শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023 | Happy Maha Sasthi Bengali Status 2023

Subho Maha Sasthi Bengali Status (শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Maha Sasthi Bengali Status & Shayari, Bengali Happy Maha Sasthi Shayari Status, The latest Bangla Happy Maha Sasthi Shayari, The most heart-touching Happy Maha Sasthi Status in the Bengali language. Happy Maha Sasthi Status Bangla Shayari with photos.

হিন্দুদের কাছে সব থেকে বড় আর সব থেকে প্রাণের উৎসব হল দুর্গাপূজা, অন্যান্য পূজা গুলি যেমন অনেকখানি গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে এই দুর্গাপূজা অনেকখানি বেশি গুরুত্ব বহন করে থাকে। আর এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন প্রতিটি বাঙালি।

দুর্গা মায়ের মর্ত্য ধামে ফেরার আনন্দে সেজে ওঠে বাংলার প্রতিটি ঘর। অনেক জায়গায় মহালয়ার পরের থেকে শুরু হয়ে যায় এই পূজার সেলিব্রেশন, আর তাছাড়া পূজার আসল আনন্দ শুরু হয় মহা ষষ্ঠীর দিন থেকে। আর এই শুভ মহাষষ্ঠীর দিনে আপনার কাছের মানুষ গুলোকে এই উৎসবের শুভেচ্ছা জানাবেন না, তা কি করে হয় !

Facebook, whatsapp, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সকল জায়গাতেই আজ সকলে সকলকে শুভেচ্ছা বার্তা আদান প্রদান করে থাকেন, তো আপনি কেন পিছিয়ে থাকবেন ! এই দুর্গা পূজার মহা ষষ্ঠীতে আপনার সকল প্রিয়জনদের মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এই দিনটিকে আরও বেশি সুন্দর ও আনন্দ মুখরিত করে তুলুন।

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে: 

“শুভ মহাষষ্ঠীর এই পুণ্য পার্বণে,
আমার তরফ থেকে রইল অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা। শুভ মহাষষ্ঠী”

 

 

“দাও চেতনা, দাও প্রেরণা,
কালো আঁধার মুছিয়ে দাও,
বাজুক কাসর জমুক আসর,
দুঃখগুলো নিয়ে নাও,
তুমি হলে অভয় দায়িনী ভরসা দাও মা মনে,
সফল করো সকল আশা ভক্তি জাগাও প্রাণে।
শুভ মহা ষষ্ঠী”

 

 

“কত যে অপেক্ষার অবসান হলো আজ,
ব্যস্ততা থাকলেও ফেলে রাখি কাজ,
মা এসেছেন আজ প্রতিটি ঘরে ঘরে,
থাকো তুমি সবার অন্তরে অন্তরে,
প্রার্থনা করি সকলকে ভালো রেখো তুমি মা,
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালাম।”

 

 

“পুজোর ভোরে ঢাকের আওয়াজ মায়ের কাছে যাওয়া,
চারিদিকে আনন্দ আর আলো,
সবাই খুবই থাকুক ভালো।
তোমাকে জানাই শুভ মহাষষ্ঠীর
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

 

 

“সারা বছর অপেক্ষা করার পর,
শেষে অপেক্ষার অবসান ঘটলো,
আনন্দে মেতে উঠল সারা বিশ্ব,
মা এসেছেন বাপের বাড়ি,
তাই আনন্দ আর ধরে না মনে,
শুভ ষষ্ঠীর এই দিনে। শুভ মহা ষষ্ঠী”

 

 

“শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হয়ে পড়ল,
ধুপ ধুনার গন্ধে শাঁখের আওয়াজে,
মায়ের আগমন জানিয়ে দিল,
শুভ মহা ষষ্ঠী”

 

 

“আকাশে বাতাসে ঢাকের বোল,
বাতাসে আজি খুশির গান,
মা দুর্গা এলেন ঘরে,
করতে সবার মুশকিল আসান,
তোমাকেও তোমার পরিবারকে জানাই,
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা”

 

 

“দুর্গাপূজার এই পাঁচ দিন,
প্রতিটি দিন তোমার ভরে উঠুক খুশি ও আনন্দে,
তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই,
শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা”

 

 

“এই মহাষষ্ঠীর শুভদিনে আনন্দ উপভোগ,
করার পাশাপাশি আমার,
শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করো,
মায়ের আশীর্বাদে তোমার জীবনের,
সকল বাধা বিপদ কেটে যাক,
জীবন ভরে উঠুক নতুন আনন্দে,
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা।”

 

 

“বছর পরে মা এসেছে ঘরে ঘরে,
তাই আনন্দের জোয়ার বইছে,
মায়ের আশীর্বাদে সমৃদ্ধ হোক সবার সংসার,
একটি বছর পরে মা আসবে আবার।
উৎসবের এই শুভ দিনে করো মুখ মিষ্টি,
তোমাকে জানাই আমি শুভ মহা ষষ্ঠী”

 

 

“এল যে এলো খুশির শরৎ,
একটু হিমেল হাওয়া,
ঢাকের উপর কাঠি পরল মায়ের কাছে যাওয়া,
অনেক খুশি অনেক আলো,
এবার পুজো তোমার কাটুক খুবই ভালো,
শুভ মহাষষ্ঠী”

 

 

“শিউলি ফুলের গন্ধে শরৎ এলো চলে,
খোলা মাঠে কাশফুল হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিল মন,
শুরু হল মায়ের পূজার সেই যে শুভক্ষণ,
শুভ মহাষষ্ঠী”

 

 

“হিমের পরশ মনে জাগে,
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে,
শিশির ভেজা নতুন ভোরে মা এসেছেন সবার ঘরে।
শুভ মহাষষ্ঠী”

 

 

“শুভ মহাষষ্ঠীর প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে,
প্রার্থনা করি আপনার জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে।
শুভ মহাষষ্ঠী”

 

 

“শুভ মহাষষ্ঠী উপলক্ষে আপনার জীবনের সুখ,
সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাক,
এই আশা নিয়ে আপনাকে জানাই,
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা।”

 

 

“আপনার এবং আপনার পরিবারের,
সকল সদস্যের জন্য রইল শুভ মহাষষ্ঠীর,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা,
আর শুভকামনা। শুভ মহাষষ্ঠী।”

 

 

“এই উৎসবে দিনগুলিতে মা দুর্গা,
তোমার জীবনকে আরো বেশি সহজ সরল করে তুলুক,
তোমার মনে শান্তির সঞ্চার হোক,
সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে যাও,
উপভোগ করো এই উৎসবের দিনগুলি।
শুভ মহাষষ্ঠী।”

 

 

“বেলতলা তে পুজো আজ মায়ের আঁচল ধরে,
দেবী দুর্গা এসেছেন সকলের ঘরে ঘরে।
মিষ্টি মুখে সবার হাসি, মহা ষষ্ঠী আজ,
নতুন নতুন জামা কাপড় সাজবে নতুন সাজ,
শুভ মহা ষষ্ঠী”

 

 

“শঙ্খ ধ্বনি, উলুধ্বনি পুজো পুজো গন্ধ,
উৎসবের কটা দিন করো খুব আনন্দ।
জীবনে মিশিয়ে নাও নতুন সুর আর ছন্দ,
আকাশে বাতাসে আজ শিউলির গন্ধ,
মেতেছে সবাই খুশির এই আনন্দে,
মন খানি ভরে গেল ধূপ ধুনার গন্ধে,
শুভ মহা ষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা।”

 

 

“নীল আকাশে সাদা মেঘ যেন প্যাঁজা তুলো,
পূজোর খুশিতে গান গায় বনের পাখিগুলো,
তুমিও মাতো এই উৎসবে, দুঃখ সবই ভুলে,
আর কটাদিন পরে মা যাবে কিন্তু চলে,
যে কটা দিন মা আছে মুখে রাখো হাসি,
জীবনে তোমার সুখ সমৃদ্ধি আসুক রাশি রাশি।
শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা।”

 

 

দুর্গাপূজার মহাষষ্ঠীতে আনন্দ আর ধরে না। ছোট থেকে বড় সকলেই এই দিনে বেলতলায় পূজা থেকে শুরু করে সন্ধ্যেবেলা প্যান্ডেলে যাওয়া পর্যন্ত উৎসব উদ্দীপনার শেষ নেই, আর এই আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য সবাইকে শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলবেন না কিন্তু।

“সকল পাঠকগণ কে জানাই আমার তরফ থেকে শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা”

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা, কবিতাএস এম এস (sms), Happy Maha Sasthi Quotes, Wishes And Messages In Bengali, শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Maha Sasthi Bengali Images.

Leave a Comment