2023 ব্যাংক অফ মহারাষ্ট্র গাড়ির লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of Maharashtra Car Loan 2023 (ব্যাংক অফ মহারাষ্ট্র গাড়ির লোন 2023): How to Apply for Bank of Maharashtra Car Loan? | Bank of Maharashtra Car Loan Apply in Bengali.

গাড়ির স্বপ্ন সকলের থাকে, সে ক্ষেত্রে নিজের একটা ব্যক্তিগত গাড়ি থাকবে, যেটা প্রতিটি কাজে সাহায্য করার পাশাপাশি দৈনন্দিন জীবনে নিজেদের অনেক সুবিধা বহন করে। তবে শুধু স্বপ্ন থাকলে তো হয় না, তার সাথে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা তার ধারেপাশে ও যাওয়া যায় না।

Bank Name Bank of Maharashtra
Type of Loan Car loan
Loan Application Process Online / Offline
Official Website bankofmaharashtra.in

তবে বর্তমানে এমন পরিস্থিতি আপনি ভালো করতে পারবেন ব্যাংক থেকে লোন নিয়ে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে কার লোন (Car loan) আপনি নিতে পারবেন সহজ কিছু পদক্ষেপ অবলম্বন করে, যার মাধ্যমে আপনার গাড়ির স্বপ্ন অনায়াসেই পূরণ করতে পারেন।

ব্যাংক অফ মহারাষ্ট্র গাড়ির লোন আবেদন পদ্ধতি | Bank of Maharashtra Car Loan in Bengali
ব্যাংক অফ মহারাষ্ট্র গাড়ির লোন আবেদন পদ্ধতি | Bank of Maharashtra Car Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক, কীভাবে আপনি ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে কার লোন নিতে পারবেন এবং এ সম্পর্কে আরও অন্যান্য তথ্য সম্পর্কেও জানা যাক: 

Bank of Maharashtra Car Loan Calculator:

১) প্রতিমাসে ইএমআই দিতে হবে প্রতি লাখে ১,৫২৪ টাকা যা কিনা খুবই কম এবং সবার জন্য বেশ আকর্ষণীয় ও সাধ্যের মধ্যে।

২) এই লোন পরিশোধ করার সময়সীমা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হয়, যেটা আপনি পাবেন এ লোন সুদ সমেত পরিশোধ করার দীর্ঘ সময়।

৩) সুদের হার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কার লোন এর ক্ষেত্রে ৭.৩০% ই এম আই (EMI) প্রতি লাখে নিয়ে থাকে এবং দু’বছরের জন্য ৪,৪৯১ টাকা এবং পাঁচ বছরের জন্য ১,৯৯৪ টাকা ইএমআই (EMI) নিয়ে থাকে।

১) সর্বোচ্চ লোন ৫ লাখ টাকা: দু’বছরের জন্য, ২২,৪৫৪ টাকা,  চার বছরের জন্য ১২,০৪৩ টাকা, সাত বছরের জন্য ৭,৬২০ টাকা।

২) সর্বোচ্চ লোন ১০ লাখ টাকা: দু’বছরের জন্য ৪৪,৯০৯ টাকা, চার বছরের জন্য ২৪,০৮৬ টাকা, সাত বছরের জন্য ১৫,২৪০ টাকা।

৩) সর্বোচ্চ লোন ১৫ লাখ টাকা: দু’বছরের জন্য ৬৭,৩৬৩ টাকা, চার বছরের জন্য ৩৬,১২৯ টাকা, সাত বছরের জন্য ২২,৮৬০ টাকা।

Bank of Maharashtra Car Loan আবেদনকারীর সুবিধা:

১) Maximum Vehicle Loan অ্যামাউন্ট ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অফার করে থাকে গ্রাহকদের জন্য, সেটা অন রোড প্রাইস সর্বোচ্চ ৯০%।

২) তাছাড়া এই লোন নেওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত, এরমধ্যে।

৩) এই লোন নেওয়ার জন্য সর্বোচ্চ সুদের হার তবে সেটাও নির্ভর করবে আপনি  গাড়ি নেওয়ার জন্য কত টাকা ডাউনপেমেন্ট করছেন, তাছাড়া আপনার টোটাল ইনকাম এবং অন্যান্য বিষয়ের উপরে নির্ভর করবে, তা ছাড়াও সুদের হার @ ৭.৩০% হয়ে থাকে।

Bank of Maharashtra Car Loan নেওয়ার জন্য ডকুমেন্টস: 

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে কার লোন নেওয়ার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলি হল:

পরিচয় পত্র হিসাবে (Identity card):

১) প্যান কার্ড (PAN card)

২) ভোটার কার্ড (Voter card)

৩) কোম্পানি আইডি (Company ID)

৪) ড্রাইভিং লাইসেন্স (Driving license)

৫) পাসপোর্ট (Passport)

৬) আধার কার্ড (Aadhaar card)

ঠিকানার প্রমাণপত্র হিসাবে (Certificate of Address):

১) ভোটার আইডি কার্ড (Voter ID card)

২) টেলিফোন বিল (Telephone bill)

৩) ড্রাইভিং লাইসেন্স (Driving license)

৪) পাসপোর্ট (Passport)

৫) সেল deed (Sell deed)

৬) গ্যাস কানেকশন বিল (Gas connection bill)

৭) এলআইসি পলিসি (LIC policy)

৮) ক্রেডিট কার্ড বিল স্টেটমেন্ট (Credit card bill statement)

৯) রেন্টাল অগ্রিমেন্ট (Rental agreement)

ইনকাম প্রুফ হিসাবে (Income proof):

১) সেলারি সার্টিফিকেট (Salary Certificate)

২) লেটেস্ট পে স্লিপ (Latest pay slip)

৩) আর NBFC যে সমস্ত ডকুমেন্টস গুলি দেখতে চাইবে সেগুলি আপনার প্রয়োজন পড়বে।

Bank of Maharashtra Car Loan কিভাবে আবেদন করবেন?

Step 1. প্রথমত আপনাকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.bankofmaharashtra.in/ এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কার লোন এর জন্য আবেদন করতে পারেন।

Step 2. তারপর “Products” এই অপশন এর উপরে ক্লিক করতে হবে।

Step 3. তারপর ক্লিক করতে হবে “Loan” এই অপশনের উপর।

Step 4. এখানে  “Vehicle Loan” এই অপশনে “Car Loan” অপশনের নিচে “Apply Now” অপশনটিতে ক্লিক করতে হবে।

Step 5. এরপর একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার নাম, পিন কোড, জেলা, শহর, আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার, এবং ইমেইল আইডি, ফিলাপ করতে হবে।

Step 6. যে শর্তগুলো সেখানে থাকবে সেগুলি সবকছু এগ্রি (agree) করার পর “Click Here to Proceed” এই অপশনের ওপরে ক্লিক করতে হবে।

Step 7. এরপর ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার আবেদনটি গ্রহণ করবে এরপর আপনার লোনের অ্যামাউন্ট আপনার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

Bank of Maharashtra Car Loan নেওয়ার সুবিধা এবং এই লোনের তথ্য: 

১) এই লোন নিতে পারবেন বেতনভুক্ত কর্মচারী এবং self-employed।

২) এই লোন নেওয়ার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে।

৩) সর্বোচ্চ লোন পরিশোধের সময়সীমা ৭ বছর পর্যন্ত।

৪) এই লোনের সুদের হার ৭.৩০% (শতাংশ) থেকে শুরু করে ১০.৩০% পর্যন্ত।

৫) খুবই কম এবং আকর্ষণীয় E.M.I. প্রতি ১ লাখ টাকায় ১,৫২৪ টাকা।

এইভাবে খুবই সহজ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করে আপনি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) থেকে কার লোন (Car Loan) এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া কার লোন সম্পর্কে কোনো রকম তথ্য যদি আপনার বিস্তারিত ভাবে জানার থাকে, তাহলে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর কন্টাক্ট ডিটেইলস এ থেকে কন্টাক্ট নাম্বার এর মাধ্যমে আপনি যোগাযোগ করে এই লোন সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য জানতে পারেন।

Bank of Maharashtra Customer Care

Missed Call Number 92281818, 1802334526
Customer Care Number 18002334526, 18001022636
Contact Number 020-25532731, 020-25513781, 020-25514501-12
Email Id’s hocomplaints@mahabank.co.in, cmcustomerservice@mahabank.co.in
Head Office Address Bank of Maharashtra Head Office, “Lokmangal”, 1501, Shivajinagar Pune- 411005
Home Click here
Official Website Click here

FAQ for Bank of Maharashtra Car Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”সবথেকে কম EMI কত, গাড়ির লোনের জন্য প্রতি ১ লাখ টাকায়?” answer-0=”যদি আপনি চার-চাকা গাড়ির জন্য ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে লোনের জন্য আবেদন করে থাকেন, তাহলে সে ক্ষেত্রে প্রতি ১ লক্ষ টাকায় আপনার EMI হবে ১৫২৪ টাকা*।” image-0=”” headline-1=”h3″ question-1=”সর্বোচ্চ কত বছর সময় পাওয়া যায় চার-চাকা গাড়ির লোন পরিশোধ করার জন্য?” answer-1=”ব্যাংক অফ মহারাষ্ট্র আপনাকে সর্বোচ্চ ৭ বছর সময় দিয়ে থাকে, চার-চাকা গাড়ির লোন পরিশোধ করার জন্য।” image-1=”” headline-2=”h3″ question-2=”চার-চাকা গাড়ির লোন নেওয়ার জন্য কত বছর বয়স হতে হবে আবেদনকারীর?” answer-2=”ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে চার-চাকা গাড়ির লোন নেওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে কম করে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে।” image-2=”” headline-3=”h3″ question-3=”ব্যাংক অফ মহারাষ্ট্র কত পরিমান সুদ নেয় চার-চাকা গাড়ির লোনের ক্ষেত্রে?” answer-3=”ব্যাংক অফ মহারাষ্ট্র চার-চাকা গাড়ির লোনের জন্য ৭.৩০% থেকে ১০.৩০% পর্যন্ত সুদ নিয়ে থাকে।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top