2023 ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজের বিনিময়ে লোন আবেদন পদ্ধতি

ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজের বিনিময়ে লোন 2023: Bank of Baroda Loan Against Securities 2023 Apply Process in Bengali,  ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজের বিনিময়ে লোন কিভাবে নেবেন? কি করতে হবে? কি কি কাগজ লাগবে? জানুন সবকিছু এখানে

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের কোনো রকম পৈত্রিক সম্পত্তি নেই, যা কিছু করতে হয় সবকিছু নিজের চেষ্টায়। সে ক্ষেত্রে হয়তো কষ্ট করে পড়াশোনা করে, কোন চাকরি অথবা ব্যবসা করে নিজেদের জীবিকা নির্বাহ করে চলেছেন।

সে ক্ষেত্রে যদি লোন নিতে চান, কিন্তু কিছু বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নেওয়ার মতো কোনো সম্পত্তি যদি না থাকে তাহলে Loan Against Securities অর্থাৎ সিকিউরিটিজের বিনিময়ে আপনি লোন নিতে পারেন। আর সেই লোনের মাধ্যমে আপনার প্রয়োজনীয়তা মেটাতে পারেন।

Bank Name Bank of Baroda
Type of Loan Loan Against Securities
Loan Application Process Online / Offline
Official Website bankofbaroda.in

Bank of Baroda Loan Against Securities এর সিকুরিটি যার মধ্যে শেয়ার, ডিবেঞ্চার, বন্ডস, মিউচুয়াল ফান্ড, এমনকি ব্যাংক ব্যালেন্স এর ওপরেও নির্ভর করে এই লোন।

ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজের বিনিময়ে লোন | Bank of Baroda Loan Against Securities in Bengali
ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজের বিনিময়ে লোন | Bank of Baroda Loan Against Securities in Bengali

তো চলুন তাহলে, জানাজাত ব্যাংক অফ বরোদা থেকে সিকিউরিটিজের বিনিময়ে আপনি কিভাবে লোন নিতে পারেন:

Bank of Baroda Loan Against Securities এর সুবিধা:

#১) আবেদনকারী ব্যাংক অফ বরোদা সিকিউরিটিজ যার বিনিময়ে যদি লোন নিতে চান, তাহলে তার পরিবর্তে কিছু সিকিউরিটিজ রাখতে হবে। যেমন ধরুন শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি।

#৩) আপনি লোনের মাধ্যমে আর্থিক দিক থেকে স্বচ্ছলতা পেতে পারেন, কোন দরকারি কাজ মেটানোর পাশাপাশি নিজের ফিনান্সিয়াল পরিস্থিতি ভালো করতে পারেন।

#৩) আর এই লোন খুবই নিরাপদ।

ব্যাংক অফ বরোদা কত টাকা পর্যন্ত এই লোন দিয়ে থাকে:

Bank of Baroda Loan Against Securities এর ক্ষেত্রে সবথেকে বেশি ২০ লাখ টাকা লোন দিয়ে থাকেন ডিবেঞ্চার এবং বন্ডস এর ক্ষেত্রে আর ১ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকেন। মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক ব্যালেন্সের উপর।

Bank of Baroda এই লোনের জন্য কত হারে সুদ নিয়ে থাকে:

#১) একেবারে খুবই কম সুদের হার বলা যেতে পারে সেক্ষেত্রে Baroda Repo Linked Lending Rate (BRLLR), Strategic Primium (SP), এবং তার সাথে Credit Risk Primium আছে।

#২) Bank of Baroda Loan Against Securities এর সুদের হার, BRLLR+SP+0.25% থেকে। BRLLR+SP+1.00% পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এই লোন নিয়ে থাকেন তাহলে এত পার্সেন্ট হারে আপনাকে সুদ দিয়ে লোন পরিশোধ করতে হবে।

Bank of Baroda Loan Against Securities এর লোন পরিশোধ করার সময়সীমা:

প্রতিটি লোন নেওয়ার পর সেই লোন সুদ সমেত ফেরত দেওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আপনি সেই সময় সীমার মধ্যেই লোন শোধ করে দিতে পারেন।

তেমনি এর ক্ষেত্রে কিন্তু খুবই কম সময় আপনি পাবেন। সেক্ষেত্রে বলতে গেলে ১২ মাসের মধ্যে আপনাকে এই লোন শোধ করতে হবে।

Bank of Baroda Loan Against Securities এর জন্য কি কি প্রয়োজন পড়বে: 

#১) The Bank accepts the pledging of shares

#২) Bonds

#৩) Debentures

#৪) Debt Oriented Mutual funds, ইত্যাদি।

Bank of Baroda Loan Against Securities এর জন্য মার্জিন রেট:

তাছাড়া ব্যাংক অফ বরোদা নির্ধারণ করে যে লোনের উপরে কতটা পরিমাণ মার্জিন রাখবে। সেটা লোন এর অ্যামাউন্ট এবং সময়ের উপরে নির্ভর করবে। কোন ব্যক্তি কোন সময়ে এই লোনের জন্য আবেদন করছেন এবং কত টাকার লোন নিয়েছেন তার উপরে কিন্তু মার্জিন টা নির্ভর করে।

ধরুন যদি কোন ব্যক্তি ২০ লাখ টাকার লোন নিয়ে থাকেন তাহলে, সে ক্ষেত্রে কিন্তু মার্জিন পড়বে ২০% অর্থাৎ আপনাকে দিতে হবে ৪ লাখ টাকা অর্থাৎ আপনার লোনের অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো ১৬ লাখ টাকা, যেটা আপনি পাবেন।

Bank of Baroda Loan Against Securities প্রসেসিং চার্জ:

ব্যাংক অফ বরোদা থেকে যদি আপনি এই লোনটি নিয়ে থাকেন, অথবা যদি এই লোনের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু লোনের প্রসেসিং চার্জ হিসেবে এই ব্যাংক ৫০০ টাকা নিয়ে থাকে।

Bank of Baroda Loan Against Securities আবেদন জন্য ডকুমেন্টস:

#১) লোন অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্ম এ আবেদনকারীর সিগনেচার (সই) অবশ্যই থাকতে হবে।

#২) আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

#৩) ব্যক্তিগত ডকুমেন্টস এর মধ্যে প্যান কার্ড, পাসপোর্ট আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং যদি প্যান কার্ড না থাকে, তাহলে প্যান কার্ড ইস্যু করা কোনো কাগজপত্র আপনার অবশ্যই থাকতে হবে।

#৪) সিগনেচার প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ব্যাংকের ভেরিফিকেশন, পাসপোর্ট ইত্যাদি প্রয়োজন হবে।

#৫) আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র হিসাবে, ইলেকট্রিসিটি বিল, পোষ্ট পেইড ফোনবিল, আধার কার্ড এবং ভ্যালিড রেন্ট এগ্রিমেন্ট

Bank of Baroda Loan Against Securities এর জন্য আবেদন করবেন কিভাবে:

আপনি যদি চান তাহলে ব্যাংক অফ বরোদার যে কোন ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন। আর তাছাড়া অনলাইনের মাধ্যমে আপনি যদি এই লোনের জন্য আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হল:

#১) প্রথমত আপনাকে ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। https://www.bankofbaroda.in সেখানে লগইন করতে হবে।

#২) এখানে একটি পেজ ওপেন হবে যেখানে “Loan Against Securities” এই লেখাটি দেখতে পাবেন, এই লেখার উপরে ক্লিক করুন।

#৩) তারপর নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অথবা ভরতে হবে।

#৪) ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।

#৫) সবকিছু ঠিকঠাক  পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Bank of Baroda Application Forms Download in PDF

Bank of Baroda All Application Forms Download Download Forms
Home Click here
Official Website Click here

FAQ of Bank of Baroda Loan Against Securities

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”Bank of Baroda অফিসিয়াল ওয়েবসাইট কি?” answer-0=”Bank of Baroda অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.com এবং নেটব্যাংকিং-এর জন্য www.bobibanking.com (Net Banking)” image-0=”” headline-1=”h3″ question-1=”ব্যাংক অফ বরোদা হেডকোয়ার্টার্স কোথায়?” answer-1=”Bank of Baroda Headquater. Baroda (Vadodara), Gujarat” image-1=”” headline-2=”h3″ question-2=”Bank of Baroda Customer Care Number?” answer-2=”Bank of Baroda Customer Care Toll-free Number: 1800223344, 18001024455″ image-2=”” count=”3″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top