ড্রাইবিং লাইসেন্স বানাতে লাগবেনা 8th পাস মোদী সরকারের বড় সিদ্ধান্ত

সড়ক পরিবহন মন্ত্রালয় এবং রাজমার্গ মন্ত্রালয় দ্বারা ড্রাইবিং লাইসেন্স বানানোর নিয়মে বড় রকম পরিবর্তন করেছেন। এতদিন ড্রাইবিং লাইসেন্স বানানোর জন্য কম সে কম অষ্টম শ্রেণী (8th) পাস হওয়া জরুরি ছিল যার ফলে যারা ভালো গাড়ি চালাতে পারে তারা বেকার রয়ে যেতে কাজ না পাওয়ার জন্য।

তাই সরকার রোজগার বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন যে, ড্রাইবিং লাইসেন্স বানানোর জন্য আর অষ্টম শ্রেণী (8th) পাস হওয়া জরুরি নয়। মানে এবার থেকে যারা ভালো গাড়ি চালাতে পারে তাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা অনুসারে ড্রাইবিং লাইসেন্স দেওয়া হবে।

ড্রাইবিং লাইসেন্স বানাতে লাগবেনা 8th পাস মোদী সরকারের বড় সিদ্ধান্ত
ড্রাইবিং লাইসেন্স বানাতে লাগবেনা 8th পাস মোদী সরকারের বড় সিদ্ধান্ত

এই নতুন পরিবর্তনের ফলে প্রায় ২২ লক্ষ ড্রাইভারদের লাভ হবে এবং তারা ড্রাইবিং লাইসেন্স নিয়ে কাজ করতে পারবে। ড্রাইবিং লাইসেন্স বানানোর আবেদনে তে শিক্ষাগত কারণে অনেক কর্মক্ষেত্র কাহি রয়ে আছে আর ভালো এবং অভিজ্ঞ ড্রাইভাররা গাড়ি সাহলান কাজ করতে পারছেনা শুধু মাত্র ড্রাইবিং লাইসেন্স না থাকার জন্য।

কেন্দ্রীয় মোটর বাহন ১৯৮৯ এর অন্তর্গত অনুচ্ছেদ ৮ এ এই নতুন নিয়মের কাজ শুরু করে দেওয়া হয়েছে। খুবই শীঘ্র এই নিয়ম শুরু করে দেওয়া হবে। এছাড়া মন্ত্রালয় জানিয়েছেন নিয়মের পরিবর্তন হচ্ছে ঠিক কিন্তু সুরক্ষার দিক থেকে কোনো রকম চার দেওয়া হবে না।

যারা ভালো ড্রাইবিং করে এবং ড্রাইবিংএর সুরক্ষার নিয়ম জানেন তাদের ড্রাইবিং লাইসেন্স দেওয়া হবে। আর যারা না জানেন তাদের ভালো ভাবে ট্রেনিং দেওয়া হবে তার পরেই আবেদন নেওয়া হবে।

ড্রাইবিং লাইসেন্স কিভাবে বানাবেন:

ড্রাইবিং লাইসেন্স কিভাবে বানাবেন এবং কিভাবে আবেদন করবেন তার জন্য এখানে দেখুন ↓

নতুন ড্রাইবিং লাইসেন্সের আবেদন →

আমাদের এই তথ্য আপনাদের সাহায্য করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের থাকে শেয়ার করবেন। আর এই ধরণের আরো তথ্যের জন্য নজর রাখবেন আমাদের ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top