শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা বার্তা 2023, এসএমএস, স্ট্যাটাস ও কবিতা | Bhai Phonta Bengali Status 2023 – Bhai Phonta Bengali Status & Shayari | শুভ ভাই ফোঁটার মেসেজ ও কবিতা | বাংলা শুভ ভাই ফোঁটার স্ট্যাটাস
Bhai Phonta Bengali Status 2023: ভাই বোনের সম্পর্ক খুবই দুষ্টু মিষ্টি একটি সম্পর্ক, ঝগড়া, মারামারি, একে অপরকে মায়ের থেকে মার খাওয়ানো আবার পরবর্তীতে কান্না দেখে কষ্ট পাওয়া। আবার দুজনের মধ্যে ভালোবাসা অটুট। আর এই সম্পর্ক এতটাই পবিত্র যে ভালোবাসা স্নেহের বন্ধন কে খুবই অটুট ভাবে বেঁধে রাখতে ভাইফোঁটা অথবা ভাতৃ দ্বিতীয়া উৎসবটি পালন করা হয়।
কালীপূজার দুদিন পর এই উৎসব পালন করা হয়। প্রতিটি ভাই অপেক্ষা করে থাকেন তাদের বোন অথবা দিদির হাত থেকে ফোটা নেওয়ার জন্য। অপেক্ষা করে থাকেন উপহার দেওয়া ও নেওয়ার জন্য।
এই দিনে বোন তার ভাই অথবা দাদার কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘজীবন ও জীবনে আসা সমস্ত বাধা বিপদ দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং পরিবর্তে ভাই তার বোনকে একটি উপহার দিয়ে থাকে। তার সাথে সাথে ঈশ্বরের কাছে এটাও কামনা করে যে, বোন যেন সবসময় সুখে শান্তিতে থাকে।
ভাই ফোঁটার এই উৎসবটি অনেকটা রাখি পূর্ণিমার মতই। ভাই ও বোনের সুন্দর সম্পর্ককে আরো বেশি অটুট করে বেঁধে রাখার জন্য এই উৎসব অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাই বোনকে এবং বোন ভাইকে বা আরো অন্যান্য প্রিয়জনকে এই দিনের শুভেচ্ছা জানিয়ে উৎসবটির আনন্দ উপভোগ করা হয়।
তো চলুন তাহলে এমন কিছু শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস সম্পর্কে জানা যাক, যেগুলির মধ্যে দিয়ে আপনার ভাইফোঁটা অনেকখানি আনন্দে ভরে উঠবে:
সুচিপত্র
ভাইয়ের জন্য শুভেচ্ছা বার্তা 2023:
প্রার্থনা করি প্রাণ খুলে,
দীর্ঘায়ু যেন হও তুমি,
তোমার জীবন চির সুখে থাক,
তুমি এই বিশ্ব ভুবনে।
শুভ ভাইফোঁটার শুভেচ্ছা।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
এবং আশা করি তুমি যেন,
সবসময় সকল কাজে সফল হও।
আমার ভাই তুমি,
তুমি আমার কাছে গুপ্তধনের চেয়েও,
অনেক বেশি মূল্যবান।
এই ভাতৃ দ্বিতীয়ার শুভক্ষণে,
তোমাকে জানাই শুভ ভাইফোটার,
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
আমি কোনদিনও বলে বোঝাতে পারবো না যে,
তোমার মত ভাই পেয়ে আমি কতটা সৌভাগ্যবতী।
সারা জীবন আমাদের সম্পর্ক যেন এমনভাবেই অটুট থাকে।
সমস্ত ভুল বোঝাবুঝি যেন নিমিশেই মিটে যায়।
আবার নতুন আনন্দে জীবন যেন ভরে ওঠে।
শুভ ভাইফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যম এর দুয়ারে পড়লো কাঁটা,
যমুনা দেয় যমকে ফোঁটা আমি.
দিই আমার ভাইকে ফোঁটা।
শুভ ভাইফোঁটা
আমার দুষ্টু- মিষ্টি- চঞ্চল ভাইকে জানাই,
ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা,
শুভ ভাইফোঁটা
ভাই যে আমার রাগের হাঁড়ি,
ফোঁটা নিতে তাড়াতাড়ি,
লাগিয়ে দিয়েছে ছোটাছুটি,
সারা বাড়ি ময়, ছোট্ট আমার ভাইটা,
যে জানেনা আসেনি এখনো শুভ সময়।
কি জানি সে কেমন ভাবে এনেছে উপহার,
যতক্ষণ না দিচ্ছে আমায় সইছে না সবুর আর।
এমন একটি মিষ্টি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি,
অনেক অনেক বড় হও লম্বা হোক,
তোমার সফলতার সিড়ি। শুভ ভাইফোঁটা ভাই
বোনের জন্য ভাইফোঁটার শুভেচ্ছা 2023:
আমার ছোট্ট বোনকে শুভ ভাইফোঁটার,
প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।
ঈশ্বর যেন সর্বদাই সুখে রাখেন তোমাকে।
শুভ ভাইফোঁটার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
নীল আকাশের তারার মতো উজ্জ্বল হও তুমি,
খুশিতে ভরে থাকুক তোমার মন।
ভাইফোঁটার ওই পবিত্র তিথিতে,
ভাইয়ের তরফ থেকে রইল,
আমার বোনের জন্য অনেক অনেক,
প্রীতি শুভেচ্ছা ও ভালবাসা।
প্রথম যেদিন থেকে তোর হাত থেকে,
ফোটা নিয়েছিলাম সেবার থেকেই,
তোর ফোটা নেওয়ার অপেক্ষায় আমি অধীর,
আগ্রহে অপেক্ষা করি সারা বছর।
এই দিনটি আমার কাছে,
সব দিনের থেকেই গুরুত্বপূর্ণ।
তোর জীবন ভরে উঠুক,
সুখ ও আনন্দে, এই কামনাই করি।
শুভ ভাই ফোটার শুভেচ্ছা রইল রে,
বোন তোর এই দাদার তরফ থেকে।
ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট আঙুলে,
ফোটাখানি দিতে আমার কপালে,
কেঁপেছিল হাত তোর কচি কচি কথা,
“ভাইয়ের কপালে দিলাম,
ফোটা যমের দুয়ারে পরলো কাটা”
সেই যে পাওয়া অনেক খানি আমার জীবনে,
তোর জীবন ভরে উঠুক খুশির সব রঙে।
শুভ ভাইফোটা বোন
তুই আমার মিষ্টি বোন,
তার সাথে তো সব থেকে বড় জিনিস হল,
সব চেয়ে সেরা বন্ধু হোলি তুই।
সবাই যখন আমার বাইরের রাগটাই দেখে,
তুই তখন খুঁজে পাস আমার রাগের কারণটা।
তাইতো তোকে সবার থেকে এত বেশি ভালবাসি,
আমার হৃদয়ের ছোট্ট বোন,
তোকে শুভ ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছি।
আমার দীর্ঘায়ুতে রেখেছিলি,
সকাল থেকে উপবাস,
তোর সংসার ভরে উঠুক,
বিকশিত হোক হাজার ফুলের সুবাস।
আয়োজন আর উপহারে ভরিয়ে দিতে আমায়,
শুভেচ্ছা জানালাম তোকে,
পবিত্র এই ভাতৃ দ্বিতীয়ায়।
দাদার জন্য ভাইফোঁটার শুভেচ্ছা 2023:
ভাইফোঁটা শুধুমাত্র একটি উপসর্গ মাত্র,
যে তোমাকে বলার জন্য একটা উপায়।
তুমি পৃথিবীর সব থেকে ভালো দাদা,
তোমাকে পেয়ে আমার জীবন সত্যিই ধন্য।
শুভ ভাইফোঁটা দাদা
সারা জীবন কাজের ব্যস্ততায়,
কখনোই বলে ওঠা হয় না যে,
দাদা তোমায় আমি কতটা ভালোবাসি।
এই একটাই দিন তোমাকে,
ভালোভাবে বোঝাতে পারি যে,
আমি তোমার ছোট্ট বোন তোমায় কতটা ভালোবাসি।
তোমার জীবনের সফলতার কামনা করে,
দীর্ঘায়ু কামনা করে, উপবাস আমি রাখি।
যে কখনো আধঘন্টার খিদেও সহ্য করতে পারে না।
শুভ ভাইফোঁটা দাদা
আরতি হল, ফোটা হল, শেষে হল মিঠাই,
এবার তো আমার উপহারটা দাও না দাদাভাই।
কোন ভোরে সেই উঠেছি তুমি কি তা জানো?
চন্দন বাটা, যাতে আছে শিশির মাখানো।
তোমার জন্য আয়োজন সাহায্য করেনি কেউ,
তোমার জীবন ভরে উঠুক, উঠুক আনন্দের ঢেউ।
শুভ ভাইফোঁটা দাদা
ভাইফোঁটার এই পূণ্য উৎসবে,
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার প্রিয় দাদাকে,
যেন কখনো কোন দুঃখ-কষ্ট ব্যথা বেদনা,
স্পর্শ করতে না পারে।
জীবনে প্রতিটি কাজে যেন সফলতা পায়,
শুভ ভাই ফোটার শুভেচ্ছা ও ভালোবাসা,
রইলো তোমার ছোট্ট বোনের তরফ থেকে।
বাবার পরে তুমি আমায় আগলে রাখো ভালোবেসে,
কোনো রকম বাধা বিপদ আসে নাকো আমার পাশে।
পৃথিবীর সব বোনগুলো বড়ই ভাগ্যবতী,
রক্ষা করার এমন দাদা সবার থাকে যদি।
আমি তো বড়ই আনন্দিত তোমার মত দাদা পেয়ে,
ভাইফোঁটার এই শুভ তিথিতে সুখ শান্তি যাক,
তোমার জীবনে ছেয়ে। শুভ ভাইফোঁটা দাদা।
দিদির জন্য ভাই ফোটার শুভেচ্ছা 2023:
ঈশ্বরের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ,
আমাকে এত যত্নবান দিদি উপহার দেওয়ার জন্য।
আমার দিদি সবসময় যেন,
আমাকে এভাবেই আগলে রাখে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
আমার দিদির জীবন যেন সুখে শান্তিতে ভরে ওঠে।
শুভ ভাইফোঁটা
দিদি মানেই মায়ের সমান,
সবদিকে খেয়াল রাখা, যত্নবান হওয়া।
বাড়িতে মা না থাকলে দিদির খোঁজ হয়।
কেননা দিদি একমাত্র আমার,
সকল কাজ সহজ করে দেবে।
এতটা সুখী জীবন করার জন্য তোমাকে,
অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইফোঁটার, দিদি
দিদির হাতে নেব ফোঁটা,
স্নেহের পরশ মেখে,
চন্দন আর প্রদীপ শিখার আলোই যাক ঢেকে।
দিদি আমার অনেক ভালো আগলে রাখলে আমায়,
তোমার জীবন ভরে উঠুক,
শুভ ভাই ফোটার শুভেচ্ছায়।
পূব আকাশে সূর্য হাসে,
সোনা ভরা সকালে,
দিদি আজ দেবে ফোঁটা আমার এই কপালে।
চন্দন বাটা ফুল আর ধান দূর্বা ঘাসে,
আশীর্বাদ যে করে দিদি দুঃখ যেন না থাকে,
আমার আশেপাশে। শুভ ভাই ফোটা দিদি
পৃথিবীর সমস্ত ভাই বোন এর সম্পর্ক থাকুক অটুট এমনই সব সুন্দর ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আপনার ভাই, বোন, দাদা, দিদি, সকলকে জানান শুভ ভাইফোটার অথবা ভ্রাতৃদ্বিতীয়ার ভালোবাসা ভরা শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের জীবন সুখের হোক, ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক চিরকাল। আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে শুভ ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। “শুভ ভাতৃ দ্বিতীয়া”
সকল প্রিয় পাঠকদের জানাই “শুভ ভাই ফোঁটা”
শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা বার্তা, কবিতা ও এস এম এস (sms), Subho Bhai Phonta Quotes, Wishes And Messages In Bengali, শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা ছবি, ফটো ও পিকচার, Download Bhai Phonta Bengali Images.