CSB Bank Personal Loan 2023 (সি এস বি ব্যাংক পার্সোনাল লোন 2023): How to Apply for CSB Bank Personal Loan? | Documents for CSB Bank Personal Loan in Bengali| CSB Bank Personal Loan Apply in Bengali.
টাকার প্রয়োজন হয় সমস্ত কাজে, সেই কারণে অনেকেই ব্যক্তিগত কোনো কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে পর্যাপ্ত পরিমাণ টাকা জোগাড় করতে ব্যস্ত থাকেন। সেটা হতে পারে কোথাও থেকে ধার করা অথবা ব্যাংক থেকে লোন নেওয়া।
বাড়িতে ছোটখাটো কোনো অনুষ্ঠান, ঘরের রেনোভেশন, কোথাও ঘুরতে যাওয়া, পড়াশোনার খরচ এবং আরো অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে আপনি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারেন। খুবই কম আর আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা যা পাওয়া যায় সেটা খুবই কাজে আসার বিষয়।
Bank Name | CSB Bank (Catholic Syrian Bank) |
Bank Type | Private Bank |
Type of Loan | Personal Loan |
Loan Application Process | Online / Offline |
Official Website | https://www.csb.co.in/ |
এক্ষেত্রে সি এস বি ব্যাংক পার্সোনাল লোন (Catholic Syrian Bank Personal Loan) নিয়ে আপনার প্রয়োজনীয় কাজকর্ম করতে পারেন, আকর্ষণীয় সুদের হার, তার সাথে লোন পরিশোধের সময়সীমা বেশ অনেকটাই হাতে পাবেন। তারমধ্যে প্রতিমাসে খুবই কম ই এম আই এর মধ্যে দিয়ে এই লোন পরিশোধ করতে পারবেন।
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সি এস বি ব্যাংক পার্সোনাল লোন (CSB Bank Personal Loan) এর জন্য আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:
সুচিপত্র
- সি এস বি ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023 (CSB Bank Personal Loan 2023):
- আবেদনকারী যে সমস্ত বিষয়গুলি উপরে নির্ভর করে সুদের হার:
- সিএসবি ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ফি এবং অন্যান্য চার্জ (CSB Bank Personal Loan Fee & Changes):
- আবেদনকারীর মাসিক বেতনের উপর নির্ভর করে লোন এমাউন্ট ও তার সুদের হার:
- সি এস বি ব্যাঙ্ক পার্সোনাল লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
সি এস বি ব্যাঙ্ক পার্সোনাল লোন 2023 (CSB Bank Personal Loan 2023):
১) সুদের হার: ১২.০০% থেকে ১৯.০০% পর্যন্ত।
২) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত।
৩) সর্বোচ্চ লোন এমাউন্ট: সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত, অথবা আবেদনকারীর মাসিক বেতনের উপর নির্ভর করে ৫০% লোন এমাউন্ট নির্ধারণ করা হয়।
৪) প্রসেসিং ফি: ২৫ হাজার টাকার উপরে ১% সেটা সর্বনিম্ন ২৫০ টাকা তার সাথে ২৫ হাজার টাকার বেশি লোন এর উপরেও ১% প্রসেসিং ফি নিয়ে থাকে।
৫) আবেদনকারীর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন।
৬) সবথেকে কম EMI প্রতি ১ লাখ টাকার উপরে ২,২২৪ টাকা।
আবেদনকারী যে সমস্ত বিষয়গুলি উপরে নির্ভর করে সুদের হার:
১) ক্রেডিট স্কোর (Credit Score): আবেদনকারীর ক্রেডিট স্কোর যত বেশি ভাল হবে ততই কিন্তু এই লোনের জন্য উপযুক্ত, সে ক্ষেত্রে সবথেকে বেশি ক্রেডিট স্কোর ৭৫০ থেকে ৭৫০ এর বেশি থাকলে খুবই ভালো।
২) লোন পরিশোধের সময়সীমা: আপনি যত বেশি লোন পরিশোধের জন্য সময় নেবেন, তাতে কিন্তু আপনার লোনের সুদের হার বাড়তে থাকবে। যদি কম সময়ের মধ্যে এই লোন পরিশোধ করে দেন তাহলে সুদের হার অনেকটাই কম থাকবে।
সিএসবি ব্যাঙ্ক পার্সোনাল লোন এর ফি এবং অন্যান্য চার্জ (CSB Bank Personal Loan Fee & Changes):
১) ডকুমেন্টেশন চার্জ:
১০০ টাকা ১০ হাজার থেকে এক লাখ টাকা লোন এর উপরে নিয়ে থাকে।
৩০০ টাকা ১,০০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার উপরে নিয়ে থাকে।
২) সার্ভিস চার্জ:
১০ টাকা, সর্বোচ্চ ২৫ হাজার টাকা লোন এর উপরে।
২৫ টাকা, ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ দু লাখ টাকা লোন এর উপরে।
৭৫ টাকা, দু লাখ টাকা থেকে ৩ লাখ টাকার উপরে।
১২৫ টাকা, তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকার উপরে।
১৭৫ টাকা, পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকার উপরে।
২৫০ টাকা, ১০ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকার উপরে।
৫০০ টাকা, ২৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকার উপরে।
৭৫০ টাকা, ৫০ লাখ টাকা থেকে ৭৫ লাখ টাকার উপরে।
১,০০০ টাকা, ৭৫ লাখ টাকা থেকে ১ কোটি টাকার লোন এর উপরে।
২,০০০ টাকা ১ কোটি টাকার বেশি লোন এর উপরে।
আবেদনকারীর মাসিক বেতনের উপর নির্ভর করে লোন এমাউন্ট ও তার সুদের হার:
A. ২৫,০০০ টাকা মাসিক বেতন:
যদি কোন ব্যক্তির মাসিক বেতন ২৫ হাজার টাকা হয়ে থাকে, আর ১.৫ লাখ টাকা লোন এর উপর সুদের হার ১২% এবং লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ১ বছর পর্যন্ত।
১) লোন এমাউন্ট: ১.৫ লাখ টাকা।
২) প্রসেসিং ফি: ২%
৩) সুদের হার: ১২%
৪) লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ এক বছর।
সর্বোচ্চ লোন এমাউন্ট: ১,৫০,০০০ টাকা।
প্রতিমাসেই এম আই: ১৩,৩২৭ টাকা।
টোটাল সুদ: ৯,৯২৮ টাকা।
প্রসেসিং ফি: ৩,০০০ টাকা।
B. ৫০,০০০ টাকা মাসিক বেতন:
যদি কোন ব্যক্তি ২ লাখ টাকা লোন এর জন্য আবেদন করেন সেক্ষেত্রে সুদের হার ১৫%, লোন পরিশোধের সময়সীমা দু বছর পর্যন্ত পেতে পারেন।
১) লোন এমাউন্ট: সর্বোচ্চ ২ লাখ টাকা।
২) প্রসেসিং ফি: ২%।
৩) সুদের হার: ১৫%
৪) লোন পরিশোধের সময়সীমা: দুই বছর।
সর্বোচ্চ লোন এমাউন্ট: ২,০০,০০০ টাকা।
প্রতিমাসেই এম আই: ৯,৬৯৭ টাকা।
টোটাল সুদ: ৩২,৭৩৬ টাকা।
প্রসেসিং ফি: ৪,০০০ টাকা।
Catholic Syrian Bank ( CSB) এই ব্যাংকে ৩৯৫ টি ব্রাঞ্চ রয়েছে এবং ২১৪ টি এটিএম রয়েছে এই দেশে।
সি এস বি ব্যাঙ্ক পার্সোনাল লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১) আবেদনকারীর লেটেস্ট স্যালারি স্লিপ।
২) লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
৩) কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র।
৪) পরিচয় পত্র।
৫) ঠিকানা প্রমাণপত্র।
৬) সেলারি ডকুমেন্টস ইত্যাদি।
এবার জানা যাক, সি এস বি ব্যাঙ্ক পার্সোনাল লোন আবেদন করবেন কিভাবে?
CSB Bank Personal Loan অনলাইন আবেদন:
Step 1. প্রথমত আপনাকে সিএসবি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.csb.co.in/
Step 2. তারপর লোন (Loan) অপশনে গিয়ে পার্সোনাল লোন (Personal Loan) অপশনের উপরে ক্লিক করুন। এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনটিতে ক্লিক করুন।
Step 3. দেখবেন একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে লোন অ্যাপ্লিকেশন ফর্ম (CSB Bank Personal Loan Application Form) দেখতে পাবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে ভালোভাবে সেই লোন অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিলাপ করুন।
Step 4. এরপর সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করুন, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি এন্টার করুন। তারপর ভালোভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
Step 5. এরপর আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে সিএসবি ব্যাঙ্ক, তারপর খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।
CSB Bank Personal Loan অফলাইন আবেদন:
এছাড়াও অফলাইনেও আপনি আপনার কাছাকাছি সিএসবি ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারেন। সহজ কিছু পদক্ষেপ অবলম্বন করার মধ্যে দিয়ে আপনি এই লোন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।
পরিবারের ছোটখাটো কোনো অনুষ্ঠান, ঘরের রেনোভেশন, এছাড়া আরো অন্যান্য দরকারি কাজের জন্য পার্সোনাল লোন অথবা ব্যক্তিগত ঋণ আপনি সিএসবি ব্যাংক থেকে নিতে পারেন। আর লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত যা কিনা লোন পরিশোধের জন্য অনেকটাই সুবিধাজনক।
Home | Click here |
Official Website | Click here |