শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023 | শুভ শিক্ষক দিবস কবিতা

Subho Teachers Day Bengali (শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস): Bengali Happy Teachers Day Status Photos & Shayari, Bengali Happy Teachers Day Shayari Status, The latest Bangla Happy Teachers Day Shayari, The most heart-touching Happy Teachers Day Status in the Bengali language. Happy Teachers Day Status Bangla Shayari with photos.

মানুষের জীবনশিক্ষা বিষয়টা এতটাই জরুরি যে, যেটা না হলে মনে হয় যে অন্ধকার জগতে বসবাস করছি। আর এই শিক্ষার আলো ছড়িয়ে দেন শিক্ষক নামক ব্যক্তি। শিক্ষিকা হলেন একটি জ্বলন্ত প্রদীপের মত, তিনি তার জ্ঞানের আলো দিয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের জীবন আলোকিত করে তোলেন।

শিক্ষক দের নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা এবং ভালোবাসা আর শাসন এই সব কিছুই পাওয়া যায় শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে। আর এগুলি আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

শিক্ষকরা তাদের জ্ঞানের আলোতে একজন আদর্শ নাগরিকের ভবিষ্যৎ তৈরি করে দেন। বিশ্বব্যাপী ৫ ই অক্টোবর এবং আমাদের ভারতে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক শিক্ষিকা দের শ্রদ্ধা জানাতে সম্মান জানাতে এবং আমাদেরকে এত সুন্দর ভাবে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি আপনি আপনার প্রিয় শিক্ষক শিক্ষিকা কে পাঠাতে পারেন, তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে:- 

শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

“আপনি শুধুমাত্র আমার কাছে একজন শিক্ষকই নন,
আপনি একটি অনুপ্রেরণাও বলতে পারেন,
আমার জীবনে আপনাকে শিক্ষক হিসেবে পেয়ে,
আমি সত্যিই ভাগ্যবান।
শুভ শিক্ষক দিবস।”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য,
ধন্যবাদ শব্দটাও অনেক অনেক ছোট শব্দ,
আপনাদেরকে সম্মানিত করার জন্য,
আপনারাই আমাদেরকে জীবনের,
সকল সমস্যার সম্মুখীন হওয়ার রাস্তা দেখিয়েছেন,
যেখানে সমস্ত সমস্যার সমাধান রয়েছে,
তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।
শুভ শিক্ষক দিবস।”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“একজন অসাধারণ শিক্ষক আপনি,
আপনি আমাদের বুঝতে শিখিয়েছেন যে,
পড়াশোনাটা কতটা মজাদার হতে পারে,
তাই তখন হয়তো অবাধ্য হয়ে,
অনেক শাসন পেয়েছি আপনার থেকে,
তবে আজ আপনার জন্য আমার জীবন সত্যিই ধন্য।
শুভ শিক্ষক দিবস।”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রণাম জানাই,
যারা প্রতিনিয়ত তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন,
আমাদের দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিয়েছেন।
শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“আমাদের জীবনে চলার পথে অনেক ক্ষেত্রেই,
আপনাদের অবদান অনুভব করি,
আমাকে এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ।
কথা দিচ্ছি আপনার শেখানো পথ থেকে কখনোই বিচ্যুত হব না।
শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা নেবেন।
শুভ শিক্ষক দিবস”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“জীবনে একজন ভালো মানুষ হিসেবে,
আমাকে গড়ে তোলার জন্য আপনার প্রচেষ্টা এবং
পরিশ্রমকে অসংখ্য ধন্যবাদ জানাই।
শুভ শিক্ষক দিবস।”

Subho Teachers Day Bengali - শুভ শিক্ষক দিবস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

 

“বিশ্বের সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই,
শিক্ষক দিবসের অনেক অনেক,
শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা।
শুভ শিক্ষক দিবস।”

 

 

“মানব সমাজকে সুশৃংখল করে গড়ে তুলতে,
সবথেকে দায়িত্ববান এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হল শিক্ষক।
তাদের পেশাদারী প্রচেষ্টা পৃথিবীর ভবিষ্যৎ নির্ণয় করে।
শুভ শিক্ষক দিবস”

 

 

“কে বলল আপনি শুধু আমাদের শিক্ষা প্রদান করেছেন !
কখনোই নয়, আপনি আমাদের বন্ধু ও দার্শনিক এবং পথপ্রদর্শক,
আপনার সাহায্যের হাত পেয়ে আমরা খুবই ভাগ্যবান।
কেননা আপনার শিক্ষা আজকে আমাদের,
জীবনে চলার পথে অনেকখানি অনুপ্রেরণা যুগিয়ে থাকে।
শুভ শিক্ষক দিবস”

 

 

“আমার মতন একজন দুর্বল ছাত্রকে,
সফলতার পথ দেখানোর জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার,
আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
আপনি যদি আমাকে পথ না দেখাতেন,
হয়তো আমার ভবিষ্যৎ অন্ধকারেই তলিয়ে যেত।
শুভ শিক্ষক দিবসের শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করবেন।
শুভ শিক্ষক দিবস”

 

 

“আপনার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা দিয়ে আমাদের,
সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য,
আপনার পরিশ্রম ও প্রচেষ্টাকে প্রণাম জানাই।
শুভ শিক্ষক দিবস”

 

 

“শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র আমাদের একটি,
ভালো ছাত্র অথবা ছাত্রী বানান না,
তারা আমাদেরকে ভাল মানুষের মতো বাঁচতে শেখান।
আজকের এই শুভদিনে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাই।
যারা আমাদের সুন্দর ভাবে বাঁচতে শিখিয়েছেন।
শুভ শিক্ষক দিবস”

 

 

“আমি একজন ব্যক্তির মধ্যে নির্দেশনা, শৃঙ্খলা,
বন্ধুত্ব এবং ভালোবাসা এই সব কিছু খুঁজে পেয়েছি,
ভুল করলেই শাসন পেয়েছি এবং সেই ব্যক্তিটি হলেন আপনি।
শুভ শিক্ষক দিবস।”

 

 

“আমাদের পাঠ্য বইতে যা আছে,
আপনি তার থেকেও অনেক বেশি শিখিয়েছেন,
আপনি আমাদের জীবনের ABCD থেকে,
ইংরেজি বই পড়তে শিখিয়েছেন,
আপনার মত একজন শিক্ষক কে পেয়ে আমরা সত্যিই ধন্য।
শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।”

 

 

“সৃজনশীল ভাবে কোন কিছু প্রকাশ করা এবং,
জ্ঞানের আনন্দকে জাগিয়ে তোলার জন্য,
একমাত্র কারিগর হলেন শিক্ষক শিক্ষিকা,
শুভ শিক্ষক দিবসের শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম নেবেন।
শুভ শিক্ষক দিবস”

 

 

“আপনি আমাদের শিক্ষকের মতো শিখিয়েছেন,
মা- বাবার মত আমাদের রক্ষা করেছেন এবং,
পরামর্শদাতা হয়ে পথ দেখিয়েছেন,
ভুল পথে গেলে টেনে এনে সঠিক পথে পরিচালিত করেছেন।
শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা এবং,
তার সাথে আমার প্রণাম নেবেন।”

 

 

“আপনাকে ভোলা যায় কি  করে !
আপনি আমাদের অনেকবার বকেছেন,
আবার আদর করেছেন,
কিন্তু সর্বোপরি আপনি আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন।
যুক্তি খুঁজতে শিখিয়েছেন,
অবাক হতে শিখিয়েছেন,
যেগুলি সত্যিই বাস্তব জীবনে প্রতি পদক্ষেপে প্রয়োজন পড়ে।
শুভ শিক্ষক দিবস।”

 

 

“প্রিয় শিক্ষক আমার কল্পনাকে প্রশ্রয় দেওয়ার জন্য এবং,
পড়াশোনার মধ্যে মজা ও আনন্দ খুঁজে পাওয়ার জন্য,
অনেকখানি সাহায্য করেছেন,
তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ শিক্ষক দিবসে আমার তরফ থেকে রইল,
অনেক খানি শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ শিক্ষক দিবস”

 

 

“মা হল জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা,
ছোট থেকে তিনিই তো শিখিয়েছেন কিভাবে ভালবাসতে হয়,
কিভাবে যত্ন নিতে হয়,
কিভাবে একজন সুন্দর মানুষ হয়ে উঠতে হয়,
তাই তোমাকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল মা।
শুভ শিক্ষক দিবস”

 

 

“ছোট্টবেলার দুষ্টুমিতে ভরা ছিল পাঠশালা,
মার বকুনিতে ছুটতে হতো বই নিয়ে সকাল বেলা।
পিঠে পড়তো বেতের বাড়ি না পারলে পড়া,
গুরু আপনি,
শাসন আপনার ছিলই বড় কড়া।
সেই শাসনে আজকে আমি অনেকখানি সফল,
আপনার সেই কষ্টগুলি যায়নি কিন্তু বিফল।
শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম নেবেন।
শুভ শিক্ষক দিবস”

 

 

“জ্ঞানের আলোয় ভরিয়ে দিয়েছেন আমাদেরই জীবন,
বাঁদর গুলো মানুষ করতে চেষ্টা চালিয়েছেন প্রাণপণ
পাঠ্য বই ছাড়াও যে অনেক কিছুই শেখা,
ধন্য হবে আমার মন পাই যদি আপনাদের দেখা।
চরম দুটি স্পর্শ করি আশীর্বাদ নিতে,
আপনাদের জানাই হ্যাপি টিচার্স ডে।”

 

 

প্রতিবছর ৫ ই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দের সাথে তার জন্মদিন তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা দের শুভেচ্ছা জানাতে অভিনন্দন ও ভালোবাসা জানাতে শিক্ষক দিবস পালন করা হয়।

এই দিনে খুবই আনন্দের সাথে দেশের সমস্ত বিদ্যালয়, কলেজ এবং আরো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করার জন্য আয়োজন করা হয়। এই শিক্ষক দিবসে আমাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর জন্য এমন কিছু শুভেচ্ছা বার্তা পাঠানো প্রয়োজন।

প্রিয় শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা, ভালোবাসা এবং সম্মান জানাতে এই শুভেচ্ছা বার্তা এবং স্ট্যাটাস গুলি পাঠাতে পারেন। কতখানি ভালোবাসেন কতখানি শ্রদ্ধা করেন কত খানি অবদান রয়েছে আপনার জীবনে শিক্ষক শিক্ষিকাদের সেটা জানাতে ভুলবেন না কিন্তু।

“শুভ শিক্ষক দিবস”  “Happy Teachers Day”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top