2023 ব্যাংক অফ ইন্ডিয়া গাড়ির লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of India Car Loan 2023 (ব্যাংক অফ ইন্ডিয়া গাড়ির লোন 2023): How to Apply for Bank of India Car Loan? | Bank of India Four Wheeler Loan Apply Process in Bengali.

কোথাও ঘুরতে যাওয়া হোক অথবা কোন জায়গায় দরকারি কোন কাজে, কোন অনুষ্ঠানে, ফুল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য গাড়ি অথবা চার চাকা কার অথবা ফোর হুইলার যাই বলুন না কেন আপনার কিন্তু প্রয়োজন পড়েই, অনেকটা সময় বাঁচানো যায় এবং তার সাথে জীবনকে আরো বেশি সহজসাধ্য করে তোলে।

সম্পূর্ণ পরিবারের সাথে পিকনিক করা থেকে দূরে কোথাও পর্যটন কেন্দ্রে যাওয়া পর্যন্ত আপনাকে এই কার নিয়ে যাওয়ার সুবিধা যদি থেকে থাকে তাহলে অনেকটাই ভালো হয়, তাইনা! যেমন ধরুন পরিবারের ছোট কোন বাচ্চা থাকলে তারও অনেকটা সুবিধা হয়।

Bank Name Bank of India
Type of Loan Car Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofindia.co.in

কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই ইচ্ছা থাকলেও ফোর হুইলার (Four Wheeler/Car) অথবা চার চাকা গাড়ি কেনার মত নগদ টাকা থাকে না। সে ক্ষেত্রে ভরসা করতে হয় কারো কাছ থেকে ধার নেওয়া অথবা ব্যাংকের থেকে কার লোন (Car Loan) নেওয়া। কিন্তু এত টাকা কেউ আপনাকে ধার দিতেও চাইবেন না।

সেক্ষেত্রে একটাই ভালো রাস্তা সেটা হল ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India) থেকে কার লোন নিয়ে এই স্বপ্ন পূরণ করার এবং খুবই কম আর আকর্ষণীয় সুদ দিয়ে এই লোন পরিশোধ করার মধ্যে দিয়ে আপনি একটা বড় স্বপ্ন পূরণ করতে পারবেন।

ব্যাংক অফ ইন্ডিয়া গাড়ির লোন আবেদন পদ্ধতি | Bank of India Car Loan in Bengali
ব্যাংক অফ ইন্ডিয়া গাড়ির লোন আবেদন পদ্ধতি 2023 | Bank of India Car Loan in Bengali

গাড়ির স্বপ্ন তো সকলেরই কম বেশি থাকে। তবে টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো পরিস্থিতি সকলের তৈরি হয় না। তবে আপনি যদি মনে করেন তাহলে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কার লোন নিয়ে এই স্বপ্ন কিন্তু অনায়াসেই পূরণ করতে পারেন।

তো চলুন তাহলে জানা যাক, ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি কিভাবে কার লোন এর জন্য আবেদন করবেন এবং কার লোন সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জানা যাক:

Bank of India Car Loan ক্যালকুলেটর:

১) প্রতিমাসে EMI খুবই সামান্য যা কিনা ১৫০২ টাকা প্রতি ১ লাখ টাকায়। আর ব্যাংক অফ ইন্ডিয়া যানবাহন লোন  (Bank of India Vehicle Loan)অফার করে থাকে, যা কিনা পরিশোধের সময়সীমা ৭ বছর পর্যন্ত।

২) এই লোনের সুদের হার খুবই সামান্য, যা আপনি অনায়াসেই দিতে পারবেন, সুদের হার হল: ৬.৮৫%

৫ লাখ টাকার লোন: দুই বছরের জন্য ২২,৩৫২, চার বছরের জন্য ১১,৯৩৮, সাত বছরের জন্য ৭,৫১০

১০ লাখ টাকার লোন: দুই বছরের জন্য ৪৪ হাজার ৭০৫, চার বছরের জন্য ২৩,৮৭৭, সাত বছরের জন্য ১৫০১৯

১৫ লাখ টাকার লোন: দু’বছরের জন্য ৬৭ হাজার ৫৭, চার বছরের জন্য ৩৫ হাজার ৮১৫, সাত বছরের জন্য ২২,৫২৯

Bank of India Car Loan এর সুবিধা:

১) Maximum Vehicle Loan Amount সর্বোচ্চ ৮৫% দিয়ে থাকে যা কিনা আপনার কেনা গাড়ির অন রোড প্রাইস এর ৮৫%।

২) আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।

৩) আপনি গাড়ি কেনার ক্ষেত্রে কতটা ডাউন পেমেন্ট করবেন তার উপরে কিন্তু নির্ভর করবে সুদের হার, শুরু হয় @ ৬.৮৫%, আবেদনকারীর মাসিক বেতন এবং অন্যান্য বিষয়ের উপর।

৪) ব্যাংক অফ ইন্ডিয়ার প্রসেসিং ফি সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা।

Bank of India Car Loan EMI:

১) Loan Amount: এই ব্যাংক বেশ ভালোমতো পরিমাণে লোন দিয়ে থাকে, আবার সর্বোচ্চ লোন ৮৫% পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে, যা কিনা অন রোড প্রাইস যে গাড়িটি আপনি কিনবেন তার।

২) সুদের হার: এই ব্যাংক খুবই কম সুদের হারে কার লোন দিয়ে থাকে, যা কিনা ৬.৮৫%

৩) লোন পরিশোধের সময়: ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন পরিশোধ করার সময়সীমা দিয়ে থাকে ৭ বছর পর্যন্ত, তার সাথে খুবই কম EMI।

Bank of India Car Loan: 

১) এই কার লোন নিতে পারবেন বেতনভুক্ত কর্মচারী এবং self-employed

২) আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত।

৩) লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত।

৪) ব্যাংক অফ ইন্ডিয়া কার লোন এর সুদের হার ৬.৮৫% থেকে ৮.৫৫% পর্যন্ত।

৫) খুবই কম EMI, ১,৫০২ টাকা প্রতি ১ লাখ টাকায়।

Bank of India Car Loan এর প্রয়োজনীয় ডকুমেন্টস:

কার লোন নেওয়ার ক্ষেত্রে বেতন ভুক্তদের জন্য ডকুমেন্টস:

১) সম্পূর্ণ ফিলাপ করা এবং সই করা লোনের অ্যাপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারীর ফটোগ্রাফ

৩) ইনকাম ট্যাক্স, PAN copy

৪) পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স।

৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, ইউটিলিটি বিল, Leave and Licence

৬) ইনকাম ডকুমেন্টস হিসাবে- ফর্ম 16, লাস্ট ৩ মাসের পে-স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, তার সাথে তিন মাসের স্যালারি ক্রেডিট এবং EMI debit

Bank of India Car Loan এর জন্য self-employed দের ক্ষেত্রে ডকুমেন্টস:

১) সই করা এবং সম্পূর্ণ ফিলাপ করা লোন এর এপ্লিকেশন ফর্ম।

২) আবেদনকারীর ফটোগ্রাফ

৩) Income Tax PAN Copy

৪) পরিচয় পত্র হিসাবে- প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স।

৫) ঠিকানার প্রমাণপত্র হিসাবে- পাসপোর্ট, রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট, Leave and Licence, ইউটিলিটি বিল।

৬) ইনকাম ডকুমেন্টস- ITR এর শেষ দুই বছরের।

৭) বিজনেস existence প্রুফ, যেমন ধরুন- VAT/সার্ভিস ট্যাক্স, রেজিস্ট্রেশন, এড্রেস প্রুফ, কোম্পানির ইনকর্পোরেশন এর তথ্য।

Bank of India Car Loan আবেদন করবেন কিভাবে?

ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কার লোন নেওয়ার জন্য সহজ কিছু পদক্ষেপ গ্রহন করে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন সেগুলি হল:

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, https://www.bankofindia.co.in/ ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পদক্ষেপ গুলি হল:

২) তারপর লোন অপশনে গিয়ে Vehicle Loan অপশনটি তে ক্লিক করুন। তারপর Car Loan এই অপশনে ক্লিক করতে হবে।

৩) যে নতুন পেজটি ওপেন হবে সেখানে আপনি যে গাড়িটি নিতে চাইছেন তার মডেল এবং সমস্ত রকম ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদনকারীর ছবি আপলোড করতে হবে, তার সাথে সই ও আপলোড করতে হবে।

৪) তারপর সবকিছু ঠিকঠাক ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৫) ব্যাংক আপনার অ্যাপ্লিকেশন টি ভেরিফাই করবে এবং কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে আপনার লোন এর অ্যামাউন্ট জমা হয়ে যাবে।

Bank of India Car Loan অফলাইনে আবেদন:

এক্ষেত্রে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা অবশ্যই ফিলাপ করা হতে হবে, তার সাথে আবেদনকারীর সই থাকতে হবে, এগুলি নিয়ে আপনার কাছাকাছি কোন ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোন ব্রাঞ্চে গিয়ে কার লোন এর জন্য আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে কিছু প্রসেসিং এর মাধ্যমে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন অনায়াসেই।

তো জানা হয়ে গেল, কিভাবে আপনি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কার লোন এর জন্য আবেদন করবেন তাহলে আর দেরি কেন? পরিবারের মুখে হাসি ফোটাতে এবং নিজের স্বচ্ছন্দবোধ এর জন্য ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কার লোন এর জন্য আপনি আবেদন করতে পারেন।

তাছাড়া এই লোন সম্পর্কিত আরো বিভিন্ন রকমের তথ্য জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনি এই লোনের বিষয়ে জানতে পারেন। তাছাড়া ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও এই লোন সম্পর্কে আপনি আরও তথ্য জানতে পারবেন।

আর যখন গাড়ি কেনার জন্য গাড়ির দামের বেশিরভাগটাই ব্যাংক থেকে আপনি লোন টা পাচ্ছেন তাহলে আর চিন্তা কিসের! অনায়াসেই লোন নিতে পারবেন এবং বর্তমান কাজের উপর নির্ভর করে প্রতিমাসে ই এম আই (EMI) বাবদ এই লোন পরিশোধ করতেও পারবেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

Bank of India Customer care (ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ার):

বিভিন্ন রকমের তথ্য জানার জন্য আপনি এই নাম্বার গুলিতে ফোন করে জানতে পারেন, অথবা সরাসরি ইমেলের মাধ্যমে জানাতে পারেন, আর যদি চিঠির মাধ্যমে যোগাযোগ করতে চান তাহলে নীচে ঠিকানা দেওয়া আছে:

Bank of India Castomer Care Email ID’s

সাধারণ তথ্য জানার জন্য BOI.callcentre@bankofindia.co.in
ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড সম্পর্কিত তথ্য জানার জন্য BOI.customerservices@oberthur.com
NEFT সম্পর্কিত তথ্য জানার জন্য Boi.neft@bankofindia.co.in
RTGS সম্পর্কিত তথ্য জানার জন্য Rtgs.boi@bankofindia.co.in
হটলিস্টিং-এর জন্য PSS.hotcard@fisglobal.com

Bank of India Customer care Numbers

সব ধরনের তথ্য জানার জন্য: 1800220239, 18001031906, (022)-40919191, Landline: 022-66684444
ক্রেডিট কার্ড সার্ভিস সম্পর্কে সব ধরনের জিজ্ঞাসা: টোল-ফ্রি:1800220088, ল্যান্ডলাইন: (022) 404226005/40426006
হট লিস্টিং (কার্ড নিষ্ক্রিয় করার জন্য) টোল- ফ্রি: 1800220088, ল্যান্ড লাইন: (022) 404226005/40426006
ক্রেডিট কার্ড সার্ভিস সম্পর্কে সাধারণ তথ্য জানার জন্য ল্যান্ড লাইন: (022)40429036, (080)69999203

Bank of India Head Office

ব্যাংক অফ ইন্ডিয়া হেড অফিস Bank of India, Star House, C-5, “G” Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai- 400 051, Phone Number: 022-66684444
Home Click here
Official Website Click here

FAQ for Bank of India Car Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ব্যাংক অফ ইন্ডিয়ার গাড়ির লোন অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাওয়া যাবে?” answer-0=”ব্যাংক অফ ইন্ডিয়া চার চাকা গাড়ির লোন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ডাউনলোড সেকশনে। তার জন্য আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।” image-0=”” headline-1=”h3″ question-1=”এই লোন নেওয়ার জন্য কত বছর বয়স হতে হবে আবেদনকারীর?” answer-1=”ব্যাংক অফ ইন্ডিয়া থেকে চার চাকা গাড়ির লোন নেওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে কম করে ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।” image-1=”” headline-2=”h3″ question-2=”কতটা পরিমাণ চার চাকা গাড়ির লোন পেতে পারি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে?” answer-2=”ব্যাংক অফ ইন্ডিয়া এক্স শোরুম প্রাইস ৭৫% থেকে ১০০% দিয়ে থাকে চার চাকা গাড়ির লোনের জন্য।” image-2=”” headline-3=”h3″ question-3=”ব্যাংক অফ ইন্ডিয়া চার চাকা গাড়ির লোন পরিশোধ করার সময় চার্জ নিয়ে থাকে কি?” answer-3=”না, ব্যাংক অফ ইন্ডিয়া চার চাকা গাড়ির লোন পরিশোধ করার সময় যে টাকাটা আপনি শোধ করবেন অর্থাৎ লোন ও সুদ সমেত একসাথে যখন পরিশোধ করবেন, তখন কোনো রকম চার্জ নেয় না।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top