2023 ব্যাংক অফ বরোদা সম্পত্তির বিনিময়ে লোন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

ব্যাংক অফ বরোদা সম্পত্তির বিনিময়ে লোন 2023: Bank of Baroda Loan against Property in Bengali 2023: ব্যাংক অফ বরোদা সম্পত্তির বিনিময়ে লোন আবেদন পদ্ধতি, কি কি ডকুমেন্ট লাগবে? কি করতে হবে আবেদন? জানুন সবকিছু

নিজের পছন্দমত বাড়ি হোক অথবা অন্য কোনো সম্পত্তি সেগুলো কেনার জন্য অনেকের অনেক স্বপ্ন থাকে। তার সাথে সাথে থাকে বিভিন্ন রকমের পরিকল্পনা, কিন্তু শুধু স্বপ্ন ও পরিকল্পনা দিয়ে তো বাস্তবে কোন কিছু সম্ভব নয়।

তার জন্য প্রয়োজন পড়ে অর্থের। আর সেই অর্থের অভাবে বেশিরভাগ মানুষের স্বপ্ন প্রায় চাপা পড়ে যায় বলতে গেলে। তবে যদি আপনি লোন নেওয়ার মাধ্যমে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন তাহলে সম্পত্তির বিপরীতে যে লোন পাওয়া যায় তা দিয়েও কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন।

Bank Name Bank of Baroda
Type of Loan Loan against Property
Loan Application Process Online / Offline
Official Website bankofbaroda.in

এমনও তো হয় যে আপনার কোন সম্পত্তি আছে কিন্তু সেটা আপনার কোন কাজে আসছে না কিন্তু এই লোন নেওয়ার কাজে আপনি সেটাকে ব্যবহার করতেই পারেন।

সম্পত্তির বিনিময়ে লোন কি? (What is Loan Against Property?):

আপনার বড় কোনো স্বপ্ন পূরণ করার জন্য আপনি এই লোন নিতে পারেন। ধরুন কোন ব্যবসা শুরু করবেন আপনার কাছে যথেষ্ট পরিমাণ পুঁজি নেই, কিন্তু আপনার কাছে এমন সম্পত্তি আছে যেটা আপনি বলতে গেলে বন্ধক রেখে দিয়েছেন।

ব্যাংক অফ বরোদা সম্পত্তির বিনিময়ে লোন | Bank of Baroda Loan against Property in Bengali
ব্যাংক অফ বরোদা সম্পত্তির বিনিময়ে লোন | Bank of Baroda Loan against Property in Bengali

আপনি তার বিনিময়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। একেই বলা হয় সম্পত্তির বিনিময়ে লোন।

তাছাড়া আরও অনেক কাজ করতে পারবেন এই লোনের মাধ্যমে। সম্পত্তি আপনাকে সিকিউরিটি না দিতে পারলেও বিপদে কিন্তু আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে।

আপনি কিভাবে এই লোন নিতে পারবেন?

এই লোন নেওয়ার জন্য যেগুলো প্রয়োজন:

১) প্রপার্টি ওনার (Property Owner):

২) বয়স: আবেদনকারীর বয়স কম পড়ে ২১ বছর হতে হবে।

৩) এমপ্লয়েড: আবেদনকারীকে অবশ্যই self-employed হতে হবে এবং রেগুলার একটা ইনকাম সোর্স থাকতে হবে।

৪) এবং সেই আবেদনকারীর বছরে ইনকাম কম করে ৬০ হাজার টাকা হতে হবে।

৫) তার সাথে সাথে আবেদনকারীর ৩ বছরের ট্যাক্স এর রিপোর্ট ভালো থাকতে হবে এই লোন নেওয়ার জন্য।

Bank of Baroda Loan Against Property লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস:

১) ইনকাম প্রুফ

২) তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন

৩) সোসাইটি পারমিশন

৪) সম্পত্তির আসল কাগজপত্র (Original Property Papers)

৫) আবেদনকারীর ব্যাংকের ডিটেলস

কেন আপনি ব্যাংক অফ বরোদা থেকে এই লোন টি নেবেন:

১) খুবই সহজ ভাবে আপনি এখানে সাধারণ ডকুমেন্টস অর্থাৎ যা আপনার কাছে আছে তা দিয়ে এই ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য আবেদন করতে পারেন।

২) তাছাড়া আপনার চাহিদামত এখানে আপনি আপনার প্রয়োজনীয় অ্যামাউন্টের লোন পেয়ে যাবেন।

৩) আপনার ইনকাম সোর্স এর উপরে এই লোনটি এই ব্যাংক থেকে অনায়াসেই পেয়ে যাবেন।

৪) তাছাড়া সুদের হার অনেকটাই কম বলতে গেলে, যেটা আপনি অনায়াসেই দিতে পারবেন।

৫) লোনের অ্যামাউন্টটা অনেকটাই বেশি, বলতে গেলে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন।

৬) তাছাড়া খুব সহজে কারো অন্য কোন ব্যাংক থেকে লোন ট্রান্সফার করতে পারবেন ব্যাংক অফ বরোদা তে।

৭) ব্যাংক অফ বরোদা থেকে ইএমআই (EMI) সিস্টেমে আপনি দীর্ঘ সময় ধরে এই লোন পরিশোধ করার সময় পাবেন (১০ বছর)।

৮) প্রসেসিংয়ের জন্য চার্জ নেয় না বললেই চলে।

৯) কাস্টমাইজড লোন অর্থাৎ গ্রাহকদের চাহিদা অনুসারে লোন দিয়ে থাকে এই ব্যাংক, যার মাধ্যমে গ্রাহকরা তাদের কাজ সম্পন্ন করার পাশাপাশি তাদের ব্যবসাটিকে ভালোভাবে ম্যানেজ করতে পারে।

Bank of Baroda Loan Against Property লোন :

১) Loan amount: ১০ কোটি পর্যন্ত

২) যোগ্যতা: বেতনভুক্ত এবং সেলফ এমপ্লয়ি

৩) পরিশোধ করার সময়: ১০ বছর পর্যন্ত

৪) সুদ অথবা Interest: Strategy Premium +0.95% to One year MCLR+Strategy Premium+3.50%

ব্যাংক অফ বরোদার সম্পত্তির বিনিময়ে লোন নেওয়ার সুবিধা:

১) লোনটি কে আপনি পরিশোধ করতে পারবেন খুবই কম EMI দিয়ে।

২) তার সাথে রয়েছে আকর্ষণীয় সুদের হার। যা কিনা আপনি খুব সহজেই দিতে পারবেন।

৩) কোন রকম ঝামেলা ছাড়াই প্রয়োজনীয় কাগজপত্র এর মাধ্যমে আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

৪) এই লোন নেওয়ার জন্য আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না বলতে গেলে, খুব তাড়াতাড়িই লোনটি আপনি পেয়ে যাবেন।

৫) আপনি লোনটি পাবেন কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির বিপরীতে।

সম্পত্তির বিনিময়ে আপনি কতখানি লোন পেতে পারেন:

সাধারণত এই সম্পত্তির বিনিময় প্রায় ৫০%  থেকে ৬০% পর্যন্ত লোন দেয়া থাকে ব্যাংক। আর যদি আপনার সেই সম্পত্তি বেশি দামের হয়ে থাকে তাহলে কিন্তু ৭৫% পর্যন্ত আপনি লোন পেতে পারেন।

তবে হ্যাঁ ব্যাংক কিন্তু আপনার এই সম্পত্তি নিয়ে যাচাই করবে, আর সেই সম্পত্তি সঠিক দাম নিয়ে সঠিক ধারণা রাখবে।

Bank of Baroda Loan Against Property এর সুদের হার:

যদি আপনি আপনার সম্পত্তির বিপরীতে ব্যাংক অফ বরোদা থেকে এই লোকটি নিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই কম টাকা আপনাকে সুদ হিসাবে দিতে হবে, এই লোনের সুদের হার হল Strategy Premium+0.95% থেকে One year MCLR+Strategy Premium+3.50% পর্যন্ত।

এই লোনের জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস:

আগেই বলেছি যে, এই লোনের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু কোন রকম ঝামেলা ছাড়াই আপনি লোনটি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং এই লোনের জন্য আবেদন করতে আপনার যে কাগজপত্র গুলোর প্রয়োজন পড়বে সেগুলি হল:

বেতন ভুক্তদের জন্য যে ডকুমেন্টস গুলি লাগবে:

ঠিকানার প্রমাণপত্র হিসেবে:

১) ভোটার আইডি কার্ড,

২) আধার কার্ড,

৩) রেশন কার্ড,

৪) ইলেকট্রিসিটি বিল,

৫) টেলিফোন বিল

আবেদনকারীর পরিচয় পত্র হিসাবে:

১) আধার কার্ড,

২) ইমপ্লয় এর আইডি কার্ড,

৩) ভোটার কার্ড,

৪) ড্রাইভিং লাইসেন্স

তার সাথে সাথে ব্যাংকের স্টেটমেন্ট এবং শেষের ৬ মাস আপনার স্যালারি অথবা ইনকাম ডিটেইলস।

শেষের ৬ মাসের স্যালারি স্লিপ, আবেদনকারীর ছবি এবং সমস্ত ডকুমেন্টস যেগুলি সম্পত্তির কাগজপত্র সবকিছু একসাথে রাখতে হবে।

Self-employed দের জন্য যে ডকুমেন্টস গুলি লাগবে:

ঠিকানার প্রমাণপত্র হিসাবে:

১) ভোটার আইডি কার্ড,

২) রেশন কার্ড,

৩) আধার কার্ড,

৪) ইলেকট্রিসিটি বিল,

৫) টেলিফোন বিল।

পরিচয় পত্র হিসেবে:

১) এমপ্লয়ি এর আইডি কার্ড,

২) আধার কার্ড,

৩) ভোটার আইডি কার্ড,

৪) ড্রাইভিং লাইসেন্স।

তার সাথে সাথে শেষ ছয় মাসের ব্যাংক এর স্টেটমেন্ট অর্থাৎ আপনার স্যালারি ও ইনকাম এর ডিটেলস। সাথে আপনার ফটোকপি এবং সম্পত্তির সমস্ত কাগজপত্র।

Bank of Baroda Loan Against Property অনলাইনে আবেদন:

এখন সবকিছুই অনলাইন হয়ে মানুষের অনেকখানি সুবিধা হয়ে গিয়েছে আপনি ঘরে বসেই লোন নেওয়ার কথা চিন্তা  করে থাকেন তাহলে, অনলাইনে কিভাবে আবেদন করবেন জানা যাক:

১) প্রথমত আপনাকে ব্যাংক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। https://www.bankofbaroda.in

২) যে পেজটি ওপেন হবে সেটা Loan Against Property এর পেজ।

৩) তারপরে দেখবেন সেখানে এ্যাপলাই নাও অপশনটা আছে এ্যাপলাই নাও এর উপর ক্লিক করুন।

৪) তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ভরতে হবে এবং পার্সোনাল ইনকাম ডিটেলস দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম টি কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন।

৫) তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি আপনি এই লোনটার জন্য উপযুক্ত হয়ে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার আবেদনটি এপ্রুভ হয়ে যাবে এবং আপনার ব্যাংকে লোনের অ্যামাউন্ট জমা হয়ে যাবে। তবে এর মাঝে ব্যাংক থেকে আপনার কাছে ফোন আসতে পারে।

Bank of Baroda Application Forms Download in PDF

Bank of Baroda All Application Forms Download Download Forms
Home Click here
Official Website Click here

FAQ of Bank of Baroda Loan Against Property:

[sc_fs_multi_faq headline-0=”h3″ question-0=”কি কি সম্পত্তি আপনি এখানে দিয়ে লোন নেওয়া যায়? ” answer-0=”রেসিডেন্সিয়াল প্রপার্টি এবং commercial-properties অর্থাৎ সেটা হতে পারে আপনার বাড়ি, কোন দোকান, কোন অফিস, কোন বড় বিল্ডিং, জমি, জায়গা ইত্যাদি।” image-0=”” headline-1=”h3″ question-1=”কত টাকা পর্যন্ত এই লোন পাওয়া যায়?” answer-1=”বলতে গেলে আপনি যদি এই লোন নেওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে এখানে সবচেয়ে বেশি এমাউন্টের লোন দেওয়া হয় অর্থাৎ সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত এই লোন আপনি পেতে পারেন।” image-1=”” headline-2=”h3″ question-2=”কিভাবে আবেদন করা যায়?” answer-2=”এই লোনের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে ব্যাংক অফ বরোদা তে গিয়ে অফলাইন আবেদন করতে পারেন অথবা ব্যাংক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা BanglaLoan এর অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমেও আপনি আবেদন পদ্ধতি সম্পর্কে জানাতে পারবেন। এখানে দেখুনঃ www.banglaloan.com” image-2=”” headline-3=”h3″ question-3=”EMI কত দিতে হতে পারে?” answer-3=”এই লোনের EMI যদি বলা হয় তাহলে ২%  পর্যন্ত হয়ে থাকে।” image-3=”” headline-4=”h3″ question-4=”Bank of Baroda Loan Against Property এর লোনের সুদের হার কত?” answer-4=”আপনি যদি লোনটি নিয়ে থাকেন তাহলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে Strategy Premium+0.95% থেকে One year MCLR+ Strategy Premium+3.50% হারে সুদ দিতে হবে।” image-4=”” headline-5=”h3″ question-5=”Bank of Baroda Loan Against Property এর প্রসেসিং ফি কত?” answer-5=”এই লোনের জন্য প্রসেসিং ফি সবথেকে বেশি 0.20% সবচেয়ে বেশি 10,000 টাকার লোন এর উপরে।” image-5=”” headline-6=”h3″ question-6=”ইনকাম প্রুফ ছাড়া কি Bank of Baroda Loan Against Property লোন পাওয়া যায়?” answer-6=”না একেবারেই নয়, আপনি কোন মতেই এই লোন পাবেন না, আপনার ইনকাম প্রুফ না দেখিয়ে।” image-6=”” headline-7=”h3″ question-7=”আর কোন কোন শহরে Bank of Baroda Loan Against Property পাওয়া যায়?” answer-7=”ব্যাংক অফ বরোদা Loan Against Property এভেলেবেল আছে মুম্বাই, ব্যাংগালোর, চেন্নাই, কলকাতা, পুনে, ইত্যাদি শহরে। আপনার সম্পত্তি সেটা কোন ঘর, অফিস, বিল্ডিং, হতে পারে অথবা আপনার জমিও হতে পারে। তার সঠিক কাগজপত্র থাকলে আপনি এই লোনটি অনায়াসেই পাবেন।” image-7=”” count=”8″ html=”true” css_class=””]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top