2023 ব্যাংক অফ বরোদা টু হুইলার লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

Bank of Baroda Two Wheeler Loan 2023 (ব্যাংক অফ বরোদা টু হুইলার লোন 2023) | Bank of Baroda Two Wheeler Loan Application 2023 | How to Apply for BOB Two Wheeler Loan in Bengali.

জীবনের অনেক কিছুর চাহিদার মধ্যে নিত্য প্রয়োজনীয় এবং শখের বসেই বলতে পারেন বাইক অথবা টু হুইলার কেনার ইচ্ছা প্রায় সকলেরই থাকে। রাস্তা দিয়ে কোন স্টাইলিশ বাইক গেলে তার দিকে বাইক প্রেমীরা এক নজরে তাকাবেন না, এমনটা হতেই পারে না।

তবে স্বপ্নগুলো অধরা থেকে যায় টাকার অভাবে। যদি বলেন যে, কিস্তিতে নেওয়ার কথা! তাহলে সেখানেও  তো কিছু টাকা ডাউন পেমেন্ট করতে হয়, তাই না। সেই ডাউন পেমেন্ট করার মত টাকাটাও অনেকের কাছে থাকে না।

আর তাই তাদের জন্য সুখবর হলো স্বপ্ন গুলোকে পূরণ করার জন্য এবং এই বাইক এর স্বপ্ন পূরণ করার জন্য, ব্যাংক অফ বরোদা বাইক লোন (Bank of Baroda Bike Loan) নিতে পারেন খুবই সহজে। যার মাধ্যমে আপনি অনায়াসে আপনার পছন্দের বাইক কিনতে পারেন।

Bank Name Bank of Baroda
Type of Loan Two Wheeler Loan / Vehicle Loan
Loan Application Process Online / Offline
Official Website bankofbaroda.in

তো চলুন তাহলে আজকের এই আর্টিকেলটিতে জানা যাক, আপনি কিভাবে ব্যাংক অফ বরোদা থেকে বাইকের জন্য লোন (Bank of Baroda Two Wheeler Loan) নিতে পারেন এবং আরও বিশেষ কিছু তথ্য:

Bank of Baroda Two Wheeler Loan 2023

ব্যাংক অফ বরোদা বাইক লোন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত দিয়ে থাকে। আর এই লোনের সুবিধা কাস্টমার পাবেন পাঁচ বছর পর্যন্ত লোন শোধ করার সময়ের সাথে। প্রসেসিং ফি হিসেবে ২% পর্যন্ত নিয়ে থাকে লোন এমাউন্ট এর উপর।

ব্যাংক অফ বরোদা টু হুইলার লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Two Wheeler Loan in Bengali
ব্যাংক অফ বরোদা টু হুইলার লোন আবেদন পদ্ধতি | Bank of Baroda Two Wheeler Loan in Bengali

ব্যাংক অফ বরোদা বাইকের লোন দিয়ে থাকে খুবই আকর্ষনীয় সুদের হারে। তাছাড়া আপনি দীর্ঘ সময় পাবেন এই লোন শোধ করার। কাস্টমার তাদের পছন্দমত বাইক কেনার জন্য লোন নিতে পারেন। তাছাড়া সাধারণত স্কুটার অথবা দামি বাইক কেনার জন্য ব্যাংক অফ বরোদা বাইক লোন (Bank of Baroda Bike Loan) দিয়ে থাকে।

সুদের হার শুরু ১১.০০%* থেকে (এই হার পরিবর্তনশীল কম বা বেশি হতে পারে)
সর্বোচ্চ লোন ১০ লাখ পর্যন্ত
সবচেয়ে কম লোন  আপনার ব্যাংকিং স্টেটমেন্ট ও ব্যাংকের ওপর নির্ভর করে।
শোধ করার সময়   ৫ বছর অর্থাৎ ৬০ মাস (আপনি চাইলে কম করতে পারেন, সেটা আপনার ওপর নির্ভর করে, যত কম করবেন তত প্রিমিয়াম বাড়বে।)
প্রসেসিং ফি    লোনের ২% (এটিও পরিবর্তনশীল ব্যাংক সময়ে সময়ে পরিবর্তন করে থাকে, কিছু অফারে প্রসেসিং ফি ফ্রী দেওয়া হয়।)
রিপেমেন্ট চার্জ লাগবে না

ব্যাংক অফ বরোদার স্টাফ এবং প্রাক্তন কর্মীদের জন্য সুদের হার ৭% প্রতি বছর* (Interest rate 7% p.a. for staff and ex-staff of Bank of Baroda*)

Bank of Baroda Two Wheeler Loan আপনি কেন নেবেন: 

ব্যাংক অফ বরোদা যে সুবিধাগুলি দিয়ে থাকে বাইক লোন নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে বাইক লোন নিতে পারেন অনায়াসেই।

#১) সবথেকে ভালো বিষয় হলো আপনি বাইক লোনের সুবিধা পাবেন সেটা সর্বোচ্চ লোন ১০ লাখ টাকা এবং পরিশোধ করার জন্য সময় পাবেন ৬০ মাস অর্থাৎ পাঁচ বছর।

#২) প্রসেসিং চার্জ খুবই সামান্য।

#৩) তাছাড়া সুদের হার অনেকটাই কম, যেটা আপনি ভালোমতো ভাবে দিতে পারবেন।

#৪) কোন প্রি ক্লোজার চার্জ নেই।

#৫) ব্যাংক অফ বরোদার স্টাফ এবং এক্স স্টাফ দের জন্য কোনরকম প্রসেসিং চার্জ নেওয়া হয় না।

#৬) ঝামেলা ছাড়াই আপনি খুবই সাধারণভাবে ডকুমেন্টেশন করতে পারবেন।

Bank of Baroda Two Wheeler Loan EMI  ক্যালকুলেটর:

যদি আপনি এই লোনটি নিয়ে থাকেন, তাহলে খুবই সহজ ভাবে আপনার বাইকের জন্য প্রতিমাসে ইনস্টলমেন্ট ক্যালকুলেট করতে পারবেন ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইট এর Two Wheeler Loan EMI Calculator এই অপশনে গিয়ে।

তাছাড়া ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে টু হুইলার লোন (Two Wheeler Loan) এই সেকশন আপনি দেখতে পাবেন Vehicle Loan  এর নিচে। আর এই একই পেজে দেখবেন  EMI Calculator আছে এর উপরে ক্লিক করুন তারপর এখান থেকে ক্যালকুলেট করতে পারেন।

Bank of Baroda Two Wheeler Loan EMI Calculator in Bengali
Bank of Baroda Two Wheeler Loan EMI Calculator in Bengali

সেখানে আপনার ই এম আই ডিসপ্লে হবে এবং আপনার টোটাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ সুদের হার সবকিছু আপনি দেখতে পাবেন।

যখন আপনি আপনার EMI Amount জানতে পারবেন তখন কিন্তু আপনার বাজেট সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনি একটু ভালোভাবে প্ল্যান করতে পারবেন কিভাবে আপনি এটা চালাতে পারেন।

Bank of Baroda Two Wheeler Loan অথবা Bike Loan এর জন্য যোগ্যতা: 

#১) প্রথমত আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৭০ বছর এর মধ্যে এবং ৭০ বছরের আগে এই লোন পরিশোধ করতে হবে।

#২) এই লোনের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হলেন,

  • বেতনভুক্ত নাগরিক
  • এন্টারপ্রেনর নাগরিক
  • প্রফেশনাল নাগরিক
  • কৃষক
  • স্টাফ অথবা এক্স স্টাফ অফ ব্যাংক অফ বরোদা

#৩) বাইক কেনার জন্য যে এমাউন্টের লোন আপনি পাবেন সেটা আপনাকে নতুন বাইক কিনতে হবে এবং পার্সোনাল ইউজ হতে হবে।

#৪) রিপেমেন্ট ক্যাপাসিটি বেসড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া:

GMI প্রতি মাসে ২০ হাজার টাকা: ৫০%

GMI ২০,০০০ এবং প্রতি মাসে ১ লাখ টাকা: ৬০%

GMI ১লাখ টাকা ও এর বেশি: ৭০%

Bank of Baroda Two Wheeler Loan এর সুদের হার:

ব্যাংক অফ বরোদা বাইক লোন এর উপরে ৭% (পার্সেন্ট) সুদ নিয়ে থাকে অর্থাৎ আপনি যদি এই লোন নিয়ে থাকেন তাহলে আপনার লোন এর অ্যামাউন্ট পরিশোধ করতে হবে ৭% সুদ দিয়ে।

লোন পরিশোধের সময় কতটা পাওয়া যায়:

ব্যাংক অফ বরোদা বাইক লোন পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছে ৬০ মাস অর্থাৎ ৫ বছর। আপনি হাতে অনেকটা সময় পাবেন এই লোন পরিশোধ করার জন্য।

শুধুমাত্র বাইক কেনার ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে এবং বাইক কেনার পর আপনি পাঁচ বছর পর্যন্ত সময় পাবেন সুদ সমেত এই লোন পরিশোধ করার। এবার চলুন জানা যাক কিভাবে আপনি এই ব্যাংক অফ বরোদা বাইক লোনের জন্য আবেদন করবেন (Bank of Baroda Two Wheeler Loan Online Application Process):

কিভাবে আপনি অনলাইনে এই লোনের জন্য আবেদন করতে পারেন সেটা জানা যাক:

#১) প্রথমত আপনাকে ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। https://www.bankofbaroda.in/

#২) তারপর যে পেজটি ওপেন হবে সেখানে দেখবেন Vehicle Loan, এই অপশনে ক্লিক করুন।

#৩) তারপর সিলেক্ট করুন Two Wheeler Loan

#৪) তারপরে যে পেজটি ওপেন হবে সেখান Apply Now বাটনে ক্লিক করুন।

#৫) তার পর যে পেজটি ওপেন হবে সেখানে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে।

#৬) এরপর ব্যাংক অফ বরোদা খুব তাড়াতাড়ি আপনার অ্যাপ্লিকেশনটিকে অনুমোদন করে দেবে।

তাছাড়া আপনি যদি অফলাইনে এর মাধ্যমে এই লোনের জন্য আবেদন করতে চান, তাহলে আপনার কাছাকাছি ব্যাংক অফ বরোদার কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও আপনি BanglaLoan.com এতে ভিজিট করেও আপনার বাইক লোন আবেদন সম্পর্কে বিস্তারিত জেনে সহজ ভাবে ব্যাংকে লোনের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লোন বাছাই করতে পারেন এবং সেই লোনের জন্য আবেদন পদ্ধতি জানতে পারেন। যেটা আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক এবং সবথেকে বেস্ট অপশান হতে পারে সেটার সম্পর্কে ধারণা করতে পারেন।

Bank of Baroda Two Wheeler Loan নেওয়ার জন্য ডকুমেন্টস:

#১) তিনটে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ

#২) বয়সের প্রমাণপত্র হিসেবে, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, লাইফ ইন্সুরেন্স পলিসি।

#৩) সিগনেচার করা এবং সম্পূর্ণ ফিলাপ করা অ্যাপ্লিকেশন ফর্ম।

#৪) লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়বে। (Bank Statement)

#৫) আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিল, আপডেট করা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট তার সাথে পাসবুক।

#৬) বাইক কোটেশন (Bike Quotation)

Self-employed দের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

#১) ইনকামের প্রমাণপত্র তার সাথে ব্যালেন্স সিট, প্রফিক এবং লস এর ক্ষেত্রে একাউন্টের দু’বছরের স্টেটমেন্ট।

#২) দু’বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন, Traces, 26AS

#৩) ব্যবসার প্রমাণপত্র যেমন ধরুন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, লাইসেন্স, সার্ভিস ট্যাক্স রেজিস্ট্রেশন ইত্যাদি।

#৪) IT assessment, Income tax challan, Form 16A, লাস্ট দু বছরের Form 26AS,  TDS certificate.

বেতন ভুক্তদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

#১) ইনকাম ট্যাক্স রিটার্নস অথবা ফর্ম-16

#২) লাস্ট তিন মাসের স্যালারির পে-স্লিপ

আশা করি আপনারা Bank of Baroda Two Wheeler Loan অথবা Bike Loan এর আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই লোনের ক্ষেত্রে বিশেষ ভাবে দেওয়া তথ্যগুলি আপনাদের কাজে লাগবে। ব্যাংকে এই লোণ সম্পর্কে কথা বলার আগে বা আবেদনের আগে সমস্ত কাগজপত্র একত্রিত করে নেবেন।

Bank of Baroda Application Forms Download in PDF

Bank of Baroda All Application Forms Download Download Forms
Home Click here
Official Website Click here

FAQ of Bank of Baroda Two-Wheeler Loan

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”ব্যবসার জন্য বাইক কেনার ক্ষেত্রে এই লোন ব্যবহার করা যায় কি?” answer-0=”না, কেননা এই লোন আপনি শুধুমাত্র ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে পারবেন। বাইক কেনার ক্ষেত্রে যে বাইকটি আপনি প্রাইভেট ভাবে ব্যবহার করবেন সেই বাইকের জন্য এই লোন প্রযোজ্য অর্থাৎ ব্যবসায়িক ভাবে ব্যবহার করতে পারবেন না।” image-0=”” headline-1=”h3″ question-1=”এই লোন সেকেন্ড হ্যান্ড বাইক এর জন্য নেওয়া যায় কি?” answer-1=”না, এই লোন আপনি কেবলমাত্র নতুন বাইক কেনার জন্য নিতে পারবেন। তাছাড়া অন্য কোন কাজে (ব্যবসায়ের জন্য) হোক অথবা পুরনো বাইক কিনতে আপনি এই লোন ব্যবহার করতে পারবেন না বা ব্যাংক লোন দেবে না।” image-1=”” headline-2=”h3″ question-2=”এই লোনের সিকিউরিটি কি?” answer-2=”সিকিউরিটি আপনি অবশ্যই পাবেন, কেননা আপনি যে বাইকটি কিনতে চাইছেন সেই অনুমানে আপনি কিন্তু লোন পেতে পারেন অর্থাৎ সেই লোনের মাধ্যমে আপনার পছন্দের বাইকটি আপনি অনায়াসেই কিনতে পারবেন।” image-2=”” headline-3=”h3″ question-3=”এই লোনের আবেদন কিভাবে হয়?” answer-3=”এই লোনের জন্য দুই ভাবে আবেদন পদ্ধতি রয়েছে। ১) অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। ২) অফলাইনেউ এই লয়ানের জন্য আবেদন করতে পারেন।” image-3=”” count=”4″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top