2023 সিএসবি ব্যাংক গোল্ড লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

CSB Bank Gold Loan 2023 (সিএসবি ব্যাংক গোল্ড লোন 2023): How to Apply for CSB Bank Gold Loan? | Documents for CSB Bank Gold Loan in Bengali| CSB Bank Gold Loan Interest Rates List in Bengali| CSB Bank Gold Loan Apply in Bengali.

সোনার অলংকারের প্রতি আকর্ষণ কার থাকে না, বলুন তো! বলতে গেলে সবারই এর প্রতি একটা আকর্ষণ থাকে। কেননা রূপসজ্জার পাশাপাশি সবথেকে বেশি সম্পত্তি হিসেবে প্রত্যেকের কাছে এটা বেশ মূল্যবান জিনিস।

অনেকেই উপহার হিসেবে অথবা নিজের কর্ম জীবনের উপর নির্ভর করে নিজের পছন্দমত সোনার অলংকার তৈরি করে রেখেছেন। তার সাথে হয়তো রয়েছে সোনার কয়েন বেশ ভালো দাম দিয়ে অনেকেই বিক্রি করে থাকেন।

Bank Name CSB Bank (Catholic Syrian Bank)
Bank Type Private Bank
Type of Loan Gold Loan
Loan Application Process Online / Offline
Official Website https://www.csb.co.in/

তবে আপনি কি জানেন! সোনার অলংকার শুধুমাত্র রূপসজ্জায় কাজে লাগে না, এই সোনার অলংকারের বিনিময় এ আপনি অনেক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন, আর অনেক বিপদে এ সোনার অলংকার এর মাধ্যমে গোল্ড লোন নিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।

সিএসবি ব্যাংক গোল্ড লোন আবেদন পদ্ধতি | CSB Bank Gold Loan in Bengali
সিএসবি ব্যাংক গোল্ড লোন আবেদন পদ্ধতি | CSB Bank Gold Loan in Bengali

তো এক্ষেত্রে আপনি সিএসবি ব্যাংক গোল্ড লোন (Catholic Syrian Bank Gold Loan) নিতে পারেন, আকর্ষণীয় সুদের হারে, আর খুব কম সময়ের মধ্যে লোন প্রসেস হয়ে যায়। লোন এমাউন্টের টাকা আপনার ব্যাংক একাউন্টে অথবা আপনার হাতে পেয়ে যাবেন। বলতে গেলে যে দিনেই আপনি এই লোনের জন্য আবেদন করবেন, সেই দিনেই কয়েক ঘন্টার মধ্যেই আপনি লোন এমাউন্ট পেয়ে যাবেন।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সিএসবি ব্যাংক গোল্ড লোন এর জন্য আবেদন করবেন, আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন 2023 (CSB Bank Gold Loan 2023):

১) সুদের হার: ৭.২৫% প্রতি বছরে

২) প্রতি ১ গ্রাম সোনার উপরে লোন এমাউন্ট: ৫,২৯১ টাকা

৩) সর্বোচ্চ লোন এমাউন্ট: এক কোটি টাকা পর্যন্ত

৪) প্রি পেমেন্ট চার্জ: ২% তার সাথে জিএসটি (GST)।

৫) প্রসেসিং ফি: ১.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৬) লোন পরিশোধের সময়সীমা: সর্বনিম্ন তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ ২৪ মাস অর্থাৎ দু’বছর পর্যন্ত।

৭) গোল্ড লোন রি – পেমেন্ট স্কিম: বুলেট পেমেন্ট স্কিম, ওভারড্রাফট স্কিম।

সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন আপনি কেন নেবেন?

১) খুব তাড়াতাড়ি প্রসেসিং: যেদিন আপনি এই লোনের জন্য আবেদন করবেন, সেদিনই সহজ কিছু পদক্ষেপের মাধ্যমে, বলতে গেলে কয়েক ঘন্টার মধ্যে এই লোন এপ্রুভ হয়ে যায়।

২) সামান্য পরিমাণ ডকুমেন্টেশন: আবেদনকারী খুবই অল্প পরিমাণ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে গোল্ড লোন পেয়ে যাবেন, সিএসবি ব্যাংক থেকে।

৩) তাছাড়া ট্রান্সপারেন্ট সিস্টেম রয়েছে যা আবেদনকারীর অথবা গ্রাহকদের জন্য অনেকটাই সুবিধাজনক।

৪) লোন এমাউন্ট: আবেদনকারীর সোনার অলংকারের উপরে নির্ভর করে মার্কেট ভ্যালু হিসেবে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত গোল্ড লোন আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাজকর্ম অনায়াসেই সেরে ফেলতে পারেন।

৫) অলংকারের সুরক্ষা: যে সোনার অলংকারের ওপর আপনি এই গোল্ড লোন নেবেন, সেগুলি ব্যাংক খুবই যত্ন সহকারে এবং সুরক্ষিত রেখে দেবে যা নিয়ে আপনাকে কোন রকম চিন্তা করতে হবে না।

৬) লোন পরিশোধের সময়সীমা: সর্বনিম্ন তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সময় পাবেন।

৭) কোনরকম ক্রেডিট স্কোর গোল্ড লোন এর ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের ক্রেডিট স্কোর অথবা সিভিল স্কোর কেমন, তা এই গোল্ড লোন এর ক্ষেত্রে কোন রকম ভূমিকা রাখে না।

৮) আবেদনকারীর মাসিক বেতন কোনরকম ভূমিকা পালন করে না গোল্ড লোন এর বিষয়ে।

প্রতি ১ গ্রাম সোনার উপরে গোল্ড লোন এর মাত্রা:

২৪ ক্যারেট সোনা: ৪,৬৮০ টাকা

২২ ক্যারেট সোনা: ৪,২৯০ টাকা

২০ ক্যারেট সোনা: ৩,৯০০ টাকা

১৮ ক্যারেট সোনা: ৩,৫১০ টাকা 

সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন নেওয়ার জন্য আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৩) আবেদনকারী যেকোনো বেতনভুক্ত কর্মচারী অথবা self-employed হতে পারেন।

৪) আবেদনকারীর কাছে এই গোল্ড লোন নেওয়ার জন্য সর্বনিম্ন ১৮ ক্যারেট সোনার অলংকার এবং সোনার কয়েন থাকতে হবে।

সিএসবি ব্যাংক গোল্ড লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) পরিচয় পত্র:

১) পাসপোর্ট,

২) প্যান কার্ড,

৩) আধার কার্ড ইত্যাদি।

২) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

৩) ঠিকানার প্রমাণ পত্র:

১) ড্রাইভিং লাইসেন্স

২) রেশন কার্ড

৩) আধার কার্ড

৪) রেন্ট এগ্রিমেন্ট

৫) ইলেকট্রিসিটি বিল ইত্যাদি।

সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন সুদের হার ফি এবং অন্যান্য চার্জ:

১) সিএসবি ব্যাংক গোল্ড লোন সুদের হার: ৭.২৫%

২) প্রসেসিং ফি: ১.৫০% লোন এমাউন্ট এর উপরে।

৩) প্রি-পেমেন্ট চার্জ: ২% তার সাথে জিএসটি।

৪) ভ্যালুয়েশন ফি: ১.৫ লাখ টাকা লোন এর উপরে ২৫০ টাকা এবং ১.৫ লাখ টাকার বেশি লোন এর উপরে ৫০০ টাকা নিয়ে থাকে।

৫) লেট রি পেমেন্ট চার্জ: ২%।

৬) রেনুয়াল প্রসেসিং ফি: ৩৫০ টাকা তার সাথে জিএসটি।

সিএসবি ব্যাংক গোল্ড লোন এর ধরন:

১) সোনার অলংকার এর বিপরীতে লোন: আবেদনকারীর কাছে যে সমস্ত সোনার অলংকার গুলো রয়েছে, সেগুলি ব্যাংকের কাছে জমা রেখে, সেই অলংকারের মার্কেট ভ্যালু হিসেবে, প্রতি গ্রাম অনুসারে আপনি গোল্ড লোন নিতে পারেন।

২) সোনার অলংকার এর বিপরীতে লোন ফার্মিং এবং কোন ব্যবসা করার জন্য: অনেকেই আছেন নিজের একটি ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণ পুঁজি জোগাড় করতে ব্যস্ত রয়েছেন, অথবা কোন ফার্মিং, সেক্ষেত্রে কিন্তু সিএসবি ব্যাংক গোল্ড লোন নিয়ে সেই ফার্মিং ব্যবসা শুরু করতে পারেন।

সিএসবি ব্যাংক গোল্ড লোন ই এম আই:

সাধারণত তিন রকম পদ্ধতি অবলম্বন করে আপনি সিএসবি ব্যাংকের গোল্ড লোন এর ই এম আই পরিশোধ করতে পারেন:-

১) Standing Instruction (SI)

২) Electronic Clearing Service (ECS)

৩) Post Dated Checks (PDC)

সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন এর জন্য কি কি সোনা নিয়ে থাকে?

১) সোনার অলংকার: সমস্ত রকম সোনার অলংকার, সেটা হতে পারে সোনার নেকলেস, সোনার হাতের বালা, সোনার আংটি এবং আরো অন্যান্য সোনার অলংকার।

২) সোনার কোয়ালিটি: যে সোনার অলংকারের বিপরীতে আপনি গোল্ড লোন নেবেন সেই অলংকার গুলো কমপক্ষে ১৮ ক্যারেট থেকে সর্বোচ্চ ২৪ ক্যারেট সোনার মধ্যে হতে হবে।

আর হ্যাঁ সিএসবি ব্যাংক কখনোই কাঁচা সোনা গোল্ড লোন এর ক্ষেত্রে গ্রহণ করে না।

আপনি সিএসবি ব্যাঙ্ক গোল্ড লোন আবেদন করবেন কিভাবে?

অনলাইনে আবেদন করতে চাইলে সিএসবি ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে গোল্ড লোন এর জন্য আবেদন করতেই পারেন। https://www.csb.co.in/

তবে সবথেকে সুবিধাজনক ও সহজ সাধ্য লোন প্রসেস হলো অফলাইনে আবেদন করা অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে তার সাথে যে সোনার অলংকার এর বিপরীতে আপনি লোন নেবেন, সেগুলি নিয়ে আপনার কাছাকাছি সিএসবি ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে গোল্ড লোন (CSB Bank Gold Loan) এর জন্য আবেদন করতে পারেন।

সামান্য পরিমাণ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে বলতে গেলে এক ঘণ্টার মধ্যেই আপনি লোন এমাউন্ট আপনার ব্যাংক একাউন্টে অথবা হাতে হাতে পেয়ে যাবেন। তো এইভবে আপনার প্রয়োজনীয় কাজের জন্য এমার্জেন্সি হিসাবে গোল্ড লোন নিতে পারেন, যা কিনা খুবই কম সময়ের মধ্যে পাওয়া যায়।

Home Click here
Official Website Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top