🙋‍♀️ 83+প্রিয় বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা 2023 স্ট্যাটাস ও ছবি🎈

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাসকবিতা | Girl Friend Birthday Bengali Status 2023 – Birthday Bengali Status & Shayari | বান্ধবীর শুভ জন্মদিনের মেসেজ ও কবিতা | বাংলা বান্ধবীর শুভ জন্মদিনের স্ট্যাটাস – বান্ধবীর শুভ জন্মদিনের স্ট্যাটাস

Girl Friend Birthday Bengali Status 2023 (বান্ধবীর শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023): ছোটবেলা থেকে স্কুল জীবন, কলেজ জীবন, এমনকি সারা জীবন বন্ধুত্ব থাকার মতো এমন অনেক বন্ধু বান্ধবী আমাদের জীবনে আসে, তারা আমাদের জীবনে এমনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে, যা কখনোই ভোলার নয়।

স্কুল-কলেজ সব পার করে এলেও তবুও তাদের সাথে যোগাযোগটা খুবই সুন্দর ভাবে থাকে। কেননা তাদের ছাড়া জীবনটা যে একেবারেই অসম্পূর্ণ, আর সেই প্রাণের বন্ধু বান্ধবীর জন্মদিনে তাকে উইশ না করে কি থাকা যায়, বলুন তো !

ছোট্ট কোন উপহার, ফুল এমনকি তার পছন্দের কোন প্রয়োজনীয় জিনিসপত্র আর তার সাথে ছোট্ট এই শুভেচ্ছা বার্তা তার জন্মদিনের এই বিশেষ দিনটাকে আরো বেশি সুমধুর করে তুলবে। তার মুখের আরো বেশি চওড়া হাসিটা যদি আপনার জন্য হয়, তাহলে আপনার কতটা খুশি হবে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন।

বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা 2023:

তো আজকে বান্ধবীর জন্মদিনে এমন কিছু শুভেচ্ছা  পাঠিয়ে তাদেরকে চমকে দেওয়ার মত এমন কিছু শুভেচ্ছা বার্তা সম্পর্কে জানা যাক:

যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
হোম লোনপার্সোনাল লোনবাইক লোনকার লোনবিজনেস লোনশিক্ষা লোন

আমাদের ভালোবাসা আজীবন থাকবে,
তোর মত বান্ধবী পেয়ে আমি সত্যিই ধন্য।
মনের যত অবুঝ কথা তোকে জানিয়ে,
তার সমাধান খুঁজেছি,
আজ তোর এই শুভ জন্মদিনে পাঠালাম,
একরাশ শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
শুভ জন্মদিন

 

তুই যে ছিলি জীবন জুড়ে দুঃখ সুখের সাথী,
তোর জীবনের সমস্ত চাওয়া পাওয়া,
পূর্ণতা পাক সফলতা আসুক প্রতিটি কাজে,
তোর জীবন হয়ে উঠুক আরো বেশি আনন্দময়,
শুভ জন্মদিন

 

ঈশ্বরের কাছে কামনা করি,
তোর আগামী দিনগুলো হয়ে উঠুক,
আরো বেশি সহজ আর স্বাচ্ছন্দ্যময়,
যত বাধা বিপদ রয়েছে,
সব কেটে গিয়ে আসুক সুখের বন্যা।
শুভ জন্মদিন

 

কোন রাজার সিংহাসন থেকে নয়,
হিমালয়ের পাদদেশ থেকেও নয়,
সাত সমুদ্র তেরো নদীর পার থেকেও নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে তোকে জানাই,
শুভ জন্মদিনের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

আমাদের বন্ধুত্ব আজীবন থাক,
চলার পথে বাধা বিপদ পেলে,
দুজন দুজনার ঢাল হয়ে দাঁড়াবো,
তোর সুখের জন্য,
আমাকে যদি কোন ত্যাগ করতে হয়,
সেটাও করতে রাজি আছি,
শুভ জন্মদিন

 

সাফল্য আর ভালোবাসায় ভরা,
থাকুক তোর জীবন,
আশীর্বাদ ও আন্তরিকতায় ভরে উঠুক,
আজকের এই শুভ দিনটি,
শুভ জন্মদিন বান্ধবী

 

ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই,
তোর মতো বান্ধবী পেয়েছি বলেই,
আর এই দিনটিতে তোকে এই পৃথিবীতে,
পাঠিয়েছে আমার বান্ধবী হিসাবে,
তোর মত ভালো বান্ধবী আমি খুবই কম পেয়েছি,
তোর এই জন্মদিনে তোকে জানাই ,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

 

জন্মদিনের শুভেচ্ছা,
প্রীতি ও ভালোবাসা পৌঁছাবে,
তোর কাছে আমার শুধু এই আশা।
শুভ জন্মদিন

 

কথায় আছে হীরে খুবই দামি,
তবে তুই আমার জীবনে হীরের থেকেও মূল্যবান,
তোর মত বান্ধবী পেয়ে আমার জীবন সত্যিই ধন্য।
তোর এই শুভ জন্মদিনে তোর পছন্দের,
উপহারের সাথে পাঠালাম,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
শুভ জন্মদিন

 

জীবনের গাড়ি এগিয়ে চলুক এই ভাবেই,
সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য আমার সহযোগিতার,
প্রয়োজন পড়লে দ্বিধাবোধ করিস না কিন্তু,
মনের সব আকাঙ্ক্ষা পূর্ণ হোক তোর,
ভালোবাসার সাথে জড়িয়ে রয়েছি আমি,
শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল বান্ধবী,
শুভ জন্মদিন

 

শুভ জন্মদিনের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা,
বেঁচে থাক আরও হাজার বছর,
কেননা তোর মত বান্ধবীর সাথ,
আমি সারা জীবন পেতে চাই।
শুভ জন্মদিন

 

প্রতিটি জন্মদিন একটি,
নতুন শুরুর ইঙ্গিত দেয়,
ঈশ্বরের কাছে কামনা করি তোর জন্মদিন,
যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে,
আগামী দিনে চলার পথে,
নতুন সূচনা টা তোর ভালই হোক,
শুভ জন্মদিন

 

সুন্দর ও শুভ হোক তোর আগামীর পথ চলা,
আমার তরফ থেকে রইল জন্মদিনের,
শুভেচ্ছা ও শুভকামনা,
হ্যাপি বার্থডে

 

মুছে দাও পুরনো বেদনা,
খুলে দাও মনের জানালা,
ভুলে যাও ব্যথার দিনগুলি,
মুছে ফেলো চোখের জল,
ঝরে যাক দুঃখ দুর্দশা,
মনে জাগাও নতুন আশা।
শুভ জন্মদিন বান্ধবী

 

কি আনন্দ আরও একটা বছর,
তোমার জীবনে বেড়ে গেল,
হাসতে খেলতে একটা বছর পার করে দিলে তুমি,
এগিয়ে যাও আগামীতে সম্মানের সাথে আনন্দের সাথে,
আরও অনেক দূরে পৌঁছাও,
ইচ্ছে তোমার পূর্ণ হোক, শুভ জন্মদিন।

 

চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা গাইছে গান ফিরেছে মুগ্ধতা,
প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে আজ রঙিন,
আজ আমার বান্ধবীর শুভ জন্মদিন।
হ্যাপি বার্থডে

 

তোমার জীবনের এই নতুন বছর যেন,
হাসিতে খুশিতে ভরে থাকে,
আজকের এই বিশেষ দিনটি মজা করো,
আর আনন্দ করো প্রিয়জনদের সাথে,
বড়দের আশীর্বাদ নাও আর ছোটদের,
ভালোবাসা নিয়ে এগিয়ে চলো,
শুভ জন্মদিন বান্ধবী

 

আজকের এই শুভদিনে মায়ের কোল,
আলো করে তুমি এসেছিলে এই ভুবনে,
এমন করেই পৃথিবীতে নাম করো,
তুমি তোমার সফলতা দিয়ে,
শুভ জন্মদিন বান্ধবী

 

শুভ জন্মদিনের শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসা,
পৌছাবে তোমার কাছে,
এই আমার মনের আশা,
এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো,
তবে এই হাসিটার জন্যও আমি ধন্য,
শুভ জন্মদিন

 

চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্ণা,
নদীর জন্য মোহনা আর তোমার জন্য রইল,
শুভ জন্মদিনের অনেক অনেক শুভকামনা।
Happy Birthday Friend

 

আরো একটি বছর করলে তুমি পার,
সুস্থ থাকো ভালো থাকো,
এই কামনা করি বারবার,
শুভ জন্মদিন

 

আজকের এই শুভ দিনটির জন্য,
একটা বছর ধরে অপেক্ষা করছি,
কারণ এই বিশেষ দিনে সৃষ্টিকর্তা তোমাকে,
পৃথিবীতে বিশেষ ভাবে পাঠিয়েছে আমার জন্য,
শুভ জন্মদিন

 

ফুলে ফুলে ভরে যাক তোমার এই ভুবন,
রামধনুর মতো সাত রঙে রঙিন,
হয়ে উঠুক তোমার জীবন,
দুঃখ কষ্ট যত আছে সবগুলোকে হারিয়ে,
ভেসে যাও তুমি অজানা এক সুখের দেশে,
তোমার জীবন যেন ভরে ওঠে আনন্দ আর উচ্ছ্বাসে,
শুভ জন্মদিন

 

বান্ধবীর জন্মদিনে নিমন্ত্রিত হন বা না হন, তাকে তার এই বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা পাঠাতে দোষ কোথায় ! ঈশ্বরের কাছে কারো মঙ্গল কামনা করলে তা কখনোই খারাপ নয়, আর আপনার এই সুন্দর একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা আপনার বান্ধবীর এই শুভ জন্মদিন টাকে আরও বেশি সুন্দর করে তুলবে। বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত বন্ধুত্ব।

বান্ধবীর শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Girl Friend Birthday Quotes, Wishes And Messages In Bengali, বান্ধবীর শুভ জন্মদিনের শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Girl Friend’s Birthday Bengali Images.

Leave a Comment