2024 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা | 2024 ইংরাজি নববর্ষ মেসেজ | বাংলা ইংরাজি নববর্ষ স্ট্যাটাস – ইংরাজি নববর্ষ স্ট্যাটাস 2024 | Bangla New Year Status – Happy New Year Bengali Status & Shayari.
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 2024: দেখতে দেখতে এই বছর শেষ বলতে গেলে, আসতে চলেছে নতুন বছর। গোটা বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নিউ ইয়ার উদযাপনের দিনটি। এই দিন উপলক্ষে সকলেই বিভিন্ন ধরনের পরিকল্পনা করে থাকেন।
পিকনিক, পার্টি, হ্যাংআউট, খাওয়া দাওয়া, আড্ডা, হইচই, এবং বিভিন্ন রকমের রকমারি সেলিব্রেশন। যার জন্য সারা বছর ধরে অনেকেই অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। আর সকলে সকলকে শুভ নববর্ষ অর্থাৎ নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা জানিয়ে নতুন বছরকে আগমন জানান।
অন্যান্য উৎসবের মতো নিউ ইয়ার উদযাপন করা এমন একটি বিষয় যার জন্য অনেক জায়গায় সুন্দর করে সাজানো হয়। আর সেই কারণে অনেক পার্টি হাউস তে বর্ষবরণ করার জন্য আলো আর ফুল এর সাজে সাজানো হয়ে থাকে। এমনকি ঘরটাকেও অনেকে রেনোভেশন করান, সুন্দর করে সাজিয়ে তোলেন এই দিনটির অপেক্ষায়।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং দূরে থাকা পরিবার বর্গদের কাছে, প্রিয় মানুষটির কাছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। যার মধ্যে দিয়ে এই দিনের আনন্দ সকলে মিলে উপভোগ করা যায়। দূরে হোক অথবা কাছে, সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেন না কেউই।
2024 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, হ্যাপি নিউ ইয়ার (Happy New Year 2024) এর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি সম্পর্কে। যেগুলি সকলকে পাঠিয়ে আপনি এই নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন:
নতুন বছরের নতুন,
রূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর হোক, সমৃদ্ধ হোক,
আগামী দিনগুলো।
নিউ ইয়ারের শুভেচ্ছা রইল,
আমার তরফ থেকে।
Happy New Year
নতুন সকাল নতুন দিন,
নতুন করে শুরু হোক সব।
নতুন বছরের সব কিছু হোক শুভ,
যা কিছু স্বপ্ন আছে পূরণ হোক এই বছরে।
Happy New Year
আছে যত পুরনো স্মৃতি ফেলে রাখো পাশে,
পুরানো সব কষ্ট গুলি নষ্ট করে ফেলো,
পুরোনো সব বেদনা রেখনা আর মনে,
নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমার সনে,
তোমার এবং তোমার পরিবারের সকলকে,
জানাই শুভ নববর্ষের প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।
Happy New Year
শুভেচ্ছা
জীবনে চলার পথে অনেক,
খারাপ স্মৃতি মনে গেঁথে যায়,
নতুন বছরের এই শুভ ক্ষণে সব খারাপ স্মৃতিকে,
পুরানো দুঃখ হিসেবে ভুলে যাও,
নতুন বছর শুরু হোক নতুনভাবে,
নতুন আশা, নতুন প্রতিজ্ঞা নিয়ে।
Happy New Year
নতুন বছরে তোমার জীবনে,
শুরু হোক নতুন যাত্রা।
জীবন যেন সুখ,
শান্তি ও আনন্দময় হয়ে ওঠে,
এই কামনা নিয়ে তোমাকে জানাই,
নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
Happy New Year
নতুন বছরে তোমার সমস্ত প্রত্যাশা,
স্বপ্ন গুলি পূর্ণ হোক, সত্যি হোক,
এই বছর কাটুক ভালো,
তোমার এবং তোমার পরিবারের সকল সদস্যের।
Happy New Year
নতুন বছরের প্রতিটি দিনে ঈশ্বরের,
ভালোবাসা তোমার জীবনে থাকুক,
ঈশ্বরের আশীর্বাদে সকল কাজে সফলতা পাও।
সমস্ত মনষ্কামনা পূর্ণ হোক,
হ্যাপি নিউ ইয়ার এর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার তরফ থেকে।
Happy New Year
মুছে যাক সমস্ত দুঃখ ক্লান্তি আর গ্লানি,
আনন্দ আর সুখে ভরুক সকলের মন খানি,
নতুনভাবে সেজে উঠুক আমাদের এই পৃথিবী,
হতাশাকে ভুলে গিয়ে নতুন হোক সবই।
Happy New Year
জীবনের প্রতিটি মুহূর্ত থেকে,
সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাক,
সম্পূর্ণ জীবনে ভরে যাক পজিটিভিটি,
প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলো।
Happy New Year
আপনাকে জানাই নতুন বছরের,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
2022 বিদায় নিয়ে এসেছে 2024,
এই বছর কাটুক আপনার অনেক বেশি ভালো।
Happy New Year
পুরাতন কে বিদায় জানিয়ে,
নতুন কে বরণ করে,
আপনার সম্পূর্ণ বছরটা কাটুক,
খুবই আনন্দে ও উৎসবে।
পরিবার বর্গের সাথে সময়,
কাটুক সুমধুর ভাবে।
Happy New Year
নতুন বছরের প্রতিটি দিন,
আপনার জীবন হয়ে উঠুক,
উজ্জ্বল আর সুন্দর।
নতুন বছর কাটুক আপনার,
হাসিতে ও খুশিতে।
Happy New Year
প্রতিটা বিষয়ের যেমন শুরু থাকে,
তেমন শেষও থাকে।
তাই নতুন বছরের জন্য কামনা করি,
তোমার জীবন আনন্দ ও সুখে যেন ভরে যায়,
কখনো যেন শেষ না হয়।
Happy New Year
যতটুকু ভুল ছিল শুধরে সবই নেবো,
না পাওয়ার কষ্ট গুলো ভুলে সবই যাবো,
সবাইকে বাসবো ভালো মুখে রেখে হাসি,
পুরাতন বছর বলে, আমি তবে আসি !
সকল ভালো প্রত্যাশা নিয়ে,
শুরু হোক নতুন বছর।
Happy New Year
সবার হৃদয়ে জাগুক নতুন আনন্দ,
জীবন সবার ভরিয়ে দিক সংগীতের ছন্দ,
দূর করতে মোদের সকল দুঃখ,
আসো হে নতুন তুমি,
খুলেছি মোদের দ্বার -কক্ষ।
Happy New Year
নতুন বছরের আগমনে ক্লান্তি যাক দূরে,
জীবন তোমার হোক সুন্দর অতীতকে যাও ভুলে।
নতুন করে সাজাও তুমি জীবনটাকে আবার,
নিজের সাথে ভালো কিছু করো তুমি সবার।
সাজাও তুমি নতুন বছর নিজের মতো করে,
আনন্দ আর খুশি আসুক, দুঃখ যাক সরে।
Happy New Year
মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি,
সুখী তুমি ছিলে, সুখী আরো হও,
আর শুভ হোক তোমার এই নতুন বছর,
সফলতা পাও।
Happy New Year
আজ দেখো নতুন স্বপ্ন,
ভুলে যাও সমস্ত পুরনো কষ্ট,
আজ করো নতুন করে কল্পনা,
ভুলে যাও আছে যত পুরনো যন্ত্রণা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
Happy New Year
বছর শেষ হওয়ার আগে,
আমি আমার জীবনে সেই সমস্ত মানুষদের,
অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই,
যারা আমায় ভালবেসে গেছে,
আগলে রেখেছে, সকল বিপদ থেকে রক্ষা করেছে,
আমাকে আমার স্বপ্নের দিকে যাওয়ার জন্য,
সহযোগিতা করেছে।
Happy New Year
সৃষ্টিকর্তা তোমায় যেন চিরকাল,
সুখে ও শান্তিতে রাখেন,
শুধুমাত্র এই বছরই নয়,
আগামী সব কটি বছর যেন,
তিনি তোমাকে দুহাত ভরে দেন।
Happy New Year
নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে চোখে,
অনেক স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়ো সাফল্যের খোঁজে,
তোমার জীবনে তোমার বাবা-মার ভূমিকা,
কতখানি সেই কথা মনে রেখে তাদের মুখে,
হাসি ফোটাতে ভুলবেনা।
যতরকম সুযোগ আছে করোনা হাতছাড়া,
তোমার সফলতায় গর্ববোধ করুক সকল পাড়া।
Happy New Year
প্রেমিক প্রেমিকা দের জন্য Happy New Year এর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:
ফুটেছে ফুল বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে,
Happy New Year
মিষ্টি তোমার মুখের হাসি, দুষ্টু দুটি চোখ,
আছে যত স্বপ্ন তোমার সত্যি সবই হোক।
নতুন বছরে জানাই তোমায় অনেকখানি প্যায়ার,
জানাই তোমায় আরেকবার,
Happy New Year
একটি অসাধারণ বছরে আমি তোমার,
অসাধারণ বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ থাকব,
এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
নতুন বছরের জন্য নতুন সূচনার জন্য,
রইল অনেকখানি অভিনন্দন।।
Happy New Year
নতুন বছরে পুরনো প্রেমে নতুন করে ডুবি,
নতুন বছরে তোমাকে আবার নতুন করে খুঁজি।
অভিমান আর রাগারাগি যতটুকু আছে,
সবই এখন স্বপ্ন মাত্র সেগুলি আমার কাছে।
তুমিও ভোলো সবকিছু, রাগ কোরো না আর,
তোমাকে জানাই আমি
Happy New Year
নতুন সূর্য নতুন গান,
নতুন সুর নতুন প্রাণ,
নতুন ঊষার নতুন আলো,
নতুন বছর তোমার কাটুক ভালো।
Happy New Year
নতুন বছরে নতুন করে সাজাও তোমার জীবন,
সুন্দর হোক সবকিছু হোক নতুনের আগমন।
রাতের শেষে ঊষার মতো স্নিগ্ধ তুমি হও,
নতুন করে আমায় তুমি আপন করে নাও।
Happy New Year
নতুন বছর পড়া মানেই সবকিছু যেন নতুন নতুন লাগে, তবে সময়টা কিন্তু একই। তবে জীবনের সবকিছু ব্যর্থতা, হতাশা কাটিয়ে নতুন বছরের আগমনে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলাটাই জীবনের টার্নিং পয়েন্ট, তাই না ! হতাশা থেকেই জন্ম নেয় সফলতা, তবে হাল ছেড়ে দিও না। পরিবার পরিজনের সকলের মনের মনিকোঠায় বিরাজ করুক সকলেই।
সবার জীবন ভরে উঠুক সুন্দর সুন্দর মুহূর্তে। নতুন বছর সকলের কাটুক খুবই সুন্দর ভাবে। জীবনে যত পরিকল্পনা আছে সবকিছু বাস্তবায়িত হোক এই কামনাই করি। আর আমার তরফ থেকে রইল সকলের জন্য HAPPY NEW YEAR এর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আর অনেক খানি শুভকামনা।
সকল পাঠকগণদের জানাই “শুভ ইংরাজি নববর্ষ”
শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy New Year Quotes, Wishes And Messages In Bengali, শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy New Year Bengali Images.