CSC VLE কি? RAP Registration এবং RAP Exam নিয়ে সবকিছু জেনে নিন

What is CSC VLE? How to RAP Registration & RAP Exam Online? Know Everything

What is CSC VLE? How to RAP Registration & RAP Exam Online? Know in Bengali

VLE কি ? 

VLE  পূর্ণ নাম Village Level Entrepreneur (VLE). এটি সরকারের CSC স্কিমের অংশীদার এবং এদেরকে CSC অপারেটরও বলা হয়ে থাকে। সারাদেশে প্রায় ২ লক্ষ ৭০ হাজার Village Level Entrepreneur (VLE) রয়েছে, যারা গ্রাম পর্যায়ের মানুষদের বিভিন্ন স্বাস্থ্য সেবা, জনগনের বিদ্যুৎ, গ্যাস বিল প্রদানে সহায়তা করা, জনগনকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং কর্মসংস্থান তৈরিতে অগ্রনী ভূমিকা রাখছে। একজন ভালো Village Level Entrepreneur (VLE) শুধু ভালো উদ্যোক্তা তৈরিই করেনা, তারা সমাজের বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দান করে সমাজের মানুষের সম্মান আদায় করে নিয়ে থাকে।

RAP (Rural Authorized Person) কি? 

RAP (Rural Authorized Person) হলো সেই ব্যাক্তি যিনি ইন্স্যুরেন্স কোম্পানী ও তার গ্রাহকদের সাথে যোগাযোগ দর কষাকষি করতে সাহায্য করে থাকে। RAP (Rural Authorized Person) এর এই দরকষাকষির লাইসেন্স থাকতে হয়। এখন Village Level Entrepreneur (VLE) ও এই RAP হিসেবে কাজ করতে পারে। যার মাধ্যমে তারা CSC পোর্টালের মাধ্যমে ইন্স্যুরেন্স বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারেন। এর মাধ্যমে তারা বাড়তি আয়ের সুযোগ পেতে পারে। এই RAP লাইসেন্স পেতে হলে Village Level Entrepreneur (VLE) কে প্রশিক্ষণ নিতে হবে এবং NIELIT আয়োজিত RAP পরীক্ষায় উর্ত্তিন্য হতে হবে।

RAP হবার সুবিধা কি ?

১) অললাইনে ঝামেলা মুক্তভাবে লাইসেন্স পাওয়া।
২) ইন্স্যুরেন্স কোম্পানীর পূর্বের এজেন্টরাও এই RAP লাইসেন্স পেতে পারেন।
৩) একটি মাত্র দরজায় প্রবেশ করে অনেক কোম্পানীর ইন্স্যুরেন্সে কাজ করার অনুমতি পাওয়া।
৪) সকল ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করে সাথে সাথে কমিশন লাভ করা।
৫) একজন Village Level Entrepreneur (VLE) লাইফ ইন্স্যুরেন্স ও অন্যান্য সাধারন ইন্স্যুরেন্স দুইটাই করতে পারে।

আরো পড়ুন: সরকারি যোজনা অন্তর্গত স্টার্টআপ ব্যবসা ও কাজের আইডিয়াগুলি, জেনে নিন

কিভাবে একজন VLE লাইসেন্সকৃত RAP হতে পারে?

১) RAP হবার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে(http://13.126.173.165/insurance) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার পরিচয় প্রমান করার জন্য ভোটার আইডি কার্ড, PAN কার্ডের কপি, শিক্ষাগত যোগ্যতার কপি আপলোড করতে হবে।
৩) রেজিস্ট্রেশন সম্পন্য হলে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে।
৪) রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে, পরীক্ষা ফি হিসেবে ৩৫০ টাকামা দিতে হবে ।
৫) রেজিস্ট্রেশন করার ৭ দিনের মাঝে RAP User name & Password আপনার মোবাইলে SMS এ আসবে।
৬) কোন ব্যক্তি RAP exam এ কৃতকার্য না হলে প্রতিবার পরীক্ষায় অংশ নেয়ার সময় নির্ধারিত ফি জমা দিতে হবে। এই ফি আপনার e-wallet ব্যবহার করে প্রদান করতে হবে।
৭) Village Level Entrepreneur (VLE) কে অবশ্যই প্রি লাইসেন্সিং প্রশিক্ষণ নিতে হবে, সকল শিক্ষার কার্যক্রম অনলাইনে সম্পন্য হবে এবং সকল ক্লাস সম্পন্য হতে সার্টিফিকেট প্রদান করা হবে। এই ট্রেনিং মড্যুল গুগল ক্রম ব্যবহার করে করতে হবে।
৮) সকল ক্লাস ও মড্যুল সমাপ্ত হলে Village Level Entrepreneur (VLE) কে নির্দিষ্ট কেন্দ্রে অথবা অথবা তার বাড়িতে বসে অনলাইনে পরীক্ষায় অংশ নিতে হবে। এই সময় Village Level Entrepreneur (VLE) এর ইন্টারনেট সংযোগ ও ওয়েব ক্যামেরা সুবিধা থাকতে হবে।

RAP পরীক্ষার বৈশিষ্ট্যঃ

১) পরীক্ষার লিংক প্রতি সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
২) পরীক্ষার তারিখের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
৩) এই পরীক্ষা ইংরেজী অথবা হিন্দিতে দিতে হবে।

অনলাইনে RAP পরীক্ষা কিভাবে দেবেন? 

আসুন দেখে নিই কিভাবে ধাপে ধাপে অনলাইনে এই RAP পরীক্ষা দিতে হবে।
১) অনলাইন এক্সাম লিংক ওপেন করতে হবে। (http://13.126.173.165/insurance/)
2) আপনার CSC ID, রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা কোড দিন।
৩) আপনি এখন পরীক্ষার সাইটে প্রবেশ করবেন।
৪) আপনার ওয়েব ক্যামেরা ব্যবহার করে আপনার ছবি তুলে সাইটে জমা দিন।
৫) ওয়েব ক্যামেরার সামনে আপনার ফটো আইডি কার্ড ধরুন এবং ফটো আইডির স্ন্যাপ সট নিয়ে আপনার RAP পরীক্ষা শুরু করুন।
৬) পরীক্ষা শেষ হবার সাথে সাথে আপনি আপনার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল পেয়ে যাবেন।
৭) এই পরীক্ষায় পাস মার্ক শতকরা ৩৫। আপনি ৩৫ বা তার বেশি পেলে pass লেখা আসবে এবং ৩৫ এর কম পেলে fail লেখাটী আসবে।


পরীক্ষায় পাসের ১০-১৫ দিন পর Village Level Entrepreneur (VLE) পোর্টালে RAP হিসেবে আপনার নাম আসবে। আপনাকে তখন কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

১) RAP লাইন্সেন্স গ্রহন করার পত্র (স্বাক্ষরিত)।
২) RAP Terms and Condition (স্বাক্ষরিত) ।
৩) RAP লাইসেন্স (স্বাক্ষরিত)।
৪) আইডি কার্ড, PAN কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিল ।
৫) পাসপোর্ট সাইজের ছবি।

এই হলো RAP লাইসেন্স পাবার যোগ্যতা, পরীক্ষা দেবার ধাপ, কি কি কাগজপত্র জমা দিতে হয় নিয়ে বিস্তারিত। পরবর্তীতে আমরা RAP নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আরো পড়ুন: টাকা রোজগারের দুর্দান্ত তথ্যগুলি জেনে নিন, অনলাইন এবং অফলাইন

বিভিন্ন রকমের Invesments, ইন্সুরেন্স, লোন, LIC Policy, মিউচুয়াল ফান্ড ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে। আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top