1000+ Bengali Friendship Day Status 2023 | Friendship Day Bangla Status 2023 | বন্ধুত্বের স্ট্যাটাস 2023

Bengali Friendship Day Status Photos & Shayari, Bengali Happy Friendship Day Shayari Status, The latest Bangla Friendship Day Shayari- The most heart-touching Friendship Day Status in the Bengali language. Bengali Friendship Day Shayari status that makes you cry. Friendship Day Status Bangla Shayari with photos.

বাংলার বন্ধুত্বের শায়রি এবং স্ট্যাটাস। প্রিয় বন্ধুবন্ধুত্বের স্ট্যাটাস যা আপনার বন্ধুত্বের কথা সকলের সামনে তুলে ধরতে পারবেন। প্রিয় বন্ধু ও বন্ধুত্বের এই সকল শায়রি যা আপনার মনে আনন্দ এনে দেবে। ফ্রী ডাউনলোড করুন এবং এই স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। বাংলা ফ্রেন্ডশিপ শায়রি, নতুন বাংলা ফ্রেন্ডশিপ শায়রি ফটো- বাংলা ভাষায় সবচেয়ে হৃদয়স্পর্শী বন্ধুত্বের স্ট্যাটাস। বাংলা প্রিয় বন্ধু ও বন্ধুত্বের শায়রি স্ট্যাটাস যা আপনাকে আনন্দিত করে তুলবে।

কাউকে সারাজীবন কাছে পেতে চাও।
তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো।
কারন প্রেম একদিন হারিয়ে যাবে
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

Bengali Friendship Day Status

“ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে, ”
“স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে ”
“অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, ”
“আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।”

Bengali Friendship Day Status

তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

Bengali Friendship Day Status

যে বন্ধু সুদিনে ভাগ বসায়,,
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু..!!

Bengali Friendship Day Status

বন্ধু… কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান বিশাল ।
জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই ।
চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব।
তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবেনা বন্ধুত্বের পুর্ন দাবী,
হতে হবে বন্ধুর মতো বন্ধু।
কথায় আছে বন্ধু কখনো মরেনা।

 

বন্ধু তুমি আপন হয়ে,,
বাধলে বুকে ঘর..
কষ্ট পাব আমায় যদি,,
করে দাও পর..
সুখের নদী হয়না যেন,,
দুঃখের বালু চর..
সব সময় নিও বন্ধু আমার খবর..!!

Bengali Friendship Day Status

বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন,
আছো তুমি, থাকবে আমার….
মিশে এ হৃদয়ে সারাটি জীবন.।
বন্ধু তুমি আমার ভোরের পাখি,
হারিয়ে গেলে কভু দূর অজানায়,
আমায় তুমি খুজে নিবে নাকি.?
বন্ধু তুমি আমার আশার আলো,
দুই নয়নে তুমি ছাড়া আমি….
যেন দেখি সব আধার কালো..।
বন্ধু তুমি আমার ফুলের সৌরভ,
তোমার জন্য আমার ভালবাসা…

 

বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
গল্প করব তোমার সাথে আমি সারারাত
“তুমি যদি কষ্ট পাও, আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার কর,হাতে রেখে হাত………।

Bengali Friendship Day Status

তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে বলে”।
তুমি কি জান আকাশ কেন কাদে? “
তোমার মন খারাপ বলে”।
তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? “
তুমি খুব ভাল বলে”।
তুমি কি জান তুমি এত ভালো কেন?
“তুমি আমার “ বন্ধু ” বলে।

 

সকাল হলে এসো তুমি , শিশির কণা হয়ে ..
সন্ধ্যা হলে এসো তুমি , রক্ত জবা হয়ে ..
রাত হলে জ্বলো তুমি , জোনাকি হয়ে ..
সারা জীবন থেকো তুমি , আমার বন্ধু হয়ে .

Bengali Friendship Day Status

ভালবাসি বাংলা , ভালবাসি দেশ ।
ভাল থেকো তুমি আমি আছি বেশ ।
ভালবাসি কবিতা , ভালবাসি সুর ।
কাছে থেকো বন্ধু যেও নাক দূর ।

 

দুঃখ আছে বলে সুখের এত দাম ,
রাত আছে বলে দিনের এত সুনাম,
সূর্য আছে বলে চাঁদের এত অভিমান ,
আর বন্ধু তোমরা আছ বলে,
আমি এই কবিতা লিখলাম ।

Bengali Friendship Day Status

বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন,
আছো তুমি, থাকবে আমার….
মিশে এ হৃদয়ে সারাটি জীবন.।
বন্ধু তুমি আমার ভোরেরপাখি,
হারিয়ে গেলে কভু দূর অজানায়,
আমায় তুমি খুজে নিবে নাকি.?
বন্ধু তুমি আমার আশার আলো, দু
ই নয়নে তুমি ছাড়া আমি….
যেন দেখি সব আধার কালো..।

 

দুঃখ তুমি প্রমিস করো, আমায় ছুবে না।
সুখ তুমি প্রমিস কর, আমায় ছাড়বে না।
চোখ তুমি প্রমিস কর, আমায় কাদাবে না।
আর বন্ধু তুমি প্রমিস কর, আমায় ভুলবে না..!!

 

রাত সুন্দর চাঁদ উঠলে,
দিন সুন্দর সূর্য উঠলে,
বাগান সুন্দর ফুল ফুটলে,
আর জীবন সুন্দর তোমার মত,
ভাল একটা বন্ধু থাকলে।

 

সুর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধা পর্যন্ত,
চাঁদের বন্ধুত্ব সন্ধা থেকে সকাল পর্যন্ত,
কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিশ্বাস পর্যন্ত!

Bengali Friendship Day Status

আরও একবার না হয়, বন্ধু হবো তোর হাতটি ধরে,
আরও একবার বাসবো ভাল তোর মত করে,
আরও একবার না হয় চিলি হলি,
আমার চিলের কোটায়,
আর হারাস না বন্ধু প্লিজ, খুঁজব তোরে কোথায়?

 

গভীর বন্ধুত্ত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়,
যখন একে অপরকে ভুল বুঝে।
বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে না,
যার কারনে বন্ধুত্ত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে।
আর যদি এমন কিছু ঘটে,
তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না।

 

বন্ধু তুই কোথায় গেলি” আমাকে না বলে”
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে”
জানি তুই আসবি ফিরে” একদিন হঠাৎ করে”
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে”

 

আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি, তারার মতো জ্বলে থাকি,
বৃস্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।

 

হয়তো সময় যাবে থেমে, হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে, ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা।

 

যে মানুষটি তোমার বিপদের সময় এড়িয়ে,
সুখের সময় কাছে থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে,
সেই তোমার প্রকৃত বন্ধু।

 

আমি সেই বৃষ্টি চাই না, যে বৃষ্টিতে বন্যা হয়**
আমি সেই আকাশ চাই না, যে আকাশ মেঘলা হয়**
আমি এমন বন্ধু চাই না,
যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যায় **

 

ভালো বন্ধু হলো সেই,
যে আপনাকে আপনার মায়ের মতোই যত্নে আগলে রাখবে,
পিতার মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি,
ভাইয়ের মতো জ্বালাবে আর ভালবাসবে আপনার,
প্রেমের মানুষের থেকেও বেশী।

 

বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি,
তোর হলে তুই বুজতিস, তোকে দোষ দিবনা, দোষ আমারি,
আমি তোকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি ,
তাই ছুটে চলিস বহুদূরে….

 

সেই প্রকৃত বন্ধু যে,
বন্ধুর চোখের প্রথম ফোটা জল দেখে,
দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে আর
৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে.

 

বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে ।

 

সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে -দুখে ছায়ার মতোই পাশে থাকে।

 

আকাশ দেখেছি,, নদী দেখেছি,, দেখেছি অনেক তারা..
দেখেনি আজ ও ফেসবুকে আমার আসল বন্ধু কারা…!

 

নদীর পারে আমি একা.., নদী চলে আঁকা বাঁকা…
আমি বন্ধু বড়ো একা…, এখন ভাবছি তোমার কথা…
তোমার সাথে আমার কিগো.., কখনো হবেনা দেখা ?

 

দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে।
ফুল যদি ঝরে যায়, বেলার শেষে।
রাত যদি হারিয়ে যায়, তারার দেশে,
জেনে রেখো, আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে।

 

বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি,
একবার তুমি চোখের আড়াল হলে।
বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়,
আমার হৃদয়ে হাজার জনম জনম।

 

জীবনে অনেক বন্ধু পাওয়া যায়। কিন্তু……
অনেকেই বন্ধু হয়, স্বার্থ উদ্ধারের চিন্তা নিয়ে।
অনেক বন্ধু আছে, যারা শুধুই বন্ধু।
না সুসময়ের না অসময়ের।
আবার কিছু বন্ধু আছে,
যাদের শুধু সুসময়ে খুঁজে পাওয়া যায়।
দুঃসময়ে ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই কেটে পড়ে।
তবে এমনও কিছু বন্ধু রয়েছে, যারা সব সময় সাথে থাকে।

 

যে মানুষ হাজার কষ্টের মাঝেও,
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে।
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে।
সে তাকে কখনো ভুলতে পারে না।

 

আমি মুছে দিবো তোর চোখের জল,
বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল।
সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে,
এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।

 

মানুষের জীবনে এমন কিছু সময় আসে,
যখন নিজেকে অসহায় মনে হয়,,
তখন নিঃস্বার্থ ভাবে যে পাশে দাড়ায়,
সে হল সত্যিকারের _”বন্ধু”_

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top