2023 সেন্ট্রাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Central Bank Education Loan 2023 (সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোন 2023): How to Apply for Central Bank Education Loan? | Central Bank Education Loan Apply in Bengali.

শিক্ষার আলো জীবনে থাকলে অনেক বিপদ থেকে কাটিয়ে ওঠা যায়, আর তাই বর্তমান পরিস্থিতিতে এমন অনেক অভিভাবক আছেন যারা কিনা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বার্থে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে অনেক সময় দেখা যায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। কেননা যখন উচ্চশিক্ষার জন্য সামান্য কিছু পরিমাণ টাকার প্রয়োজন হয়, সেটা সেই পরিবারের ক্ষেত্রে বহন করা একেবারেই সম্ভব হয়ে ওঠেনা।

Bank Name Central Bank of India
Type of Loan Education Loan
Loan Application Process Online / Offline
Official Website centralbankofindia.co.in

অন্যান্য খরচ বহন করতে গিয়ে শিক্ষার খরচ টাকে তালিকা থেকে বাদ দিতে হয়, ইচ্ছা না থাকলেও। কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন  সারা জীবন রয়ে যায়। তবে নিজের সন্তানদের জন্য হোক অথবা নিজের ক্যারিয়ার টাকে সুন্দর করে গড়ে তোলার জন্য এখন আর টাকার অভাবে সেটা কে দমিয়ে রাখা যাবে না।

কারণ ব্যাংক থেকে আপনি এডুকেশন লোন (Education Loan) নিয়ে সেই ইচ্ছা পূরণ করতে পারবেন খুব সহজেই। আর তাই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এডুকেশন লোন (Central Bank of India Education Loan) নিতে পারবেন অল্প কিছুদিনের মধ্যে দিয়ে এবং বেশ অনেকটাই অ্যামাউন্ট লোন পরিশোধের সময়সীমা পাবেন অনেকটাই, যেটা আপনার জন্য সুবিধাজনক।

সেন্ট্রাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি | Central Bank Education Loan in Bengali
সেন্ট্রাল ব্যাংক শিক্ষা লোন আবেদন পদ্ধতি 2023 | Central Bank Education Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সেন্ট্রাল ব্যাংক থেকে এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাত্র-ছাত্রীদের জন্য এডুকেশন লোন অফার করে থাকে। যেটা খুবই সামান্য সুদের হার দিয়ে, যেটা শুরু হয় ৬.৮৫% থেকে। সে ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো কোর্স করার জন্য পর্যাপ্ত পরিমাণ লোন পেতে পারবেন অল্প কিছু সুদ দিয়ে।

সেন্ট্রাল ব্যাংক এডুকেশন লোন 2023 (Central Bank Education Loan 2023):

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত এডুকেশন এর জন্য অর্থাৎ কোর্স করার জন্য লোন দিয়ে থাকে সেগুলি হল:

সেন্ট বিদ্যার্থী (Cent Vidyarthi Loan): 

১) 100% of the collateral security

২) সুদের হার ১.৫০% থেকে ৯.০০%

স্কিম ফর ফাইন্যান্সিং এক্সিউটিভ এমবিএ (Scheme for Financing Executive MBA):

১) কুড়ি লাখ টাকা লোন এমাউন্ট ( Increased depending on the collateral)

২) সুদের হার ৬.৮৫% থেকে শুরু করে ৮.৬৫% পর্যন্ত

সেন্ট স্কিল লোন (Cent Skill Loan):

১) ১,৫০০০০ টাকা এবং সুদের হার ৮.৬৫% থেকে শুরু করে ৮.৭০% পর্যন্ত।

সেন্ট বিদ্যার্থী আই আই এম এস এবং অন্যান্য ইনস্টিটিউটস (Cent Vidyarthi IIMs and other institutes):

১) সর্বোচ্চ ৪০ লাখ টাকা এবং তার সাথে সুদের হার ৬.৮৫%

সেন্ট্রাল ব্যাংক এডুকেশন লোন ইএমআই ক্যালকুলেটর (CBOI EMI Calculator):

১) প্রথমত আপনাকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.centralbankofindia.co.in/

২) তারপর ই এম আই (EMI Calculator) ক্যালকুলেটর এই অপশনে ক্লিক করতে হবে এবং অবশ্যই সিলেক্ট করতে হবে এডুকেশন লোন।

৩) সেখানে আপনার লোন এমাউন্ট, প্রসেসিং ফি, সুদের হার এবং লোন পরিশোধের সময়সীমা সব কিছু দিয়ে এন্টার করতে হবে।

৪) এরপর দেখবেন আপনার সামনে মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এডুকেশন লোন ইএমআই ক্যালকুলেটর দেখাবে, যার মাধ্যমে আপনি একটা ধারণা করতে পারবেন যে, প্রতি মাসে কতটা পরিমাণ EMI আপনাকে দিতে হবে।

Central Bank Education Loan Documents:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোন নেওয়ার জন্য আবেদনকারীর প্রয়জনীয় ডকুমেন্টস:

বেতনভুক্ত কর্মচারী দের ক্ষেত্রে:

১) ফর্ম 16,

২) স্যালারি স্লিপ সেটা লাস্ট তিন মাসের হতে হবে।

৩) ব্যাংক স্টেটমেন্ট সেটা অবশ্যই লাস্ট ৬ মাসের হতে হবে।

৪) ইনকাম ট্যাক্স রিটার্ন লাস্ট দু বছর হতে হবে।

যারা বেতনভুক্ত কর্মচারী নন তাদের জন্য ডকুমেন্টস:

১) অডিটেড ব্যালেন্স শীট

২) ব্যাঙ্ক স্টেটমেন্টস সেটা অবশ্যই লাস্ট এক বছর হতে হবে।

৩) আই টি আর (ITR) দু বছরের।

এডুকেশন লোন সম্পর্কিত অন্যান্য ডকুমেন্টস:

১) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর সার্টিফিকেট

২) এডমিশন প্রুফ,

৩) গ্রাজুয়েশন মার্কসিট

৪) পেমেন্ট রিসিপট ফি স্ট্রাকচার,

৫) এন্ট্রান্স এক্সাম স্কোরস।

Central Bank Education Loan আবেদনকারীর সুবিধা:

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এডুকেশন লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত সুবিধা গুলি হতে পারে সেগুলি হল:

A) Cent Vidyarthi (সেন্ট বিদ্যার্থী):

১) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পড়াশোনার জন্য অর্থাৎ উচ্চশিক্ষার জন্য ভারতের মধ্যে এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে লোন দিয়ে থাকে গ্রাহকদের।

২) এই লোনের সুদের হার ৮.৫০%

৩) ঋণ পরিশোধের সময়সীমা, যখন আপনি কোন কাজ করবেন এই পড়াশোনা শেষ করার পর সেই জব অথবা কাজ পাওয়ার পর থেকে ১২ মাস অর্থাৎ এক বছর পর্যন্ত।

৪) সর্বোচ্চ লোন এমাউন্ট ৭.৫০ লাখ টাকা এবং এই লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত।

৫) আবার সর্বোচ্চ লোন এমাউন্ট ৭.৫০ লাখ টাকা এবং সেই লোন পরিশোধের সময়সীমা ১৫ বছর পর্যন্ত।

৬) সর্বোচ্চ চার লাখ টাকা লোন এর উপরে কোনরকম সিকিউরিটি চায় না সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৭) ভারতের মধ্যে পড়াশোনার জন্য এই লোন নিতে গেলে কোন রকম প্রসেসিং ফি আপনাকে দিতে হবে না।

B) Executive MBA (এক্সিকিউটিভ এমবিএ):

১) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ২৩ বছর বয়সী হতে হবে।

২) এই লোন Executive MBA প্রোগ্রাম এর জন্য দিতে পারবেন সেটা ভারতের মধ্যে হোক অথবা বিদেশে।

৩) সহ-লোনগ্রহীতা বাধ্যতামূলক (Co-borrower is Mandatory)

৪) আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ভারতে কমপক্ষে দুই বছর কাজ করতে হবে।

৫) সুদের হার অনেকটাই কম, যদি আপনি সিকিউর এডমিশন নিয়ে থাকেন ইনস্টিটিউট Schedule A অথবা Schedule B এর মধ্যে।

C) Cent Vidyarthi- IIMs and other institutes (সেন্ট বিদ্যার্থী- আইআইএম এবং অন্যান্য প্রতিষ্ঠান):

১) সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত লোন অফার করে থাকে।

২) No Collateral or security needs to be provided

৩) কো- এপ্লিকেন্ট হিসেবে বাবা-মা অন্যান্য অভিভাবক অথবা শ্বশুর-শাশুড়ি এই লোনের জন্য কো এপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে পারবেন।

৪) কোনরকম মার্জিন নেয় না।

D) Cent Skill Loan (সেন্ট স্কিল লোন):

১) এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক।

২) এখানে সর্বনিম্ন কোনরকম বয়সের পরিমাণ নেই অর্থাৎ যেকোন বয়সের ছাত্র-ছাত্রীরা এই লোন এর জন্য আবেদন করতে পারবেন।

৩) সর্বনিম্ন এবং সর্বোচ্চ লোন এমাউন্ট ৫০,০০০ থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অফার করে থাকে গ্রাহকদের জন্য, অর্থাৎ ছাত্র-ছাত্রীদের জন্য।

৪) কোন রকম প্রসেসিং ফি নেয় না।

৫) এই লোন আবেদন করার ক্ষেত্রে কোনো রকম গ্যারান্টি চেয়ে থাকে না।

৬) লোন এমাউন্ট এর উপরে নির্ভর করে লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।

Central Bank of India Education Loan আবেদন করবেন কিভাবে?

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি সেন্ট্রাল ব্যাংক এডুকেশন লোন এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন:

Step 1. প্রথমত আপনাকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, https://www.centralbankofindia.co.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর লোন অপশনে এডুকেশন লোন (Education Loan) সিলেক্ট করতে হবে। এরপর এ্যাপলাই নাও (Apply Now) অপশনে ক্লিক করুন।

Step 3. সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম (Central Bank of India Education Loan Apply Form) আসবে যেটি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে ফরমটি ফিলাপ করতে হবে, তারপর ভালোমতো চেক করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Step 4. আপনার অ্যাপ্লিকেশনটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই এই লোনের জন্য আপনার সাথে যোগাযোগ করবে, আর লোন এমাউন্ট আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

এছাড়াও অফলাইনেও আপনি এই লোন এর জন্য আবেদন করতে পারবেন, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনার কাছাকাছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ব্রাঞ্চ এ গিয়ে এই  লোন এর বিষয়ে কথা বলতে পারেন এবং এই লোন নেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন।

তাহলে জানা হয়ে গেল যে, আপনি কিভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এডুকেশন লোন নিতে পারবেন, তাহলে নিজের ক্যারিয়ার উজ্জ্বল করতে অথবা নিজের সন্তানের ক্যারিয়ার উজ্জ্বল করতে আপনাকে আর চিন্তা করতে হবে না।

বর্তমান কাজের উপর নির্ভর করে প্রতিমাসে ই এম আই বাবদ এই লোন পরিশোধ করতে পারবেন এবং অনেকটাই সময় পাবেন সেই লোন পরিশোধ করার জন্য।

তাছাড়া পড়াশোনা শেষ করে অথবা কোর্স শেষ করার পর জব পাওয়ার পরেই কিন্তু আপনি এই লোন পরিশোধ করতে পারবেন, তাহলে আর চিন্তা কিসের! এডুকেশন লোন এর জন্য আবেদন করুন অনলাইন অথবা অফলাইন।

Home Click here
Official Website Click here

FAQ for Central Bank Education Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিক্ষা লোনের সুদের হার কত?” answer-0=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিক্ষা লোন সামান্য সুদের হার দিয়ে শুরু, যেটা শুরু হয় ৬.৮৫% থেকে।” image-0=”” headline-1=”h3″ question-1=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোনের জুরুরি ডকুমেন্টস কি কি?” answer-1=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোন সম্পর্কিত জুরুরি ডকুমেন্টস হলঃ ১) মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর সার্টিফিকেট ২) এডমিশন প্রুফ, ৩) গ্রাজুয়েশন মার্কসিট ৪) পেমেন্ট রিসিপট ফি স্ট্রাকচার, ৫) এন্ট্রান্স এক্সাম স্কোরস।” image-1=”” headline-2=”h3″ question-2=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কোন এডুকেশন লোন দেয়?” answer-2=”সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেক প্রকারের এডুকেশন লোন দিয়ে থাকে, যেমনঃ A. সেন্ট বিদ্যার্থী (Cent Vidyarthi Loan) B. স্কিম ফর ফাইন্যান্সিং এক্সিউটিভ এমবিএ (Scheme for Financing Executive MBA) C. সেন্ট স্কিল লোন (Cent Skill Loan) D. সেন্ট বিদ্যার্থী আই আই এম এস এবং অন্যান্য ইনস্টিটিউটস (Cent Vidyarthi IIMs and other institutes)” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top