Annapurna Puja 2024: অন্নপূর্ণা পূজার দিন কি করবেন আর কি করবেন না

হিন্দু ধর্ম অনুসারে বিভিন্ন দেব-দেবীদের পূজা অর্চনার পাশাপাশি অন্নপূর্ণা পূজা হল একটি গুরুত্বপূর্ণ উৎসব। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনটিতে অত্যন্ত নিষ্ঠার সাথে থাকতে হয়, আর এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়।

তাছাড়া রান্না ঘরের সাথে জড়িত এই উৎসব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি দেবী অন্নপূর্ণা ও মা লক্ষ্মীকে স্মরণ করে তাদের পূজা দেওয়ার কথাও বলা হয়েছে।

অন্নপূর্ণা পূজার দিন কি করবেন আর কি করবেন না
অন্নপূর্ণা পূজার দিন কি করবেন আর কি করবেন না

এই শুভদিনে মা অন্নপূর্ণার আশীর্বাদ পেতে যে নিয়ম গুলি আপনাকে মেনে চলতে হবে, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:

কোন নিয়ম গুলি মেনে অন্নপূর্ণা পূজা করতে হয়?

প্রতিটি পূজা পার্বণের বিশেষ কিছু নিয়ম ও রীতি রয়েছে, সেগুলি সম্পর্কে না জানা থাকলে আপনার সমস্ত কষ্টই বৃথা যাবে।

১) পোশাক পরিচ্ছদ: অন্নপূর্ণা পূজার দিন সাদা রঙের বস্ত্র পরে পূজা করার চেষ্টা করুন। তাতে দেবী অন্নপূর্ণা আপনার উপরে বেশি সন্তুষ্ট হবেন।

২) কিছু নিয়ম রীতি: এই শুভ দিনে পুজোর সময় একটি জবা ফুলের মধ্যে লাল চন্দন লাগিয়ে এবং তার মধ্যে একটি গোটা এলাচ রেখে দুর্গা মন্দির অথবা অন্নপূর্ণা মন্দিরে দান করতে পারেন। এটিও কিন্তু অতি প্রচলিত একটি নিয়ম, এর ফলে দেবীর কৃপা লাভ করা যায় বলে জানা যায়।

৩) পূজার নির্ঘন্ট: অন্নপূর্ণা পূজার দিন সন্ধ্যাবেলা অন্নপূর্ণা পূজোর রীতি, নির্ঘন্ট, নিয়ম মেনে তবেই পূজা করুন।

৪) কিছু প্রাচীন প্রথা: এই শুভদিনে ঘরের ভিতরে লবঙ্গ পুড়িয়ে সেই লবঙ্গ পোড়া ছাই একটি টাকার উপরে লাগিয়ে সেটি দুর্গা মন্দিরে অর্পণ করুন, এর ফলে দেবীর কৃপা আপনি লাভ করতে পারবেন।

৫) পিতলের পাত্র: এছাড়া অন্নপূর্ণা পূজার দিন একটি পিতলের পাত্র কিনে তাতে কিছুটা আতপ চাল দিয়ে মন্দিরের বাইরে বসে থাকা কোন ভিক্ষুককে দান করে দিতে পারেন। কারণ এই শুভ দিনে ভিক্ষুক রুপে আবির্ভূত হয়েছিলেন দেবাদিদেব মহাদেব।

সেই কারণে এই প্রথা আজও মেনে চলা হয়। তাইতো এই শুভ দিনে বাড়িতে আগত কোন ভিক্ষুক কে তাড়িয়ে কখনোই দিতে যাবেন না। এই সমস্ত দানের পর ঘরে ধন-সম্পদ ও অন্ন-বস্ত্রের অভাব হয় না।

৬) পুরোহিতকে খাওয়ানো ও দান করা: এই শুভ দিনে চেষ্টা করুন আপনার নিজের সামর্থ্য অনুযায়ী কোন পুরোহিতকে খাওয়ানো এবং  কিছু দান করার।

মনে করা হয় এই সমস্ত নিয়ম গুলি পালন করার মধ্যে দিয়ে অন্ন-বস্ত্র এর অভাব ঘুঁচে যাওয়ার পাশাপাশি মনের সকল মনস্কামনা পূর্ণ হয়। এছাড়া আপনার সামর্থ্য অনুযায়ী একটি সিধে দান করার চেষ্টা করুন পুরোহিতকে।

৭) পিতলের পাত্র ও রুপোর কয়েন দান করুন: এই দিন পিতলের পাত্র দান করাও শুভ বলে মনে করা হয়। জীবনে নানা সমস্যা হলে এই দিন একটি রুপোর কয়েন অবশ্যই দান করুন। এগুলি দান করলে নানা সমস্যার সমাধান হয় বলে মনে করা হয়।

অন্নপূর্ণা পূজার দিন কোন বৃদ্ধ ভিখারীকে এই রূপার কয়েন দান করলে তা বহু সমস্যা কাটিয়ে দিতে পারে বলে মনে করা হয়। ঘরে কোনভাবে শান্তি ভগ্ন হলে, তা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই উপায়ে।

কথায় আছে যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে থাকবেন। ধনী হওয়ার সহজ রাস্তা হল দান ও ত্যাগ করা। দান করে দিলে ধন-সম্পদ যে কমে যায় তা কিন্তু নয়। অন্তত শাস্ত্র তেমনটাই বলছে।

তবে যে কোন জিনিস যে কোন বারে ত্যাগ করলেই যে তা থেকে সৌভাগ্য পাল্টে যাবে তা কিন্তু নয়। তার কিছু একটা শুভ দিন ও শুভ তিথি রয়েছে, সেই উপলক্ষে যদি আপনি দান করেন তাহলে সেই দান আপনার কাছে সৌভাগ্য হিসেবে ফিরে আসবে।

এই শুভদিনে পিতলের পাত্র দান করা ও খুবই সৌভাগ্য এর প্রতীক। এছাড়া গরিবদের মধ্যে দান করা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সকলেই জানি যে দেবী অন্নপূর্ণার পূজা করলে এবং তার কৃপা লাভ করলে জীবনে কখনো কোন কিছুর অভাব হয় না।

অন্নপূর্ণা পূজার দিন যদি মাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকা যায় তাহলে অন্নের অভাব তো হবেই না, তার সাথে সাথে অর্থনৈতিক উন্নতিও কেউ আটকাতে পারবে না।

শাস্ত্র তে বলা আছে যে, দানের তুল্য কিছু নেই। দান যদি ঠিক মতো করা যায় তাহলে সৌভাগ্য কে জয় করতে খুব বেশিদিন সময় লাগবে না। তবে দান করতে হবে মনে কোনরকম সংকোচ না রেখে। তবেই তার আসল ফলাফল পাওয়া যাবে।

আপনি কাউকে কোন কিছু দান করে নিজের ভেতর থেকে অনেকটা খুশি হয়েছেন এটাই প্রয়োজন দানের ক্ষেত্রে। যদি সেই সব কাজ সঠিকভাবে পালন করা যায় তাহলে অবশ্যই মায়ের কৃপায় জীবনে উন্নতি ও সৌভাগ্য হবে দ্বিগুণ।

এই কাজগুলি করলে দেবী অন্নপূর্ণা ও লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন

অন্নপূর্ণা পূজার দিন কি করবেন?

ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রতিটি শুভ দিনে কিছু নিয়ম মেনে কাজ করতে হয়।

  • তাই অন্নপূর্ণা পূজার দিনটি অত্যন্ত পবিত্র এই দিন রান্নাঘর পরিষ্কার করা এবং সেখানে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা।
  • সেইসঙ্গে চুলা গ্যাস ওভেন ইত্যাদির পূজা করা ও হয়ে থাকে।
  • অন্নপূর্ণা পূজার দিন অথবা অন্নপূর্ণা জয়ন্তী হিসেবে অনেকেই ছিলেন এই দিনে খাদ্যশস্য দান করলে দেবী অন্নপূর্ণা প্রসন্ন হন।
  • তাছাড়া এই শুভ দিনে হলুদ, সাদা, লাল, রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়।
  • এবং সন্ধ্যায় অন্নপূর্ণা মাতার পূজা করাটা খুবই মঙ্গলজনক।

অন্নপূর্ণা পূজার দিন কি করবেন না?

যেকোনো শুভদিনে পূজা পার্বণে বাড়িতে আমিষ একেবারে প্রবেশ করানো উচিত নয় তা তো আমরা সকলেই কমবেশি জানি।

  • অন্নপূর্ণা পূজার দিন রান্নাঘর নোংরা করে রাখাটা একেবারেই উচিত না।
  • দেবী অন্নপূর্ণার পূজায় দুর্বা ঘাস নিবেদন করা উচিত নয়।
  • এছাড়া অন্নপূর্ণা পূজার দিন লবণযুক্ত খাবার খাওয়া উচিত নয়।
  • এই দিনে রান্না ঘরে মাছ, মাংস, আমিষ রান্না করা যাবে না।
  • অন্নপূর্ণা পূজার দিনে খাবার নষ্ট করা তো একেবারেই উচিত নয়।
  • তাছাড়া এই নিয়মগুলি যদি সারা বছর পালন করেন তাহলে দেবী খুবই প্রসন্ন হবেন আপনার পরিবারের উপরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top