2023 পবিত্র ঈদ-ই-মিলাদ-উন-নবী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

ইসলাম ধর্মাবলম্বী দের কাছে বছরে খুবই কম উৎসব অনুষ্ঠান থাকলেও তার মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ দিন, তিথি উপলক্ষ্য থাকে, যেগুলি উদযাপন করা হয় রোজা, নামাজ, দান, যাকাত, সদকার মধ্যে দিয়ে।

ঈদ ই মিলাদুন্নবী হল শেষ নবীর জন্মদিন হিসাবে মুসলমান দের দ্বারা খুবই সুন্দরভাবে পালন করা একটি উৎসব। এই উৎসব ইসলামিক নববর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল এর ১২ তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়, সুফি সম্প্রদায় ভুক্ত ব্যক্তিরা এই উৎসব উদযাপন করে থাকেন।

সকল মুসলমানরা এই দিনকে ঈদ ই মিলাদুন্নবী বলে অভিহিত করেন। তবে তার মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই দিনটি বিশ্ব নবী দিবস আর ফাতেহা দোয়াজ দহন১২ রবিউল আউয়াল নামেও পরিচিত এই দিনটি।

পবিত্র ঈদ-ই-মিলাদ-উন-নবী শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
2023 পবিত্র ঈদ-ই-মিলাদ-উন-নবী শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস

এই দিনে বিশ্বনবী, সকলের প্রাণের নবীকে স্মরণ করে সকল মুসলমানগন দের মধ্যে শুভেচ্ছা বার্তা আদান-প্রদানের মধ্যে দিয়ে এই নবী দিবস খুবই সুন্দর ভাবে পালন করা হয়।

কোথাও বা মিলাদ, জলসা এবং সভার আয়োজন করা হয় সেখানে দূর দূরান্তর থেকে অগণিত মানুষের সমাগম চোখে পড়ার মতো। নবী দিবসের দিনে পালন করা হয় বা এই দিনের কাছাকাছি কোন একটি দিনে পালিত হয় বিশ্ব নবী দিবস। এমন দিনে সকলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলুন আপনিও।

ঈদে মিলাদুন্নবী নিয়ে স্ট্যাটাস ও উক্তি 2023:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, নবী দিবস অথবা ঈদ ই মিলাদুন্নবীর কিছু শুভেচ্ছা বার্তা সম্পর্কে:

সকলকে জানাই আমার পক্ষ থেকে,
ঈদ-ই মিলাদুন্নবীর শুভেচ্ছা ও শুভকামনা

বিশ্ব নবী দিবস উপলক্ষে,
সকলকে জানাই শুভেচ্ছা,
ভালোবাসা ও অভিনন্দন

শুভ ঈদ-উল-ফিতর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

আপনাকে এবং আপনার পরিবারের,
সকল সদস্যকে বিশ্ব নবী দিবসের,
শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার তরফ থেকে
ঈদ ঈদ মিলাদুন্নবী মোবারক

আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করি যে,
তিনি যেন এই পবিত্র দিনে,
আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবেন,
ঈদ ই মিলাদুন্নবী মোবারক সকলকে।

শুভ ঈদ-উল-আজহা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

সূর্য রশ্মির মতো ভালোবাসা ছড়িয়ে দিক,
আল্লাহ তা’আলা, মনের প্রতিটি,
কোন ভরে উঠুক ভালবাসায় ও ভক্তিতে,
স্নেহের পরশ লাগুক সবার মনে,
খুশিতে ভরে উঠুক আপনার মন,
এই প্রার্থনা করি মন থেকে,
ঈদ এ মিলাদুন্নবী মোবারক সকলকে

আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করুন,
তিনি যেন এই পবিত্র দিনে,
আপনার সমস্ত স্বপ্ন পূরণ করেন,
সমস্ত বাধা বিপদ কাটিয়ে উঠে জীবনে,
সফলতার শিখরে পৌঁছে যেতে পারেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী মোবারক

আল্লাহর আশীর্বাদে পৃথিবী ভরে উঠুক আনন্দ,
খুশি ও স্বতঃস্ফূর্ততায়, বিশ্ব নবী দিবসের,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

আপনি আপনার ত্যাগ স্বীকার করতে সচেষ্ট হন,
আল্লাহ তা’আলা আপনার উপর,
ভালোবাসা ছড়িয়ে দেবেন,
এই প্রার্থনা করে দোয়া চাই দুহাত তুলে,
আপনার স্বপ্ন পূরণ হোক,
ঈদ এ মিলাদুন্নবীর এই শুভক্ষণে

বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর,
জীবনাদর্শে আলোকিত হোক,
আমাদের সকলের এই সুন্দর জীবন।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা

বিশ্ব নবী দিবসের শুভেচ্ছা রইল,
আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে।
ঈদে মিলাদুন্নবী মোবারক

সত্য এর পথ অবলম্বন করে আমরা যেন,
জীবনের সঠিক পথ নির্বাচন করতে পারি,
এই প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করি দুহাত তুলে,
পবিত্র এই দিনে সকলের মন ভরে উঠুক আনন্দে,
ঈদে মিলাদুন্নবী মোবারক।

আছে যত চাওয়া পাওয়া পূর্ণ সবই হোক,
কেটে যাক যত বাধা বিপদ শান্তি ও সম্পদ আসুক,
জীবনের এই কঠিন সময় কেটে যাক তাড়াতাড়ি,
আজকের এই খুশির দিনে সেজে উঠেছে সবার বাড়ি।
শুভ ঈদে মিলাদুন্নবী ঈদ মোবারক

নবী দিবস উপলক্ষে তোড়জোড় এর শেষ নেই চারিদিকে,
উৎসব উৎসব আমেজ,
এমন দিনে তোমাকে জানাই,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা,
তুমিও আজ পরিজনদের সাথে কাটাও এই সুন্দর দিনটি,
তোমার আনন্দের সীমা ছাড়িয়ে যাক।
ঈদে মিলাদুন্নবী মোবারক

আকাশ বাতাস সেজেছে আজ নতুন এই উৎসবে,
নবীজিকে সম্মান জানাতে মিলেছি আমরা সবে,
নামাজ, রোজা, দোয়া আর প্রার্থনাতে মোরা,
তারই কথা দিকে দিকে সারা বিশ্বজোড়া।
পবিত্র ঈদে মিলাদুন্নবী মোবারক

নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি,
নবী নাম জপে যেইজন সেই তো দোজাহানের ধনী,
শুভ নবী দিবসের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা

যে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া,
যে নামে ব্যাকুল হয়ে ফুল ফোটে সোনার বরনী,
নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি।
পবিত্র এই নবী দিবসের অনেক অনেক,
শুভেচ্ছা ও শুভকামনা সকলের জন্য।

মনে যত দ্বন্দ্ব দ্বিধা কাটিয়ে আজও এসো সবে,
একত্রে মিলে কর কাজ তবেই সফল হবেই হবে,
ক্ষমা করো আগে তুমি ক্ষমার উপরে নাইকো কেউ,
এমন ভাবে আসবে সবার মনে খুশি আর আনন্দের ঢেউ।
ঈদে মিলাদুন্নবী মোবারক সকলকে

জীবন মরণ সবকিছু যে উপর থেকে বাঁধা,
তাহলে কেন দুদিনের এই জীবনেতে করো এত দ্বিধা,
ভালোবাসায় ভরে যাক সকল মনের আঙিনা,
দুঃখগুলো ভাগ করে নাও হবে না বেশি বেদনা,
আল্লাহর কাছে সবার জন্য দোয়া করো ভালো,
এমন দোয়ায় পৃথিবীতে আসবে নূরের আলো
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকলকে জানাই,
শুভেচ্ছা, শুভকামনা ও অনেক অনেক আন্তরিক ভালোবাসা

মন নদীতে ঢেউ উঠেছে শান্ত তাকে হতে দাও,
ইসলামেতে নেইকো ভেদাভেদ সবাইকে আপন করে নাও,
আগে যাবে যে মসজিদে তারই হবে আগে স্থান,
ইসলাম তাই সবাইকে করে একই সমান সম্মান।
এমন দিনে সবাই মিলে করো আজই তার গুনগান,
নবী দিবসের শুভেচ্ছা তে জানাই আমরা,
নবী মোদের প্রাণের প্রাণ।

নবী দিবস অথবা ঈদ ই মিলাদুন্নবী যাই বলুন না কেন, সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ আর ভালবাসার দিন। নবী জী ইসলামের সমস্ত বিষয় গুলি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সকলের মাঝে। তিনি জানিয়ে গেছেন ইসলামের পথ কত সুন্দর ও প্রশস্ত, সহজ করে বুঝিয়েছেন, তাকে নবী হিসেবে পেয়ে ইসলাম ধর্মাবলম্বীরা গর্বিত।

এমন বিশেষ দিনে নবী দিবস অথবা ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষ্যে আশেপাশের পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকল প্রিয়জন দের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আনন্দ উপভোগ করুন একসাথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top