শুভ হোলিকা দহন শুভেচ্ছা বার্তা 2023 | Holika Dahan Bengali Status 2023

শুভ হোলিকা দহন শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Holika Dahan Bengali Status 2023 – Holika Dahan Bengali Status & Shayari | শুভ হোলিকা দহন মেসেজ ও কবিতা | বাংলা শুভ হোলিকা দহন স্ট্যাটাস

Holika Dahan Bengali Status 2023: হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলিকা দহন এই উৎসবটি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথিতে উদযাপিত হয় আর এই হোলিকা দহন হোলির একদিন আগে অনুষ্ঠিত হয়। কাহিনী অনুসারে জানা যায় যে, বিষ্ণুভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু এবং তার বোন হোলিকার একটি ঘটনা অনুসারে অসুর রাজা হিরন্যকশিপু তার বোনকে দিয়ে ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেও সফল হতে পারেনি।

আগুন জ্বালিয়ে প্রহ্লাদকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়, কিন্তু সেই আগুনে  হোলিকা নিজেই পুড়ে মারা যায়, আর বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কিছুই হয়নি, আর এই ঘটনা স্মরণ করে হোলির একদিন আগে হোলিকা পোড়ানোর রীতি রয়েছে। যাকে চলতি ভাষায় ন্যাড়া পোড়ানো বলা হয়।

এই উৎসবকে বলা হয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করা, তো এমন একটি সুন্দর উৎসবে আপনি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব দের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই উৎসবের দিনকে আরও বেশি আনন্দ তে ভরিয়ে তুলুন।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু হোলিকা দহনের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি আপনি আপনার সকল প্রিয়জন দের পাঠাতে পারেন:

হোলিকা দহন / ন্যাড়া পোড়া শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস: 

হোলিকার মতো আগুনে পুড়ে,
শেষ হয়ে যাক তোমার জীবনের যত দুঃখ কষ্ট,
এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের,
শুভেচ্ছা ও শুভকামনা জানালাম।

 

আজ আমাদের ন্যাড়াপোড়া,
কাল আমাদের দোল,
বাঁশ বাগানের চাঁদ উঠেছে বলরে হরি বল।
শুভ হোলিকা দহন

 

সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে,
শুভ শক্তির সূচনা হোক তোমার জীবনে,
শুভ হোলি কা দহন।

 

দোলের রঙে মাতবো মোরা,
ফেলে রেখে সব কাজ,
কালকে মোদের দোলযাত্রা,
ন্যাড়াপোড়া আজ।
শুভ হোলিকা দহন

 

প্রদীপের আলো যেমন,
অন্ধকার কে কাটিয়ে দিয়ে,
আলো ছড়িয়ে দেয় ঘরের প্রতিটি কোণে,
তেমনি হোলিকা দহনের এই আগুন,
তোমার জীবনের সকল অন্ধকার কাটিয়ে,
তুলে নতুন আলোয় পরিপূর্ণ করে তুলুক।
শুভ হোলিকা দহন।

 

শুভ হোলিকা দহনের এই দিনে,
তোমাকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমার পরিবারের সকল সদস্যের,
সুস্বাস্থ্য কামনা করে ভালোবাসা,
ও শুভকামনা জানালাম।

 

তোমার জীবন হয়ে উঠুক প্রহ্লাদের মত,
কোন বিপদ যেন তোমাকে স্পর্শ করতে না পারে,
সকল বাধা বিপদ পেরিয়ে হয়ে ওঠো সফল,
জীবনের সব স্বপ্ন তোমার পূর্ণ হোক।
শুভ হোলিকা দহন।

 

দুঃখ গুলো মুছে যাক,
সুখে জীবন ভরে থাক,
কষ্ট গুলো সফলতা পাক,
সুখ শান্তি সমৃদ্ধিতে তোমার জীবন ভরে যাক।
শুভ হোলিকা দহন।

 

দূরে ঐ আকাশে মেঘেদের ভিড়ে,
পাখি গুলো ডানা মেলে যায় যে উড়ে,
জয়ী তুমি হও কাজে চাই মনে মনে,
তোমাকে ভরিয়ে দিলাম ন্যাড়া পোড়ার,
শুভেচ্ছা ও অভিনন্দনে।

 

ঘি এর প্রদীপ জ্বালান ঘরে,
করতে অমঙ্গল দুর,
বাধা বিপদ কেটে হোক চুর চুর,
চাঁদকে স্মরণ করুন ভক্তি রেখে প্রাণে,
শুভ হোলিকা দহন,
জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

 

এই শুভ উৎসব উপলক্ষে,
তোমার জীবনে আসুক নতুন সূচনা,
চিন্তামুক্ত হোক তোমার জীবন,
সুস্থ থাকুক সকলেই,
ঈশ্বরের কাছে এই কামনাই করি।
শুভ হোলিকা দহন

 

রঙে রঙে ভরে উঠুক তোমার এই জীবন,
অতীত ভুলে এগিয়ে যাও আগামীতে করো পদার্পণ
পূর্ণিমার চাঁদের মতো প্রিয় হও সবার,
খুশি ও আনন্দ ফিরে আসুক তোমার জীবনে বার বার।
শুভ হোলিকা দহন

 

হোলিকা দহনের এই শুভ দিনে,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে,
তোমার জীবনের সকল আর্থিক সংকট,
দূর হয়ে সমৃদ্ধি লাভ হোক,
যা কিছু স্বপ্ন আছে সবকিছুই,
পূরণ হোক তাড়াতাড়ি।
হোলিকা দহনের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

প্রবেশদ্বারে এঁকে নিন আবিরের আলপনা,
পূর্ণ হোক সবকিছু যা আছে মনের কামনা,
প্রদীপের শিখার মত প্রজ্বলিত হন,
সংসারে আসুক খুশির প্লাবন।
শুভ হোলিকা দহনের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

সবকিছু ভুলে গিয়ে আগামীতে এগিয়ে যাও,
তোমার সকল সফলতার পথ প্রশস্ত হোক,
সুস্বাস্থ্য বজায় থাকুক সারা বছর।
শুভ হোলিকা দহন এর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

হোলিকা দহনের এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক এবং,
উষ্ণ শুভেচ্ছা তোমার জন্য রইল,
কামনা করি ঈশ্বর যেন তোমার জীবনের,
তার সকল আশীর্বাদ সবসময় বজায় রাখেন,
শুভ হলিকা দহনের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

রাত পোহালে রঙের খেলা, আগ্রহ তাই সারাবেলা,
আগুনে পুড়ে ভস্ম হোক সব অশুভ শক্তি,
আসুক ফিরে ফিরে সবার ঘরে ঘরে শুভ শক্তি।
শুভ হোলিকা দহনের প্রীতি, শুভেচ্ছা ও,
অভিনন্দন জানাই আমার তরফ থেকে।

 

হোলিকা দহনের এই উৎসবের দিন,
তোমার কাটুক খুবই আনন্দের সাথে,
কোন বিপদ যেন তোমাকে,
স্পর্শ করতে না পারে এই কামনাই করি,
সকল প্রকার জটিল পরিস্থিতিতে,
তুমি সফল হও, জয়ী হও, শুভ হোলিকা দহনের,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
কালকে মোদের দোলযাত্রা অপেক্ষাতে রই,
ছোট্টবেলার খেলাধুলা বান্ধবী আর সই,
ন্যাড়াপোড়ার আনন্দেতে করি যে হইচই।
ছোটবেলা হারিয়ে গেলেও স্মৃতিগুলো আজও তাজা,
তোমাকে জানালাম আমি,
ন্যাড়া পোড়ার প্রীতি ও শুভেচ্ছা।

 

দাও পুড়িয়ে দাও পুড়িয়ে মনের যত ঘৃনা,
আগুনে পুড়ে হোক মন.
তোমার এক্কেবারে খাঁটি সোনা,
এমন ভাবে নিজেকে তৈরি তুমি করো,
সুখ শান্তি সমৃদ্ধি সব হোক তোমার কাছে জড়ো।
হোলিকা দহনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ হোলির আগের দিন সুন্দর করে শুকনো পাতা, গাছের ডাল দিয়ে ঘর তৈরি করে অথবা আরো অন্যভাবে আগুন জ্বালিয়ে ন্যাড়া পুড়িয়ে এই হোলিকা দহন উৎসব পালন করা হয়, যার মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা হয়।

তাই এই প্রথা প্রাচীনকাল থেকে চলে আসলেও এই উৎসবে অনেকখানি আনন্দ উপভোগ করা যায়। আর এই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য বন্ধু-বান্ধব,  প্রিয়জন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী দের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আরো বেশি করে এই উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।

সকলকে জানাই আমার তরফ থেকে হোলিকা দহন / ন্যাড়া পোড়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ হোলিকা দহন শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Holika Dahan Quotes, Wishes And Messages In Bengali, শুভ হোলিকা দহন শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Holika Dahan Bengali

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top