) ক্যাশব্যাক এর মাধ্যমে উপার্জন: 

পেটিএম এ বিশেষরূপে ক্যাশব্যাক এর সাহায্যে টাকা উপার্জন করা যায়, আর পেটিএম, ক্যাশ ব্যাক এর জন্যই বেশি ভাবে জনপ্রিয় এবং প্রচলিত হয়েছে। আর এই অ্যাপ্লিকেশনে প্রতিটি ট্রানজাকশন এর উপরে কিছু না কিছু ক্যাশব্যাক অবশ্যই পাওয়া যায়।

ক্যাশব্যাক এর মাধ্যমে উপার্জন
ক্যাশব্যাক এর মাধ্যমে উপার্জন

যদি আপনি এই অ্যাপ্লিকেশন থেকে যে কোন প্রকারে শপিং করে থাকেন তাহলে আপনাকে এই অ্যাপ্লিকেশন থেকে ক্যাশব্যাক দেওয়া হয়। তার সাথে সাথে মোবাইল রিচার্জ আর পেমেন্ট ট্রানস্ফার এর উপরেও ক্যাশব্যাক পাওয়া যায়।

এইজন্য যদি আপনি কোন শপিং, মোবাইল রিচার্জ অথবা বিল পেমেন্ট করে থাকেন তাহলে তার আগে এই অ্যাপ্লিকেশনে ক্যাশব্যাক এর অফার কে অবশ্যই দেখে নেবেন। পেটিএম ক্যাশব্যাক এর সাহায্যে আপনি ভালোমতো উপার্জন করতে পারেন, আর এর থেকে আপনি অনেক লাভও পাবেন।

২) Paytm Game খেলে উপার্জন: 

গেম খেলা খুবই মনোরঞ্জনের বিষয়, তাই এই মনোরঞ্জনের পাশাপাশি আপনি এই গেম খেলে উপার্জনও করতে পারবেন পেটিএম (Paytm First Game) এর মাধ্যমে। পেটিএম থেকে টাকা ট্রান্সফারের কাজ তো করা যায়, তবে তার সাথে সাথে পেটিএম এর ওপর প্রোডাক্ট বিক্রি করেও উপার্জন করা যায়, এর সাথে সাথে পেটিএম গেম খেলার ফিচার ও দিয়েছে, যার ফলে ইউজার গেম খেলেও টাকা উপার্জন করতে পারবেন।

আপনি এই অ্যাপ ডাউনলোড করে “pabkai289” এই কোড ব্যাবহার করলে 115 টাকা নগদ এবং একটি স্ক্র্যাচ কার্ড 2000 টাকা পর্যন্ত নগদ পেয়ে যাবেন। (এই কোড ব্যাবহার করলেই এটি পাবেন)

Paytm Game খেলে উপার্জন
Paytm Game খেলে উপার্জন

পেটিএম গেম খেলার জন্য স্বাভাবিকভাবে Paytm First Game নামের একটি গেমিং প্রজেক্ট স্টার্ট করেছে। যার ফলে ইউজার খুবই সহজে গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন। এখানে ইউজারকে সাধারণ Game খেলতে হয় আর গেম জেতার পর ইউজার কিছু টাকা পান।

৩) নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে উপার্জন: 

আপনি যদি কোন দোকানদার হয়ে থাকেন আর আপনার কাছে কোন প্রকার দোকানের জিনিস পত্র রয়েছে সেটি আপনি অনলাইন মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে এখান থেকে বিক্রি করে আপনি উপার্জন করতে পারেন।

নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে উপার্জন
নিজস্ব প্রোডাক্ট বিক্রি করে উপার্জন

তো তার জন্য সর্বপ্রথম পেটিএম ব্যবহার করতে পারেন। পেটিএম এর মধ্যে আপনার দোকানের যে কোন প্রকারের প্রডাক্ট কে আপলোড করে অনলাইন মাধ্যমে বিক্রি করতে পারেন।

যখনই আপনি আপনার উৎপাদিত জিনিসপত্র কে পেটিএম এর উপরে আপলোড করবেন তখন ভিজিটর সেই প্রডাক্ট কে কিনবেন তো তার মধ্যে আপনি টাকা পাবেন। তার সাথে সাথে আপনার প্রোডাক্ট অনলাইন মাধ্যমে বিক্রি হওয়া শুরু হয়ে যাবে এরপরে গ্রাহকদের মধ্যে আপনার প্রোডাক্টের জনপ্রিয়তা বাড়তে থাকবে।

৪) Paytm এর উৎপাদিত পণ্য বিক্রি করে উপার্জন: 

আজকের বর্তমান সময়ে এমন অনেক ব্যক্তি আছেন যারা কিনা Reseller এর কাজ করে টাকা উপার্জন করেন। এর জন্য পেটিএম এই কাজ করার জন্য আপনাকে সুযোগ দিয়ে থাকে। পেটিএম এর সাথে আপনি রিসেলার এর কাজ শুরু করতে পারেন।

যদি আপনি এই কাজ শুরু করে থাকেন তো পেটিএম থেকে যে কোন প্রোডাক্ট নিতে হবে, আর তার দামে কিছু মার্জিন যুক্ত করে সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করতে হবে।

এইভাবে বর্তমান সময়েও পেটিএম এর সাথে রিসেলিং এর কাজ খুবই ব্যাপকমাত্রায় বেড়ে চলেছে। এই জন্য যদি আপনি এই কাজ শুরু করতে চান তাহলে খুবই সহজে শুরু করতে পারেন।

৫) অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে উপার্জন: 

ইন্টারনেটের উপরে এমন অনেক কোম্পানি উপলব্ধ আছে যারা কিনা নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য টাকা দিয়ে থাকে। এই কাজ কে আফিলিয়েট মারকেটিং হিসাবে জানা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে খুবই বেশি প্রচলিত এবং জনপ্রিয়। এই জন্য পেটিএম ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ শুরু করে দিয়েছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে পেটিএম যে কোন প্রোডাক্ট আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট থেকে সেই প্রোডাক্ট এর লিঙ্ক তৈরি করে সোশ্যাল মিডিয়ার উপরে শেয়ার করে প্রডাক্ট কে বিক্রি করতে হবে। যদি কেউ এই প্রোডাক্ট কিনে থাকেন তাহলে তার থেকে আপনি কিছু কমিশন পাবেন।

আপনি পেটিএম থেকে এফিলিয়েট মার্কেটিং করার সময় সেই প্রোডাক্ট এর লিংক কে এফিলিয়েট লিংক এ পরিবর্তিত করে সোশ্যাল মিডিয়ার উপরে শেয়ার করুন। যে প্রোডাক্ট এর বেশি ডিমান্ড থাকবে আর সেটি ট্রেন্ডিং হতে হবে প্রডাক্ট কে। যাতে প্রোডাক্টের বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়।

৬) Promo Code এর দ্বারা উপার্জন: 

সাধারণত পেটিএম এর উপরে কোন ক্যাশব্যাক অফার উপলব্ধ হয়ে থাকে। যা কিনা লিমিটেড অ্যামাউন্ট এর ওপর অটোমেটিক্যালি এপ্লাই হয়ে যায়। কিন্তু পেটিএম ফেস্টিভাল আর ইভেন্ট অনুসারে তার নিজস্ব প্রমো কোড লঞ্চ করে থাকে, এই প্রমো কোড যদি কোন ইউজার ব্যবহার করেন তো সেই ইউজার মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট আর শপিং এর জন্য তো অনেক বেশি লাভ পেতে পারেন।

তার সাথে সাথে যদি আপনি প্রমো কোড এর ব্যবহার করে কোন বিল পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ করে থাকেন, তাহলে আপনি পেটিএম ওয়ালেট এ ক্যাশব্যাক পাবেন। এর মাধ্যমে আপনি পেটিএম থেকে বেশ ভালো মতো উপার্জন করতে পারবেন।

পেটিএম এর ব্যবহার টাকা আদান প্রদান করার জন্য সবাই করে থাকেন, কিন্তু পেটিএম থেকে টাকা উপার্জন খুবই কম ব্যক্তি করে থাকেন, তবে উপরে দেওয়া ওই সমস্ত পদক্ষেপ গুলো গ্রহণ করে পেটিএম (Paytm) থেকে অনায়াসেই উপার্জন করতে পারবেন আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top