ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন? ভোটার কার্ডের তথ্য বের করুন

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।
আজকে আমি আপনাদের জানাতে চলেছি যে আপনারা কিভাবে বর্তমান ভোটার লিস্ট থেকে নিজের ভোটার নম্বর বের করবেন, এবং নিজের ভোটার কার্ড ডাউনলোড করবেন।
এই তথ্য বর্তমান সময়ের যেই সব বন্ধুরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা এইখান থেকে আর এই ভাবে নিজেদের ভোটার নাম্বার ও তথ্য বের করতে পারবেন।

আসুন  দেখে নি কিভাবে আমারা ভোটার কার্ড ডাউনলোড করব?

১. নীচে দেওয়া লিংকে ক্লিক করুন।

http://electoralsearch.in/

২. নিজের নাম দিন এবং আপনার বাকি তথ্য সঠিক ভাবে ভরে দিন । সমস্ত তথ্য ভরে দেবার পর বক্সে লেখা নাম্বার গুলি ভাল করে পাশের বক্সে লিখুন। এবার “Search” বটনে ক্লিক করুন।
How to Download Voter Card in West Bengal

৩. “View Details” তে ক্লিক করে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য সামনে পেয়ে যাবেন। নীচে দেওয়া “Print Voter Information” বটনে ক্লিক করে আমার এই সমস্ত তথ্য “PDF ” তে ডাউনলোড করে নিন।
West Bengal Voter Card Free Download
আশা করছি বন্ধুরা আপনারা সকলে বুঝতে পেরেছেনা কিভাবে আপনারা আপনার ভোটার কার্ডের তথ্য ডাউনলোড করতে পারবেন।
যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু জিজ্ঞেসা করতে চান তাহলে আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো।
West Bengal Voter Card Free Download, How to Download Voter Card in West Bengal.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top