2023 সেন্ট্রাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Central Bank Home Loan 2023 (সেন্ট্রাল ব্যাংক হোম লোন 2023): How to Apply for Central Bank Home Loan? | Central Bank Home Loan Apply in Bengali.

প্রতিটি মানুষের জীবনে নিজের একটা ঘর হওয়ার স্বপ্ন কিন্তু কোথাও না কোথাও রয়ে যায়। অনেকের স্বপ্ন পূরণ হলেও বেশিরভাগ মানুষের স্বপ্ন পূরণ হওয়ার আগেই জীবনটাই শেষ হয়ে যায়। কেননা একটা ঘর তৈরি করতে ভালোমতো পরিমাণের টাকা প্রয়োজন হয় এবং তার সাথে প্রয়োজন হয় সময়ের।

Bank Name Central Bank of India
Type of Loan Home Loan
Loan Application Process Online / Offline
Official Website centralbankofindia.co.in

তবে এখন ব্যাংক থেকে আপনি যে সুবিধা পাবেন তার ফলে খুবই অল্প সময়ের মধ্যে নিজের বর্তমান কাজের উপর নির্ভর করে প্রতিমাসে এম আই এর মধ্যে দিয়ে হোম লোন নিয়ে আপনি আপনার ঘরের স্বপ্ন পূরণ করতে পারবেন অনায়াসেই।

সেন্ট্রাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি | Central Bank Home Loan in Bengali
সেন্ট্রাল ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি 2023 | Central Bank Home Loan in Bengali

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India) ৬.৫% থেকে শুরু করে ৭.৩% পর্যন্ত সুদ নিয়ে থাকে হোম লোন এর উপরে এবং সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত লোন পরিশোধের সময় দিয়ে থাকে এবং আপনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাউসিং লোন নিতে পারবেন যেটা কিনা সর্বোচ্চ ৯০% {শতাংশ} পর্যন্ত হয়ে থাকে এবং সর্বোচ্চ ৩০ লাখ টাকা লোন পেতে পারেন এবং প্রসেসিং চার্জ হিসাবে ০.৫০% সর্বোচ্চ ২০ হাজার টাকার উপরে নিয়ে থাকে।

সেন্ট্রাল ব্যাংক হোম লোন 2023 (Central Bank Home Loan 2023): 

REPO rate: ৪%

সর্বোচ্চ লোন এমাউন্ট: বাড়ি তৈরি করতে যে খরচ হবে তার নব্বই পার্সেন্ট (৯০%) পর্যন্ত।

প্রসেসিং ফি: ০.৫০% টোটাল অ্যামাউন্ট সেটা সর্বোচ্চ কুড়ি হাজার টাকার উপরে।

সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা: 3৩০ বছর পর্যন্ত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের সুদের হার:

সেন্ট হোম লোন (Cent Home Loan): ৬.৮৫% থেকে ৭.৩%

সেন্ট হোম লোন ডাবল প্লাস (Cent Home Loan Double Plus): ৬.৮৫%

সেন্ট হোম লোন এমপ্লয়ীদের জন্য (Cent Home Loan for Employees): এ ক্ষেত্রে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে সুদ জানার জন্য।

সেন্ট কম্বো (Cent Combo Loan): ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে।

সেন্ট হোম লোন স্কিম ফর পাসিং থার্ড অথবা ফর হাউস ফ্লাট: ৮% থেকে ৮.২০% পর্যন্ত।

A) সেন্ট হোম লোন (Cent Home Loan):

১) যে কোনো ঘরের জন্য আবেদনকারী এর লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) সুদের হার ১.৮৫% থেকে শুরু করে ৭.১০% পার্সেন্ট পর্যন্ত।

৩) প্রসেসিং ফি: ৫০০ টাকা লোন এমাউন্ট এর উপরে।

৪) মরাটরিয়াম পিরিওড: সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত

B) সেন্ট হোম লোন টু এম্প্লয়িস (Cent Home Loan to Emploes):

১) পার্মানেন্ট এম্প্লয়িস সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হতে হবে, স্টেট গভর্নমেন্ট এবং PSUS সেন্ট্রাল গভার্মেন্ট এর পার্মানেন্ট কর্মচারী হতে হবে, তবেই আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) সুদের হার: সেটা ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে।

৩) প্রসেসিং ফি: ০.৫০%  লোন এমাউন্ট এর উপরে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা লোন এর উপরে।

৪) সর্বোচ্চ ৯০%% পর্যন্ত আপনি লোন পাবেন আপনার ঘরের জন্য।

C) সেন্ট কম্বো স্কিম (Cent Combo Scheme):

১) যে কোন ব্যাক্তি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

২) সুদের হার জানার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে।

৩) প্রসেসিং ফি: ০.২৫% সর্বোচ্চ কুড়ি হাজার টাকার উপরে তার সাথে ট্যাক্স রয়েছে।

৪) আপনি কিন্তু হাউসিং লোন এবং ভেহিকেল (যানবাহন) লোনের জন্য ছাড় পেতে পারেন।

৫) আবেদনকারী সর্বনিম্ন বছরে ইনকাম হতে হবে চার লাখ টাকা।

৬) এবং সর্বোচ্চ লোন এমাউন্ট ৪০ লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন।

D) সেন্ট হোম ডাবল প্লাস স্কিম (Cent Home Double Plus Scheme):

১) যেকোনো ব্যক্তি এই লোনের জন্য আবেদন করতে পারেন।

২) সুদের হার ৬.৮৫% (শতাংশ)

৩) প্রসেসিং ফি: ০.৫০%  সর্বোচ্চ কুড়ি হাজার টাকার উপরে।

৪) আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ১৮ বছরের উপরে, তবেই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। লোন পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।

E)  Cent Home Loan Scheme for purchasing 3rd or 4th house/flat:

১) সমস্ত রকম ব্যক্তি এই লোনের জন্য আবেদন করতে পারবেন, সুদের হার ৮% থেকে ৮.৩% পর্যন্ত প্রসেসিং ফি: ০.৫০%  সর্বোচ্চ কুড়ি হাজার টাকার উপরে। তার সাথে ট্যাক্স ও আছে এবং সর্বোচ্চ আরো বেশি ১০ বছর পর্যন্ত সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য। এ লোন পরিশোধের সময়সীমা ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত।

Central Bank Home Loan আবেদনকারীর যোগ্যতা:

১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং ১৮ বছর উপরে হলে আরও বেশি ভালো এই লোন এর জন্য আবেদন করার ক্ষেত্রে।

২) সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদনকারীর।

৩) যদি আবেদনকারী ভারতীয় হয়ে থাকেন অথবা ভারতীয় না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লোন এর ধরন নির্ভর করবে সেই ব্যক্তির আবেদনের ক্ষেত্রে।

৪) বেতনভুক্ত কর্মচারী, self-employed, এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Central Bank Home Loan Apply Documents:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে:

পরিচয় পত্র হিসাবে: (Identity Proof)

১) ড্রাইভিং লাইসেন্স,

২) ভোটার আইডি কার্ড,

৩) পাসপোর্ট,

৪) আধার কার্ড ইত্যাদির কপি

ঠিকানার প্রমাণপত্র হিসেবে: (Address Proof)

১) পাসপোর্ট,

২) ড্রাইভিং লাইসেন্স,

৩) আধার কার্ড,

৪) ইউটিলিটি বিল,

৫) ভোটার আইডি কার্ড ইত্যাদি

ইনকাম প্রুফ  হিসেবে: (Income Proof)

১) লেটেস্ট ফর্ম 16, অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন

২) রিসেন্ট স্যালারি- স্লিপ

অন্যান্য ডকুমেন্ট হিসেবে: (Other Documents)

১) হাউসিং সোসাইটি থেকে এন ও সি (NOC) এবং এগ্রিমেন্ট লাগবে, কনস্ট্রাকশনের ডেভলপ/ বিল্ডার/ এগ্রিমেন্ট/ অরিজিনাল প্রপার্টি টাইটেল লিস্ট এবং এপ্রুভড কনস্ট্রাকশন প্লান।

সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনা (Central Bank Pradhan Mantri Awas Yojana):

২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম অফার করে থাকে গভারমেন্ট অফ ইন্ডিয়া থেকে। সকলের মাথার উপরে ছাদ থাকার উদ্দেশ্যে এই যোজনা শুরু করেন প্রধানমন্ত্রী। এই যোজনার লোন এর ক্ষেত্রে ৩% থেকে ৬.৫০% পর্যন্ত  সুদ দিতে হতে পারে।

সুবিধা:

১) Economically Weaker sections (EWS)

২) Low Income Group (LIG)

৩) Middle Income Group (MIG-l & MIG- ll)

Central Bank Home Loan আবেদন করবেন কিভাবে?

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোনের জন্য আবেদন করবেন:

Step 1. প্রথমত আপনাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.centralbankofindia.co.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর Loan অপশনে ক্লিক করুন, Home Loan অপশনটি সিলেক্ট করুন। Apply now বাটনে ক্লিক করুন।

Step 3. তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন  হবে, সেটা আপনার লোন অ্যাপ্লিকেশন ফর্ম, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্ম (Central Bank of India Home Loan Apply Form) টি ফিলাপ করুন।

Step 4. তারপর সব কিছু চেক করে নেওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। ব্যাংক আপনার অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে।

তো এইভাবে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোনের জন্য আবেদন করতে পারবেন, তাছাড়া অনলাইনে আবেদন করার জন্য আপনি আপনার কাছাকাছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে অর্থাৎ জমা দিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন।

সে ক্ষেত্রে কিন্তু আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন, তবে যদি অনলাইনে আবেদন করার জন্য আপনার সুযোগ-সুবিধা না হয়ে থাকে, তাহলে সরাসরি ব্যাংকে গিয়ে এই লোন এর জন্য আবেদন করতে পারবেন।

Home Click here
Official Website Click here

FAQ for Central Bank Home Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সর্বোচ্চ কত টাকা হোম লোন দেয়?” answer-0=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ হোম লোন এমাউন্ট বাড়ি তৈরি করতে যে খরচ হবে তার নব্বই পার্সেন্ট (৯০%) পর্যন্ত।” image-0=”” headline-1=”h3″ question-1=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন আবেদনকারীর বয়সসীমা কত?” answer-1=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং ১৮ বছর উপরে হলে আরও বেশি ভালো এই লোন এর জন্য আবেদন করার ক্ষেত্রে। সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত বয়স হতে হবে আবেদনকারীর।” image-1=”” headline-2=”h3″ question-2=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন কারা আবেদন করতে পারবে?” answer-2=”সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন জে কোন বেতনভুক্ত কর্মচারী, Self-employed, এই লোনের জন্য আবেদন করতে পারবেন।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top