Jio Phone থেকে অনলাইনে টাকা উপার্জন ঘরে বসে! জানুন কিভাবে?

Jio Phone দিয়ে ঘরে বসে করুন ইনকাম (Earn Money from Jio Phone in Bengali)। অনলাইন টাকা উপার্জন করুন Jio Phone দিয়ে তাও সামান্য কিছু সময় দিয়ে। আসুন জেনে নিন কিভাবে Jio Phone থেকে অনলাইনে টাকা উপার্জন করতে পারবেন? সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

বর্তমানে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করা এখন খুবই ট্রেন্ডিং একটি বিষয়। যেখানে সবাই অনলাইনের মধ্যে দিয়ে টাকা উপার্জন করার প্রচেষ্টা করে থাকেন। আপনি কি জিও ফোন (Jio Phone) ব্যবহার করেন? আর যদি সেটার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনার জন্য আজকে এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই লেখাতে জানা যাবে জিও ফোন ব্যবহার করে তা থেকে কিভাবে টাকা উপার্জন করা যায়।

আজকাল অনলাইনে টাকা উপার্জন করা খুবই সহজ হয়ে গিয়েছে। প্রত্যেক ব্যাক্তি খুব সহজেই আজকের দিনে অনলাইনে ঘরে বসে টাকা উপার্জন করছেন।

ইন্টারনেটের যুগে স্মার্টফোন আর কম্পিউটারের মাধ্যমে মানুষ লাখ লাখ টাকা উপার্জন করতে পারছেন, একেবারে ঘরে বসেই। অনলাইনে আপনিও জিও ফোন এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।

Jio Phone থেকে অনলাইনে টাকা উপার্জন ঘরে বসে! জানুন কিভাবে?
Jio Phone থেকে অনলাইনে টাকা উপার্জন ঘরে বসে! জানুন কিভাবে?

জিও ফোন মুকেশ আম্বানি দ্বারা ভারতে লঞ্চ করা হয়েছিল, একটি কীপ্যাড স্মার্টফোন। এই স্মার্টফোনের সাহায্যে আপনি খুবই ভালো মত একটা ইনকাম সোর্স পেতে পারেন।

আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি জিও ফোন ব্যবহার করে তা থেকে উপার্জন করতে পারেন। কিন্তু তার আগে আমাদের এই সম্বন্ধিত বিষয়গুলি সম্পর্কে খুবই ভালভাবে জেনে নিতে হবে।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক:

জিও ফোন (Jio Phone) আসলে কি? 

জিও ফোন এমন একটি ফোন যেটি রিলায়েন্স এর জিও কোম্পানি দ্বারা লঞ্চ করা হয়েছিল 21 জুলাই 2017 তে। জিও কোম্পানি তাদের সব থেকে সস্তা আর কিপেড 4G ফোন লঞ্চ করেছে, যার নাম জিও ফোন। জিও ফোন এর জন্য ঘোষণা করা হয়েছিল যে দাম, সেটা হলো 1500 আর সিকিউরিটি ডিপোজিট এর সাথে 0 টাকা ছিল।

যাতে তিন বছরের সময়সীমার মধ্যে জিও স্টোর এর উপরে জিও ফোন কে ফেরত দিয়ে ইউজার দ্বারা ফেরত নেওয়া যেত, এই ফোনের জন্য আনলিমিটেড প্যাক 153 টাকা থেকে শুরু ছিল।

জিও ফোন কোথায় কিনবেন?

এবার প্রশ্ন হল যে এই জিও ফোন কোথায় কিনবেন? এই প্রশ্নের উত্তরে আপনারা সহজেই অনলাইনের মাধ্যমে এই জিও ফোন কিনে নিতে পারবেন (অনলাইনে জিও ফোন)। অনেক অফারের সাথে এই ফোন অনলাইনে কম দামে পেয়ে যাবেন, এর সাথে ইএমআই (EMI) দ্বারা মাসে একটু একটু টাকা দিয়েও এই ফোন কিনতে পারবেন।

এছাড়া আপনার এই জিও ফোন আপনার আসেপাসের কোন মোবাইল দোকান থেকেউ কিনে নিতে পারেন। যদি দোকানদার এই ফোনের টাকা ইএমআই (EMI) দ্বারা দেবে বলে সেটাও করতে পারেন।

জিও ফোন (Jio Phone) থেকে টাকা উপার্জন করা যাবে কিভাবে ?

জিও ফোনের মাধ্যমে টাকা উপার্জন করার পদ্ধতি রয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসেই উপার্জন করতে পারবেন। এমন কিছু পদ্ধতি সম্পর্কে আপনারা জানবেন, যাতে আপনিও জিও ফোনের ব্যবহার করে অনলাইনে আর্নিং করতে পারবেন।

জিও ফোন থেকে টাকা উপার্জন করার কিছু পদ্ধতি নিচে দেওয়া হল:- 

১) ফেসবুক দ্বারা ইনকাম (Facebook): 

ফেসবুক এর নাম শোনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, আর এই ফেসবুক এখন প্রায় প্রতিটি মানুষের হাতে হাতে। তাছাড়া ফেসবুক থেকে টাকা উপার্জন করা খুবই সহজ।

ফেসবুক থেকে টাকা উপার্জন করার জন্য আপনাকে স্মার্টফোন তথা ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন পড়বে। জিও ফোনের ব্যবহার করেও আপনি জিও ফোনে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

আর তা থেকে আপনি ফেসবুক পেজ আর গ্রুপ কে পপুলার করে তার উপরে ফেসবুকে এড লাগাতে পারবেন। এইভাবে আপনি জিও ফোনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। জিও ফোন থেকে টাকা উপার্জন করার এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।

২) ইউটিউব দিয়ে ইনকাম (YouTube):

জিও স্মার্টফোন এর মাধ্যমে আপনি ইউটিউবের দ্বারাও উপার্জন করতে পারবেন। ইউটিউব থেকে টাকা উপার্জন করা খুবই সহজ একটি পদ্ধতি। ইউটিউব থেকে টাকা উপার্জন করার জন্য আপনাকে একটি ইউটিউব একাউন্ট তৈরী করতে হবে।

ইউটিউব একাউন্ট তৈরি করতে কোনরকম ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা পড়বে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে জিও ফোনের মাধ্যমে ইউটিউব একাউন্ট তৈরি করতে পারবেন আর আপনার ইউটিউব চ্যানেলের উপরে ভিডিও আপলোড করতে পারবেন।

তাছাড়া জিও ফোনের মাধ্যমে ভিডিও আপলোড করা তথা ইউটিউব চ্যানেল কে ম্যানেজ করা একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি জিও ফোনের থেকে আপনার ইউটিউব চ্যানেল কে ম্যানেজ করে ভালোমতো একটা উপার্জন করতে পারবেন। ইউটিউব চ্যানেল পপুলার হওয়ার পর মানুষ প্রতিমাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন।

এর জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেল আগে থেকে ক্রিয়েট করতে হবে অথবা তৈরি করতে হবে, তার সাথে ইউটিউব চ্যানেলের উপরে প্রতিনিয়ত ইউনিক ইউনিক ভিডিও আপলোড করতে হবে, যখন আপনার ইউটিউব চ্যানেল পপুলার হয়ে যাবে।

যখন আপনার ইউটিউব চ্যানেলের উপরে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের উপরে গুগল এডসেন্স এড (Google AdSense Ads) লাগিয়ে আরো ভালো মতো উপার্জন করতে পারবেন।

৩) পে-টি এম রিচার্জ করে ইনকাম (PayTm Recharge):

PayTm থেকেও জিও ফোনের মাধ্যমে টাকা উপার্জন করা যেতে পারে। জিও ফোন এ পেটিএম থেকে টাকা উপার্জন করার জন্য সবার প্রথমে আপনাকে জিও অ্যাপ স্টোর এর মাধ্যমে আপনার মোবাইলে পেটিএম কে ডাউনলোড করতে হবে তারপর বিভিন্ন রকমের ক্যাশব্যাক অফার এর মাধ্যমে আপনি ভালোমতো উপার্জন করার সুযোগ পাবেন।

পেটিএম এর মাধ্যমে টাকা উপার্জন করার জন্য আপনার মোবাইলে রিচার্জ করা অবশ্যই প্রয়োজন আর এমনটা করার মধ্যে দিয়ে আপনার ক্যাশব্যাক এর মাধ্যমে টাকা পেতে পারেন আপনি। আপনি মোবাইল পোস্ট পেইড বিল ভরেও টাকা প্রাপ্ত করতে পারেন।

ইউ পি আই  (UPI) এই মাধ্যমে টাকা ট্রান্সফার করেও ক্যাশব্যাক এর মধ্যে দিয়ে ভালোমতো উপার্জন করা যেতে পারে। এছাড়াও আপনার বিদ্যুৎ বিল, জলের বিল ও ভরতে পারবেন। ক্যাশব্যাক এর রূপে একটা ভালো উপার্জন আপনি করতে পারবেন ঘরে বসেই।

৪) জিও চ্যাট দিয়ে ইনকাম (Jio Chat):

এই কথাটা শুনে আপনি হয়তো একটু অবাক হতেই পারেন, যে জিও চ্যাট এর মাধ্যমে টাকা উপার্জন করা যায় আবার কিভাবে, কি তাইতো ! আর এটা একেবারে অবাক হওয়ার মত কথা নয়। আপনি জিও এর নতুন অফার অনুসারে জিও চ্যাট (Jio Chat Refer) রেফার করেও আপনি সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

জিও চ্যাট থেকে টাকা উপার্জন করার জন্য নিচে দেওয়া এই পদক্ষেপ গুলি অনুসরণ করতে পারেন: 

১) সবার প্রথমে আপনার জিও ফোনে জিও চ্যাট অ্যাপ ইন্সটল করুন।

২) তারপর এখানে আপনার জিও ফোন নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করুন।

৩) তারপর অ্যাপ এর রেফারাল লিঙ্ক শেয়ার করতে হবে, যা আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে সোশ্যাল মিডিয়া সাইট, যেমন ধরুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি তে শেয়ার করতে পারেন।

৪) যখনই আপনার কোন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরা রেফারাল লিঙ্ক থেকে এপ ডাউনলোড করবেন, তো আপনার রিওয়ার্ড আপনার জিও মানি ওয়ালেট এ ট্রান্সফার করা হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে, আপনি এই পদ্ধতি অনুসরণ করে জিও ফোন থেকে টাকা উপার্জন করতে পারবেন।

৫) জিও ফোনে অ্যাড দেখে ইনকাম (Ads):

আপনি হয়তো আগে PaidVerts এর সম্বন্ধে শুনেছেন, আপনি জিও ফোনে PaidVerts এই সাইট এর মাধ্যমে ও উপার্জন করতে পারবেন। এর জন্য PaidVerts রয়েছে যেখানে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে।

তারপরে আপনার জিও ফোনে এই সাইটকে খুলতে হবে। তারপর আপনার সামনে অনেক রকমের Ads দেখানো হবে। আপনাকে শুধুমাত্র সেগুলি 5 থেকে 10 মিনিট পর্যন্ত প্লে করতে হবে। তার পরিবর্তে সেই কোম্পানি গুলি আপনাকে টাকা দেবে শুধুমাত্র এড দেখার জন্য।

তো এই ছিল কিছু সেরা পদ্ধতি যা থেকে আপনি খুবই সহজ ভাবে আপনার জিও ফোন থেকে টাকা উপার্জন করতে পারবেন অবসর সময়ে, বেশ কিছু সময় অতিবাহিত করে একেবারে ঘরে বসে অনলাইনে।

বর্তমানে এমন উপার্জনের চাহিদা প্রচুর মাত্রায় বেড়ে গিয়েছে। কেননা দৈনন্দিন জীবনে অন্যান্য কাজের পাশাপাশি মানুষ অতিরিক্ত কিছু টাকা উপার্জন করার জন্য একেবারে মুখিয়ে থাকেন। তাই এই অনলাইনে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে অতিরিক্ত কিছু টাকা উপার্জন করার এই পদ্ধতি গুলি মানুষের খুবই পছন্দের।

আর তা থেকে অনেক মানুষ উপার্জনও করছেন। তাছাড়া সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ইন্টারনেট কানেকশন যা কিনা স্মার্টফোন ব্যবহারকারী দের কাছে খুবই সাধারণ বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top