শুভ করবা চৌথ শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023 | Happy Karva Chauth Bengali Status 2023

Subho Karva Chauth Bengali Status (শুভ করবা চৌথ শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Karva Chauth Bengali Status & Shayari, Bengali Happy Karva Chauth Shayari Status, The latest Bangla Happy Karva Chauth Shayari, The most heart-touching Happy Karva Chauth Status in the Bengali language. Happy Karva Chauth Status Bangla Shayari with photos.

প্রতিটি উৎসব বাঙালির জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে, তেমনই একটি উৎসব হল করবা  চৌথ ব্রত। তবে এটি বাঙ্গালীদের থেকে অ-বাঙ্গালী যারা রয়েছেন তারা খুবই সুন্দর ভাবে পালন করে থাকেন।

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে বিবাহিত মহিলারা এবং বিবাহ ঠিক হয়ে গিয়েছে এমন মেয়েরাও তাদের সুখ, শান্তি এবং দীর্ঘ আয়ু কামনা, সুখের জন্য উপবাস পালন করে থাকেন।

করবা চৌথ এর উপবাস স্বামী-স্ত্রীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের প্রতীক। এই দিনে সকল মহিলারা উপবাস করেন এবং স্বামীর মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

অনেক প্রাচীন কাহিনী অনুসারে জানা যায় যে, দেবতাদের সময় থেকে করবা চৌথ ব্রত প্রথা চলে আসছে বর্তমান সময় পর্যন্ত। এটা বিশ্বাস করা হয় যে, একবার দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়, আর দেবতারা যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এমন অবস্থায় দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে রক্ষার জন্য প্রার্থনা করলেন।

ভগবান ব্রহ্মা বলেছিলেন যে, এই পরিস্থিতি এড়াতে সমস্ত দেবতার স্ত্রী দের উচিত হবে তাদের স্বামী দের জন্য উপবাস করা এবং তাদের বিজয়ের জন্য আন্তরিক ভাবে প্রার্থনা করা। এই উপবাসে ভগবান শিব, পার্বতী, কার্তিক, গণেশ এবং চাঁদের পূজা করার বিধান রয়েছে।

আর তাইতো মহিলারা সারাদিন উপবাস রাখার পর চালুনির মধ্যে দিয়ে চাঁদ কে দেখে তারপর স্বামীর মুখ দেখেন। সেই চালুনিতে থাকে প্রদীপ, সেই প্রদীপের আলোতেই স্বামীর মুখ দর্শন করতে হয়। তারপরে স্বামীর হাতে জল খেয়ে সেই উপবাস ভঙ্গ করতে হয়, এমনই নিয়ম রয়েছে করবা চৌথ ব্রত তে।

স্বামীর মঙ্গল কামনায় সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য মহিলারা এই ব্রত পালন করে থাকেন, খুবই নিষ্ঠার সাথে। তবে এই ব্রত শুধুমাত্র বিবাহিত মহিলাই নন তার সাথে সাথে যে সমস্ত মহিলাদের বিবাহ ঠিক হয়ে গিয়েছে তারাও কিন্তু তাদের হবু স্বামীর জন্য এই ব্রত পালন করতে পারবেন।

এই উৎসব অনুষ্ঠানে সকলেই সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। তো চলুন তাহলে নেওয়া যাক, এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি আপনার এবং আপনার পাড়া-প্রতিবেশীর করবা চৌথ ব্রতকে আরো বেশি রঙিন করে তুলবে:

করবা চৌথ ব্রত এর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

“আশা করি এই ব্রত পালনে তোমার জীবন সুখ,
শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে।
ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
শুভ করবা চৌথ”

 

 

“সকল বিপদ যাক কেটে,
দিন কাটুক আনন্দে,
সবার শুভ ও মঙ্গল হোক,
তোমাকে জানাই শুভ করবা চৌথ।”

 

 

“সিঁথির সিন্দুর হাতের শাখা থাকুক,
তোমার অটুট, সুখ, সমৃদ্ধি,
ধন সম্পদে সংসার তোমার ভরে উঠুক।
প্রতিবছর পাও তুমি এই দিন ফিরে ফিরে।
স্বামীর স্নেহ, ভালোবাসা থাকুক তোমায় ঘিরে।
শুভ করবা চৌথ”

 

 

“মনের জোরে রাখলে তুমি উপবাস সারা দিন,
স্বামীর কাছে থাকে প্রতিটি স্ত্রীর ঋণ।
পালন করো ব্রত, রাখতে ভালো তাকে,
মিষ্টি এই বন্ধন যেন সারা জীবন থাকে।
শুভ করবা চৌথ”

 

 

“চাঁদ উঠেছে ওই গগনে, চেয়ে থাকা তার পথ পানে।
হাজার কাজের ব্যস্ততাতে ভঙ্গ হবে ব্রত তারই হাতে।
সকল বিপদ সকল কষ্ট দূর হয়ে যাক,
সংসারে সুখ সমৃদ্ধি বাঁধা পড়ে থাক।
তোমাকে জানাই শুভ করবা চৌথ ব্রতর,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

 

 

“পবিত্র এই দিনে যত স্বপ্ন আছে,
তোমার সব পূর্ণ হোক,
কেটে যাক সমস্ত অন্ধকার জীবন,
হয়ে উঠুক স্বাচ্ছন্দময়।
নিজেকে করে তোলো আরো বেশি সুন্দর,
আরো বেশি সফল।
এগিয়ে যাও জীবনে অনেকখানি।
শুভ করবা চৌথ ব্রতর শুভকামনা ও ভালোবাসা।”

 

 

“শাড়ি, চুড়ি আর মেহেন্দিতে উঠুক সেজে দিন,
রামধনুর ওই সাতটি রং এ জীবন হোক তোমার রঙিন।
সংসারে আসুক সুখ সমৃদ্ধি ভালোবাসার জোয়ার,
সুখে জীবন ভরে উঠুক মঙ্গল হোক সবার।
শুভ করবা চৌথ এর শুভকামনা ও ভালোবাসা।”

 

 

“সংসার সুখের হয় রমনীর গুনে,
এই কথাটি সকলেই মানেন মনে প্রাণে,
যদি চাও শান্তি প্রার্থনা করো,
ঈশ্বরের কাছে হাত করো জড়ো।
আসুন করবা চোখের এই শুভ উপলক্ষ্যটি,
আনন্দ এবং হাসির সাথে উদযাপন করি।
দেবী পার্বতী আপনার এবং আপনার পরিবারের উপরে,
তার আশীর্বাদ সর্বদাই বর্ষণ করুন।
শুভ করবা চৌথ”

 

 

“আপনার বিবাহ বন্ধন অটুট থাক,
এখানে আপনাকে ভালোবাসা এবং,
একত্রিত জীবন কামনা করি আজ এবং আগামীতে।
শুভ করবা চৌথ।”

 

 

“একটি দুর্দান্ত সুন্দর বিবাহ এবং,
একটি অসাধারণ বিবাহের মধ্যে পার্থক্য হল,
আজীবন বন্ধুত্ব এবং কখনো শেষ না হওয়া প্রেম
আপনাকে এই শুভ দিনে জানাই,
শুভ করবা চৌথ এর শুভকামনা ও শুভেচ্ছা।”

 

 

“সুখী দাম্পত্য জীবনের রহস্য হলো,
সঠিক ব্যক্তি সত্তাকে খুঁজে বের করা।
আপনি হয়তো জানেন যে,
আপনি যদি তার সাথে সর্বদা থাকতে,
ভালোবাসেন তবে তিনি সঠিক ভাবে,
আপনার সঙ্গ দিতে পারবে।
আপনার সুখী দাম্পত্য জীবনের কামনা করে,
করবা চৌথ এর শুভকামনা ও শুভেচ্ছা পাঠালাম।”

 

 

“করবা চৌথ এর এই শুভদিনে,
আপনার প্রিয়জনদের সাথে আপনার,
মনের মিল, সুখ, শান্তি পূর্ণ থাক।
এই কামনাই করি।
শুভ করবা চৌথ এর শুভেচ্ছা ও শুভকামনা”

 

 

“আপনি যেমন চাঁদ দেখে,
ঈশ্বরের কাছে আপনার স্বামীর দীর্ঘায়ু কামনা করেন,
তার সাথে সাথে আপনার সংসারে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়।
প্রার্থনা করি আপনার মনে যা কিছু চাওয়া পাওয়া আছে,
সবকিছুই পূর্ণ হোক।
শুভ করবা চৌথ”

 

 

“করবা চৌথ ব্রত একজন মহিলার ভালোবাসা,
এবং ত্যাগের সঙ্গে সম্পর্কিত ভালোবাসা,
এবং আনন্দের সাথে উদযাপন করা গেলে,
সংসারের সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা অটুট থাকে।
শুভ করবা চৌথ”

 

 

এই শুভদিনে আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের এই শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস গুলি পাঠিয়ে শুভ করবা চৌথ এর শুভকামনা জানাতে পারেন। আর সকলের সাথে উদযাপন করুন এই ভালোবাসা এবং খুশির উৎসবটি। সকলেই খুবই ভালো থাকবেন। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ করবা চৌথ।

“আমার তরফ থেকে রইল সকলের জন্য করবা চৌথের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে থাকলো অনেক অনেক ভালোবাসা”

শুভ করবা চৌথ শুভেচ্ছা বার্তা, কবিতাএস এম এস (sms), Happy Karva Chauth Quotes, Wishes And Messages In Bengali, শুভ করবা চৌথ শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Karva Chauth Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top