2023 ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of India Business Loan 2023 (ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন 2023): How to Apply for Bank of India Business Loan? | Bank of India Business Loan Apply in Bengali.

নিজস্ব কোন ব্যবসা থাকবে, তা দিয়ে ভালো মত একটা উপার্জন আসবে, এটা তো অনেকেই চেয়ে থাকেন। জীবিকা নির্বাহের জন্য ব্যবসা শুরু করা অনেকের স্বপ্ন। তবে সেই স্বপ্ন পূরণ করতে গেলে কিছুটা পরিমাণ হলেও টাকার প্রয়োজন হয়। কেননা প্রত্যেকটি ব্যবসা শুরু করতে গেলে অল্প কিছু হলেও পুঁজির দরকার পড়ে।

সেক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনি খুবই কম এবং আকর্ষণীয় সুদের হারে বিজনেস লোন নিতে পারবেন। তার সাথে রয়েছে সামান্য পরিমাণে ডকুমেন্টেশন, এবং কোন রকম ঝামেলা ছাড়াই এই লোনের জন্য আপনি আবেদন করতে পারবেন।

Bank Name Bank of India
Type of Loan Business Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofindia.co.in

সেটা অনেকের কাছে একেবারেই থাকে না। সে ক্ষেত্রে আপনি লোন নিয়ে নিজের মতো করে একটি ছোট ব্যবসা শুরু করতেই পারেন। বলা যেতে পারে ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India) থেকে আপনি বিজনেস লোন (Business Loan) নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনায়াসেই।

ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদন পদ্ধতি | Bank of India Business Loan in Bengali
ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন আবেদন পদ্ধতি | Bank of India Business Loan in Bengali

তো চলুন তাহলে জানা যাক, কিভাবে আপনি ব্যাংক অফ ইন্ডিয়া বিজনেস লোন নেবেন? এবং কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে আপনার:

Bank of India Business Loan:

ব্যবসায়ী এবং উদ্যোগকারি দের জন্য ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন রকমের বিজনেস লোন (Bank of India Business Loan) দিয়ে থাকে।

বিভিন্ন উদ্যোগের জন্য অথবা বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম প্রয়োজন হয়ে থাকে এবং সেই প্রয়োজন সঠিকভাবে পূর্ণ করার জন্য ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন রকম বিজনেস লোন তৈরি করেছে। চলুন দেখে নিন কিরকম বিজনেস লোন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যেঃ

1) স্টার লঘু উদ্যমী সমিকেত লোন (BOI Star Laghu Udyami Samekat Loan):

স্টার লঘু উদ্যমী সমিকেত লোন মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ অফার করে থাকে। যে লোন সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত আপনি শোধ করতে পারবেন, তার সাথে ৩ থেকে ৬ মাসের moratorium. ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ছোট ব্যবসার জন্য লোন দিয়ে থাকে।

লোনের পরিমাণ:

Rural areas: সর্বোচ্চ লোন এমাউন্ট ৫ লাখ টাকা পর্যন্ত।

Semi-urban area: সর্বোচ্চ লোন এমাউন্ট ১০ লাখ টাকা।

Urban area: সর্বোচ্চ রানের অ্যামাউন্ট ৫ লাখ টাকা।

Metro area: সর্বোচ্চ লোন এমাউন্ট ১ কোটি টাকা পর্যন্ত।

লোনের সুদের হার:

সর্বোচ্চ ৫০ হাজার টাকা লোন এর উপরে সুদের হার: ১০.২০% onwards

সর্বোচ্চ লোন ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত লোনের উপরে সুদের হার: ১১.২০% oneards

সর্বোচ্চ লোন ৫ লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত লোনের উপরে সুদের হার: ১২.২০% onwards

সর্বোচ্চ লোন ১০ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত লোনের উপর সুদের হার: ১২.৯৫% onwards

এই লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে: 

১) Installment letter

২) Demand promissory note

৩) Deed of Hypothecation CH1/CH2

৪) KYC documents

৫) Other documents required for a demand loan

৬) Equitable mortgage as primary Security

2) স্টার এস এম এ লিকুইড প্লাস (BOI Star SME liquid plus Loan):

এই লোন একটি টার্ম লোন, প্রোপাইটার শিপে এবং পার্টনারশিপ ফার্ম যারা কিনা এই লোন নিতে পারবেন যদি কোনো চাষী কোন ব্যবসা করার ক্ষেত্রে লোন নিতে চান, তাহলে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তিন বছরের জন্য ব্যবসাটি করতে পারবেন এবং দুবছর সেই ব্যবসা থেকে প্রফিট পাবেন।

যদি আপনি এই লোন এর জন্য অ্যাপ্লাই করে থাকেন, তবে লেভেল ক্রেডিট রেটিং SBS 5 হতে হবে। ৮৪ টি ইন্সটলমেন্টে এই লোন ৭ বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে, সাথে ১২ মাসের moratorium.

লোন এমাউন্ট সর্বনিম্ন ১০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত। আর সুদের হার নির্ভর করবে ব্যাংকের prevailing structure এর উপর।

এই লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে:

এই লোন নেওয়ার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) ব্যালেন্স সিট, প্রফিক এবং লস স্টেটমেন্ট লাস্ট ৩ বছরের।

২) পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণপত্র, তার সাথে আবেদনকারীর ফটোগ্রাফ।

৩) আবেদনকারীর পার্টনারশিপ লেটার।

৪) ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং ব্যবসার কমেন্সমেন্ট।

৫) MoA & AoA of the company

৬) Copy of Board Resolution for availing long, if the applicant is a limited company

৭) Term Loan Agreement cum Hypothecation Agreement No. IFD-1/IFD-10/L-516 (Whichever is applicable)

3) স্টার এস এম এ কনস্ট্রাক্টর ক্রেডিট লাইন (BIO Star SME Contractor Credit Line Loan):

স্টার এস এম ই কন্ট্রাকটর ক্রেডিট লাইন লোন তাদের জন্য বেশ উপযুক্ত, যারা কিনা সিভিল কন্ট্রাক্টর, যেমন ধরুন কন্টাক্টরস, ইঞ্জিনিয়ারিং কন্টাক্টরস, ট্রান্সপোর্ট কন্টাক্টরস ইত্যাদি। তাছাড়া এই লোন তারাও নিতে পারবেন, যারা ধরুন, প্রোপাইটর ফার্মস, পার্টনারশিপ ফার্ম, লিমিটেড কোম্পানি ইত্যাদি।

সর্বনিম্ন লোন এমাউন্ট ১০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লোন এমাউন্ট ৫ কোটি টাকা পর্যন্ত। আর যদি এই লোনের সুদের হার সম্পর্কে বলা যায় তাহলে সেটা নির্ভর করবে আবেদনকারীর প্রোফাইল এবং সেই আবেদনকারী কতটা পরিমাণ লোন নিচ্ছেন তার উপরে।

এই লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে:

এই লোনের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে সেগুলি হল:

১) ব্যালেন্স সিট, প্রফিক এবং লস স্টেটমেন্ট, লাস্ট ৩ বছরের।

২) পরিচয়-পত্র, তার সাথে ঠিকানার প্রমাণপত্র, এবং আবেদনকারীর ফটোগ্রাফ।

৩) ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং ব্যবসার কমেন্সমেন্ট।

৪) পার্টনারশিপ লেটার।

৫) P Note LG-12 Application for Documentary credit

৬) Copy of Board Resolution for availing loan if the applicant is a limited company.

৭) Bearer Letter LG-13

৮) For fund based, for BG, For LC: IFD-10

৯) L-516, LG-15 Counter Guarantee

১০) OD-194 (if applicable)

Bank of India MSME Schemes Business Loan:

ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন রকমের লোন দিয়ে থাকে, যা নিয়ে সাধারন মানুষ তাদের স্বপ্ন গুলো ভালো মত ভাবে পূরণ করতে পারবেন সেগুলি হল:

১) এস এম ই অটো এক্সপ্রেস (SME Auto Express Loan):

এই লোন আপনি নিতে পারবেন ইন্ডিভিজুয়াল কোম্পানিজ, society’s, ট্রাস্ট, ফার্মস এবং নতুন যানবাহন নেওয়ার ক্ষেত্রে। যেটা আপনার সমস্যার সমাধান করতে বেশ ভালো মতো সহযোগিতা করবে।

২) স্টার এস এম ই এডুকেশন প্লাস (Star SME Education plus Loan):

এই লোন নেওয়া যেতে পারে কোন শিক্ষাপ্রতিষ্ঠান এর কনস্ট্রাকশন করার জন্য অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানকে সংস্কার করার ক্ষেত্রে এই লোন নিয়ে কাজ করা যাবে অনায়াসেই।

৩) ব্যাংক অফ ইন্ডিয়া স্টার ডক্টর প্লাস (BOI Star Doctor plus Loan):

যেমন ধরুন, কোন হেলথকেয়ার, হেলথ ট্রাস্ট, কোন কোম্পানির বা স্বাস্থ্যসংক্রান্ত ট্রাস্ট, তার সাথে ৫১%  শেয়ার হোল্ডিং কোয়ালিফাইড প্রাকটিশনার এই লোন নিয়ে তাদের কাজ করতে পারেন।

৪) স্টার স্টার্ট-আপ স্কিম (Star Start-up Scheme Loan): 

কোন নতুন ব্যবসা শুরু করতে, ছোট কোনো নতুন নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এই লোন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। সেটা ব্যবসার উন্নতি সাধনের জন্য হতে পারে অথবা আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন কোন প্রোডাক্ট বা নতুন কোন পদ্ধতিতে এবং ভালোমতো সার্ভিস দেওয়ার জন্য যদি কোন ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন তাহলে এই লোন আপনার জন্য বেশ উপকারী।

৫) স্টার এম এস এম ই-রিক্সা ফাইন্যান্স (Star MSME E-Rickshaw Finance Loan):

ট্রান্সপোর্ট অপারেটর ইন্দিভিজুয়ালস এবং নতুন রিক্সা নেওয়ার ক্ষেত্রে এবং তার ব্যাটারি রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে এই লোন আপনার কাজে আসতে পারে।

Bank of India Business Loan আবেদন করবেন কিভাবে?

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://www.bankofindia.co.in/ আপনি এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে লোনের জন্য আবেদন করতে পারেন।

২) তারপর লোন (Loan) অপশনে গিয়ে বিজনেস লোন (Business Loan) এর উপর ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার সমস্ত রকম ডকুমেন্টস ভরতে হবে এবং কী ধরনের বিজনেস লোন আপনি নিতে চাইছেন সেটাও মেনশন করতে হবে।

৪) তারপর সবকিছু ঠিকঠাক ফিলাপ করার পর Submit বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি একটা এপ্লিকেশন নাম্বার পাবেন। সেটা ভালোভাবে যত্ন করে রাখতে হবে অর্থাৎ কোথাও লিখে রাখতেও পারেন।

Bank of India Business Loan Application Status Check

তো চলুন তাহলে জানা যাক, আপনি কিভাবে ব্যাংক অফ ইন্ডিয়ার বিজনেস লোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন:

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে: https://www.bankofindia.co.in/এই ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি (Application Number) দিয়ে দিন।

৩) তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে।

৪) সবকিছু দেওয়ার পর Submit বাটনে ক্লিক করতে হবে। আর আপনি আপনার সামনে মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে আপনার লোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস (Loan Application Status) টি দেখতে পাবেন।

তাছাড়া আপনি অফলাইনেও এই লোনের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে আপনার কাছাকাছি ব্যাংক অফ ইন্ডিয়ার (Bank of India Business Loan) যে কোন ব্রাঞ্চে গিয়ে বিজনেস লোন এর জন্য আবেদন করতে পারবেন।

তো এইভাবে আপনি আপনার নিজস্ব একটি ব্যবসা তৈরি করার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। এবং প্রতিমাসে এই ব্যবসা থেকে লাভ নিয়ে ই এম আই হিসাবে এই লোন পরিশোধ করতে আপনার কোন রকম অসুবিধা হবে না। তাহলে আর দেরি কেন! ব্যবসা শুরু করার জন্য খুব শীঘ্রই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিজনেস লোন এর জন্য আবেদন করুন।

Home Click here
Official Website Click here

FAQ of Bank of India Business Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”Bank of India কি MSME Business Loan দেয়?” answer-0=”হ্যাঁ, ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি প্রকল্প অনুসারে MSME Loan দিয়ে থাকে। এর জন্য আলাদা-আলাদা প্ল্যান রয়েছে Bank of India’র লোন সেক্সানে।” image-0=”” headline-1=”h3″ question-1=”আমি কীভাবে আমার বিজনেস লোনের যোগ্যতা জানতে পারি?” answer-1=”এর জন্য আপনি সবার প্রথমে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট খুলে লোন ডিপার্টমেন্টে যাবেন। এখানে আপনি আপনার দরকারের লোনের যোগ্যতা যাচাই করতে পারবেন। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া (Eligibility Criteria) অপশন পাবেন যেখানে আপনি যাচাই করতে পারবেন।” image-1=”” count=”2″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top