শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস 2023 | Happy Buddha Purnima Bengali Status 2023

Buddha Purnima Bengali Status: শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাসকবিতা | বুদ্ধ পূর্ণিমা মেসেজ | বাংলা বুদ্ধ পূর্ণিমা স্ট্যাটাস – বুদ্ধ পূর্ণিমা স্ট্যাটাস | Bangla Buddha Purnima Festival Status – Happy Buddha Purnima Bengali Status & Shayari.

শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস: হিন্দু ধর্মাবলম্বী দের কাছে আরো অন্যান্য পূজা পার্বণের পাশাপাশি বৈশাখ মাসে এই বুদ্ধ পূর্ণিমা খুবই পবিত্র একটি উৎসব। এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। তাই বৌদ্ধ পূর্ণিমার দিনটিকে খুবই শুভ বলে মনে করা হয়।

আর এই দিনে অনেকেই অনেক শুভ কাজ সম্পন্ন করে থাকেন এবং এই পবিত্র তিথিতে রাজা শুদ্ধোধন এবং রানী মায়াদেবীর সন্তান হিসেবে ভগবান বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করেন।

এর পাশাপাশি হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন ভগবান বুদ্ধ। তবে শুধু এই কারণেই এই দিনটি গুরুত্বপূর্ণ, তা কিন্তু নয়। এই একই দিনে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভও করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সেই কারণে এই দিনটি সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন।

বুদ্ধ পূর্ণিমার এই শুভদিনে সকলের সাথে এই দিনের গুরুত্ব এবং শুভকামনা আদান-প্রদান করতে ভোলেন না কেউই। সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা দিয়ে এই বুদ্ধ পূর্ণিমার দিনটি আরো বেশি উৎসব মুখর করে তোলা হয়।

বন্ধু-বান্ধব, প্রিয়জন, আত্মীয়-স্বজন এবং পরিবারবর্গদের মধ্যে এমন সব সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠানোর ক্ষেত্রে আপনার নিশ্চয়ই প্রয়োজন পড়বে এই বুদ্ধ পূর্ণিমা সম্পর্কিত শুভেচ্ছা বার্তা এবং স্ট্যাটাস, তাই তো !

বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বার্তা সম্পর্কে:

জীবন তোমার ভরে থাকুক,
সুখ, শান্তি, খুশি, সুস্বাস্থ্য আর উন্নতিতে।
শুভ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে,
অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য।

 

ভগবান বুদ্ধ দেব এর দেখানো পথেই,
এগিয়ে চলুক তোমার জীবন যাত্রা,
সুন্দর হয়ে উঠুক জীবনের সমস্ত চলার পথ।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

ঈশ্বরের কাছে কামনা করি,
তুমি যা হতে চাইবে তাই যেন,
খুব তাড়াতাড়ি হতে পারো।
তুমি যা কল্পনা করতে চাইবে,
তা যেন নির্মাণ করতে পারো,
তুমি যা অনুভব করতে পারবে,
তাই যেন তোমাকে আকর্ষণ করে,
যাতে তুমি সেই জিনিসটা,
উপলব্ধি করতে পারো।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

জীবনের সমস্ত খারাপ দিক গুলি,
মুছে যাক জীবন থেকে,
সব কিছুরই শুরু আছে এবং শেষ আছে,
সেটি মেনে নেওয়ার মধ্যে দিয়েই শান্তি খুঁজে পাবে।
তাই বুদ্ধদেবের কথা মাথায় রেখে,
জীবনে এগিয়ে চলো।
শুভ বুদ্ধ পূর্ণিমা।

 

যা হয়ে গেছে তা নিয়ে অযথা ভেবো না,
আগামী সময়টা খুবই সুন্দর হোক তোমার,
ভগবান বুদ্ধের আশীর্বাদে জীবন সুন্দর হয়ে উঠুক।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

জীবন মানেই এগিয়ে চলা থেমে থাকা নয়,
এই সত্যি মেনে নিতে সকলকেই হয়।
গাছও যেমন কাটার পরে নতুন পাতা ছাড়ে,
তুমিও তেমন ভেঙ্গে গিয়েও নিজেকে গড়ো নতুন করে।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন

 

কেউ আমাদের কোনো,
ক্ষতি করতে পারে না,
যদি না আমরা সেটি চাই,
বলেছিলেন বুদ্ধদেব।
শুভ বুদ্ধ পূর্ণিমা

 

জীবনে চলার পথে অনেক অন্ধকার আসবে,
সেই অন্ধকার পথে ভগবান বুদ্ধের বাণী,
তোমায় যেন আরো প্রদান করে।
জীবন হয়ে উঠুক সুন্দর ও সুমধুর।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

মনের উপরেই সবকিছু নির্ভর করে,
মন যা চাইবে তুমি তেমনই হয়ে উঠবে।
তাই মনের উপর নিয়ন্ত্রণ থাক,
এমনই বাণী দিয়েছিলেন ভগবান বুদ্ধ।
তাই তাঁর দেখানো পথে,
এগিয়ে যাক সকলের জীবন।
শুভ বুদ্ধ পূর্ণিমা।

 

তোমাকে এবং তোমার পরিবারের,
সকল সদস্যকে জানাই,
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

বুদ্ধ পূর্ণিমার চাঁদের আলোয়,
আপনার জীবনের সমস্ত,
অন্ধকার মুছে যাক,
আলোয় ভরে উঠুক,
আপনার জীবনের চারিপাশ।
শুভ বুদ্ধ পূর্ণিমা।

 

বুদ্ধ পূর্ণিমার এই আলোময় শুভ দিনে,
জীবনের সকল দুঃখ-কষ্ট মুছে গিয়ে,
আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সবার জীবন ভরে উঠুক আনন্দ আর খুশিতে।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি,
শুভেচ্ছা ও অভিনন্দন।

 

স্বপ্ন তোমার সত্যি হোক, পূর্ণ হোক আশা।
পাও তুমি সকলের স্নেহ ও ভালোবাসা।
সবার মনে বিরাজ করো হয়ে নয়নের মনি,
ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হোক তোমার স্বপ্ন খানি।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

ফুল ফুটেছে বাগিচাতে মিষ্টি তার গন্ধ,
দুখে ভরা জীবনে তোমার আসুক নতুন ছন্দ।
কষ্টগুলো ভুলে গিয়ে ঘুরে তুমি দাঁড়াও,
চেষ্টা আর পরিশ্রমে নিজের নাম ছড়াও।
সফলতা পাও প্রতিটি কাজে এই কামনাই করি,
আছে যত স্বপ্ন তোমার পূর্ণ হোক তাড়াতাড়ি।
শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

বুদ্ধ পূর্ণিমার এই শুভ দিনে,
সকলের জীবন ভরে উঠুক,
সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
সকলের ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করে,
সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার,
প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

 

⭐ গৌতম বুদ্ধের কিছু অমূল্য বাণী:

গৌতম বুদ্ধের এই অমূল্য বাণী গুলি আপনি আপনার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা বার্তা হিসেবেও পাঠাতে পারেন। যার ফলে তারা জীবনে চলার পথে অনেকখানি প্রেরণা পাবেন।

অতীত নিয়ে ভেবে লাভ নেই,
ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না,
বর্তমানের দিকে মনোযোগ দাও।
গৌতম বুদ্ধ

 

আমরা যখন কথা বলি,
তখন আমাদের শব্দগুলোকে,
ভালোভাবে নির্বাচন করা উচিত।
কারণ এর ফলে শ্রোতার উপর,
ভালো অথবা খারাপ প্রভাব পড়তে পারে।
গৌতম বুদ্ধ

 

একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে,
জ্বালানো যেতে পারে,
কিন্তু তার ফলে সেই একটি প্রদীপের,
আলো কখনো কমে যায় না।
ঠিক তেমনি সুখ ভাগ করে নিলে,
কখনো তা কমে যায় না।
গৌতম বুদ্ধ 

 

অন্যান্য উৎসবের মতো একটি শ্রেষ্ঠ উৎসব হল বৌদ্ধ পূর্ণিমা উদযাপন। এর মধ্যে দিয়ে সকলের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে থাকা হয়। এছাড়াও এই দিনটিতে পশু পাখি মুক্ত করে দেওয়ার পাশাপাশি ধনী-দরিদ্র সকলে মিলে ক্ষীর খাওয়ার প্রথা রয়েছে এই বুদ্ধ পূর্ণিমা তে।

অনেকেই অনেক শুভ কাজ সম্পন্ন করে থাকেন এবং ঘরেতে সুখ, শান্তি বিরাজ করার জন্য পূজাও করে থাকেন। বুদ্ধদেব তিনি রাজার ঘরে জন্মগ্রহণ করেও সকল বিলাসিতাকে দূরে সরিয়ে রেখে সন্ন্যাস ধর্ম নিয়ে মোক্ষ লাভ করেছিলেন।

তাঁর জীবনে ছিল চড়াই উতড়াই। সাধারণ মানুষের জীবনে যদি কোনরকম সমস্যা থেকে থাকে তা নিয়ে কোনরকম বিচলিত না হয়ে সেই সমস্যা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সেই পরিকল্পনা করা উচিত। তাইতো বুদ্ধদেবের সমস্ত অমূল্য বাণী আজও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা। সকলকে জানাই আমার তরফ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, সাথে রইল অনেকখানি শুভকামনা।

সকল পাঠকগণদের জানাই “শুভ বুদ্ধ পূর্ণিমা”

শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Happy Buddha Purnima Quotes, Wishes And Messages In Bengali, শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Happy Buddha Purnima Bengali Images.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top