(রেজিস্ট্রেশান) বাল আধার কার্ড 2023: অনলাইন আবেদন ও ফর্ম – Child Aadhaar Card Online

এতদিন ধরে আধার কার্ড শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা পেলেও এখন Unique Identification Authority of India (UIDAI) ভারতের শিশুদেরও আধার কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই আধার কার্ডের নাম দেয়া হয়েছে বাল আধার কার্ড। ৫ বছর প্রর্যন্ত শিশুদের জন্য নীল রঙের বাল আধার কার্ড বিতরন করা হবে।

আমাদের বাংলাভূমি সাইটে আপনাদের জন্য নিয়মিতভাবে নানা গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল আলোচনা থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় বিষয় জানতে পারেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে আলোচনা করবো বাল আধার কার্ড নিয়ে।

বাল আধার কার্ড 2022: অনলাইন আবেদন ও ফর্ম
বাল আধার কার্ড 2022: অনলাইন আবেদন ও ফর্ম

এই আলোচনা থেকে জানতে পারবেন বাল আধার কার্ড অনলাইনে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কোথায় আবেদন ফর্ম পাওয়া যায়। এতে করে আপনারা বাল আধার কার্ড নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং সহজেই এই কার্ড রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী জানতে পারবেন।

আসুন জেনে নিই বাল আধার কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়াসহ বিস্তারিত সবকিছু।

কিভাবে বাল আধার কার্ডের জন্য আবেদন করতে হয়?

আসুন দেখে নিই কিভাবে বাল আধার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হয়।

ধাপ ১- শুরুতেই Unique Identification Authority of India (UIDAI) এর ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২- আধার কার্ড রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন।

ধাপ ৩- শিশুর নাম, বাবা মায়ের নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেসসহ প্রয়োজনীয় তথ্য দিন।

ধাপ ৪- এবার জেলার নাম, থানা, এলাকা, ঠিকানা দিন।

ধাপ ৫- আধার সেন্টারে যাবার জন্য সময় ও তারিখ নির্ধারন করুন।

ধাপ ৬- নিকটস্থ আধার সেন্টার সিলেক্ট করুন।

ধাপ ৭- ফর্মটি প্রিন্ট করুন।

ধাপ ৮- প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রিন্ট করে আধার সেন্টারে জমা দিন।

ধাপ ৯- একটি রেফারেন্স নাম্বার সংরক্ষণ করুন।

ধাপ ১০- শিশুর বয়স ৫ বছর হলে তার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করুন এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করুন।

ধাপ ১১- আবেদনের ৬০ দিনের মাঝে আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ যাবে।

আজ আমরা বাল আধার কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর ফলে আপনারা এই আধার কার্ড সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে আধার কার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন যোজনা নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top