শুভ সন্ধি পূজা 2023 শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Sandhi Puja 2023 Bengali Status

Subho Sandhi Puja Bengali Status (শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Sandhi Puja Bengali Status & Shayari, Bengali Happy Sandhi Puja Shayari Status, The latest Bangla Happy Sandhi Puja Shayari, The most heart-touching Happy Sandhi Puja Status in the Bengali language. Happy Sandhi Puja Status Bangla Shayari with photos.

বাঙালির সবথেকে বড় আর প্রাণের উৎসব হল দুর্গাপূজা, এই দুর্গাপূজায় আর এই পূজার সাথে বিশেষভাবে জড়িয়ে রয়েছে সন্ধি পূজার মাহাত্ম্য। সন্ধিপূজা আসলে অসুর নাশিনী দেবী দুর্গার আর এক অসুর দলনী রূপের পূজা। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চন্ড ও মুন্ড নামে, দুই অসুরকে বধ করেছিলেন, তাই অষ্টমী ও নবমীর এই সন্ধিক্ষণে দেবীর চামুণ্ডার পুজা করা হয়, আর এই পূজাকে সন্ধিপূজা বলা হয়।

সহজ ভাষায় বলতে গেলে দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সন্ধিপূজা, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমীতি তে শুরু হওয়ার ২৪ মিনিট কে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধানে তন্ত্রমতে করা হয় সন্ধিপূজা।

Subho Sandhi Puja Bengali Status - শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
Subho Sandhi Puja Bengali Status – শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

সন্ধি পূজার সময় মায়ের পায়ে নিবেদিত করা হয় ১০৮টি লাল পদ্মফুল, এই ১০৮ টি পদ্ম ফুলের পিছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী, অসুর বধ করার সময় দেবী দুর্গার সারা অঙ্গে সৃষ্টি হয়েছিল ১০৮টি ক্ষত, ক্ষত গুলির অসহনীয় জ্বালা নিবারণ করার জন্য দেবাদিদেব মহাদেব দেবী দুর্গাকে দেবীদহে স্নান করার কথা বলেন, স্নান করার পর মায়ের শরীরের সেই ১০৭ টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল ১০৭ টি পদ্ম।

কিন্তু তখনো একটি ক্ষত অবশিষ্ট ছিল, দেবী দুর্গাকে ১০৮ তম ক্ষতর সেই জ্বালা-যন্ত্রণা তে কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা অশ্রুজল, অশ্রু কোনাটি গিয়ে পড়েছিল মায়ের ১০৮ তম ক্ষত তে, তারপর মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরে সেই অবশিষ্ট ক্ষত চিহ্নটি, আর দেবীদহে থেকে গিয়েছিল ১০৭ টি পদ্ম ফুল।

আর এর পরের ঘটনা তো আপনারা নিশ্চয়ই জানেন ! তাই তো ! যখন রাবনকে বধ করার জন্য সন্ধিপূজার শেষের শ্রীরামচন্দ্র দেবীর পায়ে ১০৮ একটি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন, সেই সময় হনুমান দেবীদহে গিয়ে শুধুমাত্র ১০৭ টি পদ্মফুলই পেয়েছিলেন আর এটা তো হওয়ারই কথা, কারণ আর কোন পদ্মফুল ছিলই না। আর তাই উপায় না পেয়ে সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে রামচন্দ্র নিজের তীর ধনুক দিয়ে নিজের চোখ দেবীর পায়ে অর্পণ করতে চেয়েছিলেন পদ্ম ফুলের জায়গায়।

শুভ দুর্গা পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

তবে যাই হোক না কেন, এই সন্ধি পূজার গুরুত্ব কতখানি তা তো আমরা জানলাম, আর এই পূজার শুভেচ্ছা বার্তা সকলকে পাঠানোর জন্য সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই প্রয়োজন আপনার !

তো চলুন তাহলে এমন কিছু সন্ধিপূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে জানা যাক, যেগুলি সকলকে পাঠিয়ে এই পূজার আনন্দ ভাগ করে নিতে পারেন:

সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

“সন্ধি পূজার এই শুভক্ষণে,
তোমার এবং তোমার পরিবারের সকলকে,
জানাই শুভ শারদীয়া ও সন্ধি পূজার,
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
মায়ের আশীর্বাদ সবসময়,
বজায় থাকুক তোমাদের উপর।
শুভ সন্ধি পূজা”

“অষ্টমী ও নবমীর এই শুভক্ষণে জানাই মাকে প্রণাম,
সারা বছর তোমার আশীর্বাদ যেন রক্ষা করে মোদের প্রাণ,
আনন্দ ও খুশিতে থাকুক সকলে,
বিপদ সবই কেটে যাক সন্ধি পূজার শক্তি বলে।
শুভ সন্ধি পূজা”

শুভ কুমারী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সন্ধি পূজার এই পুণ্য তিথিতে,
সকলে থাকুক খুবই ভালো ও সুস্থ,
সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে,
জীবনে আসুক নতুন অধ্যায়,
নতুনভাবে জীবন শুরু করো,
সবকিছু ভুলে শুভ সন্ধি পূজার শুভেচ্ছা ও শুভকামনা।
শুভ সন্ধি পূজা”

“ঢাকের উপর পড়লো কাঠি,
পূজো হলো জমজমাটি,
সন্ধি পূজার সন্ধিক্ষণে,
ভালোবাসা থাক সবার মনে,
সবাই করো এনজয়,
অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে,
সন্ধি পূজা হয়,
শুভ সন্ধি পূজার শুভেচ্ছা ও ভালোবাসা
শুভ সন্ধি পূজা”

শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সন্ধি পূজার সন্ধিক্ষণে,
দেবী দুর্গা যেমন চণ্ড ও মুন্ড অসুরকে বধ করেছিলেন,
তেমনি তোমার জীবনের সকল বাধা বিপদ রুপি,
এই অসুরদের বদ করতে তিনি যেন সর্বদাই তার আশীর্বাদ,
তোমার এবং তোমার পরিবারের উপরে দিয়ে রাখেন,
শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

“অষ্টমীর এই সন্ধ্যা বেলা, শুরু হলো খুশির মেলা,
চামুণ্ডা রূপে মায়ের পূজা, শুরু হল সন্ধি পূজা।
আরতি এর আগুনে পুড়ে যাক সব দুঃখ কষ্ট,
জীবনে যত বিপদ আছে সবকিছু হোক নষ্ট বষ্ট।
শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন,
রইল আমার তরফ থেকে,
উৎসবের এই দিনগুলি খুবই সুখে কাটুক,
আর সন্ধিপূজার এই শুভক্ষণ হোক মিষ্টি মুখে,
শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

“আকাশ জুড়ে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভেলা,
সন্ধি পূজার সময় হল আসছে মায়ের বিদায়ের পালা।
শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

শুভ অষ্টমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সন্ধি পূজার এই শুভ মুহূর্তে,
সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা,
প্রার্থনা করি মা দুর্গার আশীর্বাদে সবার জীবন,
আনন্দে ভরে উঠুক। শুভ সন্ধি পূজা।”

“আনন্দের ঢাক উঠল বেজে,
মন লাগে না কোন কাজে,
নীল আকাশের সাদা মেঘের নিত্য আসা যাওয়া,
মায়ের আশীর্বাদে পূর্ণ হোক সকলের চাওয়া পাওয়া,
শুভ সন্ধি পূজার শুভেচ্ছা ও শুভকামনা।”

শুভ নবমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
আপনার জীবনের সকল রাস্তা হোক বিপদবিহীন,
আপনার এবং আপনার পরিবারের,
সকল সদস্য থাকুক খুবই সুস্থ ও স্বাভাবিক,
জীবন হয়ে উঠুক সুখ শান্তি ও ধনসম্পদে পরিপূর্ণ।
শুভ সন্ধি পূজার শুভেচ্ছা ও শুভকামনা রইল”

“অষ্টমীতে অঞ্জলি আর সন্ধি পূজার সাথে,
কাল যে মোদের নবমী আনন্দে সব মাতে,
রাত পোহালেই বিজয়া মন যে ভরে বিষাদে,
তবু রাখো মুখে হাসি আনন্দ আর আহ্লাদে,
শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

সন্ধি পূজার আরতিতে সকলেই মন দিয়ে দেবী দুর্গাকে দেখতে থাকেন আর এই শুভক্ষণ কেউই মিস করতে চান না, তাইতো প্যান্ডেলে- প্যান্ডেলে ও মন্দিরে দেবীর সামনে সন্ধি পূজা দেখতে জড়ো হন বহু মানুষ, ভিড় ঠেলে এগিয়ে যাওয়া হয়ে যায় মুশকিল।

আর এই শুভ মুহূর্তটাকে তাজা করে রাখার জন্য সকলকে জানান সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে আপনার বন্ধু-বান্ধব, প্রিয়জন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা অনেকটাই খুশি হবে আপনার পাঠানো এই সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা পেয়ে।

“সকলকে জানাই আমার তরফ থেকে শুভ সন্ধি পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে রইল অনেক অনেক শুভকামনা”

শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা, কবিতাএস এম এস (sms), Happy Sandhi Puja Quotes, Wishes And Messages In Bengali, শুভ সন্ধি পূজার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Sandhi Puja Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top