শুভ কোজাগরি লক্ষ্মী পূজা 2023 শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Kojagari Lakshmi Puja 2023 Bengali Status

Subho Kojagari Lakshmi Puja Bengali Status (শুভ কোজাগরি লক্ষ্মী পূজা শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Kojagari Lakshmi Puja Bengali Status & Shayari, Bengali Happy Kojagari Lakshmi Puja Shayari Status, The latest Bangla Happy Kojagari Lakshmi Puja Shayari, The most heart-touching Happy Kojagari Lakshmi Puja Status in the Bengali language. Happy Kojagari Lakshmi Puja Status Bangla Shayari with photos.

বাঙালি দের বিভিন্ন রকমের উৎসবের মধ্যে লক্ষ্মীপূজা হল একটি গুরুত্বপূর্ণ পূজা। কেননা মা লক্ষ্মী হলেন ধন-সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। বছরের বিভিন্ন সময়ে মা লক্ষ্মীর পূজা করা হয়, বিশেষ করে বৃহস্পতিবার লক্ষীবার হিসেবে পরিচিত।

তবে শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মী পূজা করা হয় সেটা বাঙালির কাছে খুবই বিশেষ ভাবে জনপ্রিয়। এই লক্ষী পূজা কোজাগরি লক্ষ্মী পূজা নামে পরিচিত। আর এই পূজা দুর্গা পূজার বিজয়া দশমীর চারদিন পরে করা হয়।

Subho Kojagari Lakshmi Puja Bengali Status - শুভ কোজাগরি লক্ষ্মী পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
Subho Kojagari Lakshmi Puja Bengali Status – শুভ কোজাগরি লক্ষ্মী পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

এই পূর্ণিমা তিথিতে বাংলার সকল ঘরে ঘরে বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পূজার এই শুভ দিনে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়।

কোজাগরী লক্ষ্মী পূজার ইতিহাস ও তাৎপর্য

লক্ষ্মী পূজা উপলক্ষে সকলকে অভিনন্দন জানাতে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কবিতা, ছন্দ, গান, এমনকি শুভ বার্তা পাঠিয়ে থাকেন। সেগুলির মধ্যে দিয়ে আপনি তাদের শুভ কামনা করেন, যেটা এই কোজাগরী লক্ষ্মী পূজাকে আরো বেশি আনন্দ মুখর করে তোলে।

কোজাগরি লক্ষ্মী পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোজাগরি লক্ষ্মী পূজার এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে:

“শুভ এই দিনে আপনার ও আপনার পরিবারের,
সকলের জন্য রইল লক্ষ্মী পূজার শুভেচ্ছা সহ,
অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

“মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি বজায় থাকুক।
তোমার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক,
মা লক্ষ্মীর আশীর্বাদে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

“এই লক্ষ্মী পূজাতে মায়ের আশীর্বাদ তোমার উপরে পড়ুক,
তোমার জীবন সুখ, শান্তি এবং স্বাচ্ছন্দে ভরে উঠুক।
তার পাশাপাশি সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে থাকুক।
শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

অভাব অনটন দূর হবে এই নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মী পূজা করলে

“এই কোজাগরি লক্ষীপূজা তোমার জীবনে,
সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক,
এই আশা নিয়েই তোমাকে শুভ লক্ষ্মী পূজার,
শুভেচ্ছা জানাই গ্রহণ করো কিন্তু।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

“শুভ লক্ষী পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,
সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে আপনার জীবন,
ভরে উঠুক এই কামনাই করি।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

বাড়িতে পুরোহিত ছাড়াই কোজাগরী লক্ষ্মী পূজা করুন এই পদ্ধতিতে

“কোজাগরী লক্ষ্মী পূজার এই আনন্দের মুহূর্তে,
আমার আন্তরিক শুভেচ্ছা রইল তোমার জন্য।
মা লক্ষ্মী যেন তোমার জীবনে,
তার আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

“পবিত্র এই কোজাগরী লক্ষ্মী পূজার অনুষ্ঠানে,
আপনার জীবন সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক।
মা লক্ষ্মী দু হাত ভরে যেন তোমাকে আশীর্বাদ করুক,
আর আপনার সংসার ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে, ধন-সম্পদে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

শুভ ধনতেরাস শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সকলকে জানাই আমার তরফ থেকে,
কোজাগরী লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক,
সকলেই থাকুক ভালো, সুস্থ হোক এই পৃথিবী।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“লক্ষ্মী পূজার এই শুভক্ষণে জানাই মাকে প্রণাম,
সারা বছর তোমার আশীর্বাদ রেখো আমাদের উপর।
সুখ এবং সমৃদ্ধি, সৌভাগ্যতে ভরে যাক সকলের জীবন।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজার প্রীতি ও শুভেচ্ছা”

শুভ কালী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে,
পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হোক সকলে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“লক্ষী পূজার এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে,
আনন্দে ভালোবাসায় আজকের এই সুন্দর দিনটি কাটাই।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“মা লক্ষ্মীর আশীর্বাদে,
তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো,
এমন কামনা করি মায়ের কাছে।
তোমাকে জানাই শুভ লক্ষী পূজার শুভেচ্ছা”

“কোজাগরী লক্ষ্মী পূজায় মায়ের আশীর্বাদে,
পৃথিবী থেকে দূরীভূত হোক সমস্ত দুঃখ -কষ্ট,
ব্যথা- বেদনা, পাপ -অন্যায়,
লক্ষ্মী পূজার পূণ্য পার্বণে সকলকে শুভেচ্ছা জানাই
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

কোজাগরী লক্ষ্মী পূজা: আর্থিক সমস্যা দূর করতে এই কাজগুলি করুন

“লক্ষী পূজার মতোই আনন্দময় হোক তোমার প্রতিটি দিন,
সুন্দর হোক তোমার আগামী জীবন,
পূর্ণ হোক মনের সমস্ত চাওয়া পাওয়া।
শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালবাসা।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“তোমার স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূর্ণ হোক, দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক, জীবনটা হোক ধন্য,
লক্ষ্মী পূজার শুভেচ্ছা পাঠালাম তোমার জন্য।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

কোজাগরী লক্ষ্মী পূজা: মনের মত ফল পেতে এই কাজগুলি ভুলেও করবেন না

“মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার জীবনে চীর সুখ,
শান্তি ও সমৃদ্ধি আসুক।
তার সাথে সাফল্যের সমস্ত দরজা খুলে যাক,
সফলতার রাস্তা প্রশস্ত হোক।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“দুঃখ গুলো ভুলে গিয়ে লক্ষ্মী পূজার আনন্দে,
মেতে উঠুক সবার মন ও প্রাণ।
সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন,
জানাই আমার তরফ থেকে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

কোজাগরী লক্ষ্মী পূজায় এই পদ্ধতি মানলে হবে মা লক্ষ্মীর প্রচুর কৃপা

“মাগো তুমি সমৃদ্ধির দেবী,
এই লক্ষী পূজাতে মা লক্ষ্মী তোমার জীবন ধন-সম্পদ,
সৌভাগ্য দিয়ে ভরিয়ে দিক।
শুভ লক্ষী পূজাতে শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের উপহার নিয়ে,
মা লক্ষ্মী এলেন সকলের ঘরে।
আজকের এই দিনে সকলের মঙ্গল কামনা করি,
শুভ লক্ষী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“বছর বছর মা যে আসেন সকলের ঘরে ঘরে,
প্রদীপ জ্বালিয়ে আর শঙ্খ বাজিয়ে কর মাকে বরণ,
বেঁধে রাখো মা লক্ষ্মীকে নিজের আপন ঘরে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“এসো মা লক্ষ্মী বসো ঘরে,
আমার এই ঘরে থাকো আলো করে,
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি,
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
পান সুপারি দিলাম তোমায় দুহাত ভরে,
জনম জনম থাকো আমার এই ঘরে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“পূর্ণিমার ওই চাঁদ যেন সৌভাগ্যের দান,
কোজাগরী লক্ষ্মী পূজায় ঢেলে দাও প্রাণ।
মাকে রাখো বেঁধে তুমি তোমার ওই ঘরে,
দুঃখ তোমার আছে যত যাবে চিরতরে।
অল্পেতে যে সন্তুষ্ট তিনি সুপারি ও পানে,
যতই তুমি নিঃস্ব হও ভক্তি রেখো মনে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“উপবাস থেকে তুমি করো অপেক্ষা,
কখন আসবেন মা পাবে তার দেখা।
মা যে বড়ই চঞ্চলা জানো না কি তুমি !
সারারাত জেগে লক্ষ্মীর পাঁচালী শুনি।
তিনি এসে দেখেন প্রতি ঘরে ঘরে,
কোন গৃহিণী জেগে আছেন মা লক্ষীর তরে।
সংসারের সুখ সমৃদ্ধি আনতে যদি চাও,
কোজাগরির লক্ষী পূজা রাত জেগে কাটাও।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“ফল, ফুল, মিষ্টিতে সাজাও তুমি নৈবেদ্য,
সংসারে আসবে সমৃদ্ধি হবে নাকো কেউ অবাধ্য।
মায়ের কাছে প্রার্থনা করে সবে,
স্বামী সন্তান সকলেই যেন থাকে দুধে-ভাতে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা।”

“পূর্ণিমার ওই চাঁদ উঠেছে আকাশ করে আলো,
সারারাত জাগবে তুমি প্রদীপে তেল ঢালো,
মনে রাখো ভক্তি আর শ্রদ্ধা করো সবে,
কি জানি কখন তিনি আসেন কখন আর কবে।
সৌভাগ্য দাও মা তুমি মোদের জীবনে,
প্রদীপ জ্বালিয়ে চেয়ে আছি তোমার পথ পানে।
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা”

“কোজাগরী লক্ষ্মী পূজা জোগাড় জান্তি করি,
শুভ এই উৎসবে এসো কিন্তু আমাদের বাড়ি,
নতুন শস্যে ভরে উঠুক সকলের বাড়ি,
মাকে বরণ করতে করো তাড়াতাড়ি।
শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি মুখরিত পাড়া,
সংসারে বয়ে যাক সবার সুখ, শান্তি ও সমৃদ্ধির ধারা।
শুভ লক্ষ্মী পূজা”

শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো
শুভ কোজাগরি লক্ষ্মী পূজা স্ট্যাটাস ফটো

লক্ষী পূজার এবং কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে আপনার সকল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব দের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে লক্ষী পূজার আনন্দ ও ভালোবাসা জানান। আসতে বলুন নিজের বাড়িতে একসাথে আনন্দ উপভোগ করার জন্য। আমার তরফ থেকে সকলকে জানাই…

সকল পাঠকগণদের জানাই “শুভ কোজাগরি লক্ষী পূজা”

শুভ কোজাগরি লক্ষী পূজা শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Kojagari Lakshmi Puja Quotes, Wishes And Messages In Bengali, শুভ কোজাগরি লক্ষী পূজা শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Kojagari Lakshmi Puja Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top