2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    Login Your Account
    Lost password?
    Don't have an account? Register Now!
    • খতিয়ান ও দাগের তথ্য
    • আজকের লটারি সংবাদ
    • স্কুলের বই ডাউনলোড
    • টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
    Facebook Twitter Instagram
    বাংলা ভূমি ফোরাম
    Facebook Twitter Instagram
    15 August 2022, Monday 6:39 PM
    2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    খতিয়ান ও দাগের তথ্য লটারি সংবাদ
    • হোম
    • জমির তথ্য
    • অনলাইন ইনকাম
    • ব্যাবসার আইডিয়া
    • আইনি পরামর্শ
      • নাগরিক আইন
      • পারিবারিক আইন
      • সম্পত্তি আইন
      • ব্যাংকিং আইন
      • ট্যাক্স আইন
      • বিবাহবিচ্ছেদ আইন
      • ট্রাফিক আইন
    • প্রকল্প
    • লোন
      • পার্সোনাল লোন
      • হোম লোন
      • বিজনেস লোন
      • যানবাহন লোন
      • শিক্ষা লোন
      • গোল্ড লোন
      • সম্পত্তির বিনিময়ে লোন
    • লাইফস্টাইল
    • আপনার টাকা
    বাংলা ভূমি ফোরাম
    2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in2022 Banglar Bhumi Land Records – 2022 BanglarBhumi.Gov.in
    জমির রেকর্ড
    Home»Modi Government»হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতা 2022: আকর্ষণীয় নগদ পুরস্কার, ট্রফি এবং সার্টিফিকেট
    Modi Government

    হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতা 2022: আকর্ষণীয় নগদ পুরস্কার, ট্রফি এবং সার্টিফিকেট

    [রেজিস্ট্রেশান শুরু] Har Ghar Tiranga Competition 2022 হর ঘর তিরঙ্গা অভিযানে রচনা, তর্ক-বিতর্ক এবং সোশ্যাল মিডিয়া ভিডিও প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় নগদ পুরস্কার, ট্রফি এবং সার্টিফিকেট। যে কেউ করতে পারে আবেদন, এখনি করে নিন শেষ তারিখের আগে।
    Sushmita HalderBy Sushmita Halder6 Mins Read
    Facebook WhatsApp Twitter Telegram Pinterest LinkedIn Email
    Share
    Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Email

    Har Ghar Tiranga Competition 2022 Online Registration (হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতা 2022), সোশ্যাল মিডিয়া তে ভিডিও বানিয়ে অথবা তর্ক-বিতর্ক করে এছাড়াও রচনা লিখেউ জিততে পারেন নগদ পুরষ্কার। জানুন কিভাবে করবেন।

    সমগ্র দেশে প্রতিটি নাগরিকদের মনে দেশ ভক্তি জাগিয়ে তোলার জন্য প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার এই অভিযান অর্থাৎ হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ভারতের সংবিধান, ভারতের নাগরিকের স্বাধীনতার অধিকার প্রদান করে থাকে এবং ব্যক্তিগত অধিকারের গ্যারান্টি দিয়ে থাকে। যাতে সংবিধান এর নির্মাতা রাও এটি কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

    Har Ghar Tiranga Competition 2022 - হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতা 2022
    Har Ghar Tiranga Competition 2022 – হর ঘর তিরঙ্গা প্রতিযোগিতা 2022

    তাছাড়া এই অভিযানে যে প্রতিযোগিতা চলবে সেই প্রতিযোগিতাতে সমস্ত নাগরিক অংশগ্রহণ করতে পারবেন (Har Ghar Tiranga – Essay, Debate and Social Media Video Competition)। আবার এই ক্ষেত্রে ভারত সরকার আইনি মামলার বিভাগ দ্বারা নিম্নলিখিত শ্রেণীতে মহাবিদ্যালয়/ সংস্থান গুলিতে পড়াশোনা করছেন এমন আইনি ছাত্রছাত্রী রা নিম্নলিখিত প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবেন:-

    • রচনা প্রতিযোগিতা: স্বপ্নের ভারত @ ২০৪৭ এর উপরে ২৫০০ শব্দের আর্টিকেল লিখতে হবে। তারপর সেটি পিডিএফ ফাইল হিসাবে পাঠাতে হবে।
    • সাংবিধানিক বিষয়ের উপরে তর্ক-বিতর্ক: ভারতীয় সংবিধানের উপরে আধারিত বিষয় ছাত্র দ্বারা নির্বাচন করা যেতে পারে, সেটিও কিন্তু পিডিএফ অথবা ভিডিও ফরম্যাটে পাঠাতে হবে।
    • সোশ্যাল মিডিয়ার উপরে পোস্ট করা: ভারতে ঐতিহাসিক নির্ণয় এর সারাংশর উপরে ভিডিও তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট করা সেই ভিডিওর লিংক পাঠাতে হবে।

    সুচিপত্র

    • প্রমাণপত্র এবং পুরস্কার: 
    • এই প্রতিযোগিতার জন্য আবেদন করার সময়সীমা: 
    • এই প্রতিযোগিতার নিয়ম এবং শর্ত: 
    • রচনা এবং তর্ক – বিতর্ক প্রতিযোগিতা:
      • রচনার মূল্যায়ন নিম্নলিখিত মানদণ্ডের আধারের উপরে করা হবে: 
      • তর্ক – বিতর্ক এর মূল্যায়ন নিম্নলিখিত মানদণ্ডের আধারের উপরে করা হবে:
    • সোশ্যাল মিডিয়ার উপরে পোস্ট করুন ভিডিও: 
      • সোশ্যাল মিডিয়ার উপরে ভিডিওর মূল্যায়ন নিম্নলিখিত মানদন্ডের আধারের উপর নির্ভর করে করা হবে:

    প্রমাণপত্র এবং পুরস্কার: 

    আইনি মামলার বিভাগ ডিওএলএ (DoLA) দ্বারা প্রত্যেক প্রতিযোগিতা তে রাষ্ট্রীয় আর রাজ্য স্তরে তাদের,

    ১) আকর্ষণীয় নগদ পুরস্কার (Attractive cash prizes)

    ২) ট্রফি (Trophy) এবং

    ৩) প্রমাণপত্র (Certificate)

    প্রদান করা হবে, মাইগভ (www.MyGov.in) এর সহযোগিতায় সমস্ত প্রতিভাবান প্রতিযোগীকে ই-প্রমাণপত্র ও দেওয়া যেতে পারে।

    • হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি

    এই প্রতিযোগিতার জন্য আবেদন করার সময়সীমা: 

    যদি আপনি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার সময়সীমা সম্পর্কে অবগত থাকতে হবে।

    Har Ghar Tiranga - Essay, Debate and Social Media Video Competition
    Har Ghar Tiranga – Essay, Debate and Social Media Video Competition

    এই প্রতিযোগিতার সময় সীমা শুরু হয়েছে ২২ শে জুলাই ২০২২ এবং জমা করার শেষ তারিখ ৫ ই আগস্ট ২০২২।

    এই প্রতিযোগিতার নিয়ম এবং শর্ত: 

    • এই প্রতিযোগিতা ভারতের সমস্ত রাজ্যের ল’ কলেজ/ সংস্থানে পড়তে থাকা সমস্ত ভারতীয় ছাত্রদের জন্য খোলা রয়েছে।
    • সমস্ত বিষয়ের উপরে লেখালেখি, ভিডিও www.MyGov.in এই ওয়েবসাইটে পাঠাতে হবে। কোন অন্যান্য পোর্টাল/ মাধ্যম/ মোড এর মাধ্যমে জমা করা কোন বিষয় এর উপরে মূল্যায়ন করা হবে না, অথবা সেটি কোন ভাবেই দেখা হবে না।
    Har Ghar Tiranga Competition Submit Online
    Har Ghar Tiranga Competition Submit Online
    • একজন প্রতিযোগী কেবলমাত্র একটি প্রতিযোগিতার জন্য একটি বিষয় পাঠাতে পারবেন।
    • প্রত্যেক প্রতিযোগীর জন্য আলাদা আলাদা এন্ট্রি পাঠানো হবে, যদি এমন পাওয়া যায় যে কোন প্রতিযোগী একটি প্রতিযোগিতার জন্য একটার বেশি অধিক এন্ট্রি পাঠিয়েছেন, তাহলে সমস্ত এন্ট্রি অমান্য বলে মনে করা হবে।
    • প্রত্যেক এন্ট্রি মূল হতে হবে, কোনরকম ভাবে চুরি করা বিষয়ের উপরে মূল্যায়ন করার জন্য সে ক্ষেত্রে কিন্তু সেটি বিচার করা হবে না। আর অমান্য বলে মনে করা হবে।
    • দয়া করে খেয়াল রাখবেন যে, রচনাটি এই বিষয়ে মূল হতে হবে, আর ভারতীয় কপিরাইট অধীনিয়ম ১৯৫৭ অনুসারে কোনরকম আইন যেন লংঘন না করে অর্থাৎ সম্পূর্ণ নিজের থেকে নিজের অভিজ্ঞতায় লিখতে হবে।
    • কোন লেখা থেকে আপনি কপি করতে পারবেন না। অন্যের লেখা কপিরাইট করে আইন লঙ্ঘন করা ব্যক্তি এই প্রতিযোগিতাতে অযোগ্য বলে মনে করা হবে এবং তাকে অযোগ্য বলে ঘোষণাও করা হবে।
    • ভারত সরকার প্রতিযোগি  দের দ্বারা কপিরাইট লংঘন বুদ্ধিমত্তা যে অধিকার সেটা লংঘন করার জন্য কোনরকম দায়ভার নেবে না।
    • রচনার মুখ্য ভাগে অথবা ভিডিওতে কোথাও প্রতিযোগির নাম, ইমেইল আইডি ইত্যাদি উল্লেখ করার ক্ষেত্রে সেই বিষয়কে অর্থাৎ এন্ট্রিকে অযোগ্য বলে মনে করা হবে।
    • প্রতিযোগিতাদের এটা সুনিশ্চিত করতে হবে যে, তার মাইগভ প্রোফাইল সঠিক আর আপডেটেড আছে কিনা। কেননা আইনি মামলার বিভাগ ডি ও এল এ (DoLA) পরবর্তীতে সঞ্চারন এর জন্য এটির ব্যবহার করবে। এখানে নাম, ফটোগ্রাফ, সম্পূর্ণ ঠিকানা, ইমেল আইডি আর ফোন নাম্বার তার সাথে সাথে কলেজ/ সংস্থানের বিবরণও শামিল থাকবে।
    • অসম্পূর্ণ প্রোফাইল এর লেখা অথবা এন্ট্রির উপরে কোন রকম বিচার করা হবে না।
    • DoLA প্রতিযোগিতার সমস্ত অথবা যে কোন ভাগকে বাজেয়াপ্ত করা অথবা সংশোধিত করার অধিকার সুরক্ষিত রাখে, সেগুলি হল নিয়ম আর শর্ত / টেকনিক প্যারামিটার / মূল্যায়নের মানদন্ড ইত্যাদি।
    • এছাড়া নিয়ম আর শর্ত / টেকনিক প্যারামিটার / মূল্যায়নের মানদন্ড তে যেকোনো পরিবর্তন অথবা প্রতিযোগিতা কে বাজেয়াপ্ত করা মাই গভ প্ল্যাটফর্ম এর উপরে আপডেট পোস্ট করা যাবে। আর এটা প্রতিযোগীদের দায়িত্ব হবে যে, এই প্রতিযোগিতার জন্য যে সমস্ত নিয়ম আর শর্তগুলি দেওয়া রয়েছে, সেগুলি পরিবর্তন করার ক্ষেত্রে নিজেকে অ্যাক্টিভ রাখবেন।

    মূল্যায়নের মানদন্ড:  প্রত্যেক শ্রেণীতে সর্বশ্রেষ্ঠ এন্ট্রি র মূল্যায়ন নিম্ন অনুসারে করা হবে: 

    রচনা এবং তর্ক – বিতর্ক প্রতিযোগিতা:

    • তর্ক বিতর্ক প্রতিযোগিতার জন্য এই সম্বন্ধিত ল কলেজ / সংস্থান এর ছাত্রছাত্রীদের মাইগভ ওয়েবসাইটের উপর রেজিস্ট্রেশন করতে হবে, আর প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তীতে নিজের কলেজ / সংস্থান স্তরের উপরে তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
    • প্রথম স্তরের উপর সংস্থানের নাম, টিম রাজ্য ক্ষেত্র স্তর পর এন্ট্রির পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিশেষজ্ঞর একটি সমিতি বানানো হবে, আর সেখানে প্রত্যেক রাজ্য থেকে একটি সর্বশ্রেষ্ঠ লেখা অথবা এন্ট্রির সাথে প্রত্যেক রাজ্য থেকে দুটি প্রতিযোগিতার জন্য কুড়িটি সর্বশ্রেষ্ঠ এন্ট্রির মূল্যায়ন করা হবে।
    • এরপর প্রত্যেক রাজ্য থেকে দুটি প্রতিযোগিতা কে সর্বশ্রেষ্ঠ তিনটি এন্ট্রি শেষ মূল্যায়নের জন্য রাষ্ট্রীয় স্তরের উপরে শর্ট লিস্ট করা এন্ট্রির একটি পুল গঠন করা হবে, DoLA দ্বারা গঠন করা বিশেষজ্ঞর একটি টিম দ্বারা করা হবে।
    • নিয়ম এবং শর্তের ভিতর প্রাপ্ত সমস্ত এন্ট্রি কে বিশেষজ্ঞ টিমের সম্মুখে রাখা হবে, যার নির্ণয় সমস্ত প্রতিযোগীদের জন্য শেষ এবং বাধ্যকারী হবে।

    প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার সমস্ত বিষয়ে অথবা এন্ট্রি বিজেতা দ্বারা উৎপন্ন হওয়া যেকোনো আইনি কাজ কেবলমাত্র দিল্লির অধিকার ক্ষেত্রের অধীনে হবে।

    রচনার মূল্যায়ন নিম্নলিখিত মানদণ্ডের আধারের উপরে করা হবে: 

    • বিষয়ের প্রাসঙ্গিকতা ও বিষয় সামগ্রী ৪০%
    • ব্যাপকতা ২০%
    • বিচারের মৌলিকতা ২০%
    • ইনসাইড ২০%

    তর্ক – বিতর্ক এর মূল্যায়ন নিম্নলিখিত মানদণ্ডের আধারের উপরে করা হবে:

    • তর্কের প্রয়োগ ৪০%
    • প্রস্তুতি শৈলী আর স্পষ্টতা ২০%
    • তর্ক ৩০%
    • ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি ১০%

    সোশ্যাল মিডিয়ার উপরে পোস্ট করুন ভিডিও: 

    • প্রথমে প্রথম স্তরের উপরে ডি ও এল এ (DoLA) এর সোশ্যাল মিডিয়া টিম রাজ্য কেন্দ্রীয় শাসিত প্রদেশ স্তরের উপর এন্ট্রির মূল্যায়ন করবে, আর সেখানে প্রত্যেক রাজ্য থেকে কুড়িটি সর্ব শ্রেষ্ঠ এন্ট্রির মূল্যায়ন করা হবে। যেখানে প্রত্যেক রাজ্য থেকে একটি সর্বশ্রেষ্ঠ এন্টি ডি ও এল এ কে পাঠানো হবে।
    • এরপর প্রত্যেক রাজ্য থেকে দুটি প্রতিযোগিতাতে উত্তীর্ণ হওয়া এন্ট্রি গুলি দুটি প্রতিযোগিতাতে সর্বশ্রেষ্ঠ তিন এন্ট্রির শেষ মূল্যায়নের জন্য রাষ্ট্রীয় স্তরের উপরে শর্ট লিস্ট করা হবে। সেখানেও কিন্তু একটি পুল তৈরি করা হবে, যার নির্ণয় ডিও এল এ দ্বারা গঠন করা বিশেষজ্ঞর একটি টিম দ্বারা করা হবে।
    • শেষ তারিখের মধ্যে প্রাপ্ত হওয়া সমস্ত এন্ট্রি গুলি বিশেষজ্ঞ টিম এর সমক্ষে রাখা হবে, যার নির্ণয় সমস্ত প্রতিযোগীদের জন্য শেষ এবং বধ্যকারী হবে।

    প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার সমস্ত বিষয়ে অথবা এন্ট্রি বিজেতাদের দ্বারা উৎপন্ন হওয়া সমস্ত আইনি কার্য গুলি কেবলমাত্র দিল্লির অধিকার ক্ষেত্রর অধীনে হবে।

    সোশ্যাল মিডিয়ার উপরে ভিডিওর মূল্যায়ন নিম্নলিখিত মানদন্ডের আধারের উপর নির্ভর করে করা হবে:

    • বিষয়ের প্রাসঙ্গিকতা ৩০%
    • ব্যাপকতা ৫০%
    • রচনাত্মকতা ১০%
    • ইনসাইট ১০%

    তো বুঝতেই পারছেন যে, কিভাবে এই প্রতিযোগিতা চলে এবং কোন কোন শর্ত ও নিয়ম গুলি আপনাকে ফলো করতে হবে। তাহলে আর দেরি কেন ? যদি আপনি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই এই নিয়ম এবং শর্তগুলি মনে রাখার চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনার প্রাপ্য পুরস্কার, আপনার জন্য অপেক্ষা করছে।

    Share. Facebook WhatsApp Telegram Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    হর ঘর তিরঙ্গা অভিযান 2022 - Har Ghar Tiranga 2022

    হর ঘর তিরঙ্গা অভিযান 2022 কি? প্রতি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন যোজনা

    Har Ghar Tiranga Certificate Download - হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট ডাউনলোড

    হর ঘর তিরঙ্গা সার্টিফিকেট 2022 ডাউনলোড পদ্ধতি [অনলাইন রেজিস্ট্রেশন]

    অগ্নিবীর ভর্তি: joinindianarmy.nic.in অগ্নিবীর রেজিস্ট্রেশন আবেদন প্রক্রিয়া

    অগ্নিবীর ভর্তি 2022: অগ্নিপথ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও যোগ্যতা @ joinindianarmy.nic.in

    অগ্নিপথ যোজনা এর সুবিধা কি? অগ্নিপথ যোজনার সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন

    অগ্নিপথ যোজনা 2022 এর সুবিধা কি? অগ্নিপথ যোজনার সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন

    অগ্নিপথ যোজনা কি? কারা আবেদন করবেন? জানুন যোগ্যতা, বেতন এবং আরো অন্যান্য তথ্য

    অগ্নিপথ যোজনা 2022 কি? কারা আবেদন করবেন? জানুন যোগ্যতা, বেতন এবং আরো অন্যান্য তথ্য

    Agneepath Scheme: অগ্নিপথ স্কিম সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা

    অগ্নিপথ স্কিম 2022: সেনাতে চাকরি বেতন ৬.৯ লক্ষ টাকা (Agneepath Scheme in Bengali)

    Add A Comment

    Leave A Reply Cancel Reply

    Life Insurance পলিসি দিয়ে কিভাবে লোন নেয়া যায়? জেনে নিন সবকিছু

    Life Insurance পলিসি দিয়ে কিভাবে লোন নেয়া যায়? জেনে নিন সবকিছু

    লিভ ইন রিলেশনশিপ এর অধিকার ও আইনি নিয়ম কি? জানুন সবকিছু

    লিভ ইন রিলেশনশিপ এর অধিকার ও আইনি নিয়ম কি? জানুন সবকিছু

    2022 Jamai Sasthi Wallpaper Download, Jamai Sasthi Bengali Wallpaper

    চন্দ্রশেখর আজাদ জীবন পরিচয় - Chandra Shekhar Azad Biography in Bengali

    চন্দ্রশেখর আজাদ জীবনী 2022 – ইতিহাস, পরিবার এবং বিপ্লবী কার্যক্রম

    পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনা আবেদন অনলাইন

    Bangla Shasya Bima Scheme 2022: পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা যোজনা 2022 আবেদন অনলাইন

    Maa Asche Durga Puja Photo 101 Din - 105 Din

    2022 Maa Asche Durga Puja Photo 101 Din – 105 Din

    Home | About Us | Contact Us | Privacy Policy
    © 2022 Bangla Bhumi Media Group.

    Type above and press Enter to search. Press Esc to cancel.