Canara Bank Education Loan 2023 (কানাড়া ব্যাংক শিক্ষা লোন 2023): How to Apply Canara Bank Education Loan in Bengali? | Canara Bank Education Loan Apply in Bengali.
প্রায়ই অনেকের মুখেই বলতে শোনা যায় শিক্ষার আলো যার জীবনে নেই তার জীবন অন্ধকার, কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় থাকেনা, তাইনা। আর তাই টাকার অভাবে অনেক মানুষের, অনেক ছেলে মেয়ের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়।
Bank Name | Canara Bank |
Type of Loan | Education Loan |
Loan Application Process | Online / Offline |
Official Website | canarabank.com |
তবে এখন আপনি যদি মনে করেন তাহলে ব্যাংক থেকে লোন নিয়ে স্বপ্ন পূরণ করতেই পারেন। আর সেটা শুধুমাত্র পড়াশোনার জন্যই নয়, নিজের ক্যারিয়ার ভালো করে তৈরি করে নেওয়ার পর ইনকাম শুরু করার পরেই কিন্তু আপনি এই লোন পরিশোধ করতে পারেন।
সে ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন আপনি। খুবই কম সুদের হার, তার সাথে বেশ অনেকটা পরিমাণ টাকা আপনি লোন হিসেবে পাবেন। কোনরকম রেপেমেন্ট চার্জ নেয় না।
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি কানাড়া ব্যাঙ্ক থেকে এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:
সুচিপত্র
- কানাড়া ব্যাঙ্ক এডুকেশন লোন 2023 (Canara Bank Education Loan 2023):
- Canara Bank Education Loan সর্বোচ্চ লোন এমাউন্ট:
- Canara Bank Education Loan সুদের হার:
- Canara Bank Education Loan আবেদনকারীর যোগ্যতা:
- কারা Canara Bank Education Loan আবেদন করতে পারবেন?
- Canara Bank Education Loan নেওয়ার জন্য ডকুমেন্টস:
- Canara Bank Education Loan আবেদন করবেন কিভাবে?
- FAQ for Canara Bank Education Loan
কানাড়া ব্যাঙ্ক এডুকেশন লোন 2023 (Canara Bank Education Loan 2023):
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
সর্বোচ্চ লোন এমাউন্ট: ২০ লাখ টাকা পর্যন্ত
লোন পরিশোধের সময়সীমা: ৮৫ মাস অর্থাৎ ৭ বছর ১ মাস।
এই লোন নিয়ে আপনি ভারতের মধ্যে এবং বিদেশে আর যে কোর্সগুলো করতে চাইছেন তার জন্য কত পরিমান এমাউন্টের লোন আপনি পেতে পারেন এবং তার সাথে সেই লোনের সুদের হার সম্পর্কেও জানা যাক:
Canara Bank Education Loan সর্বোচ্চ লোন এমাউন্ট:
১) ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে: ১০ লক্ষ টাকা।
২) বিদেশে পড়াশোনার ক্ষেত্রে: ২০ লক্ষ টাকা
৩) IIT, IIM, ISB কোর্স গুলি করার জন্য: ২০ লক্ষ টাকা।
Canara Bank Education Loan সুদের হার:
সর্বোচ্চ ৪ লক্ষ টাকার লোন এর ক্ষেত্রে:
১) ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৯০%।
২) বিদেশে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৯০%
৩) IIT, IIM, ISB কোর্স গুলি করার জন্য: ৮.৯০%।
৪ লক্ষ থেকে ৭ লক্ষ ৫০ হাজার পর্যন্ত লোন এর ক্ষেত্রে:
১) ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৯০%।
২) বিদেশে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৯০%
৩) IIT, IIM, ISB কোর্স গুলি করার জন্য: ৮.৯০%
৭ লক্ষ ৫০ হাজার টাকার উপরে লোন এর ক্ষেত্রে:
১) ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৫০%।
২) বিদেশে পড়াশোনার ক্ষেত্রে: ৮.৫০%
৩) IIT, IIM, ISB কোর্স গুলি করার জন্য: ৮.৫০%
কানাড়া ব্যাংক এডুকেশন লোন (Canara Bank Education Loan):
বিভিন্ন রকমের এডুকেশন লোন ছাত্র-ছাত্রী পেতে পারেন এই কানাড়া ব্যাঙ্ক থেকে।
১) টিউশন/ কোর্স ফি/ এক্সামিনেশন লাইব্রেরী ল্যাবরেটরি, Caution Deposit.
২) purchase of books, Equipment’s, Instruments
কানাড়া ব্যাংক স্টুডেন্ট লোন এর সুবিধা:
১) স্পেশাল লোন স্কিম ভোকেশনাল এডুকেশন ট্রেনিংয়ের জন্য।
২) বিদ্যা সহায় এবং বিদ্যা তুরন্ত স্কিম (Vidya Sahay & Vidya Turant)
Canara Bank Education Loan আবেদনকারীর যোগ্যতা:
I) আবেদনকারীর বয়স: নন এমপ্লয়ীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এবং এম্প্লয়িস, executives দের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।
II) এই লোনের জন্য কারা আবেদন করতে পারবেন: যারা ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাকিং কোর্স এডমিশন প্রফেশনাল এবং টেকনিকাল কোর্সেস ইন রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কোর্স করতে চাইছেন তারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
পার্মানেন্ট এম্প্লয়িস এবং হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে এবং এডমিশন সিকিওর হতে হবে, রেপুটেড ইনস্টিটিউট এর মধ্যে। অর্থাৎ আপনি রেপুটেড ইনস্টিটিউটে এডমিশন নিয়েছেন সেটা কনফার্ম হতে হবে।
কানাড়া ব্যাংক সর্বোচ্চ এডুকেশন লোন এমাউন্ট:
১) সর্বোচ্চ ১০ লাখ টাকা লোন পেতে পারেন শুধুমাত্র ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে।
২) সর্বোচ্চ ২০ লাখ টাকা লোন পাবেন বিদেশে পড়াশোনার জন্য।
৩) সর্বোচ্চ ২০ লাখ টাকা যেটা আপনি IIT’s, IIM’s এবং ISB’s এই সমস্ত কোর্স করার জন্য পাবেন।
কানাড়া ব্যাংক এডুকেশন লোন রি পেমেন্ট অথবা লোন পরিশোধ (Repayment):
১) এটা আপনি মাসে ই এম আই (EMI) হিসেবেও দিতে পারেন।
২) তাছাড়া লোন পরিশোধের সময়সীমা শুরু হয় আপনার কোর্স কমপ্লিট হওয়ার ১ বছর অথবা ছয় মাসের মধ্যে। যখন আপনি কোন কাজ করবেন অথবা চাকরি পাবেন তারপর থেকে এই লোন পরিশোধের সময় শুরু হবে।
৩) যদি আপনি ভারতের মধ্যে পড়াশোনা করার জন্য এডুকেশন লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছর সময় পাবেন এই লোন পরিশোধ করার, কিন্তু সেই পনের বছর সময় টা শুরু হবে আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরে কোন জব করার পর থেকে।
৪) আর যদি বিদেশে পড়াশোনার জন্য আপনি এই এডুকেশন লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে সর্বোচ্চ ৮৫ মাস অর্থাৎ ৭ বছর ১ মাস সময় পাবেন এই লোন পরিশোধ করার। তবে এটাও কিন্তু শুরু হবে আপনার জব করার পর থেকে।
কানাড়া ব্যাংক এডুকেশন লোন সুদের হার:
সর্বোচ্চ ৭.৫ লাখ টাকা: Ongoing 1 year MCLR+2.00%
৭.৫ লাখ টাকার ওপরে লোন: ongoing 1 year MCLR+1.50%
(Rol is Subject to Change)
০.৫০% গার্ল স্টুডেন্ট অর্থাৎ ছাত্রীদের জন্য ছাড় পাওয়া যায়।
0.50% concession for prompt repayment of interest during moratorium
কানাড়া ব্যাংক এডুকেশন লোন মার্জিন (Margin):
সর্বোচ্চ চার লাখ টাকা: নেই
৪ লাখ টাকার উপরে লোন: ভারতের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে ৫%।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ১৫%
সিকিউরিটি (Security): সর্বোচ্চ লোন এমাউন্ট ৭.৫০ লাখ টাকা এবং এখানে ছাত্র-ছাত্রীর বাবা-মা এবং অন্যান্য অভিভাবক যুক্ত থাকতে হবে, কো- এপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে পারবেন।
১) আন্ডার গ্রাজুয়েশন এডুকেশন লোন (Under Graduation Education Loan):
যে সমস্ত ছাত্র-ছাত্রী সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং উচ্চশিক্ষার জন্য আন্ডার গ্রাজুয়েশন করতে চাইছেন সেক্ষত্রে সেটা ভারতের মধ্যে পড়াশোনার জন্য হতে পারে অথবা বিদেশে, আর এর জন্য এই লোন আপনি নিতে পারেন।
২) পোস্ট গ্রাজুয়েট এডুকেশন লোন (Post- Graduate Education Loan):
যে সমস্ত ছাত্র-ছাত্রী রেপুটেড ইউনিভার্সিটি/ কলেজ থেকে আন্ডার গ্রাজুয়েশন কোর্স কমপ্লিট করেছেন তার পরে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এই লোন নিতে পারেন, সেটাও ভারতের মধ্যে হতে পারে অথবা বিদেশে।
৩) প্যারেন্টস availing এডুকেশন লোন (Parents Availing Education Loan):
এই লোন ছাত্র-ছাত্রীর বাবা-মা তাদের সন্তানদের পড়াশোনার জন্য খরচ বাবদ নিতে পারেন, তবে সেটা উচ্চশিক্ষার জন্য নয়, যেমন ধরুন গ্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট কোর্স নয়। কিন্তু হায়ার সেকেন্ডারি এডুকেশন কোর্সের জন্য এই লোন নিতে পারবেন।
৪) ক্যারিয়ার গ্রোথ এডুকেশন লোন (Career Growth Education Loan):
এই লোন যুবক- যুবতী নিতে পারবেন তাদের ক্যারিয়ার টাকে সুন্দর করে গঠন করার জন্য। যেমন ধরুন- কোন কোর্স, ট্রেনিং, সার্টিফিকেশন, যে গুলির জন্য তাদের ক্যারিয়ারের অনেকটাই উন্নতি সাধন হবে। আর এসবের জন্য ক্যারিয়ার গ্রোথ এডুকেশন লোন নিতে পারবেন কানাড়া ব্যাংক থেকে।
লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত, লোন এমাউন্ট সর্বোচ্চ ২০ লাখ টাকা, সুদের হার ১.৩৫% শতাংশ, প্রসেসিং ফি নেই বললেই চলে।
কারা Canara Bank Education Loan আবেদন করতে পারবেন?
১) আবেদনকারীকে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক।
২) তার সাথে স্টুডেন্টকে হতে হবে অবশ্যই মাধ্যমিক পাস,
৩) আবেদনকারীর অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউশন এ এডমিশন সিকিওর হতে হবে।
Canara Bank Education Loan নেওয়ার জন্য ডকুমেন্টস:
কানাড়া ব্যাঙ্ক থেকে এডুকেশন লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে:
১) এডমিশনের লেটার, সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম।
২) দুটো পাসপোর্ট সাইজের ফটো,
৩) পড়াশোনার খরচ বাবদ যে স্টেটমেন্ট হয় সেটা
৪) প্যান কার্ড যেটা ছাত্র অথবা ছাত্রীর বাবা-মা অথবা অভিভাবকের হতে পারে।
৫) ছাত্র ছাত্রীর বাবা মায়ের আধার কার্ড।
৬) পরিচয় পত্র হিসাবে- আধার কার্ড, যে কোন ফটো আইডেন্টিটি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স,
৭) ঠিকানার প্রমাণ পত্র হিসেবে- টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আবেদনকারী অথবা আবেদনকারীর অভিভাবক এর লাস্ট ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
৮) আইটি রিটার্নস আইটি অ্যাসেসমেন্ট অর্ডার
৯) Brief statement of assets and liabilities of parents/ guardian/ other co-borrower
১০) ছাত্র-ছাত্রীর বাবা-মায়ের ইনকাম প্রুফ হিসাবে- স্যালারি স্লিপ, ফর্ম 16
Canara Bank Education Loan আবেদন করবেন কিভাবে?
তো চলুন তাহলে জানা যাক কিভাবে আপনি কানাড়া ব্যাঙ্ক থেকে এডুকেশন লোন এর জন্য আবেদন করবেন:
Step 1. প্রথমত আপনাকে কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.canarabank.com/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
Step 2. তার পর যে পেজটি ওপেন হবে সেখানে Loan অপশনে গিয়ে Education Loan এই অপশনটি সিলেক্ট করতে হবে।
Step 3. তারপর Apply Now অপশনে ক্লিক করতে হবে।
Step 4. যে নতুন পেজটি ওপেন হবে সেখানে এডুকেশন লোন এর জন্য অ্যাপ্লিকেশন ফর্ম (Canara Bank Education Loan Application Form) পাবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সেই ফরমটি ফিলাপ করতে হবে।
Step 5. তারপর সবকিছু ভালো করে চেক করে নেওয়ার পর Submit বাটনে ক্লিক করতে হবে। কানাড়া ব্যাঙ্ক আপনার অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে এডুকেশন লোন এর বিষয়ে।
আর আপনি যদি মনে করেন যে, অফলাইনে এই লোনের জন্য আবেদন করবেন, সে ক্ষেত্রে কানাড়া ব্যাংকে যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন।
তাহলে খুবই কম সুদ দিয়ে এবং সামান্য কিছু ডকুমেন্টেশন করে নিজের সন্তানের পড়াশোনার জন্য হোক অথবা নিজের ক্যারিয়ার গঠনের জন্য আপনি এডুকেশন লোন নিতে পারবেন, কানাড়া ব্যাংক থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই লোন পরিশোধ করার অনেকটাই সময় পাবেন এবং এটা শুরু হচ্ছে আপনার জব শুরু হওয়ার পর থেকে।
Home | Click here |
Official Website | Click here |
FAQ for Canara Bank Education Loan
[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”কানাড়া ব্যাংক সর্বোচ্চ কত এডুকেশন লোন দেয়?” answer-0=”কানাড়া ব্যাংক সর্বোচ্চ এডুকেশন লোন এমাউন্ট ২০ লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে।” image-0=”” headline-1=”h3″ question-1=”কত দিনে কানাড়া ব্যাংক এডুকেশন লোন পরিশোধ করতে হয়?” answer-1=”কানাড়া ব্যাংক এডুকেশন লোন পরিশোধের সময় ৮৫ মাস অর্থাৎ ৭ বছর ১ মাস।” image-1=”” headline-2=”h3″ question-2=”কানাড়া ব্যাংক এডুকেশন লোন আবেদনকারীর বয়সসীমা কত?” answer-2=”কানাড়া ব্যাংক এডুকেশন লোন আবেদনকারীর বয়স, নন এমপ্লয়ীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এবং এম্প্লয়িস, executives দের জন্য সর্বোচ্চ ৪৫ বছর।” image-2=”” count=”3″ html=”true” css_class=””]