Ganesh Chaturthi Wishes in Bengali 2023: গণেশ চতুর্থীর শুভেচ্ছা 2023

গণেশ চতুর্থীর শুভেচ্ছাঃ Subho Ganesh Chaturthi Bengali হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আরো অন্যান্য পূজার পাশাপাশি গণেশ পূজা খুবই গুরুত্বপূর্ণ পূজা হিসেবে পরিচিত। তাছাড়া গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। গণেশ পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই দিনটি উপলক্ষে গণেশের প্রতিমা গড়ে পূজা করা হয়। পুজোর আনন্দে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন একে অপরের সাথে একেবারে সুন্দর ভাবে মিশে যান। ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করতে এই পৃথিবীতে অবতীর্ণ হন সিদ্ধিদাতা।

প্রিয়জনদের কাছে প্রেরণ করার জন্য কিছু শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন এই গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে। এখানে আপনাদের জন্য এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস দেওয়া হলো, যেগুলি আপনার অনেকখানি সহযোগিতা করবে, আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সমস্ত প্রিয়জনদের এই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু শুভেচ্ছা বার্তা:

“উৎসবের এই সন্ধিক্ষণে আপনার,
দুঃখ-কষ্ট চিন্তা দূর করতে,
আপনার জীবনের সুখ আনন্দ আনতে,
মর্ত্যে আসছেন ভগবান গণেশ,
যিনি সব সময় আপনার পাশে আছেন।
শুভ গনেশ চতুর্থী

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“তিনি হলেন জ্ঞানদাতা আমরা সকলেই জানি।
আপনাকে জ্ঞানের আলোয় ভরিয়ে দিতে,
আপনার পরামর্শদাতা হতে,
আপনার পথ প্রদর্শক আর রক্ষক হতে,
আসছেন তিনি এই মর্ত্যে।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“গণেশ চতুর্থীর এই মিষ্টি মধুর লগ্নে,
সবাইকে সুন্দর ও বর্ণময়,
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই।
শুভ গণেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“গণেশ চতুর্থীর এই উৎসব আপনার জীবনকে,
অনেকখানি আনন্দিত করে তুলুক,
আর হাসিতে ভরিয়ে তুলুক,
আপনার সমস্ত ব্যথা বেদনা কে।
শুভ গণেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“আমার তরফ থেকে,
সবাইকে জানাই গণেশ চতুর্থীর,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা।
শুভ গণেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“গণেশ চতুর্থীর এই সুন্দর উৎসবের,
বর্ণময় তিথি যার রং গুলি আপনার জীবনের,
প্রতিটি মুহূর্তকে রঙিন করে তুলুক,
উজ্জ্বল করে তুলুক।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“সিদ্ধিদাতা গণেশ তিনি সিদ্ধ জ্ঞানে ভরপুর,
যার আশীর্বাদে আপনার জীবনের দুঃখ হবে চুর চুর,
সমস্ত দুঃখ ভূলে মেতে উঠবে তুমি,
তার সাথে হবে তুমি এই পুজোর প্রার্থী,
শান্তি আর ভালোবাসার মধ্যে দিয়ে জানাই
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা সরিয়ে,
সিদ্ধিদাতা গণেশ আপনার জীবনকে করে তুলুক,
আরো বেশি প্রসিদ্ধ।
জীবনে হোক শুভ আরম্ভ,
যে শুরুটা তোমার জীবনকে অনেক খানি,
পরিবর্তিত করে দেবে।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে,
সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে আনন্দে,
ভালোবাসার আজকের এই দিনটি কাটাই।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“এই শুভ উৎসবে আনন্দময় হোক,
তোমার প্রতিটি দিন,
সুন্দর হোক তোমার জীবন।
পূরণ হোক মনের সমস্ত চাওয়া পাওয়া,
পূরণ হোক তোমার সমস্ত বড় স্বপ্ন।
শুভ গনেশ চতুর্থী”

 

 

“আপনার যত স্বপ্ন আছে সবগুলোই সত্যি হোক,
মনের যত আশা আছে সবগুলোই পূরণ হোক,
দুঃখগুলো যা আছে সবগুলোই দূরে যাক,
সব রকম সুখ দিয়ে জীবন আপনার ভরে যাক।
জীবনে আসুক সকল শান্তি ধন্য হও তুমি,
গণেশ চতুর্থীর শুভেচ্ছা নিও, পাঠালাম যে আমি।
শুভ গনেশ চতুর্থী”

 

 

“গণপতি বাপ্পার আশীর্বাদে পূর্ণ হোক সকল আশা,
শান্তি আসুক ঘরেতে, বৃদ্ধি পাক ভালবাসা।
সুখ সমৃদ্ধি উপচে পড়ুক নজর যেন কারো না লাগে,
সেই কারণে গণপতির পূজা কিন্তু করতে হবে সবার আগে।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“আমার তরফ থেকে আপনার ও আপনার পরিবারের,
সকলের জন্য রইল গণেশ চতুর্থীর শুভেচ্ছা,
অভিনন্দন ও ভালোবাসা, গ্রহণ কোরো কিন্তু,
শুভ গণেশ চতুর্থী।”

 

 

“গণেশ চতুর্থীর এই শুভ মুহূর্তে,
সকলকে জানাই রাশি রাশি ভালোবাসা,
শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ গণেশ চতুর্থী।”

 

 

“ঈশ্বরের কাছে কামনা করি,
সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার জীবন,
ভরে উঠুক সুখ-সমৃদ্ধিতে।
শুভ গণেশ চতুর্থী”

 

 

“সিদ্ধিদাতা গণেশ হলেন এমনই দয়ালু,
ভক্তদের মাথায় থাকে তার হাতের তালু,
সর্বদা সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন,
যদি তার উপাসনায় সঁপে দাও প্রাণ মন।
এমনই এক শুভ মুহূর্তে,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ গনেশ চতুর্থী”

Ganesh Chaturthi Wishes in Bengali

 

“এই গণেশ চতুর্থী আপনার জীবনে,
সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক।
এই আশা নিয়েই আপনাকে,
শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই,
সুন্দরভাবে কাটুক এই উৎসবের দিন।
শুভ গনেশ চতুর্থী”

 

 

“ভক্তি গণেশ, শক্তি গনেশ, সিদ্ধি গণেশ, লক্ষ্মী গণেশ,
প্রার্থনা করি এই গণেশ চতুর্থীর শুভক্ষণে তুমি শক্তি,
সিদ্ধি, সমৃদ্ধি লাভ করো,
যা আপনার জীবনকে আরো বেশি,
সুন্দর ও মধুময় করে তুলবে।
শুভ গণেশ চতুর্থী”

 

 

“খুশির আলোয় সেজে উঠুক সমগ্র এই বিশ্ব,
গণেশ চতুর্থীর দিনটি উদযাপন করো কখনো হবে না নিঃস্ব।
তার আশীর্বাদ সবসময় থাকবে তোমার মাথার পরে,
মনে প্রানে পূজা করো সিদ্ধিদাতাকে, সব দুঃখ যাবে সরে।
শুভ গনেশ চতুর্থী”

 

 

“হে দেব গজানন বিঘ্ন বিনাশণ,
নমো প্রভু মহাকায় মহেশ নন্দন,
গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে সকলকে,
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
শুভ গনেশ চতুর্থী”

 

 

“গণপতি বাপ্পা আপনার,
সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন,
সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে,
তুলুক আপনার পরিবার।
শুভ গণেশ চতুর্থী”

 

 

“ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি বাপ্পা,
সকলকে জ্ঞান সমৃদ্ধি ও সৌভাগ্যের,
আশীর্বাদ প্রদান করুক, এই কামনাই করি,
গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন,
শুভ গণেশ চতুর্থী”

 

 

“গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া”
আপনার জীবনের সকল অভাব দুঃখ দূর করে দিন,
তিনি সমস্ত সংকট মোচন করুন তিনি,
শান্তি বিরাজ করুক আপনার সংসারে সর্বদাই।
শুভ গনেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

 

 

সমস্ত শুভ কাজের শুরুটা কিন্তু শ্রী গনেশের নাম নিয়েই করা হয়।সেক্ষেত্রে সফলতা পাওয়া যায় বহু গুণে। গণেশ চতুর্থী উপলক্ষে প্রিয়জনকে পাঠানো শুভেচ্ছা বার্তা আপনার দিনটিকে আরো বেশি সুন্দর ও সুখময় করে তুলবে, আর আপনার জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি।

শুভ গনেশ চতুর্থী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top