GP Birla Scholarship 2023: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট ডাউনলোড

 

GP Birla Scholarship: GP Birla Foundation সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা লাভে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে। GP Birla Foundation পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য GP Birla Scholarship নামে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।

GP Birla Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট ডাউনলোড
GP Birla Scholarship: আবেদন পদ্ধতি ও নতুন লিস্ট ডাউনলোড

ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক শ্রেনীতে পাস করার পর এই GP Birla Scholarship এর জন্য আবেদন করতে পারে, যাতে করে দরিদ্র হলেও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার পর সুগম হয়। ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী, নার্সিং, চার্টার্ড একাউন্টেন, আইন, স্থাপত্যকলা, গ্র্যাজুয়েশান বা মাস্টার্স কোর্সে অধ্যয়নরত জন্য এই Scholarship দেয়া হয়।

GP Birla Scholarship দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের তাদের লেখাপড়াকালীন সময় আর্থিক সহায়তা দিয়ে থাকে। এই স্কলারশীপ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করার পর দেয়া হয়ে থাকে। আবেদনের জন্য যোগ্য ছাত্রছাত্রীরা অফলাইনে তাদের স্কলারশীপের জন্য আবেদন করতে পারে। এটি একটি বেসরকারী সংস্থার অনুদান। এই GP Birla Scholarship গ্রহনকারী ছাত্রছাত্রী অন্য সরকারী বৃত্তির জন্যও আবেদন করতে পারে।

GP Birla Scholarship-এর জরুরি তথ্য

বিষয় বিবরণ
স্কলারশীপের নামঃ GP Birla Scholarship
পরিচালনায়ঃ GP Birla Foundation
প্রযোজ্যঃ উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী
স্কলারশীপের সংখ্যা ১০০
শতকরা নাম্বার দরকার হয় ৮০% (রাজ্যের বোর্ড)
৮৫% (কেন্দ্রের বোর্ড)
আবেদন শুরু জুলাই
আবেদনের শেষ তারিখঃ সেপ্টেম্বর
স্কলারশীপের পরিমান ৫০,০০০ টাকা
আবেদনের মাধ্যম অফলাইন
ওয়েবসাইট gpbirlaedufoundation.com

 

GP Birla Scholarship এর যোগ্যতাঃ

GP Birla Scholarship এর আবেদনকারীকে নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে।

১) আবেদনকারীকে WBCHSE কাউন্সিল হতে উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে।

২) আবেদনকারীকে উচ্চ মাধ্যমিকে শতকরা কমপক্ষে ৮০% নাম্বার পেয়ে পাস করতে হবে।

৩) আবেদনকারী যদি সেন্ট্রাল বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে থাকে তাহলে GP Birla Scholarship এ আবেদন করতে শতকরা কমপক্ষে ৮৫% নাম্বার পেতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হতে পারবে না।

৫) আবেদনকারী WBCHSE কাউন্সিল হতে উচ্চ মাধ্যমিকে শতকরা ৯৫% নাম্বার অথবা সেন্ট্রাল বোর্ড হতে উচ্চ মাধামিকে শতকরা ৯৭% নাম্বার পেয়ে থাকে, তবে GP Birla Foundation বিশেষ বিবেচনায় আবেদনকারীর আর্থিক আয়ের শর্ত শিথিল হতে পারে।

৬) এই GP Birla Scholarship এর জন্য ভারতের স্বীকৃত শিক্ষাবোর্ড হতে বিজ্ঞান, বানিজ্য, মানবিক, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, স্থাপত্যবিদ্যা, আইন বা অন্যান্য পেশাগত শিক্ষা যেমন চাটার্ড একাউন্টেন্ট কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।

৭) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

GP Birla Scholarship এ আবেদনের প্রক্রিয়া সমুহঃ

GP Birla Scholarship এর আবেদনের জন্য অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যায়।

অফলাইনে আবেদনের প্রক্রিয়াঃ

আবেদনকারী GP Birla Foundation এর সাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরন করে ১৫ই সেপ্টেম্বরের পূর্বে নিম্নলিখিত GP Birla Foundation এর ঠিকানায় পাঠাতে পারে।
GP Birla Educational Foundation, 
78, Syed Amir Ali Avenue, Kolkata – 700019
স্কলারশীপ পাবার যোগ্যতা সম্পন্ন আবেদনকারীগন ১৫ই সেপ্টেম্বরের আগে সকল কাগজপত্রসহ এই ঠিকানায় পাঠাতে হবে।

অনলাইনে আবেদনের প্রক্রিয়াঃ

GP Birla Foundation তাদের GP Birla Scholarship এর আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইনে আবেদনপত্র গ্রহনের ব্যবস্থা করেছে। স্কলারশীপের যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীরা অনলাইনে GP Birla Foundation এর ওয়েবসাইটে এই আবেদন করতে পারে। আবেদন শুরু করার আগে অবশ্যই দরকারী সকল কাগজপত্র স্ক্যান করে নিতে হবে। যাতে করে সহজেই নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা যায়।

অনলাইন Scholarship আবেদনের ধাপগুলিঃ

ধাপ ১) GP Birla Scholarship এর অনলাইন আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২) অনলাইন আবেদন সিলেক্ট করুন এবং এপ্লিকেশন বাটনে ক্লিক করুন।

ধাপ ৩) অনলাইনে আপনার দরকারী সব তথ্য দিন।

ধাপ ৪) দরকারী সকল কাগজপত্র আপলোড করুন।

ধাপ ৫) আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পর আপনি একটি এপ্লিকেশন নাম্বার পাবেন। পরবর্তীতে ব্যবহারের জন্য আপনার এপ্লিকেশন নাম্বার সংরক্ষন করুন।

ধাপ ৬) আবেদনকারী পরবর্তীতে কোন তথ্য পরিবর্তন করতে চাইলে ওয়েবসাইটে গিয়ে তার পূর্বের দেয়া তথ্য পরিবর্তন করতে পারবেন। আবেদনের শেষদিন পর্যন্ত আপনি আপনার তথ্য হালনাগাদ করতে পারবেন।

ধাপ ৭) আবেদনকারী অনলাইনে আবেদন করতে আর অফলাইনে আবেদন করার প্রয়োজন নাই।

এর জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে?

আবেদনকারী নিজের বিভিন্ন তথ্য দিয়ে GP Birla Scholarship এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে।
১) আবেদনকারীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাক্ষরিত আবেদনপত্র।
২) আবেদনকারী ইতিমধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমান স্বরুপ কাগজপত্র।
৩) উচ্চ মাধ্যমিক পাশের সনদপত্র ও মার্কশীট।
৪) পরিবারের আয়ের প্রমাণপত্র।


GP Birla Scholarship এর অর্থের পরিমানঃ

GP Birla Scholarship এ সর্বমোট ১০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশীপ দেয়া হয়।
প্রতি ছাত্রছাত্রীকে পড়াশুনার খরচ ও হোস্টেল ফি বাবত বার্ষিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও ছাত্রছাত্রী বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা পেয়ে থাকে।

GP Birla Scholarship চয়নের প্রক্রিয়াঃ

আসুন দেখে নিই কিভাবে GP Birla Scholarship এর বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
১) ছাত্রছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও পারিবারিক আর্থিক অবস্থার তথ্য জানিয়ে আবেদন করে।

২) আবেদনপত্র হতে GP Birla Scholarship এর কর্মকর্তাগন বাছাই করে থাকে।

৩) বাছাইকৃত আবেদনকারীকে কলকাতায় ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।

৪) ইন্টারভিউ সম্পন্ন হয়।

৫) ইন্টারভিউয়ের সময় আবেদনকারীকে তার দেয়া তথ্য অনুযায়ী সকল মূল কাগজপত্র দেখাতে হবে।

৬) নির্বাচিত ছাত্রছাত্রীদের মাঝে স্কলারশীপের টাকা প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ

ইমেইলঃ office@gpbirlaedufoundation.com

ফোন নাম্বারঃ 8479915170

আজ আমরা GP Birla Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। এই স্কলারশীপের ফলে সমাজের পিছিয়ে পড়া অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায়।

পরবরতীতে আপনাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো। আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top