Bank of Maharashtra Personal Loan 2023 (ব্যাংক অফ মহারাষ্ট্র পার্সোনাল লোন 2023): How to Apply for Bank of Maharashtra Personal Loan? | Bank of Maharashtra Personal Loan Apply in Bengali.
ব্যক্তিগত লোন যা দিয়ে আপনি বেশ ভালো মত একটা টাকার পরিমান পাবেন, যেটা দিয়ে আপনার প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে পারবেন এবং কিছু টাকা সুদ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে এই লোন পরিশোধ করতে হবে। এটা বেশিরভাগ মানুষ করে থাকেন, তাদের কার্যসিদ্ধি করার জন্য। কেননা যে কোন কাজ করার ক্ষেত্রে সবার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা-পয়সা নাও থাকতে পারে।
Bank Name | Bank of Maharashtra |
Type of Loan | Personal Loan |
Loan Application Process | Online / Offline |
Official Website | bankofmaharashtra.in |
যার জন্য অনেক সময় কারো কাছে হাত পাততে হয় অথবা এদিক-ওদিক টাকা জোগাড় করার জন্য পাগলপ্রায় অবস্থা হতে হয়। তবে ব্যাংক থেকে আপনি খুব সহজেই এই লোনের জন্য আবেদন করে লোন নিতে পারেন, যা দিয়ে আপনার প্রয়োজনীয়তা মেটাতে পারেন।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) এমন একটি ব্যাংক যেখান থেকে আপনি পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারেন এবং তা থেকে আপনি খুবই কম টাকা এবং আকর্ষণীয় সুদের হারে লোন পরিশোধ করতে পারেন।
তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে পার্সোনাল লোন এর জন্য আবেদন করবেন এবং আরো অন্যান্য তথ্য সম্পর্কে জানা যাক:
সুচিপত্র
- Bank of Maharashtra Personal Loan:
- Bank of Maharashtra Personal Loan এর দরকারি তথ্য:
- Bank of Maharashtra Personal Loan নেওয়ার যোগ্যতা:
- Bank of Maharashtra Personal Loan Scheme:
- Bank of Maharashtra Personal Loan-এর জন্য ডকুমেন্ট:
- Bank of Maharashtra Personal Loan নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত:
- Bank of Maharashtra Personal Loan আবেদন করবেন কিভাবে?
- Bank of Maharashtra Personal Loan অনলাইন আবেদন:
- Bank of Maharashtra Personal Loan অফলাইন আবেদন:
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র যোগাযোগের নাম্বার (BOM Customer Care):
- FAQ for Bank of Maharashtra Personal Loan
Bank of Maharashtra Personal Loan:
১) প্রথমত এই ব্যাংক প্রসেসিং চার্জ হিসাবে লোন এমাউন্ট এর উপর ১% নিয়ে থাকে।
২) এই লোনের সুদের হার শুরু হয় সব থেকে কম ৯.৫৫% p.a.
৩) সর্বোচ্চ লোন এর মাত্রা ২০ লাখ টাকা পর্যন্ত। তবে সেটা নির্ভর করে আবেদনকারীর বছরে ইনকাম এর উপর।
৪) আর এই লোন পরিশোধ করার সময়সীমা ৮৪ মাস অর্থাৎ ৭ বছর পর্যন্ত।
Bank of Maharashtra Personal Loan এর দরকারি তথ্য:
সুদের হার: ৯.৫৫% p.a. থেকে শুরু হয়, যা কিনা খুবই আকর্ষনীয় এবং কম।
প্রসেসিং ফি: লোন এমাউন্ট এর ওপর ১.০০% অর্থাৎ সর্বনিম্ন ১০০০ টাকা।
লোন পরিশোধের সময়সীমা: ৮৪ মাস অর্থাৎ ৭ বছর পর্যন্ত।
Guarantor Requirement: Guarantor Required
Bank of Maharashtra Personal Loan নেওয়ার যোগ্যতা:
১) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত, এর মধ্যে হতে হবে।
২) সর্বনিম্ন ইনকাম হতে হবে আবেদনকারীর যেটা, সেটা হল প্রতিবছরের ৩ লাখ টাকা।
৩) সর্বোচ্চ লোন এর মাত্রা ২০ লাখ টাকা পর্যন্ত।
Bank of Maharashtra Personal Loan Scheme:
১) সর্বোচ্চ লোনের মাত্রা ২০ লাখ টাকা পর্যন্ত।
২) খুবই কম এবং আকর্ষণীয় সুদের হার।
৩) সুদ যেটা নিয়ে থাকে এই ব্যাংক, সেটা কিন্তু প্রতিদিনই এবং এক্ষেত্রে আপনার সুবিধা হল প্রতিদিনই আপনি কিছু হলেও লোন এর সুদের মাত্রা কমিয়ে রাখছেন।
৪) সুদের হার সেটা কিন্তু লিংক করা থাকে RLLR এর সাথে।
৫) খুবই সামান্য পরিমাণ ডকুমেন্টেশন করতে হবে আপনাকে কোন রকম ঝামেলা ছাড়াই।
৬) এই লোন এর ক্ষেত্রে কোনরকম লুকানো কোন চার্জ, ফিজ থাকে না, যেটা আপনাকে পরে অসুবিধায় ফেলতে পারে। এক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন।
Bank of Maharashtra Personal Loan-এর জন্য ডকুমেন্ট:
১) পরিচয় পত্র হিসেবে- আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইত্যাদি (যেকোনো একটা হলেই হবে)।
২) ঠিকানা প্রমাণপত্র হিসেবে- রেশন কার্ড, পাসপোর্ট, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি।
৩) ইনকাম প্রুফ হিসাবে- লাস্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকের আপনার সেলারি ট্রানস্ফার হয় তার সাথে ফর্ম 16।
৪) এম্প্লয়মেন্ট সার্টিফিকেট: আপনি যে একজন এমপ্লয়ি তার সার্টিফিকেট আপনার লাগবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই আপনার থাকতে হবে।
৫) সম্পূর্ণ ফিলাপ করা লোন অ্যাপ্লিকেশন ফর্ম। তার সাথে তিনটে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস।
৬) ব্যাংকের পাসবুক, তার সাথে ফর্ম 16/IT রিটার্নস।
Bank of Maharashtra Personal Loan নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত:
১) প্রথমত আপনার যোগ্যতা আপনাকে জানতে হবে যে আপনি এই লোনের জন্য যোগ্য কিনা, যে যে যোগ্যতার কথা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র বলে থাকে লোন দেওয়ার জন্য। আপনার কাছে সেই গুলি আছে কিনা সে ক্ষেত্রে একবার যাচাই করে নেবেন লোন নেওয়ার ক্ষেত্রে, আবেদন করার আগে।
২) আপনার ক্রেডিট স্কোর (Credit Score) হাই থাকতে হবে, যেটা ৭৫০ থেকে ৯০০ এর মধ্যে।
৩) কখনোই আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তে একসাথে অনেক রকম লোনের জন্য আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল নাও হতে পারে। কেননা ব্যাংক ভালোমতোই সার্চ করে তবেই কিন্তু লোন অ্যাপ্রুভ করে।
Bank of Maharashtra Personal Loan আবেদন করবেন কিভাবে?
আপনি দু রকম ভাবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন, একরকম হলো অনলাইনে, আর একরকম হলো অফলাইনে। আপনার যেটা সুবিধা আপনি সে ভাবেই এই লোনের জন্য আবেদন করতে পারেন।
Bank of Maharashtra Personal Loan অনলাইন আবেদন:
১) এই লোনের জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রথমত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, https://www.bankofmaharashtra.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
২) তারপর লোন অপশনে গিয়ে পার্সোনাল লোন (Personal Loan) সিলেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে।
৩) তার সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, ছবি ও সই তার সাথে আপলোড করতে হবে।
৪) এরপর আপনার আবেদনটি ব্যাংক ভেরিফাই করবে এবং লোনটি এপ্রুভ করবে।
Bank of Maharashtra Personal Loan অফলাইন আবেদন:
যদি আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে চান, আর সেটা অফলাইনে করতে চান, তাহলে আপনার কাছাকাছি কোন ব্যাংক অফ মহারাষ্ট্র এর ব্রাঞ্চে গিয়ে এই লোনের জন্য আপনি আবেদন করতে পারেন।
সে ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনাকে সেই ব্যাংকে যেতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করার সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করে আসতে পারেন।
১) এই লোন নেওয়ার জন্য ব্যক্তিকে বেতনভুক্ত কর্মচারী হতে হবে অথবা self-employed হতে হবে।
২) আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
৩) সুদের হার ৯.৫৫% থেকে শুরু করে BPLR ১৫.০০% পর্যন্ত হয়ে থাকে।
এভাবে কিন্তু আপনি খুবই সহজে এবং কম ডকুমেন্টেশন জমা করে, কোন রকম ঝামেলা ছাড়াই অফলাইন হোক অথবা অনলাইন যে কোনভাবেই এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন অনায়াসেই।
তার সাথে সাথে আপনার সমস্যার সমাধান করতে পারবেন অথবা আপনার স্বপ্ন পূরণ অথবা আপনার ব্যাক্তিগত কোন দরকারি কাজ মেটানোর উদ্দেশ্যে এই লোন আপনি নিতে পারবেন নির্দ্বিধায়।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র যোগাযোগের নাম্বার (BOM Customer Care):
1800-233-4526/ 1800-102-2636 এই ব্যাংকের যে কোন লোন সম্পর্কে তথ্য জানার জন্য আপনি এই টোল ফ্রি নাম্বার এ যোগাযোগ করে জানতে পারবেন।
Home | Click here |
Official Website | Click here |
FAQ for Bank of Maharashtra Personal Loan
আমি ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে কত টাকা পার্সোনাল লোন পেতে পারি?
এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যাংকে ট্রানজেকশন এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আপনি ব্যাংকের সাথে এতদিন করে এসেছেন। ব্যাংক আপনার ব্যাংকিং এর ইতিহাস অনুসারে যোগ্যতা নির্ধারণ করেন এবং সেই অনুসারে আপনাকে লোন প্রদান করেন।
ব্যাংক অফ মহারাষ্ট্র সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন দেয়?
ব্যাংক অফ মহারাষ্ট্র সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
ব্যাংক অফ মহারাষ্ট্র পার্সোনাল লোন আবেদনের বয়স কত হতে হবে?
ব্যাংক অফ মহারাষ্ট্র পার্সোনাল লোন আবেদনের জন্য সর্বনিম্ন ২১ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত বয়েসে পার্সোনাল লোন দেওয়ে হয়ে থাকে।