2023 কানাড়া ব্যাংক গাড়ির লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Canara Bank Car Loan 2023 (কানাড়া ব্যাংক গাড়ির লোন 2023): How to Apply for Canara Bank Car Loan in Bengali? | Canara Bank Car Loan Apply in Bengali.

জীবনে বাঁচার জন্য খাদ্য বস্ত্রের যেমন প্রয়োজন আছে, তেমনি কোথাও যাওয়ার জন্য গাড়ির প্রয়োজন আছে। তবে অনেকের এই স্বপ্নটা হয়ত পূরণ হয়না, সারা জীবন অর্থের অভাবে নিজের কোন গাড়ি হয়ে ওঠে না।

Bank Name Canara Bank
Type of Loan Car Loan
Loan Application Process Online / Offline
Official Website canarabank.com

তবে আপনার মাসিক ইনকাম এর উপরে নির্ভর করে ব্যাংক থেকে খুবই কম সুদ দিয়ে এবং বেশ কিছু সময় হাতে নিয়ে যদি কার লোন (Car Loan) নিতে পারেন সেক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি গাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে।

কানাড়া ব্যাংক গাড়ির লোন আবেদন পদ্ধতি | Canara Bank Car Loan Apply Process
কানাড়া ব্যাংক গাড়ির লোন আবেদন পদ্ধতি 2023 | Canara Bank Car Loan Apply Process

আর তাই কার লোন এর জন্য কানাড়া ব্যাঙ্ক (Canara Bank Car Loan) থেকে আপনি লোন নিতে পারবেন খুবই কম এবং আকর্ষণীয় সুদের দিয়ে, তার সাথে অন্যান্য সুবিধা তো আছেই।

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি কানাড়া ব্যাংক থেকে কার লোন এর জন্য আবেদন করবেন এবং এই লোন সম্পর্কিত আরো অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক:

Canara Bank Car Loan এর সুবিধা এবং লাভ:

সুদের হার : ৭.৩৫% থেকে শুরু করে ৯.৯০% পর্যন্ত সুদ নিয়ে থাকে কার লোন এর জন্য কানাড়া ব্যাংক।

১) খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার এবং আরও যেসব চার্জ গুলো রয়েছে সেগুলি খুবই কম।

২) তাছাড়া লুকোনো কোনো চার্জ নেই, যেটা আপনাকে পরে অসুবিধায় ফেলতে পারে।

৩) তাছাড়া প্রসেসিং চার্জ খুবই সামান্য যেটা আপনি সহজেই দিতে পারবেন।

৪) তাছাড়া আবেদনকারীর মাসের ইনস্টলমেন্ট নিজের সুবিধা অনুযায়ী বাছাই করতে পারবেন, সেই সুবিধাটা কানাড়া ব্যাংক গ্রাহকদের জন্য দিয়ে রেখেছে।

৫) লোন পরিশোধের সময়সীমা ৮৪ মাস অর্থাৎ ৭ বছর পর্যন্ত আপনি সময় পাবেন এই লোন সুদ সমেত ফেরত দেওয়ার।

৬) আপনি নিজের জন্য এই লোন নিতে পারবেন শুধুমাত্র নিজের প্রয়োজনে নতুন গাড়ি অথবা চারচাকা হোক বা Car আর যাই বলুন না কেন এবং তার সাথে পুরনো ব্যবহৃত গাড়ির দিয়েও লোন নিতে পারেন।

৭) এই লোন এভেলেবেল তার উপরে নির্ভর করবে, সেটা হল গাড়ির মডেল এবং ম্যানুফ্যাকচারার।

কানাড়া ব্যাংক কার লোন ফি এবং চার্জ (Canara Bank Car Loan Fee & Changes):

প্রসেসিং ফি (Prossecing Fee) : কানাড়া ব্যাংক কার লোন এর ক্ষেত্রে প্রসেসিং ফি হিসেবে ০.২৫%  পর্যন্ত লোন এমাউন্ট এর উপরে চার্জ নিয়ে থাকে। তাছাড়া সর্বনিম্ন প্রসেসিং ফি ১০০০ টাকা এবং সর্বোচ্চ প্রসেসিং ফি ৫০০০ টাকা পর্যন্ত।

ফিনিশিং (Finishing) : এই চার্জ নির্ভর করবে গাড়ির দামের উপরে, সেটা হতে পারে, ৮০%, ৮৫%  এবং ৯০%। আর সেটাও গাড়ির অন রোড প্রাইস এর ক্ষেত্রে যে লোন টি এভেলেবেল থাকবে।

Foreclosure Charges: এক্ষেত্রে আগে থেকে কোনরকম চার্জ নেওয়া হয়না।

Canara Bank Car Loan Application Documents:

কানাড়া ব্যাংক কার লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস গুলির প্রয়োজন পড়বে:

কানাড়া ব্যাঙ্ক থেকে কার লোন নেওয়ার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টস গুলোর প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) প্রথমত সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে।

২) লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ অথবা পে- স্লিপ আপনার প্রয়োজন পড়বে।

৩) আবেদনকারীর দুটি পাসপোর্ট সাইজ এর ফটোগ্রাফ।

৪) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট অবশ্যই আপনার প্রয়োজন পড়বে।

৫) লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

৬) ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা লাস্ট ৩ বছর হতে হবে তার সাথে ফর্ম 16, অবশ্যই প্রয়োজন পড়বে।

৭) ঠিকানার প্রমাণপত্র হিসেবে- এলপিজি বিল (LPG), ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, টেলিফোন বিল, ইত্যাদি।

কেমন দামের গাড়ির উপরে কেমন সুদ নিয়ে থাকে কানাড়া ব্যাঙ্ক?

আগেই বলেছি যে, কানাড়া ব্যাংক কার লোন এর ক্ষেত্রে গাড়ির দাম এর উপরে নির্ভর করে ৮০%, ৮৫% এবং ৯০% অন রোড প্রাইস হিসেবে লোন দিয়ে থাকে। তার সাথে ইন্সুরেন্স প্রিমিয়াম, রেজিস্ট্রেশন চার্জ, লাইভ ট্যাক্স ইনভয়েস ভ্যালু, এবং অন্যান্য এক্সেসরিজ তো আছেই।

তো চলুন তাহলে জানা যাক, কেমন দামের গাড়ির লোন এর উপরে কত পার্সেন্ট পর্যন্ত সুদ নিয়ে থাকে কানাড়া ব্যাংক:

১) সর্বোচ্চ ১০ লাখ টাকার গাড়ির ক্ষেত্রে:

Individual Contribution: ১০%

সুদের হার: ৯০%

২) ১০ লাখ টাকার উপরে এবং ২৫ লাখ টাকার মধ্যে গাড়ির ক্ষেত্রে:

Individual Contribution: ১৫%

সুদের হার: ৮৫%

৩) ২৫ লাখ টাকার উপরে গাড়ির ক্ষেত্রে:

Individual Contribution: ২০%

সুদের হার: ৮০%

কানাড়া ব্যাঙ্ক ব্যবহৃত গাড়ির লোন (Canara Bank Used Car Loan):

১) আপনি যে পুরনো গাড়ির জন্য লোন নিচ্ছেন সেই কার টি ৫ বছরের পুরানো হলে চলবে না।

২) আর এই লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৬০ মাস অর্থাৎ ৫ বছর।

৩) এবং আপনার সেই গাড়ির ৭৫% দামের উপরে আপনি লোন পাবেন, তাছাড়া গাড়িটি ভেরিফাই করা হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ার দ্বারা এবং আপনি সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।

লোন পরিশোধের সময়সীমা: 

১) যদি আপনি নতুন গাড়ি কেনার জন্য কার লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লোন পরিশোধের সময়সীমা আপনি ৮৪ মাস পর্যন্ত পেতে পারেন অর্থাৎ ৭ বছর পর্যন্ত সময় পাবেন।

২) আর যদি আপনি ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ৬০ মাস অর্থাৎ ৫ বছর সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য।

Canara Bank Car Loan Apply (কানাড়া ব্যাংক কার লোন আবেদন)

এবার তাহলে জানা যাক, কিভাবে আপনি কানাড়া ব্যাঙ্ক থেকে কার লোন এর জন্য আবেদন করবেন:

Step 1. প্রথমত আপনাকে কানাড়া ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.canarabank.com/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Step 2. তারপর যে পেজ ওপেন হবে সেখানে দেখবেন “Vehicle Loan” এই অপশনটি দেখতে পাবেন এর উপরে ক্লিক করে, “Car Loan” অপশনটি সিলেক্ট করতে হবে।

Step 3. এরপর “Apply Now” অপশনটিতে ক্লিক করতে হবে।

Step 4. এবার যে নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনি একটি লোন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আরো যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে ফিলাপ করতে হবে।

Step 5. সবকিছু ঠিকঠাক ফিলাপ করার পর চেক করে নেওয়ার পরে “Submit” বাটনে ক্লিক করতে হবে।

Step 6. তারপর কানাড়া ব্যাঙ্ক আপনার অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং খুব তাড়াতাড়ি আপনার সাথে এই লোনের বিষয়ে যোগাযোগ করবে।

আর যদি আপনি চান অফলাইনে কার লোন এর জন্য কানাড়া ব্যাংক থেকে আবেদন করবেন, সে ক্ষেত্রে আপনার কাছাকাছি কানাড়া ব্যাংকের যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে তার সাথে এই লোনের ফরম ফিলাপ করে জমা করতে হবে এবং কিছুদিনের মধ্যে আপনার লোন টি অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি কোন অসুবিধা না থাকে।

তো এইভাবে আপনি খুব সহজে এবং সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে এবং খুবই সামান্য ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে কানাড়া ব্যাংক থেকে কার লোন এর জন্য আবেদন করতে পারবেন।

তার সাথে সাথে খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার, তার সাথে বেশ অনেকটা সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য। যাতে আপনার কোন রকম অসুবিধা হবে না, তার পাশাপাশি আপনার গাড়ির স্বপ্ন অনায়াসেই পূরণ হবে।

কানাড়া ব্যাঙ্ক এর যোগাযোগ ব্যবস্থা:

তাছাড়া যে কোন লোনের বিষয়ে আপনি যদি কানাড়া ব্যাংকের সাথে যোগাযোগ করে কথা বলতে চান, সে ক্ষেত্রে কানাড়া ব্যাংকের কল সেন্টারে ফোন করে অথবা এই ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারেন।

১) কানাড়া ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন: www.canarabank.com 

২) এই নাম্বারে ফোন করতে পারেন: ১৮০০ ৪২৫ ০০১৮

৩) এই নাম্বারে মিসডকল দিতে পারেন: ০৯২৬৮৫৯২৬৮৫, আপনার ব্যক্তিগত নাম্বারে আপনি এস এম এস (SMS) পাবেন কার লোন এর বিষয়ে ডিটেইলস জানতে পারবেন।

৪) এছাড়াও আপনি যদি অনলাইনের বিষয়ে তেমন ধারনা না রেখে থাকেন, তাহলে আপনার কাছাকাছি কোন কানাড়া ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে কার লোন এর বিষয়ে সমস্ত রকম তথ্য আপনি জানতে পারবেন।

Home Click here
Official Website Click here

FAQ for Canara Bank Car Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”কানাড়া ব্যাংক কার লোন পরিশোধ কত সময়ে করতে হয়?” answer-0=”লোন পরিশোধের সময়সীমা ৮৪ মাস অর্থাৎ ৭ বছর পর্যন্ত আপনি সময় পাবেন এই লোন সুদ সমেত ফেরত দেওয়ার।” image-0=”” headline-1=”h3″ question-1=”কানাড়া ব্যাংক গাড়ির লোনের সুদ কত?” answer-1=”৭.৩৫% থেকে শুরু করে ৯.৯০% পর্যন্ত সুদ নিয়ে থাকে কার লোন এর জন্য কানাড়া ব্যাংক।” image-1=”” headline-2=”h3″ question-2=”কানাড়া ব্যাংক কত টাকা কার লোন দিয়ে থাকে?” answer-2=”কানাড়া ব্যাংক কার লোন এর ক্ষেত্রে গাড়ির দাম এর উপরে নির্ভর করে ৮০%, ৮৫% এবং ৯০% অন রোড প্রাইস হিসেবে লোন দিয়ে থাকে।” image-2=”” headline-3=”h3″ question-3=”কানাড়া ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার কি?” answer-3=”এই নাম্বারে ফোন করতে পারেন: ১৮০০ ৪২৫ ০০১৮ এই নাম্বারে মিসডকল দিতে পারেন: ০৯২৬৮৫৯২৬৮৫, আপনার ব্যক্তিগত নাম্বারে আপনি এস এম এস (SMS) পাবেন কার লোন এর বিষয়ে ডিটেইলস জানতে পারবেন।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top