2023 এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

HDFC Bank Personal Loan 2023 (এইচ ডি এফ সি ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023): How to Apply for HDFC Bank Personal Loan? | Documents for HDFC Bank Personal Loan Apply | HDFC Bank Personal Loan Interest Rates List | HDFC Bank Personal Loan Apply in Bengali.

প্রত্যেক মানুষ যেকোন না যেকোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজের মাসিক বেতন থেকে অথবা উপার্জন থেকে দৈনন্দিন জীবনের সমস্ত রকম চাহিদা পূরণের পাশাপাশি ব্যাংক একাউন্টে কিছু কিছু করে টাকামা করে রাখেন, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। তবে আপনি কি জানেন, এই ব্যাংক আপনার বিপদে আপনার সাহায্যে আসতে পারে!

Bank Name HDFC Bank
Bank Type Private Bank
Type of Loan Personal Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.hdfcbank.com/

ঠিকই শুনছেন, কেননা যখন কোন দরকারি কাজ পড়ে যায় অথবা হঠাৎ প্রয়োজনীয় কোন রকম টাকা যদি আপনার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। কেননা আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা আপনি অনেকটাই পাবেন। তার সাথে লোন এমাউন্ট যা পাবেন সেটা আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার ক্ষেত্রে যথেষ্ট।

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | HDFC Bank Personal Loan in Bengali
এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | HDFC Bank Personal Loan in Bengali

এইচ ডি এফ সি ব্যাংক গ্রাহকদের জন্য পার্সোনাল লোন অথবা ব্যক্তিগত ঋণ অফার করে থাকে। যেটা গ্রাহকরা তাদের প্রয়োজন অনুসারে লোন এমাউন্ট এর জন্য আবেদন করতে পারেন, আর লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত সামান্য পরিমাণ প্রতিমাসে ই এম আই এর মধ্য দিয়ে এই লোন পরিশোধ করতে পারেন।

তো চলুন তাহলে জানা যাক, এইচ ডি এফ সি ব্যাংক থেকে আপনি কিভাবে পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন 2023 (HDFC Bank Personal Loan 2023):

১) সুদের হার: ১০.২৫% থেকে ২১.০০% পর্যন্ত।

২) লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত।

৩) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৫ – ৬ বছর।

৪) প্রসেসিং ফি: সর্বোচ্চ ২.৫০% উপরে যেটা সর্বোচ্চ ২৫,০০০ হাজার টাকা হয়ে থাকে। বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে।

৫) আবেদনকারীর মাসিক বেতন: সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে হবে।

৬) লোন ক্যান্সলেশন চার্জ: Nil

৭) রি- বুকিং চার্জ: ১,০০০ টাকা

৮) চেক বাউন্স চার্জ: ৫৫০ টাকা

৯) প্রি-পেমেন্ট চার্জ: ২%।

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন এর বিভিন্ন রকম:

১) কোভিড পার্সোনাল লোন (HDFC Covid Personal Loan):

বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে, এইচ ডি এফ সি ব্যাংক গ্রাহকদের এই লোন অফার করে থাকে। যারা করোনায় আক্রান্ত এবং চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তারা এই লোন নিতে পারেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৫ লাখ টাকা

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর।

২) বিয়ের জন্য লোন (HDFC Personal Loan for Wedding):

ব্যক্তিগত প্রয়োজন অনুসারে কোন বিয়ের ক্ষেত্রে আপনি এই লোন নিতে পারেন, বিয়ের খরচ হিসাবে।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর।

প্রসেসিং ফি: সর্বোচ্চ ২.৫০% লোন এমাউন্ট এর উপরে, যেটা সর্বনিম্ন ১,৯৯৯ টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত, বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে।

৩) ভ্রমণ এর জন্য লোন (HDFC Personal Loan for Travelling):

অনেকেরই স্বপ্ন থাকে কোথাও ঘুরতে যাওয়া অথবা ট্রাভেলিং করা। কিছু টাকার প্রয়োজন হয়, সেই অভাব পূরণ করতে এই লোন নিতে পারেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর

প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৪) আপৎকালীন লোন (HDFC Emergency Personal Loan):

হঠাৎ প্রয়োজনীয় কোনো কাজের জন্য এই লোন নিতে পারেন। যেমন ধরুন আপনার পরিবারে হঠাৎ করে কেউ অসুস্থ হলে, মেডিকেল খরচ হিসাবে, এই লোন নিতে পারেন, পড়াশোনার খরচ হিসাবে, বিয়ে, এবং আরো অন্যান্য এমার্জেন্সি কাজের ক্ষেত্রে এই লোন নিতে পারেন।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৫) একত্রীকরণ লোন (HDFC Debt Consolidation Loan): 

কোন রি পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই লোন নিতে পারেন অর্থাৎ কোথাও আপনার ঋণ পরিশোধ করার বাকি আছে, সেই ঋণ পরিশোধ করার জন্য এই লোন নিতে পারেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা,

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত

প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৬) পার্সোনাল লোন / হোম রেনোভেশন এর জন্য (HDFC Personal Loan for Home Renovation):

আপনার ঘর টিকে আরো বেশী সুন্দর এবং উন্নত করার জন্য, এই লোন নিতে পারেন। যেমন ধরুন আপনার কিচেন টিকে মডিউলার করবেন, অথবা আরো বেশি উন্নত করবেন, রিপ্লেসমেন্ট অথবা পুরোনো ফার্নিচারের বদল কর নতুন ফার্নিচার কিনবেন, ইলেকট্রিক জিনিসপত্র পরিবর্তন করার ক্ষেত্রে এবং আরো অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে সেগুলোর জন্য এই লোন নিতে পারেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর

প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৭) পার্সোনাল লোন, ছাত্র-ছাত্রীদের জন্য (HDFC Personal Loan for Students):

উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি এই লোন নিতে পারেন আপনার সন্তানের পড়াশোনার জন্য।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর প্রসেসিং ফি: ২.৫০%।

৮) শিক্ষকদের জন্য পার্সোনাল লোন (HDFC Personal Loan for Teachers):

এই লোন সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিতে পারেন অথবা গভারমেন্ট স্কুল এবং কলেজে এর শিক্ষক-শিক্ষিকাদের জন্য এই লোন অফার করে থাকে এইচ ডি এফ সি ব্যাংক।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা

প্রসেসিং ফি: ২.৫০%

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর।

৯) মহিলাদের জন্য পার্সোনাল লোন (HDFC Personal Loan for Women):

শুধুমাত্র মহিলারা নিতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন, যেকোনো ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। সেটা হতে পারে কোথাও ভ্রমন করতে যাওয়া, পড়াশোনার জন্য, বিয়ের জন্য এবং অন্যান্য এমার্জেন্সি প্রয়োজনে এই লোন নিতে পারবেন।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত।

প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

১০) বেতনভুক্ত কর্মচারীদের জন্য পার্সোনাল লোন (HDFC Personal Loan for Salaried):

যেকোনো কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় টাকার অভাব মেটাতে বেতনভুক্ত কর্মচারী যারা, তারা এই লোনের জন্য আবেদন করতে পারেন।

লোন এমাউন্ট: সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ পাঁচ বছর

প্রসেসিং ফি: ২.৫০% লোন এমাউন্ট এর উপরে।

১১) গভর্মেন্ট এমপ্লয়ীজ দের জন্য পার্সোনাল লোন (HDFC Personal Loan for Government Employees):

পছন্দের কোন জায়গাতে ঘুরতে যাওয়া, বিয়ের খরচ হিসাবে, মেডিকেল ইমার্জেন্সি হিসেবে, গভারনমেন্ট এমপ্লয়ী যারা রয়েছেন, তারা এই লোনের জন্য আবেদন করতে পারেন।

লোন এমাউন্ট: সর্বোচ্চ ৪০ লাখ টাকা।

লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৬ বছর প্রসেসিং ফি: ২.৫০% লোন অ্যামাউন্ট এর উপরে।

১২) ব্যালেন্স ট্রান্সফার (HDFC Balance Transfer):

কোন আবেদনকারী পার্সোনাল লোন এর টাকা NBFCs অথবা অন্যান্য যে কোন ব্যাংক থেকে খুবই আকর্ষণীয় এবং কম সুদের হারে এইচডিএফসি ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

প্রসেসিং ফি: ৩,৯৯৯ টাকা থেকে শুরু তার সাথে জিএসটি (GST)।

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীকে অবশ্যই প্রাইভেট সেক্টর এম্প্লয়িং, পাবলিক সেক্টর এমপ্লয়ী, অথবা সেন্ট্রাল/ স্টেট গভারমেন্ট এমপ্লয়ি হতে হবে।

২) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।

৩) আবেদনকারীর কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর হতে হবে।

৪) আবেদনকারীর মাসিক বেতন সর্বনিম্ন ২৫,০০০ টাকা প্রয়োজন এই লোন এর ক্ষেত্রে।

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং আবেদনকারীর সই করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) পরিচয় পত্র: ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড

৩) ঠিকানার প্রমাণপত্র: ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেন্ট এগ্রিমেন্ট, ইউটিলিটি বিল।

৪) লাস্ট ৩ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

৫) ব্যাংকের পাসবুক।

৬) লেটেস্ট স্যালারি স্লিপ, লেটেস্ট সেলারি সার্টিফিকেট, তার সাথে ফর্ম 16।

এইচ ডি এফ সি ব্যাংক পার্সোনাল লোন এর জন্য আবেদন পদ্ধতি:

HDFC Bank Personal Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে এইচ ডি এফ সি ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.hdfcbank.com/

Step 2. এরপর আপনি চলে আসবেন এইচ ডি এফ সি ব্যাংক এর ওয়েব সাইটের হোম পেজে। সেখানে লোন অপশনের মধ্যে পার্সোনাল লোন (Personal Loan) এর উপর ক্লিক করুন। এরপর এ্যাপলাই নাও বাটনটিতে ক্লিক করুন।

Step 3. যে ধরনের পার্সোনাল লোন এর জন্য আপনি আবেদন করতে চাইছেন, সেটি উল্লেখ করতে পারেন, অথবা সিলেক্ট করতে পারেন।

Step 4. এপ্লাই নাও বাটনটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, যেখানে লোন এপ্লিকেশন ফর্ম (HDFC Bank Personal Loan Application Process) পাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করুন।

Step 5. এরপর ভালোভাবে চেক করুন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 6. আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এইচডিএফসি ব্যাংক। কোন অসুবিধা না থাকলে খুব শীঘ্রই আপনার লোন অ্যাপ্লিকেশন টি এপ্রুভ হয়ে যাবে। আর খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন এইচডিএফসি ব্যাংক এর কর্মচারী।

HDFC Bank Personal Loan অফলাইন আবেদন:

এছাড়া আপনার কাছাকাছি এইচডিএফসি ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে অফলাইন এর মাধ্যমেও এই পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, আর ব্রাঞ্চের ম্যানেজারের সাথে আপনাকে কথা বলতে হবে।

এইচ ডি এফ সি ব্যাংক কাস্টমার কেয়ার:

এছাড়া আপনি যদি আরো বিস্তারিতভাবে এই লোন সম্পর্কে জানতে চান, তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন:- 6160 6161 (তবে অবশ্যই আপনার শহরের affix STD Code যুক্ত করবেন এই নাম্বারের সাথে।) তাছাড়া এই নাম্বারটি আমেদাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি এবং এনআরসি, মুম্বাই, কলকাতা, পুনে, এই সমস্ত জায়গার জন্য এভেলেবেল।

তো এভাবে আকর্ষণীয় সুদের হারে, সামান্য পরিমাণ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, বিভিন্ন রকমের প্রয়োজন অনুসারে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন, এইচডিএফসি ব্যাংক থেকে। লোন পরিশোধের সময়সীমা আপনি অনেকটাই পাবেন। যা কিনা প্রতিমাসে খুবই কম ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে আপনি এই লোন পরিশোধ করতে পারবেন একেবারে সহজেই।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top