Bangla Bhumi Forums – বাংলা ভূমি ফোরাম

সকল বাংলাভাষী মানুষদের স্বাগত জানাই আপনাদের নিজস্য বাংলা ভূমি পরিবারে। আমরা আপনাদের জন্য শুরু করেছি এই “বাংলা ভূমি ফোরাম”। এখানে আমরা আপনারা সকলে মিলে একে অপরের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কেবল সমস্য নয় যে কোন বিষয়ে সকলে মিলে আলোচনা করব।

এর জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশান করে নিতে হবে তারপর লগইন করে নিন। ব্যাস এবার আপনি নিজের প্রশ্ন লিখতে পারবে অথবা অনান্য প্রশ্নের উত্তর দিতে পারবেন। মনে রাখবেন আমাদের পরিবারে ছোট থেকে নিয়ে বড়, মহিলা ও বয়স্ক মানুষেরা যুক্ত আছে তাই এই ফোরাম-কে পরিষ্কার রাখার দায়িত্ব আপানার। তাহলে শুরু করুন আলোচনা…

নীচে আলোচনার বিষয় দেখুনঃ

বিশেষ সূচনাঃ আলোচনার ক্ষেত্রে ভুল তথ্য, অভদ্র, অশ্লীল, উস্কানিমূলক, কটূক্তি, গুজব, কারো ধর্মকে আঘাত করে এমন লেখা, সন্ত্রাসবাদ মুলক, যৌন মূলক ইত্যাদি ধরণের পশ্ন এবং আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের আলোচনা কোনমতেই গ্রহণযোগ্য হবে না তাই সর্বদা এধরনের আলোচনা থেকে বিরত থাকবেন। এই ধরনের তথ্য দেওয়া হলে উক্ত ইউসার-কে তাৎক্ষনিক ফোরাম থেকে বের করে দেওয়া হবে।