2023 কানাডা ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Canara Bank Loan Against Securities 2023 (কানাডা ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন 2023): How to Apply for Canara Bank Loan Against Securities? | Canara Bank Loan Against Securities Apply in Bengali.

যেকোন প্রয়োজন হোক, যেকোনো কাজ, সব ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন হয়। সেক্ষেত্রে মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে চলেছেন। এমনও দেখা যায় যে, হঠাৎ কোনো কাজের ক্ষেত্রে আপনার কিছু টাকার প্রয়োজন হয়, সেটা আপনি বলতে গেলে ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে নিতে পারবেন।

তবে অনেক সময় দেখা যায় ব্যাংক লোন দেওয়ার বিনিময়ে কিছু সিকিউরিটি হিসেবে রেখে দিতে চায়, গ্রাহকদের কাছ থেকে এমন কিছু চেয়ে বসে যেটা অনেক সময় গ্রাহকদের কাছে থাকে আবার অনেক সময় থাকেনা।

Bank Name Canara Bank
Type of Loan Loan Against Securities
Loan Application Process Online / Offline
Official Website canarabank.com

আপনার সোনার অলংকার, বিষয়-সম্পত্তি, গুলির বিনিময়ে আপনি লোন পেতে পারেন ঠিকই, তবে এমনও তো অনেক মানুষ আছেন যাদের এসব কিছুই নেই, অথচ প্রতিদিনের ইনকাম থেকে কিছু সিকিউরিটি যেমন ধরুন- শেয়ার, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক ব্যালেন্স, কোন পলিসি, করে রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলোর বিনিময় এ লোন নিতে পারবেন ব্যাংক থেকে।

(কানাডা ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন | Canara Bank Loan Against Securities in Bengali
(কানাডা ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন | Canara Bank Loan Against Securities in Bengali

Canara Bank Loan Against Securities 2023

তো চলুন তাহলে জানা যাক কিভাবে আপনি কানাড়া ব্যাঙ্ক থেকে সিকিউরিটিজের বিনিময়ে লোন নিতে পারবেন অর্থাৎ কানাড়া ব্যাংক ক্যাশ লোন:

কানাড়া ব্যাংক ক্যাশ (Shares) যেটা পার্সোনাল লোন এর মধ্যে পড়ে থাকে, যেটা কানাড়া ব্যাংক গ্রাহকদের জন্য অফার করে থাকে। আর এই ইউনিক পার্সোনাল লোন গ্রাহকরা পেয়ে থাকবেন ডিবেঞ্চার, বন্ডস এবং ইউনিট এর বিনিময়ে।

Canara Bank Loan Against Securities গ্রাহকদের যোগ্যতা ও সুবিধা:

তো চলুন তাহলে এবার জানা যাক, কিভাবে আপনি কানাড়া ব্যাংক থেকে সিকিউরিটিজের বিনিময়ে লোন নিতে পারবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Canara Bank Cash (Loan Against Securities) এর জন্য গ্রাহকদের যোগ্যতা:

১) এই লোনের জন্য কানাড়া ব্যাংক যে সমস্ত শর্ত এবং নিয়মগুলি রেখে দিয়েছে সেগুলি গ্রাহকদের ভালো লাগতে হবে এবং এই লোন সম্পর্কে ভালোমতো ধারণা থাকতে হবে।

২) নতুন কোন গ্রাহক যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ব্যাংকে নিজের একটি একাউন্ট থাকতে হবে।

৩) এই লোনের জন্য বেতনভুক্ত কর্মচারী এবং যারা বেতনভুক্ত কর্মচারী নন তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

কানাড়া ব্যাঙ্ক ক্যাশ (Shares) এর ক্ষেত্রে সুবিধা এবং লাভ:

কানাড়া ব্যাংক গ্রাহকদের জন্য এই লোন এর ক্ষেত্রে যে সমস্ত সুবিধা ও লাভ গুলি রেখেছে সেগুলি হল:

১) এই ব্যাংক গ্রাহকদের জন্য অফার করে থাকে পার্সোনাল লোন এগেনস্ট শেয়ার (Canara Bank Personal loan against shares) যেটা খুবই কম সময়ের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন, তাছাড়া ডিবেঞ্চার, বন্ডস এবং ইউনিটস এর বিনিময়ে কানাড়া ব্যাংক লোন দিয়ে থাকে।

২) শেয়ার এবং ডিবেঞ্চার এর মার্কেট ভ্যালু ৫০% পর্যন্ত সর্বোচ্চ অফার করা হয় এই ব্যাংক থেকে।

৩) পি এস ইউ (PSU) বন্ডস এর ক্ষেত্রে ৭০%  পর্যন্ত মার্কেট ভ্যালু অফার করে এই ব্যাংক।

৪) Units of UTI and CBMF, NAV, এর মার্কেট ভ্যালু ৫০% পর্যন্ত দিয়ে থাকে।

৫) এই লোন গ্রাহকরা পেতে পারবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত।

৬) এই লোনের জন্য সুদের হার আপনাকে দিতে হবে ১৪.৯% পর্যন্ত, আপনার লোন এমাউন্ট এর উপরে।

৭) তাছাড়া খুবই সামান্য ডকুমেন্টেশন করতে হবে আপনাকে, তার সাথে একেবারে ঝামেলামুক্ত অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা আপনি অনায়াসেই করতে পারবেন।

৮) খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাওয়া যায় এই লোনের জন্য, যেটা প্রতিটি গ্রাহকের জন্য বেশ ভালো একটি বিষয়।

Canara Bank Loan Against Securities-এর জন্য ডকুমেন্টস:

তো চলুন তাহলে জানা যাক, কানাড়া ব্যাংক সিকিউরিটিজের বিনিময়ে লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে:

এই লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সাথে আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

২) আবেদনের জন্য গ্যারান্টি হিসাবে যেগুলি লাগবে।

৩) Statement of holding issued by DP

৪) আবেদনকারীর ইনকাম প্রুফ হিসাবে লেটেস্ট সেলারি সার্টিফিকেট।

৫) যদি আবেদনকারী বেতনভুক্ত কর্মচারী না হন তাহলে লাস্ট দু’বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর প্রয়োজন পড়বে আপনার।

৬) আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্জিন হিসাবে ৪ লাখ টাকা নিয়ে থাকে এবং ব্যাংক আবেদনকারীকে প্রোভাইড করে থাকে ১৬ লাখ টাকা সর্বোচ্চ ২০ লাখ টাকার লোন এর মধ্যে।

৭) প্রসেসিং চার্জ হিসেবে ০.০১% নিয়ে থাকে লোন এমাউন্ট এর ওপরে যেটা সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ টাকা।

৮) সিগনেচার প্রুফ হিসাবে- Banker’s verification, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স।

৯) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- post-paid ফোন বিল, ভ্যালিড রেন্ট এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড (এর মধ্যে যেকোনো একটি হলেই হবে)

১০) পরিচয় পত্র হিসাবে- ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আর যদি প্যান কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ড ইস্যু করা লেটার অবশ্যই আপনার থাকতে হবে।

১১) ইনকাম প্রুফ হিসেবে লাস্ট তিন মাসের স্যালারি- স্লিপ, ফরম 16, অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন।

Canara Bank Loan Against Securities আবেদন করবেন কিভাবে?

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন:

Step 1. প্রথমত আপনাকে কানাড়া ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.canarabank.com/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর “Loan Scheme এই অপশনের মধ্যে গিয়ে “Canara Cash / Loan Against Securities” এই অপশনে ক্লিক করে, “Apply Now” অপশনটিতে ক্লিক করতে হবে।

Stap 3. তার পর যে পেজটি ওপেন হবে, সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে, করার পর যে চার্জ নিয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে ভরতে হবে।

Step 4. তারপর সব কিছু চেক করে নেওয়ার পর “Submit” বাটনে ক্লিক করতে হবে।

Step 5. আপনার আবেদনটি কানাড়া ব্যাঙ্ক ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

তাছাড়া আপনি যদি চান তাহলে অফলাইনেও এই লোনের জন্য আবেদন করতে পারেন, সে ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে এবং আপনার যে সিকিউরিটি গুলি রয়েছে তার কাগজপত্র অর্থাৎ প্রমাণপত্র নিয়ে আপনার কাছাকাছি কানাড়া ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে এই লোনের জন্য কথা বলতে পারেন এবং এই লোন নেওয়ার জন্য আবেদন করতে পারেন।

কানাড়া ব্যাংকের হেল্পলাইন (Canara Bank Helpline):

কানাড়া ব্যাঙ্ক ওয়েবসাইট (Canara Bank Website): www.canarabank.com, www.canarabank.in (Net Banking)

হেডকোয়ার্টার্স (Canara Bank Headquarters): বেঙ্গালুরু (Bengaluru), কর্ণাটক (Karnataka)

টোল ফ্রি নাম্বার (Canara Bank Toll-free Number): 1800 425 0018

তাছাড়া, লোনের ব্যাপারে আপনার যদি কোন তথ্য জানার থাকে, তাহলে এই টোল ফ্রি নাম্বার এ কল করে আপনি জানতে পারেন। তাছাড়া ওয়েবসাইটে ভিজিট করেও আপনি এই লোন সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও কানাড়া ব্যাঙ্ক সবথেকে পুরনো ব্যাংক এই দেশ গুলির মধ্যে, এই ব্যাংকের অন্যান্য ব্রাঞ্চ গুলি লন্ডন (London), হংকং (Hong Kong), মস্কো (Moscow), দোহা (Doha), দুবাই (Dubai), নিউ ইয়র্ক (New York), এবং সাংহাই (Shanghai) তে অবস্থিত।

তাহলে আর চিন্তা কিসের, আপনার মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক ব্যালেন্স, শেয়ার, ডিবেঞ্চার, units গুলির বিনিময় এ কিন্তু আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন সিকিউরিটিজের বিনিময়ে অর্থাৎ এগুলো আপনার সুবিধা-অসুবিধা তো অনেক কাজে আসবে, যেমন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সুরক্ষিত করে তেমনি তার সাথে সাথে হঠাৎ প্রয়োজনীয় টাকার অভাব মেটাতে পারে।

Home Click here
Official Website Click here

FAQ for Canara Bank Loan Against Securities

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোনের প্রসেসিং ফি কত?” answer-0=”প্রসেসিং চার্জ হিসেবে ০.০১% নিয়ে থাকে লোন এমাউন্ট এর ওপরে যেটা সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ টাকা।” image-0=”” headline-1=”h3″ question-1=”কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন আবেদন কারা করতে পারবে?” answer-1=”এই লোনের জন্য বেতনভুক্ত কর্মচারী এবং যারা বেতনভুক্ত কর্মচারী নন তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন।” image-1=”” headline-2=”h3″ question-2=”কানাড়া ব্যাঙ্ক সিকিউরিটিজের বিনিময়ে লোন কিভাবে পাবেন?” answer-2=”আপনি যদি নিজের ইনকাম থেকে কিছু শেয়ার, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক ব্যালেন্স, কোন পলিসি, করে রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলোর বিনিময় এ লোন নিতে পারবেন ব্যাংক কানাড়া ব্যাঙ্ক থেকে।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top