2022 সিএসবি ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি | 2022 CSB Bank Car Loan in Bengali

CSB Bank Car Loan 2022 (সিএসবি ব্যাংক কার লোন 2022): How to Apply for CSB Bank Car Loan? | Documents for CSB Bank Car Loan in Bengali| CSB Bank Interest Rates List in Bengali | CSB Bank Car Loan Apply in Bengali.

কোন পরিবারে নিজস্ব কোন গাড়ি থাকা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের বর্তমান জীবনে। যদি কোন পরিবারে কোনো রকম যানবাহন থাকে সে ক্ষেত্রে খুবই সহজ হয় জীবন – যাপন। ট্রান্সপোর্ট, সিকিউরিটি এবং কম্ফোর্টেবল জীবনযাত্রা পরিবারকে অনেকটাই স্বস্তিতে থাকতে দেয়।

সি এস বি ব্যাংক ১৯২০ সালে স্থাপিত হয়েছিল। আর এই ব্যাংক ট্রান্সপারেন্ট খুব তাড়াতাড়ি এবং স্বাভাবিকভাবেই কার লোন প্রসেসিং হয়ে থাকে, গ্রাহকদের জন্য সি এস বি ব্যাংক কার লোন (Catholic Syrian Bank Car Loan) এর মধ্যে ফোর হুইলার ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনে গ্রাহকরা লোন এর মাধ্যমে নিতে পারেন।

Bank NameCSB Bank (Catholic Syrian Bank)
Bank TypePrivate Bank
Type of LoanCar Loan
Loan Application ProcessOnline / Offline
Official Websitehttps://www.csb.co.in/

ব্যক্তিগত প্রয়োজনে ফোর হুইলার কার পরিবারের পক্ষে বেশ সুবিধাজনক, সেটা তো আমরা সকলেই কম বেশি জানি। তবে এই সুবিধা ভোগ করার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে। সেই গাড়ি কেনার ক্ষেত্রে আর সেই কারণে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা নিজের পরিবারের জন্য চার চাকা কার নেওয়া।

সিএসবি ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি | CSB Bank Car Loan in Bengali
সিএসবি ব্যাংক কার লোন আবেদন পদ্ধতি | CSB Bank Car Loan in Bengali

তো এক্ষেত্রে আপনি চাইলে সি এস বি ব্যাংক থেকে আকর্ষণীয় সুদের হারে কার লোনের জন্য আবেদন করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে, সামান্য কিছু সবুজ ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এই লোন অ্যাপ্রুভ হয়ে যায়।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সি এস বি ব্যাংক কার লোন এর জন্য আবেদন করবেন আর এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সি এস বি ব্যাঙ্ক কার লোন 2022 (CSB Bank Car Loan 2022):

সুদের হার (MCLR):

১) একদিন এর জন্য: ৯%

২) এক মাসের জন্য: ৯%

৩) তিন মাসের জন্য: ১০%

৪) ছয় মাসের জন্য: ১০.২০%

৫) এক বছরের জন্য: ১০.২০%।

সিএসবি ব্যাঙ্ক কার লোন আবেদনের ক্ষেত্রে যোগ্যতা:

রেগুলার কার লোন স্কিম:

এই লোনের জন্য আবেদনকারী নিজস্ব কোন সম্পত্তি থাকতে হবে অথবা ইনকাম প্রুফ থাকতে হবে, তার সাথে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি প্রয়োজন পড়বে সেগুলো অবশ্যই থাকতে হবে তার সাথে প্রমাণপত্র।

ভিআইপি কার লোন স্কিম (VIP Car Loan Scheme):

১) এই লোনের জন্য লোন এমাউন্ট সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত।

সিএসবি ব্যাঙ্ক কার লোন আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।

২) পার্মানেন্ট কর্মচারী থাকতে হবে স্টেট /সেন্ট্রাল গভর্মেন্ট, পাবলিক সেক্টর, আন্ডারটেকিং কর্পোরেশন, প্রাইভেট সেক্টর কোম্পানিজ এবং রেপুটেড স্টাবিলিশমেন্ট  এর মধ্যে।

৩) প্রফেশনাল, SELF-EMPLOYED এবং অন্যান্য যে কোন ব্যক্তি যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে সে সমস্ত সকল ব্যক্তি, কৃষক এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

সিএসবি ব্যাঙ্ক কার লোন আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস:

১) আবেদনকারীর সই করা এবং সম্পূর্ণ ফিলাপ করার লোন অ্যাপ্লিকেশন ফর্ম।

২) বয়সের প্রমাণপত্র হিসেবে- মার্কশিট সেটা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা ডিগ্রী কোর্সের হতে পারে।

৩) কে ওয়াই সি ডকুমেন্ট।

৪) পরিচয় পত্র হিসেবে- ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট।

৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল অথবা রেশন কার্ড।

৫) ইনকাম প্রুফ হিসেবে- লেটেস্ট স্যালারি স্লিপ, ফরম 16, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সেটা অবশ্যই লাস্ট ৬ বছর হতে হবে ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংকের পাসবুক।

লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৮৪ মাস অর্থাৎ সাত বছর পর্যন্ত।

সিএসবি ব্যাংক কার লোন এর সুবিধা ও লাভ:

১) খুবই সামান্য এবং আকর্ষণীয় সুদের হার।

২) অন রোড প্রাইস হিসেবে ৮০% পর্যন্ত রেগুলার কার লোন আপনি পেতে পারেন।

৩) ভি আই পি কার লোন স্কিম এর মধ্যে ১০০% পর্যন্ত কার লোন এমাউন্ট পেতে পারেন।

৪) লোন প্রসেসিং খুবই তাড়াতাড়ি হয়, যেটা প্রতিটি আবেদনকারীর জন্য অনেকটাই লাভ দায়ক।

এবার জানা যাক, আপনি সিএসবি ব্যাংক কার লোন আবেদন করবেন কিভাবে?

CSB Bank Car Loan অনলাইন আবেদন:

Step 1. প্রথমত আপনাকে সিএসবি ব্যাঙ্ক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.csb.co.in/

Step 2. এরপর লোন অপশনে গিয়ে কার লোন (Car Loan) অপসনের এর উপরে ক্লিক করুন তারপর এ্যাপলাই নাও বাটনে ক্লিক করুন।

Step 3. একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে, সেখানে লোন অ্যাপ্লিকেশন ফর্ম (CSB Bank Car Loan Application Form) আসবে সেটা সম্পূর্ণ ফিলাপ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে।

Step 4. এরপর ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।

Step 5. আপনার লোন অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে সিএসবি ব্যাংক, তারপর খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

CSB Bank Car Loan অফলাইন আবেদন: 

এছাড়া আপনার কাছাকাছি সিএসবি ব্যাংক এর যে কোন ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্টগুলো সাবমিট করে অফলাইনেও কার লোন এর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। এবং সেই ব্রাঞ্চ এর ম্যানেজারের সাথে কার লোন এর বিষয়ে কথা বলতে হবে।

সিএসবি ব্যাঙ্ক কাস্টমার কেয়ার:

এছাড়া যদি লোন এর বিষয়ে আরও বিস্তারিত কিছু জানার থাকে, তাহলে সিএসবি ব্যাংকের এই টোল ফ্রি নাম্বার এ ফোন করেও জানতে পারেন:-

1800-266-9090 

তো এইভাবে সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে, সামান্য কিছু ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে, পরিবারের সুবিধার্থে, কার লোন এর জন্য আবেদন করতে পারেন সিএসবি ব্যাঙ্ক থেকে। প্রতিমাসে খুবই কম ই এম আই এর মধ্যে দিয়ে এ লোন সুদ সমেত পরিশোধ করতে পারবেন বর্তমান কর্ম জীবনের উপর নির্ভর করে।

আর নিজের জীবনটাকে সহজ করে তুলতে গাড়ির প্রয়োজনীয়তা আমরা সকলেই জানি। তাই অল্প সময়ের মধ্যে কার লোন নেওয়ার মাধ্যমে এই ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে পারেন, আর লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ সাত বছর পর্যন্ত পাবেন সেক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়।

HomeClick here
Official WebsiteClick here

Leave a Comment