Bhulekh Odisha 2023: ওড়িশার জমি রেকর্ড ও ROR রেকর্ড অনলাইন

ভুলেখ উড়িশ্যা নিয়ে আপনারা অনেকেই শুনেছেন। অনেকের মনেই প্রশ্ন এসেছে, কি এই ভুলেখ উড়িশ্যা? কি আছে এই ভুলেখ উড়িশ্যাতে? আপনাদের ভুলেখ উড়িশ্যা নিয়ে বিস্তারিত জানানোর জন্যই আমাদের আজকের লেখা।

Bhulekh Odisha: ওড়িশার জমি রেকর্ড ও ROR রেকর্ড অনলাইন
Bhulekh Odisha: ওড়িশার জমি রেকর্ড ও ROR রেকর্ড অনলাইন

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আমরা আপনাদের সাথে নানা গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল তথ্য থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে নানাভাবে উপকৃত হয়ে থাকেন। সেই সাথে নানা অজানা তথ্য জেনে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Bhulekh Odisha নিয়ে আলোচনা করবো এতে করে আপনারা এই  Bhulekh Odisha নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে কিভাবে এই Bhulekh Odisha এর সুবিধা নেয়া যায় তা জানতে পারবেন।

আসুন দেখে নিই Bhulekh Odisha এর বিস্তারিত।

Bhulekh Odisha কি ?

Bhulekh Odisha হচ্ছে একটি অনলাইন পোর্টাল। এই অনলাইন পোর্টালে National Informatics Center, Bhubaneswer, Odisha এর নিয়ন্ত্রনে জমি সংক্রান্ত সকল তথ্য জমা থাকে। এই পোর্টালে আপনি জমি সংক্রান্ত সকল তথ্য কয়েক সেকেন্ডের মাঝেই পেয়ে যাবেন। এজন্য আপনাকে ভূমি অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। এই পোর্টালের মাধ্যমে আপনি ঘরে বসেই কয়েক সেকেন্ডের মাঝে জমি সংক্রান্ত তথ্য পেয়ে যেতে পারেন।

Bhulekh Odisha এর গুরুত্বপূর্ন কিছু তথ্য।

অধিদপ্তর Revenue and Disaster Management, Government of Odisha,
ওয়েব পোর্টালের নাম Bhulekh Odisha
সুবিধাভোগী উড়িশ্যার জনগন
উদ্দেশ্য অনলাইনে ভূমি রেকর্ড রাখা
অফিসিয়াল সাইট http://bhulekh.ori.nic.in

Bhulekh Odisha এর সুবিধা

আসুন দেখে নিই Bhulekh Odisha পোর্টালের সুবিধা কি কি

১) এই পোর্টালের মাধ্যমে ভূমির তথ্য জমা থাকে।

২) এই পোর্টাল থেকে সকল তথ্য প্রয়োজনে প্রিন্ট করে কাজে লাগানো যায় এবং সংরক্ষন করা যায়।

৩) এই পোর্টালের মাধ্যমে আপনি খুবই কম সময়ে নানাবিধ জমির তথ্য পেতে পারেন।

৪) এই পোর্টালে উড়িশ্যার বিভিন্ন স্থানের ম্যাপ পাওয়া যায়, এতে করে জনগন অনেক উপকৃত হয়ে থাকে।

Record of Right (ROR) এর জন্য আবেদন করতে কি কি দরকার হয়?

আসুন দেখে নিই Record of Right (ROR) এর জন্য আবেদন করতে কি কি দরকার হয়।

১) ভোটার আইডি কার্ড।

২) রেশন কার্ড

৩) আধার কার্ড

৪) Encumbrance certificate

৫) সম্পত্তির মালিকানার প্রমান।

৬) জমির খাজনার প্রমাণ।

৭) আয়কর প্রদানের কাগজপত্র।

Bhulekh Odisha এর মাধ্যমে ROR বা Record of Right কিভাবে পাওয়া যায়?

১) প্রথমেই অফিসিয়াল সাইটে (http://bhulekh.ori.nic.in/RoRView.aspx)  প্রবেশ করতে হবে।

২) সাইটে “Select Location for ROR” এ গিয়ে জেলা, গ্রাম সহ সকল তথ্য প্রদান্ন করুন।

৩) খতিয়ান, প্লট নাম্বার দিন।

৪) ROR এখন আপনার স্ক্রিনে দেখা যাবে।

৫) এটি সংরক্ষণ করুন এবং প্রিন্ট করুন।

এই পোর্টাল থেকে তথ্য নিতে ফি কত?

Services Charge applicable
Government fees and User costs Rs.30/-
Service Charges of the kiosk Operator Rs.8/-
Printing Charges Rs.10/-
Scanning Charges Rs.5/-
Certificate Output Charges Rs.10/-
DeGS charges Rs.2/

আজ আমরা আপনাদের সাথে Bhulekh Odisha   নিয়ে আলোচনা করলাম। কিভাবে Bhulekh Odisha এর মাধ্যমে ROR অনলাইনে ডাউনলোড করা হয় তা নিয়ে আলোচনা করলাম। এর ফলে আপনারা Bhulekh Odisha সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Bhulekh Odisha সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন প্রকল্প নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top