১০ মাসের বাচ্চাদের জন্য সবথেকে ভালো ৮ টি খেলনা

১০ মাসের বাচ্চাদের জন্য সেরা ৮ টি খেলনা যা দিয়ে খেলার সাথে সাথে অনেক কিছু শিখতে পারবে আপনার বাচ্চা। বাচ্চার বাড়ার সাথে এই খেলনাগুলি অনেক কিছু শিখিয়ে দেবে।

একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে নতুন পরিবেশে প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেই থাকে। তার সাথে সাথে দিন বদলের সাথে তাদের চাহিদা, খেলার ধরন, সবকিছু পরিবর্তন হতে থাকে।

তাই বাচ্চাদের খেলনার বিষয়ে যদি আপনি সতর্ক না হন, তাহলে সেই খেলনা আপনার শিশুর পছন্দ নাও হতে পারে। অর্থাৎ প্রতিমাসে শিশুদের খেলনার ধরন পরিবর্তন হয় আর সেটা নির্বাচন করে তার জন্য খেলনা কেনা অতটাও সহজ কাজ নয়।

আজকে জানা যাক ১০ মাসের বাচ্চাদের জন্য কেমন ধরনের খেলনা আপনি নির্বাচন করতে পারেন। কেননা এই মাসে এদের মানসিক বিকাশ খুব তাড়াতাড়ি হতে থাকে। আর যদি এই মানসিক বিকাশ চলাকালীন বাচ্চারা খেলতে খেলতে কোন স্কেল ডেভেলপ করতে পারে, তো তা থেকে সে আগে অনেক কিছু খুব তাড়াতাড়ি শিখতে পারবে।

১০ মাসের বাচ্চাদের জন্য সবথেকে ভালো ৮ টি খেলনা
১০ মাসের বাচ্চাদের জন্য সবথেকে ভালো ৮ টি খেলনা

এই কারণে দশ মাসের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি খেলনা সম্পর্কে জানা যাক, যা কিনা তাদের মনোরঞ্জন করবে আবার তার সাথে সাথে বিভিন্ন ধরনের কৌশল শেখার ক্ষেত্রে সহযোগিতা করবে, তাদের মানসিক বিকাশ ঘটবে খুবই দ্রুত।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক, এমন কিছু গুরুত্বপূর্ণ আর সুন্দর খেলনা সম্পর্কে: 

১০  মাসের বাচ্চাদের জন্য ৮ টি গুরুত্বপূর্ণ খেলনা: 

১০ মাসের বাচ্চাদের জন্য এমন কিছু খেলনা আপনাকে নির্বাচন করতে হবে, যা কিনা অনেক সময় পর্যন্ত কাজ করতে পারে। এটি বাড়তে থাকা বয়সের সাথে সাথে খাপ খাইয়ে নিতে পারে।

এই জন্য এখানে যে সমস্ত খেলনা গুলি দেওয়া হল, সেগুলি থেকে আপনার শিশুকে যে কোন খেলনা দিতেই পারেন খেলার জন্য।

১) BAYBEE Smart Witty Plastic Round Baby Walker:

প্রতিমাসে বাচ্চাদের খেলনা আলাদা আলাদা হয়। যেগুলি তাদের আলাদা আলাদা বিষয় শিখিয়ে থাকে। আর এই খেলনা খুবই কম বলা যেতে পারে, বেবি ওয়াকার দিয়ে তাদের উৎসাহিত করতে পারেন। এটি বাচ্চাদের অবলম্বন হয়ে তাদেরকে হাঁটা চলা করতে সাহায্য করে।

Baybee Smartwitty Stylish Walker ১০ মাসের বাচ্চা

তার সাথে সাথে এটি তাদের অভ্যাসে পরিণত হয় এবং সম্পূর্ণ মাত্রায় মনোরঞ্জন করে থাকে। যাতে বাচ্চারা হাসিখুশি থাকতে পারবে অনায়াসেই। এই খেলাটি বানানো কোম্পানি বাচ্চাদের জন্য বিশেষভাবে প্লে টয় এর ডিজাইন করেছে।

গুনাগুন:

১) শিশুদের সুরক্ষার জন্য এটি তৈরি করা হয়েছে ইউরোপ থেকে প্রমাণিত এটি মিউজিকাল টয় যা কিনা বাচ্চাদের কোন মিউজিক শুনিয়ে তার প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারে।

২) এই খেলনাটি খুবই সহজে ফোল্ড করা যায়।

৩) এর থেকে বাচ্চাদের প্রয়োজন অনুসারে তিনটি পজিশনে সেট করা যেতে পারে। উঁচু অথবা নিচু পজিশনে।

৪) এই খেলনাতে দুই দিকে ধরার হ্যান্ডেল রয়েছে যেটা টিথার এর রুপেও ব্যবহার করা যেতে পারে।

৫) বাচ্চারা এতে বসে প্লেয়িং ট্রে তে মিউজিক বাজাতে পারবে। যেখান থেকে কোন আওয়াজ তাদের মনকে আরো বেশি আনন্দিত করতে পারে।

৬) এই ওয়াকারের ওজন ক্ষমতা ১৫ কিলো।

৭) কোথাও যদি নিয়ে যেতে চান তাহলে ছোট ব্যাগেও এটি ফোল্ড করে নিতে পারবেন।

View on Amazon

২) Fisher-Price Plastic Original Rock-a-Stack: 

বাচ্চাদের জন্য খুবই ভালো খেলনার তালিকাতে এই খেলনাটি রয়েছে। এখানে রিং রয়েছে যেখানে একটি ব্যালান্সিং রড ও রয়েছে এখানে আবার বিভিন্ন রকমের রংয়ের রিং পাওয়া যায়। যা কিনা বাচ্চাদের মনকে আকর্ষিত করে। তার সাথে সাথে এই খেলার মধ্যে দিয়ে তাদের স্কিল অনেকখানি উন্নত হয়।

Fisher Price Brilliant Basics Rock a Stack ১০ মাসের বাচ্চা

তো জানা যাক এই খেলনার কিছু গুন সম্পর্কে।

গুনাগুন:

১) এটি একটি সারটিং (জিনিস গুলি সাজিয়ে রাখা), স্টেকিং (রাউন্ড অথবা সাইকেল গুলিকে একটার উপরে একটা রেখে সেটির একটি চূড়া বানানো) এবং প্লাগিন (সার্কেল গুলিকে জোড়া) ধরনের গেম।

২) খেলনার আকার এবং রং এর আধারের উপরে বাচ্চাদের রিংগুলিকে এক জায়গায় করা শিখতে খুব বেশি সময় লাগবে না।

৩) এই খেলনার মধ্যে বিভিন্ন ধরনের রংবেরঙের সার্কেল রয়েছে।

৪) যেগুলির মাধ্যমে বাচ্চারা খুবই সহজে রং চিনতে পারে।

৫) রংবেরঙের হওয়ার জন্য বাচ্চারা এই খেলাটি খুবই পছন্দ করে থাকে।

৬) খেলনা রিংগুলিকে ব্যালান্সিং রডে দিয়ে বাচ্চারা খেলা করে, এর থেকে বাচ্চাদের চোখ আর হাতের সমন্বয় তৈরি হয় মজবুতভাবে।

৭) বাচ্চাদের মধ্যে পদার্থ ছুঁয়ে জিনিসপত্র বোঝার ক্ষমতা বাড়তে পারে এই খেলনার মধ্যে দিয়ে।

৮) এই খেলনাটি ছয় মাস থেকে দুই বছরের বাচ্চারা পর্যন্ত খেলতে পারবে।

৯) এই খেলনা টি অন্যান্য আকারেও উপলব্ধ রয়েছে।

View on Amazon

৩) Link Stack N Nest Toy Set Multicolour 3 in 1: 

মজাদার গেম যা বাচ্চাদের খুবই পছন্দের। এটি কেনার পর আপনার শিশু একটি প্যাকেটের মধ্যে তিনটি গেম খেলার সুযোগ পাবে।

Link Stack Nest Multicolor ১০ মাসের বাচ্চা

এই খেলনার মধ্যে দিয়ে শৃঙ্খলা বোধ বাচ্চাদের মধ্যে বৃদ্ধি পাবে, আর আলাদা আলাদা আকারের বাক্সকে একসাথে মেলানোর খেলা ও খেলতে পারবে। এছাড়াও রঙিন ডিম এর গেমও রয়েছে মানে একটি খেলার মধ্যে বাচ্চারা সম্পূর্ণ মাত্রায় মনোরঞ্জন করতে পারবে।

গুনাগুন:

১) এই খেলনাতে বাচ্চারা প্লাস্টিকের রিং কে জুড়ে জিনিসপত্র গুলি একসাথে মেলানোর কৌশল শিখতে পারবে।

২) এই গেমের জন্য ব্যাটারির প্রয়োজন পড়ে না।

৩) এই গেম এর জন্য বাচ্চারা আকারের হিসাব শিখতে পারে খুব তাড়াতাড়ি। তার সাথে সাথে যে কোন বস্তুকে ঠিকঠাক ভাবে রাখার ধারণাও তৈরি করতে পারে।

৪) এটি বানানোর জন্য ব্যবহার করা হয়েছে প্লাস্টিক যা কিনা বাচ্চাদের জন্য সুরক্ষিত।

৫) এই খেলনাটি বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা ব্যস্ত রাখতে পারে।

৬) এই খেলনাটি ছয় মাসের উপরের বেশি বয়সী বাচ্চারাও খেলতে পারবে।

৭) খেলনার গায়ে কোন রকমের ধারালো, কিনারা নেই যাতে শিশুদের কোন ক্ষতি হতে পারে।

View on Amazon

৪) Zest 4 Toyz Stunt Tricycle Bump and Go Toy with 4D Lights: 

বাচ্চারা যেমন সুন্দর এবং কিউট হয় তেমনি তাদের খেলনা গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুবই সুন্দর হয়। আবার এমন অনেক ছোট্ট ছোট্ট খেলনা আছে, কিউট কিউট খেলনা আছে যেগুলি বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খুবই পছন্দের। আর এই খেলনাটি বাচ্চাদের জন্য একেবারে উপযুক্ত।

Zest Toyz Tricycle Dancing Operated ১০ মাসের বাচ্চা

তো জাস্ট ফর টয়েজ কিনতে পারেন আপনার ছোট্ট বেবির জন্য ট্রাই সাইকেল। যেটি ব্যাটারির মাধ্যমে চলে। যদি আপনার বাচ্চা সাইকেল অথবা স্কুটার পছন্দ করে থাকে তো এই খেলনা ও ওদের মনে অনেকখানি জায়গা করে নেবে। আর অনেক কিছু শিখতে পারবে।

গুনাগুন:

১) এই খেলনাতে বামপ্ এন্ড গো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মানে হলো এই খেলনাটি যেকোনো জিনিসের সাথে যদি ধাক্কা খায় তাহলে কিন্তু সে নিজে থেকেই তার রাস্তা পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ যদি দেয়ালের গায়ে গিয়ে থেমে যায়, তাহলে আবার সে অন্যদিকে ঘুরে গিয়ে চলতে শুরু করবে। যেটা বাচ্চাদের খুবই পছন্দের।

২) এই ট্রাই সাইকেল এর উপরে একটি সুন্দর কিউট কার্টুন মত ক্যারেক্টার দেওয়া হয়েছে, যে কিনা সাইকেলটি চালাচ্ছে।

৩) এই ট্রাই সাইকেলে ফোর ডি লাইট লাগানো হয়েছে।

৪) খেলনাতে ৩৬০ ডিগ্রি রোটেটিং মুভমেন্ট আছে, যা খেলনাটিকে সম্পূর্ণ রূপে ঘুরতে সাহায্য করে।

৫) এই খেলনার লাইট, মিউজিক অনুসারে প্রতিক্রিয়া করে।

৬) এবিএস (ABS) প্লাস্টিক থেকে এই খেলনাটি তৈরি করা হয়েছে যা কিনা নন টক্সিস।

৭) এই ট্রাই সাইকেল, মুভমেন্ট আর স্ট্যন্ট দুটোই করতে পারে।

View on Amazon

৫) Push and Shake Wobbling Bell Sounds Roly Poly Tumbler Doll:

আপনার দশ মাসের বাচ্চার জন্য ছোট্ট আর খুবই কিউট খেলনা কিনতে হবে তো এই টয় আপনার শিশুর জন্য একেবারে বেস্ট অপশন।

Wobbling Sounds Tumbler Multicolour ১০ মাসের বাচ্চা

এই খেলনার সাথে বাচ্চারা ঘরের মেঝেতে, গার্ডেনে, এর সাথে সাথে বাথিং টাবেও খেলতে পারবে। এই খেলনাটি দেখতে এতটাই আকর্ষণীয় যে বাচ্চারা প্রথম দেখাতেই সেটা পছন্দ করে নেয় আর তার সাথে খেলতেও খুব বেশি ভালোবাসে।

গুনাগুন:

১) খেলনার গায়ে যে রং দেওয়া হয়েছে সেই রঙে কোনো রকম কেমিক্যাল এর ব্যবহার করা হয়নি বলে দাবি করা হয়, সুরক্ষার জন্য খেলনাটি EN71 অথবা ইউরোপীয় মানক দ্বারা প্রমাণিত।

২) এটি একটি মিউজিক্যাল খেলনা।

৩) এই গোলুমোলু খেলনাটি বাথ টাবেও সাঁতার কাটতে পারে অর্থাৎ ভেসে থাকতে পারে।

৪) বাচ্চাকে যখন আপনি স্নান করাবেন তখন বাথ টাবে এই খেলনাটি দিয়ে তাকে ব্যস্ত রাখতে পারেন।

৫) এই খেলনার ডাম্বলার ডিজাইন এর কারণে খেলাটি কখনোই পড়ে যায় না।

৬) খেলনাটির গায়ে টিথার লাগানো আছে যেটি বাচ্চাদের যখন নতুন দাঁত ওঠে তখন এই খেলনাটির সেই অংশটি চিবাতে পারে।

৭) এটি বিশেষ করে তিন মাসের বেশি বয়সী বাচ্চারাও খুবই পছন্দ করে এবং তাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে।

View on Amazon

৬) Fisher-Price Plastic Stacking Cups: 

এই খেলনাটি তৈরি করা কোম্পানি অর্থাৎ ফিশার প্রাইজ কোম্পানি এর স্টাকিং কাপ ও বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খেলনা প্রমাণিত হতে পারে।

Fisher Price Stacking ১০ মাসের বাচ্চা

এই খেলনাটিতে ৮ টি আলাদা আলাদা রঙের কাপ সেট থাকে যেগুলি বাচ্চারা সেই কাপের আকার অনুসারে জোড়া দিয়ে সাজাতে পারে আর এই খেলাটি বাচ্চাদের চিন্তা করার ক্ষমতা এবং বোঝার ক্ষমতা কে অনেকখানি বিকশিত করে। তাই আপনার ছোট্ট শিশুর জন্য খেলাটি খুবই উপযুক্ত সেটা বোঝাই যাচ্ছে।

গুনাগুন:

১) সমস্যার সমাধান করার ক্ষমতা আর চিন্তা করার ক্ষমতার বিকাশ ঘটে থাকে।

২) এই  খেলনাটির মাধ্যমে বাচ্চাদের হাতের শক্তি অর্থাৎ কোন জিনিস ধরার ক্ষমতা বৃদ্ধি পায়।

৩) তাছাড়া চোখ আর হাতের সমন্বয় সাধন করে আর সেটি আরো বেশি উন্নত করতে সাহায্য করে।

৪) এই কাপ সেট এর সাহায্যে বাচ্চারা বিভিন্ন রকমের রং সম্পর্কে জানতে পারে।

৫) এই খেলনাটি খুবই হালকা তাই বাচ্চারা খুবই সহজে খেলাটি বহন করতে পারে এবং  খেলনার সাথে খেলতেও পারে।

৬) ভালো গুণমান  সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে খেলনাটি কে বানানো হয়েছে।

View on Amazon

৭) VTech Sit-To-Stand Learning Walker: 

১০ মাসের বাচ্চাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ খেলনা গুলি রয়েছে তাদের লিস্টে এই খেলনাটি ভালোমতো জায়গা করে নিয়েছে। এর ব্যবহার করা যেতে পারে অনেক রকম ভাবে।

VTech-Stand-Learning-Frustration-Packaging

এই খেলাটির মধ্যে ভায়োলিন ট্রাম্পেট পিয়ানো আর ড্রাম বাজানোর বিকল্প দেওয়া হয়েছে। তার সাথে সাথে এটি ওয়াকার এর মতও ব্যবহার করা যায়। যার ফলে বাচ্চারা এক জায়গা থেকে আর এক জায়গায় অনায়াসে খেলনার সাথে খেলতে খেলতে চলাফেরাও করতে পারবে।

গুনাগুন:

১) এই খেলনাটির মধ্যে ব্যবহার করা হয়েছে সমস্ত রকম রং যা কিনা সম্পূর্ণরূপে কেমিক্যাল মুক্ত বলে দাবি করা হয়।

২) এই খেলনাটির সেফটি সার্টিফাইড আছে।

৩) এই খেলনাটি মন্তেশ্বরী টেকনিক এর উপরে আধারিত অর্থাৎ এর থেকে বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু শিখতে পারবে।

৪) এই খেলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট, যা কিনা বাচ্চারা সেগুলি শুনে বোঝার চেষ্টা করবে যাতে তাদের বোঝার ক্ষমতা অনেকখানি উন্নত হয়।

৫) এই waker তে ডিটাচেবল টয় ট্রে ও লাগানো আছে যেটিকে খুবই সহজে ওয়াকার তে লাগানো আর খোলা যেতে পারে।

৬) এছাড়া এটি খুলে নিয়ে বাচ্চারা যে কোন জায়গায় বসে খেলনা আর গানের সাথে খেলতে পারবে।

৭) এই খেলনাটি বাচ্চাদের মোটর স্কিল আর হাত ও চোখের মধ্যে সমন্বয় সাধন করার ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

৮) এই খেলনাটিকে ব্লক বিল্ডিং, পুস ওয়াকার, পিয়ানো বাজানো আর রং চেনার জন্য বাচ্চাদের দেওয়া যেতে পারে। যার ফলে তারা এর মধ্যে দিয়ে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে।

৯) তাছাড়া খেলনাটি ছয় মাসের বেশি বয়সী বাচ্চারাও খেলতে পারবে এবং তাদের জন্য বেশ উপযুক্তও বটে।

View on Amazon

৮) Goyal’s My First Step Baby Activity Walker:

যখন বাচ্চারা সবে মাত্র হাঁটতে শেখার চেষ্টা করে বা হাঁটার চেষ্টা করে তখন কিন্তু তাদেরকে আরো বেশি উৎসাহিত করে। তার সুবিধা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওয়াকার কিনে দেওয়া হয়। তবে যদিও আপনার বাচ্চাকে একটা শিক্ষার মধ্যে দিয়ে আরো অনেকটা শিক্ষা দিতে চান তাহলে ওয়াকার কাম টয় অর্থাৎ ওয়াকার এর সাথে সাথে খেলনাও হয় যেন।

BlackFumes-Activity-Walker-Toddler-Learning

এই খেলনাটি বাচ্চারা ওয়াকার হিসেবেও ব্যবহার করতে পারবে। তার সাথে সাথে কোন জায়গায় সেটি শুইয়ে দিয়েও এই খেলনার গায়ে বিভিন্ন রকমের ব্লক যে গুলি লাগানো আছে সেগুলোর সাথেও খেলতে পারবে। এটি নয় মাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত বাচ্চারা খুবই ভালোভাবে খেলতে পারবে। আর এটি তাদের জন্য আদর্শ খেলনা হিসেবে মনে করা হয়।

গুনাগুন:

১) খেলনাটির পায়া এতটাই সুন্দর ভাবে বানানো হয়েছে যে, বাচ্চাদের চলতে ফিরতে আর খেলনাটির হ্যান্ডেল মজবুত ভাবে ধরার জন্য অনেক খানি সাহায্য করে থাকে।

২) ফাস্ট স্টেপ বেবি ওয়াকার কাম টয় কে মজবুত আর টেকসই ডিজাইন দিয়ে বানানো হয়েছে।

৩) কিছু খেলার মত এটিও মিউজিকাল খেলনা অর্থাৎ মিউজিক্যাল বেবি অ্যাক্টিভিটি ওয়াকার এই খেলনাতে গানের সাথে সাথে খেলার জন্য আরও অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। যেগুলি বাচ্চাদের খুবই পছন্দের।

৪) এই খেলনাটি বাচ্চাদের সুরক্ষার দিকে খেয়াল রেখে তৈরি করা হয়েছে অর্থাৎ নন টক্সিক প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে।

৫) এই খেলাটি ছেলে শিশু অথবা মেয়ে শিশু দুজনার জন্য খুবই উপযুক্ত একটি খেলনা।

৬) খেলনাটিতে গিয়ার কে ঘোরানো, প্যানেলকে ঘোরানো, বিটস কে টানা আর ডোর ফ্লিপ এর মত বিভিন্ন ধরনের গতিবিধি রয়েছে।

View on Amazon

তো এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক, দশ মাসের বাচ্চা দের জন্য খেলনা কেনার সময় কোন কোন বিষয়ের প্রতি আপনাকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে ?

বাচ্চাদের জন্য খেলনা কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন তেমন খেলনা দিয়ে আপনার শিশুকে তো খেলানো যেতেই পারে না, তাই না ! কেননা এমন কিছু খেলনা তাকে দিতে হবে যার মাধ্যমে সে অনেক কিছু শিখতে পারবে, তার সাথে সাথে তার কোন ক্ষতি করতেও পারবে না। তো এমন কিছু টিপস সম্পর্কে জেনে রাখা জরুরি, যার মাধ্যমে আপনি আপনার দশ মাসের শিশুর জন্য সুরক্ষিত আর শিক্ষনীয় খেলনা কিনতে পারেন।

১০ মাসের বাচ্চাদের জন্য খেলনা কেনার ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রাখা জরুরী:

১) সব সময়ের জন্য এমন খেলনা নির্বাচন করুন যেটা সম্পূর্ণ রূপে কেমিক্যাল মুক্ত আর সুরক্ষিত বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে যেন সেই খেলনাটি তৈরি করা হয়।

২) খেলনাটি কেনার সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন, কেননা সেই খেলনার গায়ে কোন রকম ধারালো  কিনারা আছে কিনা।

৩) খেলনাতে কোনরকম কিনারা যেন না থাকে না হলে সে যখন একা খেলতে থাকবে তখন তার শরীরে আঁচড় কাটতে পারে।

৪) বাচ্চাদের জন্য সব সময় হালকা খেলনা কিনবেন যাতে তারা খুবই সহজে সেটা তুলতে পারে আর যে কোনো জায়গায় নিজে থেকেই বহন করে নিয়ে গিয়ে খেলতে পারে।

৫) তাছাড়া শিশুরা রংবেরঙের জিনিসপত্র খুবই পছন্দ করে আর তাদের প্রতি তারা আকৃষ্ট হয়, তাই যখন খেলনা কিনবেন তখন দেখে নেবেন যে সেই খেলনাটি চকচকে অথবা রংবেরঙের কিনা।

৬) লাইট আর সাউন্ড এফেক্ট আছে এমন খেলনাও কিন্তু নির্বাচন করতে পারেন, কেননা এগুলি বাচ্চাদের খুবই পছন্দের।

৭) এই সমস্ত বিষয় গুলির সাথে সাথে বিভিন্ন আকার আর গতিবিধি আছে এমন খেলনা দেখতে পারেন। যাতে আপনি একটা খেলনার মধ্যে অনেক রকম ভাবে শিশুকে খেলাতে পারবেন আর তার থেকে অনেক কিছু শিশু শিখতেও পারবে।

তো এইভাবে আপনি অনায়াসেই আপনার ছোট্ট বেবির জন্য খেলনা সিলেক্ট করতে পারেন। যা তাদের শারীরিক বিকাশ এর সাথে সাথে মানসিক বিকাশ খুবই ভালোভাবে করতে পারে। তবে বলা যায় শুধুমাত্র দশ মাসের বাচ্চাদের জন্যই নয়, এমন অনেক খেলনা আছে যেগুলি একেবারে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে আর তা থেকে শিক্ষা অর্জন করতে পারবে।

তবে বাচ্চাদের পছন্দ আর তাদের গতিবিধি প্রতি মাসে পরিবর্তন হতে থাকে। তাই যদি আপনি শিশুর প্রতি মাসের পরিবর্তন অনুসারে খেলনা দিয়ে খেলতে দিতে পারেন, তাহলে তাদের মানসিক বিকাশ খুবই দ্রুত ঘটবে আর সে অনেক বেশি শিখতে পারবে খুবই কম সময়ের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top