2023 ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of India Personal Loan Application 2023 (ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন 2023): How to Apply for Bank of India Personal Loan? | Bank of India Personal Loan Apply in Bengali.

পার্সোনাল লোন অথবা ব্যক্তিগত ঋণ এমন একটি জিনিস যা কিনা ব্যাংক অথবা আর্থিক কোন সংস্থা দ্বারা নিরাপদ লোন। আপনার প্রয়োজনীয় আর্থিক চাহিদা মেটাতে সাহায্য করে। পার্সোনাল লোন এর দুটো দিক হলো, প্রথমত খুবই সামান্য কাগজপত্র প্রয়োজন হয়, অথবা জামানত গ্রহণের প্রয়োজন একেবারেই হয় না।

তাছাড়া অন্যান্য কোন বড় ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। খুবই সাধারণ কাগজ পত্রের মাধ্যমে আপনি সহজেই ব্যক্তিগত লোন নিতে পারবেন। আর আরেকটা দিক হল এই লোনের সুদের হার অন্যান্য লোনের সুদের হারের তুলনায় একটু বেশি হয়ে থাকে। আর তাই সুদের ব্যাপারে ভালোমতো জানা-বোঝা করে তবে এই লোনটি আপনি নিতে পারেন। এতে আপনারই সুবিধা হবে।

Bank Name Bank of India
Type of Loan Personal Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofindia.co.in

যাদের শীঘ্রই কিছু টাকার প্রয়োজন তারা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পার্সোনাল লোন (Bank of India Personal Loan) নিতে পারেন।

ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | Bank of India Personal Loan in Bengali
ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন আবেদন পদ্ধতি | Bank of India Personal Loan in Bengali

তবে প্রথমেই বলে রাখা ভালো যে ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের সুদের হার ১০.৮৫% p.a. তার সাথে সাথে এই লোন পরিশোধ করার সময় আপনি পাবেন ১২ মাস থেকে ৬০ মাস, অর্থাৎ এক বছর থেকে ৫ বছর পর্যন্ত। ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ পার্সোনাল লোনের মাত্রা ১০ লাখ টাকা

Bank of India Personal Loan সুদের হার:

বিশেষ লোন    সুদের হার
Fully secured (1-year MCLR+  personal loan) 4.50%=11.85% p.a.
Clean or unsecured (1-year MCLR+  Personal loan) 5.50%=12.85% p.a.
Personal loan for senior citizens aged (1-year MCLR+  60 years and above) 3.5%=10.85% p.a.  loans up to Rs.50,000
For financing secured (1-year MCLR+  under tie-up) 4.50%=11.85% arrangements p.a.

প্রসেসিং ফি: দুই পার্সেন্ট (২%) পর্যন্ত প্রসেসিং ফি নিয়ে থাকে সবথেকে কম ১০০০ টাকা এবং সবথেকে বেশি ১০,০০০ টাকার উপরে গ্রহণযোগ্য সার্ভিস ট্যাক্স হিসেবে। তাছাড়া বয়স্কদের জন্য কোনরকম প্রসেসিং ফি নেওয়া হয় না।

Bank of India Personal Loan-এর প্রকার এবং তাদের সুদের হার:

১) স্টার পার্সোনাল লোন (Star Personal Loan): ১০.৮৫%, ১০,০০০ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়, পরিশোধ করার সময় ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর।

২) স্টার মিত্র পার্সোনাল লোন (Star Mitra Personal Loan): ৮.৬৫%, ১ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।

৩) BIO স্টার পেনশনার লোন স্কিম (BIO Star pensioner Loan Scheme): ৯.৩৫%, পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। ৭৫ বছর এর উপর এক লাখ টাকা লোন পাওয়া যায়।

৪) BIO স্টার ডক্টর প্লাস (BIO star doctor plus): ৯.৮৫%, কুড়ি লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।

৫) স্টার হলিডে লোন স্কিম (Stae Holiday Loan Scheme): ১২.৩৫%, সবথেকে কম ১০,০০০ টাকা লোন এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।

Bank of India Personal Loan নেওয়ার সুবিধা:

আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পার্সোনাল লোন দিয়ে থাকেন তাহলে যে সুবিধাগুলো পাবেন সেগুলি হল:

১) প্রথমত সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এই ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে।

২) আপনি এই ব্যাংকের পার্সোনাল লোন নিজের পছন্দ মত নিতে পারেন সেই সুবিধাটা কিন্তু আছে।

৩) তাছাড়া এই লোন আপনি হোম রেনোভেশন, এক্সটেনশন, কম্পিউটার কেনার ক্ষেত্রে, ইলেকট্রনিকস জিনিস কেনার ক্ষেত্রে অথবা কোন পড়াশোনার খরচ এর ক্ষেত্রে এই লোন নিতে পারেন।

ব্যাংক অফ ইন্ডিয়া কত টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে:

ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন পার্সোনাল লোনের টাকা: 

  • BIO clean or Unsecured loan এর ক্ষেত্রে: ১০,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে। এবং
  • BIO Secured loan এর ক্ষেত্রে: ১০,০০০ টাকা পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে।

ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ পার্সোনাল লোনের টাকা:

  • BIO clean or Unsecured loan এর ক্ষেত্রে: ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে। এবং
  • BIO Secured loan এর ক্ষেত্রে: ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক অফ ইন্ডিয়া লোন দিয়ে থাকে।

Bank of India Personal Loan নেওয়ার যোগ্যতা:

১) প্রথমত এই লোনের জন্য আবেদনকারীকে বয়স হতে হবে অবশ্যই ১৮ বছর এর উপর।

২) যারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন তারা হলেন- প্রফেশনাল, বেতনভুক্ত কর্মচারী, রেগুলার পেনশন পাচ্ছেন এমন ব্যক্তি, এবং সম্পত্তির পরিমাণ বেশ ভালই আছে এমন ব্যক্তি, এই ব্যাংক ব্রাঞ্চ থেকে মাসে পেনশন পাচ্ছেন এমন ব্যক্তি, রিটায়ার্ড এম্প্লয়িস এবং মেম্বার যারা কিনা ব্যাংক অফ ইন্ডিয়া তে কাজ করেছেন তারা অনায়াসেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

৩) আর তার সাথে অবশ্যই আবেদনকারীর  রেগুলার ইনকাম সোর্স থাকতে হবে এবং ভালোমতো একটা ক্রেডিট স্কোর থাকতে হবে।

ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন রকমের লোনের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজনীয়তা:

ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন রকম পারসনাল লোন দিয়ে থাকে সে ক্ষেত্রে সকলের যোগ্যতা আলাদা আলাদা হয়ে থাকে। আপনার দরকার অনুসারে কোন লোন আপনার জন্য ঠিক সেটা প্রথমে দেখা হয় এবং সেই অনুসারে যোগ্যতা দেখা হয়। চলুন দেখে নিন বিভিন্ন পার্সোনাল লোনের ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন হয়।

১) ব্যাংক অফ ইন্ডিয়া স্টার পার্সোনাল লোন (Bank of India Star Personal Loan):

  • বেতনভুক্ত কর্মচারী হতে হবে।
  • প্রফেশনাল এবং ব্যাংক ব্যালান্স ভালো থাকতে হবে।
  • রেগুলার পেনশন পান এবং ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পেনশন পান এমন ব্যক্তি।
  • ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ মেম্বারস।
  • অবসরপ্রাপ্ত ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মচারী

২) BIO স্টার মিত্র পার্সোনাল লোন (BIO Star Mitra Personal Loan):

  • সমস্ত রকম প্রফেশনাল এবং self-employed, প্যারেন্টস, গার্জেন এই লোনের জন্য আবেদন করতে পারেন।

৩) BIO স্টার পেনশনার লোন স্কিম (BIO Star Pensioner Loan Scheme):

  • রেগুলার ফ্যামিলি পেনশন থাকতে হবে এবং এই ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। তাছাড়া কোন অবসরপ্রাপ্ত ব্যাক্তি হতে হবে।
  • রেগুলার পেনশন থাকতে হবে এবং এই লোনের সর্বোচ্চ পরিশোধ করার সময়, আবেদনকারীর ৭৫ বছর বয়স হওয়ার আগে শোধ করতে হবে।

৪) BIO স্টার ডক্টর প্লাস (BIO Star Doctor Plus):

  • আবেদনকারীকে অবশ্যই হতে হবে মেডিকেল প্রাকটিশনার। তার সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সমস্ত মেডিকেল ব্রাঞ্চের সাথে যুক্ত থাকতে হবে সেগুলি হল: DCI/MCI/Other statutory/regulatory authority to practice in India
  • আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ বছর হতে হবে এবং এই লোন সেই আবেদনকারীর ৭৫ বছর বয়স হওয়ার আগে শোধ করতে হবে।

৫) BIO স্টার হলিডে লোন স্কিম (BIO Star Holiday Loan Scheme):

  • বেতনভুক্ত কর্মচারী হতে হবে।
  • self-employed এবং প্রফেশনাল হতে হবে।
  • ব্যাংক ব্যালান্স ভালো থাকতে হবে।
  • এগ্রিকালচারিস্ট অথবা কৃষক
  • পেনশনার

ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ মেম্বারস এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

Bank of India Personal Loan নেওয়ার জন্য কাগজপত্র:

এই ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনার যে ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) পরিচয় পত্র হিসেবে, ভোটার আইডেন্টিটি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স।

২) ঠিকানার প্রমাণপত্র হিসাবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, প্রপার্টি পারচেস এগ্রিমেন্ট ইত্যাদি।

৩) ইনকাম প্রুফ হিসাবে, স্যালারি স্লিপ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

Bank of India Personal Loan আবেদন করবেন কিভাবে?

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, https://www.bankofindia.co.in এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারেন।

২) তারপর যে পেজটি ওপেন হবে, সেখানে লোন অপশনে পার্সোনাল লোন এর উপর ক্লিক করতে হবে।

৩) যে পেজটি ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে।

৪) সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Bank of India Personal Loan Application Status চেক করবেন কিভাবে?

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। https://www.bankofindia.co.in/

২) তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে।

৩) এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে।

৪) তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে, আর সেখানেই আপনি আপনার লোন এর এপ্লিকেশন স্টেটাস দেখতে পাবেন।

ব্যাংক অফ ইন্ডিয়া কাস্টমার কেয়ার:

১) আপনি এই নাম্বারে কল করতে পারেন: Call at Tele No – 1800 220 229 (Tollfree – Covid Support) / 1800 103 1906 (Tollfree) / (022) – 40919191 (chargeable number)

২) তাছাড়া আপনার কাছাকাছি ব্যাংক অফ ইন্ডিয়ার কোন ব্রাঞ্চে আপনি যেতে পারেন সমস্ত রকমের তথ্য জানার জন্য।

৩) তাছাড়াও ব্যাংক অফ ইন্ডিয়া কে একটি চিঠি লিখতে পারেন, ঠিকানা হলো: Star house, C-5, “G” block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai- 400051

Home Click here
Official Website Click here

FAQ for Bank of India Personal Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ব্যাংক অফ ইন্ডিয়া কি পার্সোনাল লোন দেয়?” answer-0=”হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন রকমের পার্সোনাল লোন দিয়ে থাকেন, গ্রাহকের দরকার এবং গ্রাহকের যোগ্যতা অনুসারে পার্সোনাল লোন দেয়া হয়ে থাকে, সেই অনুসারে ঠিক করা হয় হয় কি ধরনের পার্সোনাল লোন আপনার জন্য বেস্ট।” image-0=”” headline-1=”h3″ question-1=”আমি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কত টাকা পার্সোনাল লোন পেতে পারি?” answer-1=”ব্যাংক অফ ইন্ডিয়া ১০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোণ দিয়ে থাকে। এছাড়া এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যাংকে ট্রানজেকশন এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে আপনি ব্যাংকের সাথে এতদিন করে এসেছেন। ব্যাংক আপনার ব্যাংকিং এর ইতিহাস অনুসারে যোগ্যতা নির্ধারণ করে এবং সেই অনুসারে আপনাকে লোন প্রদান করে।” image-1=”” headline-2=”h3″ question-2=”ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন পার্সোনাল লোন কত টাকা?” answer-2=”ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বনিম্ন পার্সোনাল লোন ১০,০০০ টাকা দিয়ে থাকে।” image-2=”” headline-3=”h3″ question-3=”ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ পার্সোনাল লোন কত টাকা?” answer-3=”ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ পার্সোনাল লোন BIO clean or Unsecured Loan-এর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত। এবং BIO Secured Loan-এর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top