শুভ ধুনুচি নাচ 2023 শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস | Dhunuchi Naach 2023 Bengali Status

Subho Dhunuchi Naach Bengali Status (শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তাস্ট্যাটাস): Happy Dhunuchi Naach Bengali Status & Shayari, Bengali Happy Dhunuchi Naach Shayari Status, The latest Bangla Happy Dhunuchi Naach Shayari, The most heart-touching Happy Dhunuchi Naach Status in the Bengali language. Happy Dhunuchi Naach Status Bangla Shayari with photos.

দুর্গাপূজার একটি ঐতিহ্যবাহী বিষয় হলো ধুনুচি নাচ, দুর্গাপূজা মানেই ধুনুচি নাচের প্রতিযোগিতা, দেবী দুর্গার সামনে এই নাচ চলে, যারা দক্ষ ধুনুচি নাচে, তারা দুটো হাতে ধুনুচি নিয়ে এবং মুখেও একটি ধনুচি নিয়ে নাচতে পারেন। এটি আরতী ও আনুষ্ঠানিকভাবে নাচের উপাসনার সময়গুলির একটি পর্যায়ে গিয়ে অনুষ্ঠিত হয়।

ধুনুচি নাচের এই অনুষ্ঠানটি প্রদীপ দিয়ে আরতি করার পরে শুরু হয়। ধুনুচির মধ্যে নারকেলের শুকনো ছোপড়া দিয়ে আগুন জ্বালিয়ে তাতে ধুনো দেওয়া হয়, আবার এর সাথে ব্যবহার করা হয় কর্পূর, যার ফলে চারিদিকের পরিবেশ ধুনোর গন্ধে ও কর্পূরের গন্ধে মেতে ওঠে।

Subho Dhunuchi Naach Bengali Status - শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস
Subho Dhunuchi Naach Bengali Status – শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

পাড়ার পূজোর সাথে আর একটা পাড়ার পুজোতে ধুনুচি নাচের প্রতিযোগিতা আজও বিরাজমান, এর মধ্যে প্রাইজ ও থাকে আর সেই কারণে এই নাচ নিয়ে অনেকেই উৎসাহ দেখিয়ে থাকেন, এই দুর্গাপূজা আসলে।

শুভ সন্ধি পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

এমনই একটি অনুষ্ঠানের জন্য আপনি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা বার্তা পাঠাবেন না, তা কি কখনো হয় ! এই ধুনুচি নাচ দূর্গা পূজার মধ্যে একটি ঐতিহ্য বহন করে, তা তো আমরা সকলেই জানি।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, ধুনুচি নাচের এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে, যেগুলি আপনি সকলকেই পাঠাতে পারেন:

ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

“ধুনুচি নাচের এই শুভ অনুষ্ঠানে,
ধুনোর ধোঁয়ায় তোমার জীবনের,
সকল কষ্ট দুঃখ কেটে যাক,
জীবন হয়ে উঠুক আরো বেশি,
পরিশুদ্ধ এবং সুগন্ধময়।
ধুনুচি নাচের শুভেচ্ছা জানালাম”

শুভ কুমারী পূজার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“পাড়ায় পাড়ায় দুর্গাপুজো আনন্দে মাতি সবাই,
ধুনুচি নাচের প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই,
জিতলে পরে পাওয়া যাবে অনেকখানি মান,
নইলে যে বাজবে কানে, হেরো পাটির গান।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা জানালাম”

“ষষ্ঠীতে মন হাসি খুশি, সপ্তমী তে ঘোরা,
অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপড় পরা,
নবমীতে সারাদিন চলে আড্ডা খানি বেশ,
দেখতে দেখতে চলে এলো ধুনুচি নাচের রেস, 
ধুনুচি নাচ এর শুভেচ্ছা।”

শুভ সিঁদুর খেলার শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“পূজার এই কয়েক দিনের আনন্দের মতো,
তোমার জীবনের সমস্ত দিন হোক আনন্দময়।
সকল রকম বিপদ কাটিয়ে,
জীবনের লক্ষ্যে পৌঁছে যাও তুমি,
ধুনুচি নাচের শুভেচ্ছা পাঠালাম আমি।”

“সুখের স্মৃতি রেখো মনে মিশে থাকো আপন জনে,
মান-অভিমান সব ভুলে আসার প্রদীপ রাখো জ্বেলে,
জীবন তোমার ভরে উঠুক নতুন গান আর ছন্দে,
সবাই মিলে মাতি চলো ধুনচি নাচের আনন্দে,
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

শুভ দুর্গা পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ভালো থাক ভালোবাসা,
ভালো মনে অনেক আশা,
বেদনা থেকে দূরে থাকা,
সুখের স্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণ ডালা,
ধুনুচি নাচ মানে সকল বিষাদ দূরে ঠেলা।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা,
রইল সকলের জন্য।”

“এই শুভ মুহূর্তে সকলকে জানাই,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
উৎসবের দিনগুলি কাটুক সুখে আর,
উৎসব শেষ হোক মিষ্টি মুখে,
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন”

শুভ মহা পঞ্চমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ঢাকের তালে কোমর দোলে,
খুশিতে নাচে মন,
ধুনুচি নাচের আনন্দটা থাকুক সারাক্ষণ,
ধুনোর ধোঁয়ায় কাটুক সবার মন খারাপের রেস,
উৎসবের এই দিনগুলি কাটুক সবার বেশ,
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা,
রইল সকলের জন্য।”

“শুভ মুহূর্তে সকলকে জানাই আমার তরফ থেকে,
অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা,
প্রার্থনা করি মা দুর্গার আশীর্বাদে,
সবার জীবন আনন্দ ও উৎসবে ভরে উঠুক।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“পুজো সবার কাটুক ভালো,
জ্বলবে আবার নতুন আলো,
ভালো কাটুক ধুনুচি নাচের এই শুভক্ষণ,
মিষ্টিমুখ হোক সবার সারাক্ষণ,
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

“মা দুর্গার কাছে প্রার্থনা করি তার আশীর্বাদ,
যেন সর্বদাই আপনার সঙ্গে থাকে,
সুখ এবং সমৃদ্ধির যেন আপনাকে ঘিরে রাখে,
পূর্ণ হোক যত আছে আপনার চাওয়া পাওয়া,
দুঃখগুলি সবগুলো হয়ে যাক হাওয়া,
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন।”

শুভ সপ্তমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ধুনুচি নাচের এই সুন্দর সন্ধ্যাবেলায়,
মা দুর্গার আশীর্বাদে তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সারা বছর সুখে শান্তিতে বসবাস করো,
এই কামনা নিয়ে তোমাকে,
এই শুভ মুহূর্তের শুভেচ্ছা জানাই।”

“আকাশ জুড়ে মেঘের খেলা,
আনন্দেতে কাটছে বেলা,
ধুনুচি নাচের আয়োজন আজ প্যান্ডেলে প্যান্ডেলে,
মায়ের আশীর্বাদে দুঃখ গুলি যাক সবই চলে।
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন,
রইল সকলের জন্য।”

শুভ অষ্টমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“শিশির ভেজা শরৎবেলা,
সাদা মেঘ করছে খেলা,
শিউলি ফুল যায়না তোলা,
ঘন্টা কাঁসর ঢাকের আওয়াজ করছে ডাকাডাকি,
ধুনুচি নাচ দেখবো বলে, অপেক্ষাতে থাকি।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

“ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গ্রাম,
খুশির বৃষ্টি পড়ুক ঝরে ধরণীতে অবিরাম,
আনন্দের এই দিনগুলি কিভাবে ভুলি বলো !
ধুনুচি নাচ দেখতে গেলে মায়ের কাছে চলো।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা রইল”

শুভ নবমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“আলতা পেড়ে শাড়িতে, ঢাকের তালে তালে,
হাওয়া খানি লাগতে দাও মন নৌকার পালে,
আশীর্বাদ করবে মা দুঃখ যাবে চলে,
ধুনুচি নাচ দেখতে যেতে হবে স্ব-দলবলে।
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”

“চারিদিকে উৎসব সাজো সাজো রব,
মায়ের কাছে চলো কষ্ট ভুলে সব,
আরাধনা করো তাকে আশীর্বাদ পেতে,
সুখ শান্তি সমৃদ্ধি আসুক সবেতে।
ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

“ঢাকের তালে নাচবে সবাই মন যে করে উড়ু উড়ু,
সবাই এসো ধুনুচি নাচ হবে যে এবার শুরু,
জিতবে কারা জানতে সেটা মন যে করে দুরুদুরু,
হারলে তবে লজ্জা নেইকো করতে হবে নতুন শুরু।
ধুনুচি নাচের শুভেচ্ছা ও শুভকামনা”

আরতি এর পর ধুনুচি নাচের এই শুভেচ্ছা বার্তা সকলকে পাঠিয়ে এর আনন্দ ভাগ করে নিতে ভুলবেন না কিন্তু। সবার পুজো কাটুক খুব আনন্দে, এই কামনাই করি। ধুনুচি নাচের সাথে সাথে নেচে উঠুক সকলের মন।

“সকলকে জানাই ধুনুচি নাচের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, তার সাথে রইল অনেক অনেক শুভকামনা”

শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা বার্তা, কবিতাএস এম এস (sms), Happy Dhunuchi Naach Quotes, Wishes And Messages In Bengali, শুভ ধুনুচি নাচের শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Dhunuchi Naach Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top