2023 এইচ ডি এফ সি ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন আবেদন পদ্ধতি

HDFC Bank Loan Against Securities 2023 (এইচ ডি এফ সি ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন 2023): How to Apply for HDFC Bank Loan Against Securities? | HDFC Loan Against Securities Apply in Bengali.

দিন বদলের সাথে সাথে সমাজ অনেকটাই উন্নত আজ। আর তাই বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে অনেকেই দৈনন্দিন খরচ ছাড়াও বেশকিছু টাকা ব্যাংক ব্যালেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্স ডিপোজিট, লাইফ ইন্সুরেন্স পলিসি এবং আরো অন্যান্য জায়গায় সংরক্ষিত করে রাখছেন ভবিষ্যতে কাজে লাগার উদ্দেশ্যে।

তবে এগুলো যে এক রকমের সম্পত্তি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই এই সম্পত্তি আপনার অনেক বিপদে কাজে আসতে পারে। হঠাৎ প্রয়োজনীয় কোনরকম টাকার অভাব পূরণ করতে পারে, আপনার এই সমস্ত সিকিউরিটিজ গুলি। অর্থাৎ এগুলো আপনার বিপদে অনেকটাই সাহায্য করবে।

Bank Name HDFC Bank
Bank Type Private Bank
Type of Loan Loan Against Securities
Loan Application Process Online / Offline
Official Website https://www.hdfcbank.com/

যাদের আবাসিক সম্পত্তি, ব্যাবসায়িক সম্পত্তি নেই, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট, ইত্যাদি, তারা কিন্তু ব্যাংকে এই সমস্ত মিউচুয়াল ফান্ড, শেয়ার, ফিক্স ডিপোজিট, লাইফ ইন্সুরেন্স পলিসি, এগুলোর বিনিময়ে লোন নিতে পারেন এইচডিএফসি ব্যাঙ্ক থেকে।

HDFC Bank Loan Against Securities | এইচ ডি এফ সি ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন
HDFC Bank Loan Against Securities in Bengali | এইচ ডি এফ সি ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোন

খুবই কম আর আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা পাবেন বেশ অনেকটাই। তাছাড়া আপনার যে সমস্ত মিউচুয়াল ফান্ড, শেয়ার, ফিক্স ডিপোজিট, ব্যাঙ্ক ব্যালেন্স, লাইফ ইন্সুরেন্স পলিসি, যাই থাকুক না কেন সেগুলোর মার্কেট ভ্যালু হিসাবে ভালোমতো লোন এমাউন্ট পেতে পারেন।

তাহলে জানা যাক, কিভাবে আপনি এই সিকিউরিটিজ গুলির বিপরীতে লোন পেতে পারেন এইচডিএফসি ব্যাংক থেকে, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

এইচ ডি এফ সি ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোন 2023 (HDFC Bank Loan Against Securities 2023):

১) সুদের হার: ৮.৭০% থেকে শুরু করে ১২.৩৫% পর্যন্ত।

২) Loan against equity securities:  ৯.৪০% থেকে ১২.৩৫%

৩) Loan against debt securities: ৮.৭০% থেকে ১১.০২%

৪) প্রসেসিং ফি: ১.০০% লোন এমাউন্ট এর উপরে, যেটা সর্বনিম্ন ২,০০০ টাকা।

৫) লোন পরিশোধের সময়সীমা: ৬ মাস থেকে ১-৩ বছর পর্যন্ত।

৬) প্রি- পেমেন্ট চার্জ: ২%।

৭) লোন এমাউন্ট: আপনার সিকিউরিটিজ গুলির মার্কেট ভ্যালু হিসাবে ৮৫% পর্যন্ত লোন এমাউন্ট পেতে পারেন।

এইচ ডি এফ সি ব্যাংক সিকিউরিটিজের বিপরীতে লোনের জন্য  ডকুমেন্টস:

১) পরিচয় পত্র হিসেবে- প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ইত্যাদি।

২) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ইউটিলিটি বিল, রেন্ট এগ্রিমেন্ট, ইত্যাদি।

৩) পার্টনারশিপ, ফার্ম, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ব্যালেন্স সিট, প্রফিক এন্ড লস একাউন্ট, আই টি রিটার্ন, ফরম 16, ইত্যাদি।

যে সমস্ত সিকিউরিটিজ গুলির বিপরীতে এইচ ডি এফ সি ব্যাঙ্ক লোন দিয়ে থাকে:

১) ডিম্যাট শেয়ার (Demat Share)

২) মিউচুয়াল ফান্ড (Mutual Funds)

৩) ব্যাংক ব্যালেন্স (Bank Balance)

৪) লাইফ ইন্সুরেন্স পলিসি (Life Insurance Policy)

৫) ফিক্স ডিপোজিট (Fixed Diposit)

৬) বন্ডস ইত্যাদি (Bonds)

এবার তাহলে জানা যাক, কিভাবে আপনি এইচ ডি এফ সি ব্যাঙ্ক সিকিউরিটিজের বিপরীতে লোনের জন্য আবেদন করবেন:

HDFC Bank Loan Against Securities অনলাইন আবেদন: 

Step 1. প্রথমত আপনাকে এইচ ডি এফ সি ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, https://www.hdfcbank.com/

Step 2. তারপর Demat ট্যাব এর উপর ক্লিক করুন। এবার Request এর উপর ক্লিক করুন।এরপর Loan Against Securities অপশনটির উপরে ক্লিক করুন।

Step 3. লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করুন, তারপর শেয়ার সিলেক্ট করুন আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে।

Step 4. এরপর ভালোভাবে চেক করে নিন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

Step 5. আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই হতে শুরু করবে, আর খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে এইচ ডি এফ সি ব্যাংক।

HDFC Bank Loan Against Securities অফলাইন আবেদন:

এছাড়া এই সিকিউরিটিজের কাগজপত্র গুলো নিয়ে আপনার কাছাকাছি এইচ ডি এফ সি ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে অফলাইনের মাধ্যমেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক  কাস্টমার কেয়ার:

এছাড়া এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য জানার থাকলে এইচ ডি এফ সি ব্যাংক এর কাস্টমার কেয়ারের টোল ফ্রি নাম্বার এ ফোন করেও জানতে পারেন:-

টোল ফ্রি নাম্বার: 1800 258 38 38 / 1800 22 40 60

কন্টাক্ট নাম্বার: +91 (22) 6663 6000

এইচ ডি এফ সি ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইট: https://www.hdfcbank.com/

এইচ ডি এফ সি কর্পোরেট অফিস এর ঠিকানা: HDFC House, HT Parekh Marg, 165 – 166, Backbay Reclamation, Church Gate, Mumbai Pin- 400 020

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বনের মধ্যে দিয়ে, সামান্য পরিমাণ ডকুমেন্টেশন এর মাধ্যমে, আকর্ষণীয় সুদের হারে, আপনার যে সিকুরিটি রয়েছে, তার বিনিময় এ এইচ ডি এফ সি ব্যাঙ্ক থেকে লোন পেতে পারেন। যা কিনা আপনার বিপদে অনেকটাই কাজে আসতে পারে। আর লোন পরিশোধের সময়সীমা পর্যন্ত প্রতি মাসে খুবই কম ই এম আই (EMI) এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করতে পারবেন।

তাছাড়া আরও অন্যান্য তথ্য সম্পর্কে জানার জন্য উপরে দেওয়া টোল ফ্রি নাম্বার এবং কন্টাক্ট নাম্বারে ফোন করে আপনার জিজ্ঞাসিত প্রশ্ন করতে পারেন।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top